A পৃষ্ঠা ৫
- English Word accidence Bengali definition [অ্যাক্সিডান্স্] [Uncountable noun] (ব্যাকরণ) ব্যাকরণের যে অংশে শব্দরূপের তারতম্য আলোচিত হয়। অধুনা এই অংশকে সাধারণত রূপতত্ত্ব (morphology) বলা হয়।
- English Word accident Bengali definition [অ্যাক্সিডান্ট্] (noun) (১) [Countable noun] আকস্মিক সংঘটন/ঘটনা; দুর্ঘটনা; দুর্দৈব। Accidents will happen (প্রবাদ) কিছু দুর্ভাগ্যজনক ঘটনা অবশ্যম্ভাবী। meet with/have an accident দুর্ঘটনার সম্মুখীন হওয়া/কবলে পড়। accident-prone দুর্ঘটনাপ্রবণ। (২) [Uncountable noun] দৈব; দৈবযোগ; সৌভাগ্য; আপতন। by accident দৈবক্রমে। without accident নির্বিঘ্নে; নিরুপদ্রবে; নিরাপদে। accident insurance দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য কৃত বিমা; দুর্ঘটনা-বিমা।
- English Word accidental Bengali definition [অ্যাক্সিডেন্ট্ল্] (adjective) দৈবায়ত্ত; আপতিক; আকস্মিক। accidentally [অ্যাক্সিডেন্টালি] (adverb) দৈবক্রমে।
- English Word acclaim Bengali definition [আক্লেইম্] (verb transitive) (১) সহর্ষে স্বাগত জানানো; তুমুল করতালি দেওয়া: acclaim an orator. (২) (কাউকে) শাসকরূপে বরণ করা; করতালি দিয়ে সংবর্ধনা জানানো: Countrymen acclaimed him king. □[Uncountable noun] করতালি; সমর্থন; জয়ধ্বনি।
- English Word acclamation Bengali definition [আক্লামেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] প্রস্তাব ইত্যাদির উচ্চকণ্ঠ; সোৎসাহ সমর্থন: greeted with acclamation. (২) (সাধারণত plural) সহর্ষ অভ্যর্থনা; হর্ষধ্বনি; সংবর্ধনা; জয়শব্দ।
- English Word acclimate Bengali definition [অ্যাক্লিমেইট্] (verb transitive), (verb intransitive) (= acclimatize). acclimation [অ্যাক্লাইমেইশ্ন্] (noun) নতুন জলবায়ুর সঙ্গে সামঞ্জস্যবিধান।
- English Word acclimatize Bengali definition [আক্লাইমাটাইজ্] (verb transitive), (verb intransitive) acclimatize (to) ভিন্ন আবহাওয়া, পরিবেশ বা অবস্থায় খাপ খইয়ে নেওয়া; নতুন জলবায়ুতে অভ্যস্ত হওয়া বা করা। acclimatization [আক্লাইমাটাইজেইশ্ন্ America(n) আক্লাইমাটিজেইশ্ন্] (noun) অভ্যস্তকরণ।
- English Word acclivity Bengali definition [আক্লিভাটি] (noun) (plural acclivities) [Countable noun] ঊর্ধ্বমুখী ঢাল; উৎসঙ্গ। দ্রষ্টব্য declivity.
- English Word accolade Bengali definition [অ্যাকালেইড্ America(n) অ্যাকালেইড্] (noun) (১) [Countable noun] কাঁধে তরবারির চেটালো দিকের মৃদু আঘাত দিয়ে নাইট খেতাব-প্রদান। (২) (লাক্ষণিক) প্রশংসা; সমাদর; অনুমোদন।
- English Word accommodate Bengali definition [আকমাডেইট্] (verb transitive) (১) আবাসিত করা: The house we live in is small and can’t accommodate all of us. (২) accommodate somebody (with something) কাউকে কিছু মঞ্জুর করা; কাউকে সুনজরে দেখা বা আনুকূল্য করা। (৩) accommodated something to কোনো কিছু এমনভাবে পরিবর্তন করা যাতে তা অন্য কিছুর সঙ্গে খাপ খায় বা মেলে; সঙ্গতিপূর্ণ করা: Try to accommodate your scheme to his expectation. accommodating (adjective) অন্যদের মনোরঞ্জনে উৎসাহী; সুনম্য; অমায়িক।
- English Word accommodation Bengali definition [আক্মাডেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] (British/Britain) ফ্ল্যাট, বাড়ি, ছাত্রাবাস, হোটেল ইত্যাদিতে সুসজ্জিত বা শূন্য কক্ষ; নিবাসন: The students are demanding a new hall of residence which can provide accommodation for at least 500 students. (২) (plural) (America(n) অস্থায়ী আবাস; আহার ও বাসস্থান। (৩) [Countable noun] সহায়ক বা সুবিধাজনক কোনো কিছু। an accommodation ladder (attributive(ly) জাহাজের পার্শ্বদেশে ঝুলন্ত সুবহ মই। (৪) [Uncountable noun, Countable noun] (আনুষ্ঠানিক) আপসরফা; (এক বস্তুর সঙ্গে অন্য বস্তুর) সামঞ্জস্যবিধান; উপযোজন; বন্দোবস্ত: come to an accommodation.
