Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word amethyst Bengali definition [অ্যামিথিস্‌ট্‌] (noun) পান্নাজাতীয় মূল্যবান পাথরবিশেষ; নীলকান্তমণি; নীলা
  • English Word amiable Bengali definition [এইমিআব্‌ল্‌] (adjective) খোশমেজাজি; সদাশয়; নম্র: an amiable man. amiability [এইমিআবিলাটি] (১) [Uncountable noun] ও সৌহার্দ্যপূর্ণতা; বন্ধুভাবাপন্নতা(২) সৌহার্দ্যপূর্ণ উক্তি: They exchanged amiabilities. amiably [এইমিআব্‌লি] (adverb)
  • English Word amicable Bengali definition [অ্যামিকাব্‌ল] (adjective) শান্তিপ্রবণ; শান্তিপূর্ণ; বন্ধুত্বপূর্ণ বা শান্তিপূর্ণভাবে সাধিত: We demand an amicable settlement of the issues. amicability [অ্যামিকাবিলাটি] (noun) amicably [অ্যামিকাআব্‌লি] (adverb) শান্তি ও সৌহার্দ্যপূর্ণভাবে: live together amicably.
  • English Word amid Bengali definition [আমিড্‌], amidst [আমিড্‌স্‌ট্‌] (preposition(al)’s) (কাব্যিক) মধ্যে; ভিতরে; মাঝখানে
  • English Word amidships Bengali definition [আমিড্‌শিপ্‌স্‌] (adverb) (নৌচালনবিদ্যা) জাহাজের মাঝ বরাবর: Their cabin was amidships.
  • English Word amir, ameer, emir Bengali definition [আমিআ(র্)] (noun) কতিপয় মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান বা শাসক; আমির
  • English Word Amiss Bengali definition [আমিস্] (predicatively adjective), (adverb) ভুল বা ভুলভাবে; অচল; বেঠিক: Nothing comes amiss to him, (কথ্য) তার কাছে কোনো কিছুই অচল নয়; সে যেকোনো কিছুই গ্রহণ করতে পারে, কাজে লাগাতে পারে। take something amiss কোনো কিছুতে ক্ষুণ্ণ বা ক্ষুব্ধ হওয়া।
  • English Word amity Bengali definition [অ্যামাটি] [Uncountable noun] বন্ধুতা; (বিশেষত এক দেশের সঙ্গে অন্যে দেশের) বন্ধুতাপূর্ণ সম্পর্ক: The two countries should live in amity.
  • English Word ammeter Bengali definition [অ্যামিটা(র্)] (noun) বিদ্যুৎপ্রবাহ পরিমাপের যন্ত্র
  • English Word ammonia Bengali definition [আমোউনিআ] [Uncountable noun] তীব্র গন্ধযুক্ত শক্তিশালী বর্ণহীন গ্যাস (NH 3), হিমায়ন এবং বিস্ফোরক ও সার তৈরিতে এই গ্যাস ব্যবহৃত হয়; অ্যামোনিয়া; এই গ্যাসের দ্রবammoniated [আমোউনিএইটিড্] (adjective) অ্যামোনিয়াযুক্ত।
  • English Word ammonite Bengali definition [অ্যামানাইট্] (noun) অধুনালুপ্ত একজাতীয় শামুকের কুণ্ডলী পাকানো খোলা
  • English Word ammunition Bengali definition [অ্যামিউনিশ্‌ন] (noun) (১) [Uncountable noun] গোলাবারুদ ইত্যাদির সরবরাহ(২) যুক্তিতর্কে ব্যবহৃত বা ব্যবহারযোগ্য তথ্য: The recent atomic explosion gave a powerful ammunition to the advocates of green peace.
  • English Word amnesia Bengali definition [অ্যাম্‌নীজিআ America(n) অ্যাম্‌নীজা্‌] [Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) আংশিক বা সম্পূর্ণ স্মৃতিবিলোপ
  • English Word amnesty Bengali definition [অ্যাম্‌নাস্টি] [Countable noun] বিশেষত রাষ্ট্রবিরোধী অপরাধের ক্ষেত্রে প্রদর্শিত সাধারণ ক্ষমা
  • English Word amoeba Bengali definition [আমীবা] (noun) (প্রাণীবিদ্যা) ক্ষুদ্রতম এককোষী প্রাণী: অ্যামিবাamoebic [আমীবিক্] (adjective) অ্যামিবাসংক্রান্ত বা অ্যামিবাঘটিত: amoebic dysentery.
