A পৃষ্ঠা ৪২
- English Word audio- Bengali definition [ওডিওউ] (prefix) শ্রবণবিষয়ক; শ্রুত্য। audio-visual aids শিক্ষার সহায়ক উপকরণ, যেমন টেপ-রেকর্ডার, চিত্র প্রক্ষেপক ইত্যাদি; দৃষ্টি ও শ্রবণ সহায়ক উপকরণ। audio-lingual methods শিক্ষার পদ্ধতিবিশেষ, যাতে টেপ–রেকর্ডার, ভাষা–উদযোগশালা ইত্যাদি ব্যবহৃত হয়; শ্রুত্যভাষিক পদ্ধতি। audio frequency (বেতার) তরঙ্গের পৌনঃপুন্য, যা শব্দতরঙ্গে রূপান্তরিত হলে শ্রুতিগোচর হয়; শ্রুত্য কম্পাঙ্ক। audio-typist যে ব্যক্তি যন্ত্রের সাহায্যে ধারণকৃত শ্রুতলিপি থেকে চিঠিপত্র, দলিল ইত্যাদি টাইপ করেন; শ্রুত্য-মুদ্রাক্ষরিক।
- English Word audiophile Bengali definition [ওডিওউফিল্] [Countable noun] যিনি উন্নতমানের অডিও যন্ত্রপাতি পছন্দ ও সংগ্রহ করেন; অডিওফিল: I know a few audiophiles who have admitted they cannot tell the difference.
- English Word audit Bengali definition [ওডিট্] (noun) সরকারিভাবে হিসাবের শুদ্ধতাপরীক্ষণ; হিসাবপরীক্ষণ; গণিতশোধন। □ (verb transitive) হিসাব-নিরীক্ষণ করা; গণিত শুদ্ধ করা। audited (participial adjective) নিরীক্ষিত।
- English Word audition Bengali definition [ওডিশ্ন্] (noun) (১) [Countable noun] নিয়োগের জন্য আবেদনকারী গায়ক-গায়িকা, বক্তা প্রভৃতি কিংবা নাটকে অভিনয়েচ্ছু অভিনেতা–অভিনেত্রীর কণ্ঠস্বর পরীক্ষার মহড়া; কণ্ঠস্বর পরীক্ষণ; আকর্ণন। (২) [Uncountable noun] শ্রবণশক্তি; শ্রবণ। □ (verb transitive) কণ্ঠস্বরের পরীক্ষা নেওয়া।
- English Word auditor Bengali definition [ওডিটা(র্)] (noun) (১) শ্রোতা। (২) হিসাবনিরীক্ষক; গণিতশোধক।
- English Word auditorium Bengali definition [ওডিটোরিআম্] (noun) (plural auditoriums) শ্রোতাদের বসার ভবন বা ভবনের অংশবিশেষ; মিলনায়তন; শ্রবণশালা।
- English Word auditory Bengali definition [ওডিট্রি America(n) ওডিটোরি] (adjective) শ্রবণেন্দ্রিয় সম্পর্কিত; শ্রাবণ; শ্রাবণিক: the auditory nerve, শ্রাবণিক স্নায়ু।
- English Word Augean Bengali definition [ওজিআন্] (adjective) অতিশয় জঞ্জালপূর্ণ। to cleanse the Augean stable (গ্রিকপুরাণ) ওজিয়াসের গোয়াল সাফ করা; বহুদিনের জঞ্জাল সাফ করা।
- English Word auger Bengali definition [ওগ(র্)] (noun) (১) কাঠে বড় ছিদ্র করার হাতিয়ার; তুরপুন। (২) মাটিতে গর্ত করার জন্য যন্ত্রবিশেষ।
- English Word aught Bengali definition [ওট্] (noun) (পুরাতন) যা-কিছু; কিঞ্চিন্মাত্র: for aught I know/care, আমি কিছুমাত্র জানি না/পরোয়া করি না।
