G পৃষ্ঠা ১৫
- English Word goof Bengali definition [গূফ্] (অপশব্দ) (noun) ফালতু বা বোকা লোক। □ (verb intransitive), (verb transitive) তালগোল পাকিয়ে ফেলা; জগাখিচুড়ি বানিয়ে ফেলা। goofy (adjective) বাজে; ফালতু; বাতিকগ্রস্ত।
- English Word googly Bengali definition [গূগ্লি] (noun) (ক্রিকেটে) বল ছোড়ার এক বিশেষ ধরন; এতে বল মাটিতে পড়ার পর প্রত্যাশিত দিকে না-ঘুরে উলটা দিকে মোড় নেয়।
- English Word goon Bengali definition [গূণ্] (noun) (অপশব্দ) বোকা বা আনাড়ি লোক।
- English Word goose Bengali definition [গূস্] (noun) (১) রাজহংসী; [uncountable noun] এর মাংস। cook somebody’s goose কারো আশা ধূলিসাৎ করা; বিরক্তি উৎপাদন থেকে কাউকে বিরত করা। Kill the goose that lays the golden eggs (প্রবাদ) বর্তমানের চাহিদা মেটাতে গিয়ে ভবিষ্যতের সুফল নস্যাৎ করা। be unable to say ‘boo’ to a goose ভয়ে জড়োসড়ো হওয়া। All one’s geese are swans ব্যক্তির বা বস্তুর সদ্গুণকে বড় করে দেখার প্রবণতার ক্ষেত্রে বলা হয়ে থাকে। goose-flesh (noun) [uncountable noun] রোমহর্ষ; গায়ে কাঁটা দেওয়া। goose-step (noun) হাঁটু না ভেঙে কদম বাড়ানোর ভঙ্গি। (২) মাথামোটা লোক: You silly goose! বোকা কোথাকার।
- English Word gooseberry Bengali definition [গুজবারি America(n) গূস্বেরি] (noun) [countable noun] বৈচি-জাতীয় ফল; বৈচিলতা। play goose একই সঙ্গে দুজনকে (বিশেষত দুই প্রণয়ীকে) সঙ্গ দেওয়া।
- English Word gopher Bengali definition [গোউফা(র্)] (noun) উত্তর আমেরিকার ইঁদুরজাতীয় প্রাণিবিশেষ।
- English Word Gordian Bengali definition [গ্যাডিআন্] (adjective) ( কেবল) Gordian knot যে গিট খোলা যায় না বা সহজে খোলে না; জটিল গ্রন্থি; দুরূহ সমস্যা বা কাজ। cut the Gordian knot বলপ্রয়োগে বা বিধিনিষেধ উপেক্ষা করে সমস্যার সমাধান করা।
- English Word gore 1 Bengali definition [গো(র্)] (noun) [uncountable noun] (সাহিত্য, প্রধানত যুদ্ধ বর্ণনায়) জমাটবাঁধা রক্ত।
- English Word gore 2 Bengali definition [গো(র্)] (noun) শিং বা দাঁত দিয়ে বিদ্ধ করা: gored to death by a bull.
- English Word gorge 1 Bengali definition [গোজ্] (noun) (১) গিরিসংকট। (২) কণ্ঠনালি; পাকস্থলীতে জমা খাবার: The sight made my gorge rise, পেটের খাবার উঠে আসছিল; বমি আসছিল।
- English Word gorge 2 Bengali definition [গোজ্] (verb transitive), (verb transitive) gorge (oneself) (on/with something) রাক্ষসের মতো খাওয়া; খেয়ে ঢোল হওয়া: gorge on rich food; gorge oneself with biriani.