  • English Word amok Bengali definition [আমক্] (adverb) (অপিচ amuck) run amok প্রচণ্ড ক্রোধে উন্মত্তের মতো ছোটাছুটি করা
  • English Word among Bengali definition [আমাঙ্], amongst [আমাঙস্‌ট্‌] (preposition(al)’s) (১) (অবস্থান নির্দেশ করে) পরিবেষ্টিত; মাঝখানে: He looked like a giant among pygmies. (among–এর পরবর্তী noun বা pronoun অবশ্যই plural হবে)। (২) (plural noun বা pronoun কিংবা collective noun সহযোগে অন্তর্ভুক্তি, সংযোগ বা সম্বন্ধ বোঝাতে): He was only one among many who had been affected by the change of government. It was difficult to see him clearly among the crowd. (৩) (superlative দ্বারা অনুসৃত হয়ে) অন্যতম: Which is among the largest business houses of Bangladesh? (৪) (দুইয়ের অধিক ব্যক্তিসংশ্লিষ্ট বিভাজন, বিতরণ, অধিকারিতা বা কর্মকাণ্ড নির্দেশ করে): She divided the money among her sons. We had less than a hundred takas among us, আমাদের সবার মিলে একশ টাকাও ছিল না(৫) (preposition(al)–এর পরে): Please choose one from among these.
  • English Word amoral Bengali definition [এইমরাল্‌ America(n) এইমোরাল্] (adjective) নৈতিকতার সঙ্গে সম্পর্কহীন; অনৈতিক
  • English Word amorous Bengali definition [অ্যামারাস্] (adjective) প্রণয়শীল; প্রণয়াকুল; কামার্ত; প্রণয়ঘটিত: amorous looks; an amorous woman. amorously (adverb)
  • English Word amorphous Bengali definition [আমোফাস্] (adjective) নির্দিষ্ট আকারহীন; অনিয়তাকার
  • English Word amortize Bengali definition [আমোটাইজ্‌ America(n) অ্যামার্‌টাইজ্‌] (verb transitive) (আইন সম্বন্ধীয়) ভবিষ্যৎ পাওনা প্রদানের জন্য নিয়মিতভাবে অর্থ গচ্ছিত রেখে (ঋণ) মুক্ত হওয়া বা (ঋণ) পরিশোধ করাamortization [আমোটাইজেইশ্‌ন্‌ America(n) অ্যামার্‌টাইজেইশ্‌ন্‌] (noun)
  • English Word amount Bengali definition [আমাউন্‌ট্‌] (verb intransitive) amount to মোট (এই) পরিমাণ হওয়া; সমপরিমাণ হওয়া; সমার্থক হওয়া: His debts amount to Tk 25,000; What he said amounted to defying his old guru. amount (noun) (১) মোট পরিমাণ: He has been able so far to pay only half that amount. (২) [Countable noun] পরিমাণ: She spent a large amount of money on her daughter’s wedding. any amount of বিপুল পরিমাণ: People say he has any amount of money, তার প্রচুর টাকা আছে। in large/small, etc amounts (একবারে) বেশি/অল্প ইত্যাদি পরিমাণে।
  • English Word amour Bengali definition [আমুআ(র্)] [Countable noun] (ফরাসি) প্রণয়ঘটিত ব্যাপার: He bored me with accounts of his amours.
  • English Word amour-propre Bengali definition [আমুআ প্রপ্রা] (noun) (ফরাসী) আত্মসম্মান; আত্মমর্যাদা
  • English Word amp Bengali definition [অ্যামপ্] (noun) (সংক্ষেপ) = ampere.
  • English Word ampere Bengali definition [অ্যাম্‌পেআ(র্) America(n) অ্যাম্‌পিআর্‌] (noun) বিদ্যুৎপ্রবাহ পরিমাপের একক
  • English Word amphetamine Bengali definition [অ্যাম্‌ফেটামীন্] [Countable noun, Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) (বাণিজ্যিক নাম 'Benzedrine') (দেহের মেদ কমানোর মতো প্রয়োজনে) চিকিৎসামতে ব্যবহৃত মাদকদ্রব্য, বিশেষত মোহাবেশ সৃষ্টির জন্য মাদকাসক্তরা এটি ব্যবহার করে
  • English Word amphibian Bengali definition [অ্যাম্‌ফিবিআন্] (noun) (১) জলে ও স্থলে বাস করতে সক্ষম প্রাণী; উভচর প্রাণী, যথা ব্যাঙ(২) জলে ও স্থলে উড্ডয়ন ও অবতারণে সক্ষম বিমান(৩) উভচর যান: (attributive(ly)) amphibian tank.
  • English Word amphibious Bengali definition [অ্যাম্‌ফিবিআস্] (adjective) উভচর: amphibious vehicles; amphibious operations, যে সামরিক অভিযানে স্থলবাহিনী সমুদ্রপথে আক্রমণ পরিচালনায় উভচর যান ব্যবহার করে।
  • English Word amphitheatre Bengali definition (America(n) = amphitheater) [অ্যাম্‌ফিথিআটা(র্)] (noun) (১) গোলাকার বা ডিম্বাকৃতি ছাদহীন পরিবেষ্টনী, এর অভ্যন্তরে ক্রমোন্নত আসনশ্রেণির দ্বারা পরিবেষ্টিত উন্মুক্ত স্থান থাকে যেখানে খেলাধুলা ও অন্যান্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়(২) (America(n)– এ নয়) কোনো রঙ্গমঞ্চে অর্ধবৃত্তাকারে এবং একইভাবে (এক সারির পিছনে ও উপরে) সাজানো আসনের সারি(৩) (natural amphitheatre) চতুর্দিকে পাহাড় পরিবেষ্টিত সমতল স্থান