A পৃষ্ঠা ৮
- English Word acuity Bengali definition [আকিঊআটি] [Uncountable noun] (আনুষ্ঠানিক) তীক্ষ্ণতা; সৌক্ষ্ম্য; বিচক্ষণতা; তৈক্ষ্ণ্য।
- English Word acumen Bengali definition [আকিঊমেন্, অ্যাকিঊমেন্] [Uncountable noun] তীক্ষ্ণ বিচারবুদ্ধি/ধীশক্তি; বুদ্ধিপ্রকর্ষ।
- English Word acupuncture Bengali definition [অ্যাকিউপাঙ্কচা(র্)] [Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) মানবদেহের জীবন্ত কোষসমূহে সুচ ফুটিয়ে বা খুঁচিয়ে রোগ নিরাময়, বেদনার উপশম কিংবা স্থানিক অসাড়তা সৃষ্টির পদ্ধতিবিশেষ; আকুপাংচার।
- English Word acute Bengali definition [আকিঊট্] (adjective) (১) (ইন্দ্রিয়বোধ, সংবেদন, ধীশক্তি) তীক্ষ্ণ; ক্ষিপ্র; সূক্ষ্ম; সূচ্যগ্র, তীব্র; বেধক। (২) (রোগ) হঠাৎ সংকটজনক হয়ে ওঠে এমন; বিষম। (৩) (ধ্বনি) উচ্চ; সুতীক্ষ্ণ। (৪) acute angle ৯০ ডিগ্রির চেয়ে ক্ষুদ্র কোণ; সূক্ষ্মকোণ। (৫) acute accent স্বরবর্ণের উপর লিখিত বা মুদ্রিত চিহ্নবিশেষ ( © ), যেমন née-এর e স্বরধ্বনির উপর; তীক্ষ্ণ প্রস্বনচিহ্ন। acutely (adverb) তীক্ষ্ণভাবে; সূক্ষ্মভাবে ইত্যাদি। acuteness, (noun) তীক্ষ্ণতা; সূক্ষ্মতা; তীব্রতা; বেধকতা।
- English Word ad Bengali definition [অ্যাড্] [Countable noun] (কথ্যসংক্ষেপ) = advertisement বিজ্ঞাপন।
- English Word ad hoc Bengali definition [অ্যাড্হক্] (adjective), (adverb) (লাতিন) বিশেষ উদ্দেশ্যে গঠিত; অপূর্বনির্ধারিত; অনানুষ্ঠানিক: an ad hoc committee.
- English Word ad infinitum Bengali definition [অ্যাড্ ইন্ফিনাইটাম্] (adverb) (লাতিন) সীমাহীনভাবে; চিরদিন; অনন্তকাল; অনাদি পরম্পরায়।
- English Word ad interim Bengali definition [অ্যাড্ইনটেরিম্] (adjective) (লাতিন) অন্তর্বর্তীকালীন; মধ্যকালীন।
- English Word ad lib Bengali definition [অ্যাড্ লিব্] (adverb) (ad libitum-এর সংক্ষেপ) (কথ্য) যথেচ্ছভাবে; নিয়ন্ত্রণবিহীনভাবে। ad-lib (verb intransitive) (adlibbed, adlibbing, adlibs) (কথ্য) (অভিনয়, আবৃত্তি ইত্যাদিতে) উপস্থিতমতো যোগ করা। (attributive(ly)) (adjective) উপস্থিতমতো উদ্ভাবিত: ad lib comments.
- English Word ad libitum Bengali definition [অ্যাড্লিবিটাম্] (adverb) (লাক্ষণিক, সংক্ষেপ 'ad lib') (সংগীত) যথেচ্ছ বাদ দিয়ে পরিবেশনীয়। দ্রষ্টব্য obbligato (২).
