A পৃষ্ঠা ৬
- English Word accumulate Bengali definition [আকিঊমিউলেইট্] (verb intransitive, verb transitive) সংখ্যা বা পরিমাণে বৃদ্ধি পাওয়া বা বাড়ানো; পুঞ্জীভূত/ স্তূপীকৃত/ সঞ্চিত হওয়া; জমা বা জমানো: accumulate wealth.
- English Word accumulation Bengali definition [আকিঊমিউলেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] সঞ্চয়ন; পুঞ্জীভবন; উপচয়ন; রাশীকরণ: accumulation of facts/wealth. (২) [Countable noun] পুঞ্জীভূত/উপচিত বস্তু ইত্যাদি; উপচয়। accumulative [আকিঊমিউলাটিভ্ America(n) আকিঊমিউলেইটিভ্] (adjective) পুঞ্জীভূত; উপচিত; স্তূপীকৃত।
- English Word accumulator Bengali definition [আকিঊমিউলেইটা(র্)] [Countable noun] (১) (British/Britain) বিদ্যুৎশক্তি সঞ্চয়কারী ব্যাটারি (যেমন মোটরগাড়ির); সঞ্চয়ী বিদ্যুৎকোষ: charge/discharge an accumulator. (২) (কম্পিউটার) সংখ্যা বা রাশি সঞ্চিত করার এবং উত্তরোত্তর রাশির সঙ্গে রাশি যুক্ত করার কৌশলবিশেষ; সঞ্চায়ক।
- English Word accurate Bengali definition [অ্যাকিউআরাট্] (adjective) (১) যথাযথ; সতর্ক। (২) নির্ভুল। accurately, (adverb) যথাযথভাবে; নির্ভুলভাবে। accuracy [অ্যাকিউআরাসি] [Uncountable noun] যথার্থতা; নির্ভুলতা; শুদ্ধতা।
- English Word accursed Bengali definition [আকাসিড্] accurst [আকাস্ট্] (adjective(s) (কাব্যিক) অভিশপ্ত; জঘন্য; ঘৃণ্য।
- English Word accusation Bengali definition [অ্যাকিঊজেইশ্ন্] [Uncountable noun, Countable noun] অভিযোগ; নালিশ; false accusation, ভিত্তিহীন অভিযোগ; মিথ্যা দোষারোপ।
- English Word accusative Bengali definition [আকিঊজাটিভ্] (adjective), (noun) (ব্যাকরণ) কর্ম; কর্মকারক। the accusative case, দ্রষ্টব্য case 1 (৩).
- English Word accuse Bengali definition [আকিঊজ্] (verb transitive) accuse (of something) অভিযুক্ত/দোষী করা। the accused (ফৌজদারি মামলায়) অভিযুক্ত ব্যক্তি (বর্গ); আসামি। accuser (noun) অভিযোক্তা; বাদী; ফরিয়াদি। accusingly [আকিঊজিঙ্লি্] (adverb) অভিযোগ আরোপের ভঙ্গিতে।
- English Word accustom Bengali definition [আকাস্টাম্] (verb transitive) accustom (oneself) to অভ্যস্ত করা। become/be accustomed to অভ্যস্ত হওয়া। accustomed (participial adjective) আভ্যাসিক; অভ্যস্ত।
- English Word ace Bengali definition [এইস্] (noun) (১) [Countable noun] তাস, ডোমিনো বা অক্ষের উপর একক চিহ্ন; টেক্কা। an ace in the hole (America(n) অপশব্দ) এমন কোনো সংরক্ষিত বস্তু যা ব্যর্থতাকে সাফল্যে পরিণত করতে পারে; ওস্তাদের মার। (২) (কথ্য) কোনো বিষয়ের শ্রেষ্ঠ বা বিশেষজ্ঞ ব্যক্তি, বিশেষত শ্রেষ্ঠ বৈমানিক বা ধাবনগাড়ির চালক। (৩) within an ace of অল্পের জন্য ব্যর্থ হওয়া বা বেঁচে যাওয়া: within an ace of being run over. (৪) to have an ace up one’s sleeve কিছু জানা বা কিছু করতে সক্ষম হওয়া, যা গোপন রাখা হয়েছে এবং যা জয়ী হতে বা সাফল্য অর্জনে সহায়ক হতে পারে: He thinks he’s won, but I’ve an ace up my sleeve. (৫) to hold all the ace কোনো প্রতিযোগিতায় জয়ী হওয়ার নিমিত্ত সব সুযোগসুবিধা আয়ত্তাধীন থাকা: In the debate on this issue, the opposition and the party in power got to grips in parliament, with the former holding all the aces.