- English Word augment Bengali definition [ওগ্মেন্ট্] (verb transitive), (verb intransitive) বাড়া; বৃদ্ধি পাওয়া; বর্ধিত হওয়া; বাড়ানো; বৃদ্ধি/সমৃদ্ধ করা: augment one’s income. augmentation [ওগ্মেন্টেইশ্ন্] [Uncountable noun] বর্ধন; বৃদ্ধি; বিবৃদ্ধি; [Countable noun] যা সংযোজিত হয়েছে; বৃদ্ধি; উপচয়।
- English Word augur Bengali definition [ওগা(র্)] (noun) (প্রাচীন রোমে) ধর্মবিষয়ক কর্মকর্তাবিশেষ, যিনি পাখি থেকে প্রাপ্ত শুভাশুভ লক্ষণ-বিচারে ভবিষ্যৎকথনের দাবি করতেন; দৈবজ্ঞ। □ (verb intransitive), (verb transitive) ইঙ্গিত বহন করা; আভাস দেওয়া; লক্ষণস্বরূপ হওয়া। augur well/ill (for somebody/something) শুভ/অশুভ লক্ষণ হওয়া। augury [ওগিউরি] (noun) (plural auguries) [Countable noun] পূর্বলক্ষণ; শুভাশুভ লক্ষণ।
- English Word august Bengali definition [ওগাস্ট্] (adjective) শ্রদ্ধা বা সম্ভ্রম উদ্রেককারী; মহামহিম; সুমহান। August ইংরেজি বর্ষের অষ্টম মাস; আগস্ট।
- English Word Augustan Bengali definition [ওগাস্টান্] (adjective) লাতিন সাহিত্যের স্বর্ণযুগসম্পর্কিত; ধ্রুপদী; ইংরেজি সাহিত্যে ড্রাইডেন, পোপ ও সুইফটের যুগসম্পর্কিত; অগাস্টীয়।
- English Word auk Bengali definition [ওক্] (noun) ভারী দেহ ও ক্ষুদ্র লেজবিশিষ্ট পাখি বা খাদ্যের জন্য সাগরে ডুব দেয়।
- English Word auld lang syne Bengali definition [ওল্ড্ ল্যাঙ্ সাইন্] (Scot, একটি গানের নাম) বহুদিন আগেকার সেই সুখের সময়।
- English Word aunt Bengali definition [আ:ন্ট্ America(n) অ্যান্ট্] (noun) খালা; ফুফু; চাচি; মাসি। Aunt sally কাঠের তৈরি নারীমুণ্ড, যার উদ্দেশ্যে মেলা ইত্যাদিতে খেলাচ্ছলে যষ্টি নিক্ষেপ করা হয়; (লাক্ষণিক) সকলের ঘৃণার বা অবজ্ঞার পাত্র। auntie, aunty [আ:ন্টি America(n) অ্যান্টি] (noun) (অনানুষ্ঠানিক) শব্দটি ব্রিটেনের চেয়ে উপমহাদেশে অধিক ব্যবহৃত হয়। উপমহাদেশে এটি মূল নামের পরে এবং ব্রিটেনে এটি মূল নামের আগে ব্যবহৃত হয়ে থাকে, যেমন উপমহাদেশে Rubi auntie কিন্তু ব্রিটেনে auntie Rubi) (১) ফুফু/পিসি; চাচি/কাকি/জেঠি; খালা/মাসি; মামি। (২) মাতাপিতার ফুফাতো/পিসতুতো, চাচাতো/কাকাতো/জ্যাঠতুতো, খালাতো/মাসতুতো, মামাতো বোন। (৩) মাতার বান্ধবী।
- English Word aura Bengali definition [ওরা] (noun) কোনো ব্যক্তি বা বস্তুর দেহ থেকে নিঃসৃত বলে কল্পিত সূক্ষ্ম আবহ, যা ঐ বস্তু বা ব্যক্তিকে ঘিরে রাখে; সূক্ষ্মাভা; অলৌকিক আভা: an aura of genius in his face.
