G পৃষ্ঠা ১১
- English Word giver Bengali definition [গিভা্(র্)] (noun) যে দান করে; অর্পণকারী; দাতা।
- English Word gizzard Bengali definition [গিজাড্] (noun) পাখির দ্বিতীয় পাকস্থলী; (লাক্ষণিক কথ্য) গলা: It stacks in my gizzard (এত অপছন্দ করি যে) গলায় আটকে যায়।
- English Word glace Bengali definition [গ্ল্যাসেই America(n) গ্ল্যাসেই] (adjective) (ফল) বরফ দেওয়া; চিনি মাখানো; (চামড়া, কাপড়) মসৃণ; পালিশ-করা।
- English Word glacial Bengali definition [গ্লেইসিআল্ America(n) গ্লেইশ্ল্] (adjective) তুষার বা তুষারযুগ্বিষয়ক: The glacial era/epoch তুষারযুগ ( যে যুগে উত্তর গোলার্ধের বিশাল অঞ্চল তুষারাচ্ছাদিত ছিল); (লাক্ষণিক) হিমেল; নিরুত্তাপ: a glacial smile, ঠাণ্ডা হাসি।
- English Word glacier Bengali definition [গ্ল্যাসিআ(র্) America(n) গ্লেইশর্] (noun) হিমবাহ; তুষারস্রোত।
- English Word glad Bengali definition [গ্ল্যাড্] (adjective) (১) (কেবল predicative(ly)) খুশি: be/look/feel glad about something; glad to see someone. আনন্দদায়ক; আনন্দময়: glad news/tidings. give somebody the glad hand (অপশব্দ) অভ্যর্থনার হাত প্রসারিত করা; স্বাগত জানানো। gladrags (অপশব্দ) কোনো আনন্দোৎসবে ব্যবহার্য পোশাক। gladden [গ্ল্যাড্ন্] (verb transitive) খুশি করা; আনন্দিত করা। gladly (adverb) gladness (noun) gladsome [গ্ল্যাড্সাম্] (adjective) (সাহিত্যিক) খুশি; আনন্দময়।
- English Word glade Bengali definition [গ্লেইড্] (noun) বনের ভিতর ফাঁকা জায়গা।
- English Word gladiator Bengali definition [গ্ল্যাডিএইটা(র্)] (noun) (প্রাচীন রোমে) শাসক ও সামন্ত প্রভুদের মনোরঞ্জনের জন্য মল্লভূমিতে প্রাণপণ যুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত ক্রীতদাস। gladiatorial [গ্ল্যাডিআটোরিআল্] (adjective) এরূপ যোদ্ধা; ক্রীতদাসবিষয়ক: gladiatorial combats.
- English Word gladiolous Bengali definition [গ্ল্যাডিওউলস্] (noun) তলোয়ারসদৃশ পাতা ও উজ্জ্বল ফুলের শিষযুক্ত এক জাতের গাছ।
- English Word glamour Bengali definition (America(n) glamor) [গ্ল্যামা(র্)] (noun) [uncountable noun] (১) জাদু; মোহিনী শক্তি বা যারা; The glamour of snow capped mountains drenched in moonlight. (২) (যৌন আবেদনময়) মোহিনী রূপ যা চমক। glamorous [গ্ল্যামা(র্)আস্] (adjective) জাদুময়; মোহিনী; রূপময়: a glamour woman. glamorize, glamorise [গ্ল্যামা(র্)আইজ্] (verb transitive) মোহনীয় করে তোলা: glamour the life of an actress.
- English Word glamping Bengali definition [গ্ল্যাম্পিং] (noun) (British/Britain অনানুষ্ঠানিক 'glamour' আর 'camping' তৈরি) [uncountable noun] বিলাসবহুল আউটডোর বিনোদন তৎপরতা, যাতে ঘর বা হোটেলের আধুনিক সুযোগ সুবিধা থাকে; গ্ল্যাম্পিং: For us glamping is nothing but a luxury camping.
- English Word glance Bengali definition [গ্লা:ন্স্ America(n) গ্ল্যান্স্] (verb transitive), (verb intransitive) (১) glance at/over/through/round এক পলক দেখা; পলকে দেখে নেওয়া: glance at the watch; glance over/through a letter; glance round a room. (২) glance off (অস্ত্রে বা আঘাত) দ্রুত ফসকে বা পিছলে বা গড়িয়ে যাওয়া: The spear glanced off his shield. (৩) (উজ্জ্বল বস্তু, আলো) ঝলসে ওঠা; ঝলকানো: His sword glanced in the sunlight. □ (noun) (১) চকিত দৃষ্টি; এক পলকের দেখা: take a glance at the contents of a book. at a glance দেখা মাত্র। at first glance = at first sight, দ্রষ্টব্য sight 1 (২). (২) (আকস্মিক গতির ফলে উৎপন্ন) আলোর ঝলকানি: a glance of arrows in the sunlight.
