G পৃষ্ঠা ১২
- English Word glissando Bengali definition [গ্লিস্যান্ডোউ] (adverb), (adjective) (সংগীত) স্বরসপ্তকের দ্রুত ওঠানামা।
- English Word glisten Bengali definition [গ্লিস্ন্] (verb intransitive) (বিশেষত ভেজা বা চকচক উপরিভাগ, জলভরা চোখ) চিকচিক করা: The wet leaves glistened in the morning sun; eyes glistening with tears.
- English Word glitter Bengali definition [গ্লিটা(র্)] (verb intransitive) ঝলমল আলো: stars glittering in the sky. □ (noun) [uncountable noun] উজ্জ্বল ঝলমলে আলো: the glitter of diamond. glittering (adjective) উজ্জ্বল; আকর্ষণীয়: glittering jewels.
- English Word glitz Bengali definition [গ্লিট্স্] (noun) অপ্রয়োজনীয় জাঁকজমক বা আড়ম্বর: But today the high-tech glitz is often a cover for a void of imagination. glitzy (adjective) অনাবশ্যক ব্যয়বহুল, অরুচিকর বাহুল্যযুক্ত। glitzly (adverb)
- English Word gloat Bengali definition [গ্লোউট] (verb intransitive) gloat (over something) সংকীর্ণ আত্মতৃপ্তিতে তাকিয়ে থাকা: gloat over one’s gold. gloatingly (adverb)
- English Word global Bengali definition [গ্লোউব্ল্] (adjective) পৃথিবীব্যাপী; সর্বব্যাপী।
- English Word global warming Bengali definition [গ্লোউব্ল্ ওঅমিঙ্] (noun) বৈশ্বিক উষ্ণায়ন; নগরায়ণ ও শিল্পায়ন হেতু বায়ুমণ্ডলে বিপুল পরিমাণে কার্বন-ডাই অক্সাইড গ্যাসের সংযুক্তির কারণে বিশ্বের তাপমাত্রার ক্রমবৃদ্ধি: Global warming posses a great danger.
- English Word globe Bengali definition [গ্লোউব্] (noun) (১) গোলাকার বস্তু; পৃথিবীর ছাঁচ বা আদল; গ্লোব; ভূগোলক বা খগোলক। the globe পৃথিবী; ভূমণ্ডল। (২) গোলাকার কাচের পাত্র. বিশেষত বাতির ঢাকনা বা মাছের পাত্র। globefish (noun) পোটকা মাছ। globe-trot (verb intransitive) বহু দেশের ভিতর দিয়ে দ্রুত ভ্রমণ করা। globetrotter (noun) পৃথিবী-পর্যটক।
- English Word globule Bengali definition [গ্লবিউল্] (noun) (বিশেষত তরল পদার্থের) ক্ষুদ্র বিন্দু বা ফোঁটা; বড়ি, বটিকা। globular [গ্লবিউলা(র্)] (adjective) বটিকাকার; বটিকানির্মিত।
- English Word glockenspiel Bengali definition [গ্লকান্স্পীল্] (noun) বাদ্যযন্ত্রবিশেষ।
- English Word gloom Bengali definition [গ্লূম্] (noun) [countable noun, uncountable noun] আধো-অন্ধকার; অস্পষ্টতা। (২) বিষাদ ও হতাশার ভাব: His death cast a gloom over the village.
- English Word gloomy Bengali definition [গ্লূমি] (adjective) (১) অন্ধকার; অনালোকিত। (২) বিষণ্ণ; বিষণ্ণকারক: a gloomy landscape; feel gloomy about one’s future.
- English Word glorify Bengali definition [গ্লোরিফাই] (verb transitive) (১) (ঈশ্বরকে) ভক্তি ও প্রশাসাবাদ নিবেদন করা; উপাসনা করা; (বীরকে) সম্মান ও যশ-গৌরব দান করা। (২) (সহজ বা সাধারণ কোনো কিছুকে) মহিমান্বিত করা; (কাউকে বা কোনোকিছুকে) অধিক গুরুত্ব বা কর্তৃত্ববহ করে তোলা: Your capital city is after all a glorified provincial town. glorification [গ্লারিফিকেইশ্ন্] (noun).