- English Word aural Bengali definition [ওরাল্] (adjective) শ্রবণেন্দ্রিয়সম্পর্কিত; কার্ণিক: an aural surgeon, কার্ণিক শল্যবিদ।
- English Word aurelia Bengali definition [ওরিলিআ] (noun) জেলিমাছ; (প্রজাপতির) গুটিকা বা কোষস্থ অবস্থা। aurelian (adjective) জেলিমাছ সংক্রান্ত; গুটিকাবস্থ; কোষস্থ; সোনালি।
- English Word aureole Bengali definition [ওরিওউল্] (noun) জ্যোতিশ্চক্র; দ্যুতিমণ্ডল; অংশুমালা; দীপ্তিবলয়।
- English Word auricle Bengali definition [ওরিক্ল্] (noun) (১) কানের বহির্ভাগ; বহিঃকর্ণ। (২) হৃৎপিণ্ডের উপরের দুটি প্রকোষ্ঠের যেকোনো একটি; অলিন্দ।
- English Word auricular Bengali definition [ওরিকিউলা(র্)] (adjective) কানসম্পর্কিত বা কানের নিকটস্থ; শ্রৌত; কার্ণিক; কর্ণে জপিত: auricular confession, কারো কানে কানে, বিশেষত ধর্মযাজকের কাছে জপিত একান্ত স্বীকারোক্তি; কার্ণিক স্বীকারোক্তি।
- English Word aurifous Bengali definition [ওরিফারাস্] (adjective) স্বর্ণপ্রদ; স্বর্ণদ; স্বর্ণপ্রভব।
- English Word aurora Bengali definition [ওরোরা] (noun) (১) Aurora রোমানদের ঊষাদেবী। (২) aurora borealis [ওড়াবোরই এইলিস্] (noun) বিশেষত উত্তরমেরু অঞ্চলে পরিদৃষ্ট প্রধানত লাল ও সবুজ বর্ণের আলোকচ্ছটা; সুমেরু–ঊষা; উদীচী ঊষা; অন্য নাম Northern Lights. aurora australis [ওরোরাঅস্ট্রেইলিস্] (noun) কুমেরু ঊষা; অবাচী ঊষা।
- English Word auspices Bengali definition [ওস্পিসিজ্] (noun) (plural) under (the) auspices (of) আনুকূল্যে; পৃষ্টপোষকতায়; উদযোগে: under favourable auspices, দৈবানুকূল্যে; শুভযোগে।
- English Word auspicious Bengali definition [ওসপিশাস্] (adjective) শুভ; অনুকূল; সুপ্রসন্ন; মাঙ্গলিক: an auspicious moment, শুভক্ষণ; শুভযোগ; শুভলগ্ন। auspiciously (adverb) শুভক্ষণে।
- English Word Aussie Bengali definition [অজি] (noun) (অপশব্দ) অস্ট্রেলীয়।
- English Word austere Bengali definition [ওস্টিআ(র্)] (adjective) (১) (ব্যক্তি বা ব্যক্তির আচরণ) নির্মম নীতিপরায়ণ; কঠোর। (২) (জীবনযাত্রা, স্থান ও রীতি সম্বন্ধে) অনাড়ম্বর; নিরাভরণ; কঠোর; বিশুষ্ক। austerely (adverb) কঠোরভাবে; অনাড়ম্বরভাবে। austerity [ওস্টেরাটি] (noun) (plural austerities) (১) [Uncountable noun] কঠোরতা; কাঠিন্য; নির্মম নীতিপরায়ণতা। (২) (plural) কৃচ্ছ্রব্রত; কৃচ্ছ্রসাধনা; তপশ্চর্যা।
- English Word Australasian Bengali definition [অস্ট্রেইলেইশিয়ান্] (adjective) অস্ট্রেলিয়া মহাদেশ ও তার নিকটবর্তী দ্বীপসমূহ সম্পর্কিত।