- English Word accompaniment Bengali definition [আকাম্পানিমান্ট্] (noun) (১) [Countable noun] সহচর; সহগামী: an accompaniment of old age. (২) (সংগীত) কণ্ঠসংগীতের সহগামী যন্ত্রসঙ্গীত; যন্ত্রসঙ্গত; সমবেত বা একক বাদ্যযন্ত্র: a song with a sitar accompaniment. accompanist [আকাম্পানিস্ট্] (noun) যে ব্যক্তি সঙ্গত বাজায়; সঙ্গতবাদক।
- English Word accompany Bengali definition [আকাম্পানি] (verb transitive) (past tense, past participle accompanied) (১) সঙ্গে যাওয়া; সঙ্গী/সহগামী হওয়া। (২) সহচর হওয়া; বৈশিষ্ট্য মণ্ডিত করা: Most people didn’t like his speech, It was accompanied by loud protests. (৩) একইসঙ্গে বা সময়ে ঘটা বা করা। (৪) (সংগীত) যন্ত্রসঙ্গত করা।
- English Word accomplice Bengali definition [আকাম্প্লিস্ America(n) আকম্প্লিস্] [Countable noun] (বিশেষত দুষ্কর্মের) সঙ্গী বা সহায়তাকারী; সহযোগী।
- English Word accomplish Bengali definition [আকাম্প্লিশ America(n) আকম্প্লিশ] (verb transitive) সুসম্পন্ন করা; সাফল্যের সঙ্গে শেষ করা। an accomplished fact ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এমন কিছু। accomplished (adjective) বুদ্ধিসম্পন্ন; সুদক্ষ: an accomplished actor; আলাপচারিতা, শিল্প, সঙ্গীত ইত্যাদিতে সুশিক্ষিত; গুণবান; an accomplished young man. accomplishment (noun) (১) [Uncountable noun] সমাপন; সমাপ্তি; নিষ্পাদন; সিদ্ধি: man of many accomplishments. (২) [Countable noun] সুসম্পন্ন কোনো কিছু। (৩) [Countable noun] সামাজিক বা গার্হস্থ্য শিল্পকলায় পারদর্শিতা; গুণ: Painting is not among her accomplishments.
- English Word accord 1 Bengali definition [আকোড্] (noun) (১) [Uncountable noun] of one’s own accord স্বেচ্ছায়; স্বতঃপ্রণোদিত হয়ে। in/out of accord (with) মিল/মিল ছাড়া; একমত হয়ে/না-হয়ে। with one accord সর্বসম্মতিক্রমে। in accord on এক বা অভিন্ন মত: The two political parties are opposed to each other, they are hardly in accord on any national issue. (২) (বিভিন্ন দেশের মধ্যে, অন্য দেশের সঙ্গে) সন্ধিচুক্তি; সংবিদা; মতৈক্য।
- English Word accord 2 Bengali definition [আকোড্] (verb intransitive, verb transitive) (১) accord (with) মিলে যাওয়া; সঙ্গতিপূর্ণ হওয়া; খাপ খাওয়া: The views expressed in your essay do not accord with us. (২) (আনুষ্ঠানিক রীতি) দেওয়া; প্রদান করা: accord somebody a reception.