- English Word acerbity Bengali definition [আসাবাটি] (noun) (১) [Uncountable noun] (কথায়, আচরণে, মেজাজে) তিক্ততা; রুক্ষতা। (২) [Countable noun] (plural acerbities) তিক্ত মন্তব্য ইত্যাদি।
- English Word acetic Bengali definition [আসীটিক্] (adjective) সির্কা বা সির্কাম্ল সম্বন্ধীয়। acetic acid যে অম্ল সির্কায় বিদ্যমান থাকে; সির্কাম্ল; অ্যাসিটিক এসিড। acetate [অ্যাসিটেইট্] (noun) সির্কাম্লঘটিত লবণ; অ্যাসিটেইট: acetate silk, অ্যাসিটেইট তন্তু দিয়ে তৈরি কৃত্রিম রেশম।
- English Word acetone Bengali definition [অ্যাসিটাউন্] [Uncountable noun] (রসায়ন) তীব্র গন্ধযুক্ত স্বচ্ছ তরলপদার্থবিশেষ, যা রঞ্জকদ্রব্য ও বার্নিশ পাতলা করতে এবং কিছু কিছু রাসায়নিক পদার্থ তৈরিতে লাগে; অ্যাসিটোন।
- English Word acetylene Bengali definition [আসেটালীন্] [Uncountable noun] (রসায়ন) বর্ণহীন গ্যাসবিশেষ (C2H2), যা জ্বললে উজ্জ্বল আলোক বিকিরণ করে, অঙ্গারক (carbide) বাতিতে এবং ধাতু ঝালাই ও কাটার কাজে এই গ্যাস ব্যবহৃত হয়। দ্রষ্টব্য oxyacetylene.
- English Word achar Bengali definition (অপিচ achaar) [আচার]) [Uncountable noun] তেল ও মসলার রুচিবর্ধক খাবার; আচার: mango achar, আমের আচার।
- English Word ache Bengali definition [এইক্] [Uncountable noun] (singular, indefinite article- সহ বা ব্যতীত) অবিরাম অস্বস্তিকর বেদনা; ব্যথা; শূল (কেবল back, ear, head, heart, stomach, tummy ও tooth-এর সঙ্গে যুক্ত হয়): have a head ache; suffer from tooth ache. heart ache, দ্রষ্টব্য heart (৯). □(verb intransitive) (১) ব্যথা করা। (২) ache (for) আকুল/বেদনাতুর হওয়া: My heart aches for you.
- English Word achieve Bengali definition [আচীভ্] (verb transitive) (১) অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া: Did you achieve what you wanted to do? (২) প্রচেষ্টা দ্বারা লাভ করা; অর্জন করা: achieve success/distinction. achievable [আচীভ্আব্ল্] (adjective) অর্জনীয়; অর্জনযোগ্য, কৃতীসাধ্য। achievement (noun) (১) [Uncountable noun] অর্জন; সিদ্ধি; সিদ্ধিলাভ। (২) [Countable noun] অর্জিত বস্তু; কৃতিত্ব; সিদ্ধি; মহৎ কৃতী: literary achievements.
- English Word Achilles Bengali definition [আকিলীজ্] (noun), অ্যাকিলিস। the heel of Achilles; Achilles’ heel (লাক্ষণিক) ক্ষুদ্র কিন্তু দুর্বল অংশ (যেমন কারো চরিত্রের)।
- English Word achkan Bengali definition [আচ্কান্] (অপিচ sherwani) (noun) সামনে বোতাম লাগানো হাঁটু পর্যন্ত লম্বা পুরুষের পোশাক; আচকান।
- English Word achromatic Bengali definition [আক্রাউম্যাটিক্] (adjective) বর্ণঘটিত অপেরণ না-ঘটিয়ে আলো সঞ্চালনে সক্ষম; বর্ণনিরপেক্ষ।
- English Word acid 1 Bengali definition [অ্যাসিড্] (adjective) (১) অম্লাক্ত, অম্লাস্বাদ; টক। (২) (লাক্ষণিক) তীক্ষ্ণ; বিদ্রূপাত্মক; শ্লেষাত্মক: an acid wit; acid remarks.