- English Word gorgeous Bengali definition [গোজাস্] (adjective) (১) জমকালো; চমৎকার: a gorgeous wedding; a gorgeous sunset. (২) (কথ্য) সুখকর ও তুষ্টিদায়ক: food. gorgeously (adjective)
- English Word Gorgon Bengali definition [গোগান্] (noun) [গ্রিকপুরাণ] সর্পকেশী ভগিনীত্রয়ের যেকোনো একজন- এদের চোখে চোখে পড়লে যে কেউ পাষাণে রূপান্তরিত হতো।
- English Word gorilla Bengali definition [গারিলা] (noun) (আফ্রিকায় দৃষ্ট) গরিলা; বনমানুষ।
- English Word gormandize, gormandise Bengali definition [গোমানডাইজ্] (verb intransitive) গবগব করে খাওয়া।
- English Word gorse Bengali definition [গোস্] (noun) [uncountable noun] হলুদবর্ণ ফুলবিশিষ্ট চিরসবুজ গুল্ম-পতিত জমিতে গজানো এই গুল্মের গায়ে কাঁটা থাকে।
- English Word gory Bengali definition [গোরি] (adjective) রক্তাক্ত: a gory incident.
- English Word gosh Bengali definition [গশ্] (interjection) (শাপান্ত করতে ব্যবহৃত অপশব্দ) আল্লাহ, ভগবানের নামে দিব্য।
- English Word gosling Bengali definition [গজ্লিঙ্] (noun) হংসছানা।
- English Word gospel Bengali definition [গস্প্ল্] (noun) the Gospel [uncountable noun] (যিশুর জীবনকাহিনি ও শিক্ষাসংবলিত) নতুন বাইবেল (New Testament) –এর প্রথম চারটি গ্রন্থ; [countable noun] এই গ্রন্থচতুষ্টয়ের যেকোনো একটি, যে নীতিমালায় কেউ গভীরভাবে বিশ্বাস করে; আচরিত নীতিমালা: The gospel of monetarism.
- English Word gossamer Bengali definition [গসামা(র্)] (noun) (১) [countable noun, uncountable noun] মাকড়সার সুতা বা জাল। (২) [uncountable noun] (মাকড়সার সুতার মতো) নরম, হালকা, মিহি পদার্থ: as light as gossamer.
- English Word gossip Bengali definition [গসিপ্] (noun) (১) [uncountable noun] পরচর্চা; রটনা: fond of gossip. (২) [uncountable noun] চুটকি রচনা: the gossip column, (সংবাদপত্রের) চুটকির পাতা। (৩) [countable noun] চুটকি; খোশগল্প: good gossip with someone. (৪) [countable noun] খোশগল্পপ্রিয় বা পরচর্চাকারী ব্যক্তি; She is an old gossip. □ (verb intransitive) পরচর্চা করা; খোশগল্প করা; চুটকি রচনা করা।
- English Word got Bengali definition [গট্] get-এর past tense, past participle
- English Word Gothic Bengali definition [গথিক্] (adjective) (১) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত পশ্চিম ইউরোপে প্রচলিত স্থাপত্যরীতির অন্তর্গত। (২) অষ্টাদশ শতকের ভৌতিক রোমান্টিক সাহিত্যরীতির অন্তর্গত: a Gothic novel. (৩) (মুদ্রাক্ষর) মোটা বা ভারী। □ (noun) গথিক স্থাপত্য; গথিক মুদ্রাক্ষর।
- English Word gotta Bengali definition [গটা] (America(n)-এ) = have got to.
- English Word gotten Bengali definition (America(n)-এ) get-এর past participle
- English Word gouache Bengali definition [গুআ:শ্] (noun) [uncountable noun] চিত্রকর্মে ব্যবহৃত জল রংবিশেষ; এই রং ব্যবহার করা চিত্ররীতি।
- English Word gouge Bengali definition [গোউজ্] (noun) এক ধরনের বাটালি। □ (verb transitive) gouge (out) বাটালি দিয়ে কাটা; বাটালি দিয়ে তৈরি করা; বাটালি দিয়ে বের করে আনা: gouge out the stone from a horseshoe.
- English Word gourd Bengali definition [গুআড্] (noun) লাউ, লাউগাছ, লাউয়ের শুকনা খোলস দিয়ে তৈরি পাত্র।
- English Word gourmand Bengali definition [গুআমান্ড্] (noun) ভোজনবিলাসী ব্যক্তি।