- English Word ad nauseam Bengali definition [অ্যাড্ নোজিঅ্যাম্] (adverb) (লাতিন) বিরক্তিজনকভাবে (যেমন পুনরাবৃত্তি বা দৈর্ঘ্যের কারণে)।
- English Word ad valorem Bengali definition [অ্যাড্ভালোরাম্] (adverb) (লাতিন) (কর) পণ্যের প্রাক্কলিত মূল্যের অনুপাতে; মূল্যানুযায়ী; মূল্যানুসারে।
- English Word adab Bengali definition [আ:দাব্] (interjection) (সাধারণত) ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি মুসলমানদের এবং মুসলমানদের প্রতি অন্য ধর্মাবলম্বীদের উচ্চারিত শ্রদ্ধাপূর্ণ সম্বোধন।
- English Word adage Bengali definition [অ্যাডিজ্] [Countable noun] জ্ঞানগর্ভ উক্তি; প্রবচন; আপ্তোক্তি।
- English Word adagio Bengali definition [আডা:জিআউ] (noun) (plural adagios [আডা:জিআউজ্]) (adjective), (adverb) (সংগীত.) মাধুর্যমণ্ডিত ও মন্থর (সংগীতাংশ); বিলম্বিত লয়ে; মাধুর্যমণ্ডিতভাবে; শনৈঃ শনৈঃ।
- English Word adalat Bengali definition [আ:দালাত্] (noun) (singular) কোর্ট; আদালত: Nizamat Adalat, ফৌজদারি আদালত, Sadar-Diwani Adalat, পুনর্বিচার প্রার্থনার জন্য ব্রিটিশ ভারতের সর্বোচ্চ আদালত।
- English Word Adam Bengali definition [অ্যাডাম্] (noun) Adam’s apple বিশেষত পুরুষের গলার সামনের উন্নত অংশ; কণ্ঠমণি। the old Adam (পরিহাস.) মানবপ্রকৃতির নীতিবিরুদ্ধ স্বার্থপর দিক। not know somebody from Adam তাকে একেবারেই না-চেনা। দ্রষ্টব্য know (২).
- English Word adamant Bengali definition [অ্যাডামান্ট্] [Countable noun] কাটা বা ভাঙ্গা যায় না বলে কথিত পাথরবিশেষ; হৈরিক। □(predicatively adjective) অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড়।
- English Word adapt Bengali definition [আড্যাপ্ট্] (verb transitive) খাপ খাওয়ানো; অভিযোজিত করা: adapted to the needs of the time; a play adapted from the German. adapter, adaptor [আড্যাপ্টা(র্)] (noun(s)) (ক) যে ব্যক্তি কোনো কিছু অভিযোজিত করে; অভিযোক্তা। (খ) কোনো বস্তুকে তার অভীষ্ট উদ্দেশ্য থেকে ভিন্ন উদ্দেশ্যে বা অন্যভাবে ব্যবহার করার উপযোগী কৌশল; অভিযোজক। adaptable [আড্যাপ্ট্আব্ল্] (adjective) খাপ খাইয়ে নিতে সমর্থ; সঙ্গতিপ্রবণ; অভিযুজ্য: an adaptable man. adaptability [আড্যাপ্টাবিলিটি] [Uncountable noun] সঙ্গতিপ্রবণতা; খাপ খাওয়ানোর ক্ষমতা। adaptation [অ্যাড্যাপ্টেইশ্ন্] (noun) adaptation (of something) (for/to something) (১) [Uncountable noun] অভিযোজন; প্রতিযোজন। (২) [Countable noun] অভিযোজিত বস্তু; অভিযোজনা: an adaptation (of a play) for the TV.
- English Word add Bengali definition [অ্যাড্] (verb transitive, verb intransitive) (১) add something (to something) যুক্ত/সংযুক্ত করা; যোগ করা। adding-machine (noun) যান্ত্রিকভাবে গণনার যন্ত্রবিশেষ; যোজনযন্ত্র। (২) আরো কিছু বলা; কিছু যোগ করা: ‘Don’t worry, I’ll help you’, he added. (৩) (adverbial particle ও preps– সহ বিশিষ্ট প্রয়োগ): add something in অন্তর্ভুক্ত করা। add to বৃদ্ধি করা: His sudden disappearance adds to our difficulties. add something together একত্র করা; যোগ করা। add something up যোগফল নির্ণয় করা: add up eight figures. add up (to) (ক) যোগফল হওয়া: The figures add up to 579. (খ) (কথ্য) বোঝানো; নির্দেশ করা; অর্থ দাঁড়ানো: All that this adds up to is that you want to dissociate yourself from the plan. (গ) (কথ্য) অর্থ/মানে হওয়া; যুক্তিসঙ্গত হওয়া: It doesn’t add up.
- English Word addendum Bengali definition [আডেন্ডাম্] (noun) (plural addenda [আডেন্ডা]) বাদ পড়েছে বলে যোগ করতে হবে এমন বস্তু; সংযোজন।
- English Word adder Bengali definition [অ্যাডা(র্)] (noun) বিষধর সাপবিশেষ।
- English Word addict Bengali definition [আডিক্ট্] (verb transitive) (সাধারণত passive) be addicted to আসক্ত/অত্যাসক্ত/নেশাগ্রস্থ হওয়া: addicted to drugs/alcohol/lying. □(noun) [অ্যাডিক্ট্] নেশাগ্রস্থ/মাদকাসক্ত ব্যক্তি: a drug addict. addiction [আডিক্শ্ন্] [Uncountable noun, Countable noun] উপসেবন; আসক্তি; মাদকাসক্তি। addictive [আডিক্টিভ্] adjective আসক্তিজনক: addictive drugs.