- English Word glorious Bengali definition [গ্লোরিআস্] (adjective) (১) দ্যুতিময়; চমৎকার; মহিমান্বিত; a glorious view. (২) সুপ্রসিদ্ধ; সম্মানিত; গৌরবান্বিত বা গৌরবদায়ক: a glorious success; the glorious reign of Akbar. (৩) (কথ্য) উপভোগ: have a glorious time. (৪) (বক্রোক্তি) ভয়াবহ; ভীষণ: what a glorious mess! gloriously (adjective)
- English Word glory Bengali definition [গ্লোরি] (noun) [uncountable noun] (১) যশ; বিজয় গৌরব; মহিমা। (২) ঈশ্বরকে নিবেদিত ভক্তি ও প্রশংসাবাদ: Glory to God in the highest. (৩) চমৎকারিত্ব: the glory of a northern spring day. (৪) (কখনো কখনো [countable noun] (plural)) গর্বের কারণ; অহংকারের বিষয়; শ্রদ্ধা ও গৌরবের বস্তু: the glories of modern science. (৫) স্বর্গীয় জ্যোতি: the saints in glory. (৬) (কথ্য ব্যবহার): go to glory, মারা যাওয়া; send somebody to glory, মেরে ফেলা। glory-hole (noun) নানা জিনিসে অগোছালোভাবে ভরা ঘর বা দেরাজ। □ (verb intransitive) glory in (কোনো কিছুতে) আনন্দোল্লাস করা; (কোনো কিছুতে) গর্ববোধ করা: glory in one’s success.
- English Word gloss 1 Bengali definition [গ্লস্] (noun) (১) মসৃণ উজ্জ্বল তল বা উপরিভাগ: the gloss of silk and stai. glosspaint (noun) ধোয়া যায় এমন উজ্জ্বল মসৃণ প্রলেপ সৃষ্টিকারী রং। (২) (সাধারণত a gloss) কপট বাহ্যরূপ; ছদ্মাবরণ: a gloss of respectability, সাধুতার ছদ্মাবরণ বা ছদ্মবেশ। □ (verb transitive) gloss over ছদ্মাবরণ পরানো; আড়াল করা বা দোষ কাটানো: gloss over somebody’s faults. glossy (adjective) মসৃণ ও উজ্জ্বল। glossily [গ্লস্ইলি] (adverb) glossiness (noun)
- English Word gloss 2 Bengali definition [গ্লস্] (noun) [countable noun] (কোনো রচনা বা বইয়ের পাদটীকায় বা শেষে সংযোজিত তালিকায় দেওয়া) শব্দের টীকা; মন্তব্য; ব্যাখ্যা। □ (verb transitive) টীকা সংযোজন বা রচনা করা; মন্তব্য করা।
- English Word glossary Bengali definition [গ্লসারি] (noun) [countable noun] টীকাপুঞ্জ; ব্যাখ্যাবিশিষ্ট (যথা পরিভাষায় ব্যবহৃত বা অপ্রচলিত) শব্দের ব্যাখ্যাসংবলিত তালিকা; (কোনো বইয়ের) টীকাগ্রন্থ বা শব্দকোষ।
- English Word glottis Bengali definition [গ্লটিস্] (noun) শ্বাসরন্ধ্র। glottal [গ্লট্ল্] (adjective) শ্বাসরন্ধ্রবিষয়ক। glottal stop শ্বাসরন্ধ্র সম্পূর্ণ বন্ধ করে যে ভাষা-ধ্বনি উৎপন্ন করা হয়।
- English Word glove Bengali definition [গ্লাভ্] (noun) দস্তানা। fit like a glove সম্পূর্ণ মাপসই হওয়া। be hand in glove (with) ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত হওয়া। take off the gloves to somebody; handle somebody without gloves লড়াইয়ের মনোভাব নিয়ে কারো সঙ্গে তর্কে বা দ্বন্দ্বে অবতীর্ণ হওয়া। glove-compartment (noun) মোটরগাড়ির ড্যাশবোর্ডের যে খুপরিতে ছোটখাটো জিনিসপত্র রাখা হয়।