- English Word acid 2 Bengali definition [অ্যাসিড্] (noun) (১) [Uncountable noun, Countable noun] (রসায়ন) হাইড্রোজেনযুক্ত পদার্থবিশেষ – যার সঙ্গে ধাতুর বিক্রিয়ায় লবণ গঠিত হয় এবং হাইড্রোজেন আলাদা হয়ে যায়; অম্ল; এসিড। amino acid [আমীনাউ অ্যাসিড্ America(n) আমাইনাউ অ্যাসিড্] [Countable noun] (রসায়ন) প্রোটিনে পাওয়া যায় এ রকম অনেকগুলো জৈব অম্লের যেকোনো একটি; আমিনো এসিড। acid rain (noun) (জীববিদ্যা) কলকারখানা থেকে নির্গত রাসায়নিক গ্যাসযুক্ত হয়ে অম্লে পরিণত বৃষ্টির পানি যা গাছপালা ও শস্যহানি করে; অম্লবৃষ্টি। acid test (noun) (লাক্ষণিক) যে পরীক্ষায় কোনো কিছুর মূল্য চূড়ান্তভাবে প্রমাণিত হয়; অম্লপরীক্ষা। (২) [Uncountable noun] (অপশব্দ) LSD, দ্রষ্টব্য পরি. acidify [আসিডিফাই] (verb intransitive, verb transitive) (past tense, past participle, acidfied) অম্লে পরিণত করা বা হওয়া; টকানো। acidity [আসিডাটি] [Uncountable noun] অম্লত্ব; অম্লরোগ; অম্বল। acidic [আসিডিক্] acidulated [আসিডিউলেইটিড্ America(n) আসিজুলেইটিড্] (adjective(s) ঈষৎ অম্লস্বাদের বা অম্লস্বাদযুক্ত। acidulous [আসিডিউলাস্ America(n) অ্যাসিজুলাস্] (adjective) (সাহিত্যিক বা লাক্ষণিক) টকো; অম্লাক্ত, তিক্ত; ঝাঁঝালো: an acidulous tone of voice.
- English Word acknowledge Bengali definition [আক্নলিজ্] (verb transitive) (১) স্বীকার করা; সত্যতা, অস্তিত্ব বা বাস্তবতা মেনে নেওয়া: He is an acknowledged authority in his field. (২) প্রাপ্তিস্বীকার করা: acknowledge (receipt of) a letter. (৩) ধন্যবাদ জানানো: We gratefully acknowledge your services. (৪) (অভিবাদন করে, মৃদু হেসে বা মাথা নেড়ে) কাউকে চিনতে পারার ইঙ্গিত দেওয়া; I nodded to him as he passed, but he did not acknowledge me. acknowledgement, acknowledgment (noun(s)) (১) [Uncountable noun] কৃতজ্ঞতাস্বীকার। (২) [Countable noun] প্রাপ্তিস্বীকার; স্বীকৃতি।
- English Word acme Bengali definition [অ্যাক্মি] (noun) the acme শীর্ষ; চূড়া; উন্নতির সর্বোচ্চ শিখর; পরোৎকর্ষ: the acme of one’s career.
- English Word acne Bengali definition [অ্যাক্নি] [Uncountable noun] (কিশোর-কিশোরীদের মধ্যে ব্যাপক) চর্মপীড়াবিশেষ, যাতে মুখমণ্ডল ও গলায় ফুসকুড়ি ও কালো উদ্ভেদ দেখা যায়; বয়োব্রণ।
- English Word acolyte Bengali definition [অ্যাকালাইট্] (noun) কোনো কোনো ধর্মানুষ্ঠানে, বিশেষত খ্রিস্টের নৈশ ভোজোৎসব-পর্ব উদযাপনে যে ব্যক্তি পুরোহিতকে সহায়তা করে।
- English Word aconite Bengali definition [অ্যাকানাইট্] (noun) (উদ্ভিদবিদ্যা) নীল বা রক্তবর্ণ ফুলের উদ্ভিদবিশেষ; বৎসনাভ; কাঠবিষ- যার শুষ্ক বিষাক্ত শিকড় থেকে তৈরি ওষুধ হৃদযন্ত্রের ক্রিয়া মন্থর করতে ব্যবহৃত হয়।
- English Word acorn Bengali definition [এইকোন্] (noun) ওক গাছের বীজ বা ফল।
- English Word acoustic Bengali definition [আকূস্টিক্] (adjective) (১) শাব্দ, শব্দবিজ্ঞান ও শ্রুতিবোধ সম্বন্ধীয়; শ্রৌত। (২) বিদ্যুতের সাহায্যে যে বাদ্যযন্ত্রের ধ্বনি বৃদ্ধি করা হয়: an acoustic guitar. □[Countable noun] শ্রুতিগুণের দিক থেকে হল, স্টুডিও ইত্যাদি (নীচে ২ দ্রষ্টব্য): We want a better acoustic. acoustics (noun) (১) (singular verb-সহ) শ্রুতিবিজ্ঞান; শব্দের বৈজ্ঞানিক পর্যেষণা। (২) (plural verb-সহ) শব্দের ভৌত গুণাবলী; হল, মিলনায়তন ইত্যাদির যে গুণসঙ্গীত, বক্তৃতা ইত্যাদি শোনার পক্ষে এসব স্থানকে ভালো বা খারাপ বলে প্রতিপন্ন করে; শ্রুতিগুণ: A music hall must have faultless acoustics.
- English Word acquaint Bengali definition [আকোয়েইন্ট্] (verb transitive) (১) acquaint somebody/oneself with পরিচিত করা; উদ্ঘাটন করা: acquaint somebody with the real situation, অবহিত করা। (২) be acquainted (with somebody) পরিচিত হওয়া: One who changes his residence in a new area should be acquainted with one’s neighbours.