• Bengali Word heart English definition [হা:ট্] (noun) ১ হৃৎপিণ্ড ; হৃদ্‌যন্ত্র; রক্তাশয়।
    (২) আবেগ-অনুভূতি, বিশেষত প্রেমানুভূতির উৎস; হৃদয়; প্রাণ; চিত্ত; অন্তর; মর্ম; মন; মানস; অন্তঃকরণ: a man with a kind heart, a kind-hearted man হৃদয়বান/সহৃদয়/মহানুভব ব্যক্তি। somebody after one’s own Heart মনের মতো মানুষ। at heart মূলত; প্রকৃতিগতভাবে; অন্তঃপ্রকৃতিতে। have something at heart কোনোকিছুর প্রতি গভীরভাবে আগ্রহান্বিত হওয়া; কোনোকিছু হৃদয়মন জুড়ে থাকা। from (the bottom of) one’s heart অন্তর থেকে; মন থেকে; অন্তরের অন্তস্থল থেকে। in one’s heart of hearts অন্তরের অন্তস্থলে; অন্তরতম অনুভূতিতে। to one’s heart’s content পরিতৃপ্তির শেষসীমা অবধি; প্রাণভরে; মনের সাধ মিটিয়ে; পরম আত্মতৃপ্তিসহকারে। with all one’s heart সর্বান্তঃকরণে; কায়মনোবাক্যে। heart and soul সম্পূর্ণত; সর্বতোভাবে। break a person’s heart গভীর মর্মপীড়া দেওয়া; বুক ভেঙে দেওয়া। সুতরাং, broken-hearted; heartbroken (adjective(s)) ভগ্নহৃদয়। cry one’s heart out অন্তর্বেদনায় নিক্ষিপ্ত হওয়া; ভেবে ভেবে ক্ষয় হয়ে যাওয়া। do one’s heart good উৎসাহিত/চাঙ্গা বোধ করানো; মনোভার লাঘব করা। (get/learn/know something) by heart কণ্ঠস্থ/মুখস্থ করা। (have) a change of heart মনোভাবের পরিবর্তন (ঘটা) ; মন টলা। have a heart সহানুভূতি/সহমর্মিতা/অনুকম্পা দেখানো। have the heart to (can-could-সহ সাধারণত negative(ly) বা interrogative) (এতো) নিষ্ঠুর/কঠিনহৃদয়/নির্মম/নিষ্করুণ হওয়া: How can one have the heart to desert such lovely children? কোনো প্রাণে এমন...? have one’s heart in something মন লাগা/পড়া। have one’s heart in one’s boots মন দমা/ভাঙা; হতোদ্যম হওয়া। have one’s heart in the mouth (ভয়ে) প্রাণ ওষ্ঠাগত হওয়া। have one’s heart in the right place যথাযথভাবে/অন্তর দিয়ে অনুভব করা। have one’s heart set on something মন পড়া/ছোটা; (কোনোকিছু) মন টানা। loose heart নিরুৎসাহ হওয়া; মন ভাঙা; সাহস হারানো। loose one’s heart to somebody/something প্রেমে পড়া; (অন্য কারো সম্বন্ধে) মন কেড়ে নেওয়া। set one’s heart on something/having something/doing something, etc (কোনোকিছু পাওয়া; করা ইত্যাদির জন্য) উৎকণ্ঠিত হওয়া; মন ঢালা/দেওয়া/লাগানো। take (fresh) heart (at something) আত্মপ্রত্যয়ী হওয়া। wear one’s heart on/upon one’s sleeve আবেগ-অনুভূতি খোলাখুলি প্রকাশ করা; হৃৎপিণ্ডটি হাতের মুঠোয় করে বেড়ানো। (৩) কেন্দ্রীয় অংশ; অভ্যন্তর; মর্ম: in the heart of the forest, বনের গভীরে/অভ্যন্তরে; the heart of the matter, মর্মমূল; সারমর্ম; get to the heart of a subject/mystery; a cabbage with a good solid heart চমৎকার ঘন শাঁসালো একটি বাঁধাকপি। (৪) [uncountable noun] (জমি সম্বন্ধে) উর্বরতা: in good heart, সরস; out of heart, নীরস। (৫) হৃৎপিণ্ডের আকৃতিবিশিষ্ট বস্তু; বিশেষত তাসের হরতন। (৬) প্রিয়সম্বোধন-বিষয়: dear heart, sweet heart, প্রিয়তম/প্রিয়তমা। (৭) (যৌগশব্দ)heartache (noun) [uncountable noun] অন্তর্জ্বালা; অন্তর্বেদনা। heartbeat (noun) [countable noun] হৃৎস্পন্দন (মিনিটে প্রায় ৭০ বার)। heartbreak (noun) [uncountable noun] প্রাণঘাতী/মর্মান্তিক দুঃখ, মর্মবিদারণ। heartbreaking (adjective) হৃদয়বিদারক; মর্মবেধী; হৃদয়ভেদী। heartbroken (adjective) বিদীর্ণহৃদয়। heartburning (noun) [uncountable noun] (অপিচ plural-এ) সাধারণত নৈরাশ্যপ্রসূত ঈর্ষা ও অসন্তোষের অনুভূতি: মনের জ্বালা/ঝাল; অন্তর্দাহ; গাত্রদাহ। heartdisease (noun) [uncountable noun] হৃদ্‌রোগ। heartfelt (adjective) আন্তরিক; হৃদগত; হৃদয়জাত। heartfailure (noun) [uncountable noun] হৃদ্‌বৈকল্য। heartrending (adjective) (৪) মর্মভেদী; বুকভাঙা; মর্মঘাতী; অরুন্তুদ। heart’s ease (noun) [uncountable noun] = pausy; ভায়োলেটজাতীয় এক প্রকার ফুল; হৃদয়মণি। heartsick (adjective) মনমরা; আতুরচিত্ত; বিমনা। heartstrings (noun) (plural) গভীরতম প্রণয়ানুভূতি; হৃদয়তন্ত্রী: play upon somebody’s heart strings, অনুভূতিতে নাড়া দেওয়া; মর্মস্পর্শ করা। hearted (adjective) (যৌগশব্দে) hard-hearted. কঠিনহৃদয়; পাষাণহৃদয়; sad-hearted, শোকার্তচিত্ত; উদাসহৃদয়; faint hearted, দুর্বলচিত্ত; ক্ষীণচিত্ত। heartless (adjective) হৃদয়হীন; নিষ্করুণ। heartlessly (adverb) নির্মমভাবে; মর্মন্তুদভাবে। heartlessness (noun) হৃদয়হীনতা; নিষ্করুণতা।