- English Word accordance Bengali definition [আকোডন্স্] (noun) in accordance with অনুযায়ী; অনুসারে; মাফিক।
- English Word according Bengali definition [আকোডিঙ্] (১) according as (conjunction) যে মাত্রায় বা অনুপাতে: He spends according as he earns. (২) according to (preposition(al)) (ক) অনুসারে; মতে: according to Darwin. (খ) অনুপাতে; মাত্রানুযায়ী: You will be rewarded according to the quality of your work. (গ) অনুযায়ী: The articles are arranged in the journal according to subject-matter. accordingly (adverb) (১) সেই হেতু; সুতরাং। (২) সেইমতো; (বর্ণিত) পরিস্থিতি অনুযায়ী: I expect you to act accordingly.
- English Word accordion Bengali definition [আকোডিআন্] (noun) (অপিচ piano accordion) ভস্ত্রা (হাপর), ধাতবপাত দিয়ে তৈরি ও ঘাটযুক্ত সহজে বহনযোগ্য বাদ্যযন্ত্রবিশেষ; একর্ডিয়ন; (attributive(ly) একর্ডিয়নের ভস্ত্রার মতো সরু ভাঁজবিশিষ্ট: accordion pleats.
- English Word accost Bengali definition [আকস্ট্ America(n) আকোস্ট্] (verb transitive) বিশেষত প্রকাশ্যস্থলে অপরিচিতের সঙ্গে গায়ে পড়ে আলাপ করা; (বারবনিতা সম্বন্ধে) আহ্বান জানানো/গায়ে পড়া; উপযাচিকা হওয়া।
- English Word account 1 Bengali definition [আকাউন্ট্] (noun) (১) [Countable noun] (বাণিজ্য.) (পণ্য, সেবা ইত্যাদি জন্য) প্রাপ্ত/পরিশোধিত (বা প্রাপ্তব্য/পরিশোধ্য) অর্থসংক্রান্ত বিবরণ; হিসাব। open an account; open a bank/post office, etc. account হিসাব খোলা। ask a shop/shopkeeper/store to put something down to one’s account পরে মূল্য শোধ করা হবে বলে ক্রেতার নামে লিখে রাখতে বলা। settle one’s account (with) হিসাব/পাওনা মিটিয়ে দেওয়া; (লাক্ষণিক) আঘাত, অপমান ইত্যাদির প্রতিশোধ নেওয়া। send in/render an account দেনার লিখিত বিবৃতি পাঠানো। account rendered প্রেরিত হিসাব (এখনো অপরিশোধিত)। balance/square accounts (with somebody) দেনা-পাওনার হিসাব মেলানো (দুয়ের মধ্যকার পার্থক্য দূর করে); (লাক্ষণিক) শাস্তি দিয়ে বা মেনে নিয়ে মানুষে মানুষে নৈতিক মনোমালিন্য দূর করা। budget account (দোকানের সঙ্গে) পণ্যক্রয়, বিল পরিশোধ ইত্যাদির জন্য দোকানে নিয়মিত অর্থ জমা করে যে হিসাব খোলা হয়; (ব্যাংকের সঙ্গে) বিল ইত্যাদি পরিশোধের জন্য যে ব্যাংক নিয়মিত অর্থ কর্তন করে সেই ব্যাংকে খোলা বিশেষ হিসাব; বাজেট হিসাব। current account, deposit account; joint account; savings account; দ্রষ্টব্য current 1 (৩), deposit 1 (১), joint 2 এবং save 1 (২)। (২) (পুরাতনী) গণনা; গণন; বিগণন। money of account অর্থের অঙ্ক বোঝাতে ব্যবহৃত: এই পরিমাণ অর্থের কোনো মুদ্রা বা ব্যাংকনোট নেই; হিসাবি অর্থ, যেমন, guinea (দ্রষ্টব্য), ৩ (কেবল singular) সুবিধা; মুনাফা; লাভ। turn/put something to (good) account অর্থ; সামর্থ্য, মেধা ইত্যাদি লাভজনকভাবে ব্যবহার করা। work on one’s own account নিজের উদ্দেশ্য সিদ্ধি ও লাভের জন্য নিজ দায়িত্বে কাজ করা। (৪) [Uncountable noun] call/bring somebody to account কাউকে তার আচরণের যৌক্তিকতা প্রতিপন্ন করতে বলা; কৈফিয়ত দিতে/জবাবদিহিতে/ দায়দায়িত্ব স্বীকারে বাধ্য করা। (৫) [Countable noun] give a good account of oneself ভালো করা; কৃতিত্বের পরিচয় দেওয়া। (৬) [Countable noun] প্রতিবেদন; বর্ণনা; বিবরণ: a graphic