- English Word glow Bengali definition [গ্লোউ] (verb intransitive) (১) শিখা ছাড়া উজ্জ্বলতা বা উত্তাপ বিকিরণ করা: glowing charcoal. (২) (লাক্ষণিক) (ব্যায়ামের পর বা উত্তেজিত অবস্থায় যেমন তেমনি) উষ্ণ বা আরক্ত হওয়া বা দেখানো বা অনুভব করা: glowing with pride/enthusiasm. (৩) উষ্ণ বা কড়া রং ধারণ করা: trees glowing with spring times. □ (noun) (শুধু singular, def বা indefart-সহ) রক্তিমাভা; শিখাহীন উজ্জ্বল বা উত্তপ্ত অবস্থা; উষ্ণ বা আরক্ত চেহারা;উষ্ণ অনুভূতি: in a glow of enthusiasm; the glow of health; the glow of the sky at sunset. glow-worm (noun) জোনাকি। glowing (adjective) উষ্ণ ও উজ্জ্বল বা (লাক্ষণিক) আবেগোচ্ছল; অনুরঞ্জিত: a glowing account of an event. glowingly (adverb)
- English Word glower Bengali definition [গ্লাউআ(র্)] (verb intransitive) glow (at) ক্রুদ্ধ বা ভয়ংকর দৃষ্টিতে তাকানো। glowingly (adverb)
- English Word glucose Bengali definition [গ্লুকোউস্] (noun) [uncountable noun] (জীববিদ্যা) আঙুরজাত চিনি; দ্রাক্ষা-শর্করা।
- English Word glue Bengali definition [গ্লু] (noun) [uncountable noun] শিরিসের আঠা। □ (verb transitive) glue (to) (১) আঠা দিয়ে জোড়া দেওয়া: glue two things together. (২) শক্ত করে চেপে রাখা বা ঠেকিয়ে রাখা; আঠার মতো লেগে থাকা: Her ear was glued to the keyhole. gluey [গ্লুই] (adjective) আঠালো।
- English Word glum Bengali definition [গ্লাম্] (adjective) মনমরা; বিষণ্ণ। glumly (adverb) glumness (noun)
- English Word glut Bengali definition [গ্লাট্] (verb transitive) glut (with) (১) অত্যধিক সরবরাহ দ্বারা ছেয়ে ফেলা: glut a market with foreign goods. (২) অতিরিক্ত খাওয়া; পরিপূর্ণভাবে তৃপ্ত করা; অতিমাত্রায় বোঝাই করা: glut one’s appetite; glutted with pleasure. □ (noun) [countable noun] চাহিদার অতিরিক্ত সরবরাহ: glut bananas in the market.
- English Word gluten Bengali definition [গ্লূটান্] (noun) [uncountable noun] ময়দায় প্রস্তুত আঠা। glutinous [গ্লূটিনাস্ America(n) গ্লূটানাস্] (adjective) আঠালো।
- English Word glutton Bengali definition [গ্লাট্ন্] (noun) অতিভোজী ব্যক্তি, পেটুক; (লাক্ষণিক) যেকোনো বিষয়ে সদাপ্রস্তুত ও সদাআগ্রহী ব্যক্তি: a glutton for work, কাজপাগলা মানুষ। gluttonous [গ্লাটানাস্] (adjective) (খাদ্য) অতিলোভী। gluttonously (adverb) gluttony [গ্লাটানি] (noun) অতিভোজন।
- English Word glycerine Bengali definition (America(n) = glycerin) [গ্লিসারীন্ America(n) গ্লিসারিন্] (noun) [uncountable noun] গ্লিসারিন।
- English Word gnarled Bengali definition [না:ল্ড্] (adjective) (গাছের কাণ্ড) পেঁচানো ও কর্কশ; গ্রন্থিযুক্ত: gnarled tree; gnarled (=গাঁটযুক্ত; বিকৃত) hands/fingers.