- English Word gland Bengali definition [গ্ল্যান্ড্] (noun) লালাগ্রন্থি: sweat glands; milk producing glands in females. glandular [গ্ল্যান্ডিউলা(র্) America(n) গ্ল্যান্জিউলা(র্)] (adjective) লালাগ্রন্থিবিষয়ক; লালাগ্রন্থিসদৃশ।
- English Word glanders Bengali definition [গ্লান্ডাজ] (noun) [uncountable noun] ঘোড়ার সংক্রামক রোগ, এ রোগে চোয়াল ফুলে যায় এবং নাক ও গলায় ঘা হয়।
- English Word glare 1 Bengali definition [গ্লেআ(র্)] (noun) (১) [uncountable noun] তীব্র; অসহনীয় আলো: the glare of the sun; (লাক্ষণিক) in the full glare of publicity, লোকচক্ষুর নগ্ন আলোয়; লোকচক্ষুর কেন্দ্রবিন্দুতে। (২) [countable noun] ক্রুদ্ধ বা তীব্র দৃষ্টি; স্থির দৃষ্টি।
- English Word glare 2 Bengali definition [গ্লেআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) চোখ ধাঁধিয়ে বা অসহনীয়ভাবে আলোকপাত করা: The mid-day sun glared on us. (২) glare (at) ক্রুদ্ধ বা তীব্র দৃষ্টিতে তাকানো: The rivals stood glaring at each other. glare (at): glare hate/defiance at someone. glaring (adjective) (১) চোখধাঁধানো: glare electric bulbs. (২) ক্রুদ্ধ; তীব্র: glaring eyes. (৩) স্থূল; জাজ্বল্যমান: glare injustice. (৪) (রং) রুচিহীন; চটকদার।
- English Word glass Bengali definition [গ্লা:স্ America(n) গ্ল্যাস্] (noun) (১) [uncountable noun] কাচ। (২) [countable noun] কাচের তৈরি জিনিস। (ক) কাচের পানপাত্র বা এই পাত্রমধ্যস্থ পানীয়: a glass of water; have a glass too much, অতিরিক্ত মদ্য পান করা; মাতাল হওয়া। (খ) (অপিচ looking-glass) আয়না। (গ) দূরবীক্ষণ যন্ত্র বা দুরবিন। (ঘ) আবহাওয়ার তাপমাত্রা পারিমাপক যন্ত্র বা ব্যারোমিটার। (ঙ) (plural) (কদাচিৎ eye-glasses) চশমা: I can’t read without glasses. (চ) (plural) দুই-চোখা দুরবিন। (ছ) magnifying glass যে কাচের ভিতর দিয়ে দৃষ্ট বস্তু বড় দেখায়; বিবর্ধক কাচ। (২) (যৌগশব্দে) glass-blower (noun) যে ব্যক্তি কাচ গলিয়ে জিনিসপত্র তৈরি করে। glass-cutter (noun) যে ব্যক্তি কাচের উপর নকশা কাটে; কাচের কারিগর; কাচকাটা যন্ত্র। glass-house (noun) (গাছগাছালি জন্য) কাচের বেড়া ও কাচের ছাদযুক্ত ঘর; কাচঘর; (অপশব্দ) সামরিক কয়েদখানা। People who live in glass houses shouldn’t throw stones (প্রবাদ) নিজের খুঁত থাকতে অন্যের খুঁত ধরা উচিত নয়। glassware [গ্লা:স্ওএআ(র্)] কাচের তৈজসপত্র। glass-wool (noun) [uncountable noun] ছাকনার জন্য ব্যবহৃত কাচের সূক্ষ্ম সুতা। glassworks (noun) (plural) (singular verb সহ) কাচের কারখানা। □ (verb transitive) glass (in) কাচ লাগানো; কাচের প্রলেপ দেওয়া; কাচের মতো চকচকে করা বা পালিশ করা। glassful [গ্ল্যাস্ফুল্] (noun) এক-গেলাস; গেলাসভরা। glassy (adjective) কাচের মতো দেখতে; a glassy surface; (সমুদ্র ইত্যাদি) নিস্তরঙ্গ ও ঝকঝকে: a glassy stare/look/eye নিষ্প্রাণ; ভাবলেশহীন; স্থিরদৃষ্টি/চোখ।
- English Word glass cliff Bengali definition [গ্লা:স্ ক্লিফ্ America(n) গ্ল্যাস ক্লিফ] (noun) (কথ্য) এমন একটি প্রপঞ্চ যখন কর্পোরেট জগতের শীর্ষপদে বসে অথচ ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে; কাচের স্বর্গ: I think her story actually also kind of fits the general glass cliff pattern.