account of the events. by one’s own account নিজের বর্ণনা অনুযায়ী। by/from all accounts সর্বজনের বিবরণ অনুযায়ী। (৭) [Uncountable noun] বিবেচনা; বিচার; মূল্যায়ন। be (reckoned) of some/small account কিছুটা মূল্যবান/নগণ্য (বলে বিবেচিত) হওয়া। take something into account; take account of something বিবেচনা করা; মনোযোগ দেওয়া; হিসাবের মধ্যে নেওয়া। leave something out of account; take no account of something বিবেচনা না-করা; বিবেচনার বাইরে রাখা। (৮) [Uncountable noun] যুক্তি; হেতু; কারণ। on account of কারণে। on this/that account এই কারণে, সেই হেতু। on no account; not on any account কোনো অবস্থাতেই/ কোনোক্রমেই নয়।
- English Word account 2 Bengali definition [আকাউন্ট্] (verb transitive, verb intransitive) (১) account for (ক) ব্যাখ্যাস্বরূপ হওয়া; কারণ ব্যাখ্যা করা: That accounts for his conduct. There’s no accounting for tastes রুচির কোনো ব্যাখ্যা নেই। (খ) হিসাব দেওয়া: You are to account for the money you have been entrusted with. (গ) ধ্বংস করা; হত্যা করা; ধরা বা বন্দী করা: They accounted for a pair of pheasants. (২) বিবেচনা করা: The accused should be accounted innocent until he is proved guilty. accountable [আকাউন্টাব্ল্] (adjective) দায়ী; জবাবদিহি। accountable (to somebody) (for something) দায়ী; জবাবদিহি: accountable to the people. accountability (noun) জবাবদিহিতা।
- English Word accountancy Bengali definition [আকাউন্টান্সি] [Uncountable noun] হিসাববিদ্যা; হিসাবরক্ষক বা গাণনিকের পেশা।
- English Word accountant Bengali definition [আকাউন্টান্ট্] [Countable noun] (British/Britain) ব্যবসার হিসাব রাখা ও পরীক্ষা করা যার পেশা; হিসাবরক্ষক; জমানবিশ; গাণনিক। chartered accountant (সংক্ষেপ CA), দ্রষ্টব্য charter (verb transitive) (১) (America(n) = certified public accountant, সংক্ষেপ CPA).
- English Word accoutrements Bengali definition [আকূটামান্ট্স্] (America(n) = accouterments) [আকূটারমান্ট্স্] (noun) (plural) সাজসরঞ্জাম; বেশভূষা; (সামরিক) (পরিচ্ছদ, অস্ত্রশস্ত্র বাদে) সৈনিকের ব্যক্তিগত জিনিসপত্র: They will report on board in working suits, carrying their arms and accouterments. accountre [অ্যাকুন্টা(র্)] (verb) রণসজ্জায় সজ্জিত করা।
- English Word accredit Bengali definition [আক্রেডিট্] (verb transitive) (সাধারণত passive) (১) সরকারি পরিচয়পত্রসহ দূত হিসাবে পাঠানো বা নিয়োগ করা। (২) = credit 2. accredited, (participial adjective) সরকারিভাবে স্বীকৃত (ব্যক্তি); সর্বজনস্বীকৃত (বিশ্বাস, মতামত ইত্যাদি); অনুমোদিত গুণবিশিষ্ট বলে নিশ্চয়কৃত।
- English Word accretion Bengali definition [আক্রীশ্ন্] (noun) (১) [Uncountable noun] জৈবিক সংযোজনের দ্বারা বৃদ্ধি, বিবৃদ্ধি; পৃথক পৃথক বস্তুর এক বস্তুতে পরিণত হওয়া। (২) [Countable noun] সংযোজন; বিবৃদ্ধি; উপলেখ।
- English Word accrue Bengali definition [আক্রূ] (verb intransitive) accrue (to somebody) (from something) স্বাভাবিক বিকাশ বা বৃদ্ধি হিসাবে আসা; উপচিত হওয়া: accrued interest.
- English Word acculturation Bengali definition [আকাল্চারেইশ্ন্] (noun) ভিন্ন সংস্কৃতির উপাদান আত্তীকরণ। acculturate (verb)