- English Word addition Bengali definition [আডিশ্ন্] (noun) (১) [Uncountable noun] যোগ; সংকলন। in addiction (to) তদুপরি; তদতিরিক্ত। (২) [Countable noun] যা যোগ করা হয়েছে; সংযোজন: an important addiction to our stock. additional [আডিশান্ল্] adjective অতিরিক্ত। additionally [আডিশানালি] adverb অতিরিক্তরূপে।
- English Word additive Bengali definition [অ্যাডাটিভ্] [Countable noun] বিশেষ উদ্দেশ্যে অল্প পরিমাণে সংযোজিত পদার্থ; সংযোজন দ্রব্য: food additives, যেমন রঞ্জকদ্রব্য।
- English Word addle Bengali definition [অ্যাড্ল্] (adjective) (যৌগশব্দে) বিভ্রান্ত; তালগোল পাকানো; ঘোলাটে। addle-brained, addle-pated [অ্যাড্ল্পেইটিড্] (adjective) ঘোলাটে বুদ্ধি; অনচ্ছধী। addle head (noun) অনচ্ছধী (ব্যক্তি); জড়ধী। □(verb transitive, verb intransitive) (১) বিভ্রান্ত করা; তালগোল পাকিয়ে দেওয়া: addle one’s head/brains. (২) (ডিম) পচা: addled eggs.
- English Word address 1 Bengali definition [আড্রেস্ America(n) অ্যাড্রেস্] (noun) (১) ঠিকানা। (২) বক্তৃতা; ভাষণ; অভিভাষণ। public address system বক্তৃতার আওয়াজ বিবর্ধনের জন্য মাইক্রোফোন, লাউডস্পিকার ইত্যাদি সংবলিত বক্তৃতা দানের ব্যবস্থা; গণভাষণ ব্যবস্থা। (৩) [Uncountable noun] form of address সম্বোধনরীতি: polite forms of address. (৪) (Plural) (প্রাচীন প্রয়োগ) প্রণয়যাচ্ঞা, শিষ্টাচারপূর্ণ মনোযোগ: pay one’s addresses to a lady, পাণিপ্রার্থনা করা; reject somebody’s addresses, বন্ধুত্বলাভের প্রযত্নে সাড়া না-দেওয়া। addressee [অ্যাড্রেসী] (noun) যাকে উদ্দেশ করে কিছু বলা হয়; উদ্দিষ্ট। Addressograph [আড্রেসাউগ্রা:ফ্ America(n) আড্রেসাউগ্র্যাফ্] (noun) (proprietary name) বিজ্ঞপ্তি ইত্যাদিতে ঠিকানা ছাপানোর যন্ত্র।
- English Word address 2 Bengali definition [আড্রেস্] (verb transitive) (১) (কারো উদ্দেশে) ভাষণ/বক্তৃতা দেওয়া; পদবি ধরে সম্বোধন করা: People addressed him as ‘General’. (২) ঠিকানা লেখা। (৩) address something to (মন্তব্য, অভিযোগ) পাঠানো: Who did you address the remarks to? (৪) address oneself to (আনুষ্ঠানিক) ব্যাপৃত হওয়া; (কাজে) মন দেওয়া/লিপ্ত হওয়া: The government should address itself immediately to improving balance of trade.
- English Word adduce Bengali definition [আডিঊস্ America(n) আডূস্] (verb transitive) (আনুষ্ঠানিক) (প্রমাণ বা দৃষ্টান্তস্বরূপ) তুলে ধরা উপস্থাপিত/পেশ/দাখিল করা: adduce reason/authority/proof.
- English Word adenoids Bengali definition [অ্যাডানইজ্ America(n) অ্যাডান্ইজ্] (noun) (Plural) (ব্যবচ্ছেদবিদ্যা) নাকের পশ্চাদ্ভাগ ও কণ্ঠনালির মাঝখানে স্পঞ্জসদৃশ ব্যাধিমূলক প্রবৃদ্ধি, এতে অনেক সময় নিশ্বাসপ্রশ্বাস ও বাক্যস্ফূর্তিতে ব্যাঘাত সৃষ্টি হয়; গলরসগ্রন্থির প্রবৃদ্ধি: have one’s adenoids out, অস্ত্রোপচার করে বর্ধিত গলরসগ্রন্থি অপসারণ করা। adenoidal [অ্যাডিনইড্ল্] (adjective) গলরসগ্রন্থির প্রবৃদ্ধিঘটিত: an adenoids child, যে শিশুর গলরসগ্রন্থি রোগাক্রান্ত।