• Bengali Word knock 2 English definition [নক্] (verb transitive), (verb intransitive) ১ আঘাত করা; টোকা দেওয়া; দরজার কড়া নেড়ে শব্দ করা; ধাক্কা দেওয়া: The visitor knocked at the door before entering the room.
    knock one’s head against a brick wall (লাক্ষণিক) অনেক চেষ্টার পরও কোনো ফল লাভে ব্যর্থ হওয়া। knock the bottom out of an argument, দ্রষ্টব্য bottom. (২) (অশিষ্ট) বিস্মিত করা; What knocks me is his arrogance. (৩) পেট্রল ইনজিনের ত্রুটির কারণে খটখট আওয়াজ হওয়া। (৪) knock-about (adjective) (কৌতুক নাট্যাভিনয়) স্থূল ও হৈচৈ ভরা। knock-down (adjective) (নিলামের দর) সর্বনিম্ন। (লাক্ষণিক) বিস্ময়কর। (৫) knock-out (adjective), (noun) (মুষ্টিযুদ্ধে) যে আঘাতে প্রতিপক্ষ পরাজিত হয়; (কথ্য) আকর্ষণীয় (ব্যক্তি বা বস্তু); (অশিষ্ট) (ওষুধ সম্পর্কে) নিদ্রা আনয়নকারী। (৫) adverbial particle এবং prep-সহযোগে ব্যবহার: knock about যত্রতত্র ঘুরে বেড়ানো; বাউণ্ডুলে জীবনযাপন: He is knocking about all over America. knock about with somebody (অশিষ্ট) কারো সঙ্গে সাময়িক যৌনসম্পর্ক স্থাপন: In her youth, she knocked about with a number of men. knock something back (অশিষ্ট) মদ্যপান করা। knock somebody down কাউকে ভূপাতিত করা। knock something down ভেঙে ফেলা; ধূলিসাৎ করা। knock something in আঘাত করে কোনো কিছু ঢোকানো: He knocked in a nail on the wall. knock off (work) কাজ বন্ধ করা। knock somebody out মুষ্টিযুদ্ধে এমন আঘাত যাতে প্রতিদ্বন্দ্বী নির্দিষ্ট সময়ের মধ্যে উঠে দাঁড়াতে না পারে এবং ফলে পরাজিত হয়।