- English Word glaucoma Bengali definition [গ্ল্যাকোউমা] (noun) [uncountable noun] চোখের রোগ, এতে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে যায়।
- English Word glaze Bengali definition [গ্লেইজ] (verb transitive), (verb intransitive) ১ glaze (in) কাচ লাগানো: glaze a window; glaze in a veranda, কাচ দিয়ে ঘিরে দেওয়া। (২) glaze (over) কাচের মতো চকচকে প্রলেপ দেওয়া: glaze porcelain৩ glaze (over) (চোখ) কাচের মতো স্বচ্ছ; চকচকে স্থির হওয়া: Her eyes glazed over. □ (noun) [countable noun, uncountable noun] মিহি স্বচ্ছ প্রলেপ।
- English Word glazier Bengali definition [গ্লেইজিআ(র্) America(n) গ্লেইজা(র্)] (noun) জানালা; দরজা ইত্যাদিতে কাচ লাগানোর কারিগর।
- English Word gleam Bengali definition [গ্লীম্] (noun) [countable noun] (১) (বিশেষত আসে যায় এমন) মৃদু দীপ্তি: the gleam of the distant stars. (২) (লাক্ষণিক) কোনো আবেগ বা গুণের ক্ষণিক প্রকাশ: an occasional gleam of humour; a gleam of hope. □ (verb intransitive) দীপ্তি বিচ্ছুরিত করা; জ্বলজ্বল করা: The cat’s eyes gleamed in the dark.
- English Word glean Bengali definition [গ্লীন্] (verb intransitive), (verb transitive) ফসল তোলার পর মাঠে পড়ে থাকা শস্যদানা খুঁটে তোলা; ফসল কুড়ানো: glean a field; glean corn; (লাক্ষণিক) টুকরো খবর সংগ্রহ করা: glean news. gleaner (noun) (ফসল/খবর) কুড়ানি। gleanings (noun) (plural) (সাধারণত লাক্ষণিক) বিভিন্ন উৎস থেকে আহরিত টুকরা জ্ঞানের কথা।
- English Word glee Bengali definition [গ্লী] (noun) (১) [uncountable noun] উল্লাস: shout with glee. (২) [countable noun] বৃন্দসংগীতে তিন বা চার কণ্ঠে একেক অংশ একেক জনে সুর করার জন্য গান। gleeful [গ্লীফুল্] (adjective) উল্লসিত। gleefully [গ্লীফুলি] (adverb)
- English Word glen Bengali definition [গ্লেন] (noun) সংকীর্ণ উপত্যকা।
- English Word glib Bengali definition [গ্লিব্] (adjective) (ব্যক্তি, তার কথা বা তার বলার ধরন) অতি তৎপর; অতি মসৃণ কিন্তু আন্তরিক নয়: glib excuse; have a glib tongue. glibly (adverb) glibness (noun)
- English Word glide Bengali definition [গ্লাইড্] (verb intransitive) ক্রমাগত মসৃণ গতিতে ভেসে চলা বা বয়ে চলা বা এগিয়ে চলা: The boat glided down the river. □ (noun) এরূপ গতি। glider [গ্লাইডা(র্)] (noun) ইনজিনবিহীন বিমান। gliding ইনজিনবিহীন বিমানে করে উড়ার খেলা।
- English Word glimmer Bengali definition [গ্লিমা(র্)] (verb intransitive) ক্ষীণ আলো দেওয়া; নিবুনিবু করে জ্বলা: lights glimmering in the distance. □ (noun) ক্ষীণ আলো: a glimmer of light through a window; (লাক্ষণিক) a glimmer of hope.
- English Word glimpse Bengali definition [গ্লিম্প্স্] (noun) (কারো বা কোনোকিছুর গতি) ক্ষণিক দৃষ্টি। get/catch a glimpse of somebody/something কাউকে/কোনোকিছুকে এক নজর দেখতে পাওয়া। □ (verb transitive) একজন দেখা।
- English Word glint Bengali definition [গ্লিন্ট্] (verb intransitive) ঝলকে ওঠা; জ্বলজ্বল করা। □ (noun) ঝলক; দৃপ্তি।