Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word anchorite Bengali definition [অ্যাঙ্‌কারাইট্‌] (noun) দরবেশ; সন্ন্যাসী
  • English Word anchovy Bengali definition [অ্যান্‌চাভি] (noun) হেরিংজাতীয় ছোট মাছ, স্বাদে-গন্ধে কড়া এই মাছ চাটনি ইত্যাদিতে ব্যবহৃত হয়
  • English Word ancient Bengali definition [এইন্‌শান্‌ট্‌] (adjective) (১) সুদূর অতীতের অন্তর্গত প্রাচীন: ancient Greece. (২) (প্রায়ই হাস্যরসাত্মক) অত্যন্ত পুরনো: an ancient looking coat.
  • English Word ancillary Bengali definition [অ্যান্‌সিলারি America(n) অ্যান্‌সালেরি] (adjective) (১) সহায়ক: The transport corps is ancillary to the infantry. (২) অধীন; অন্তর্ভুক্ত: an ancillary industry.
  • English Word and Bengali definition [সাধারণত রূপ: আন্, আন্‌ড্‌; (t,d,f,v,q,d,s,z, ’ 3-এর পরে) প্রায়ই 'ন্', strong form: অ্যান্‌ড্‌] (conjunction) (১) ( শব্দ, উপবাক্য, বাক্যকে যোগ করে।): black and white; a table and three chairs. (ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত দুটি noun-এর দ্বিতীয়টির পূর্বে নির্দেশক শব্দটি পুনরাবৃত্ত হয় না): my father and mother; কিন্তু my father and my uncle. (২) (লক্ষণীয় twenty–five; কিন্তু, five and twenty-যা সময় নির্দেশে কখনো কখনো ব্যবহৃত হয়): five and twenty to nine, নয়টা বাজতে পঁচিশ মিনিট বাকি(৩) (if-clause-এর পরিবর্তে, যেমন if you work hard, you will succeed- এর পরিবর্তে) Work hard and you will succeed. (৪) (পুনরাবৃত্তির তীব্রতা কিংবা বিরামহীনতা নির্দেশ করে): for hours and hours, ঘণ্টার পর ঘণ্টা। We talked and talked, কথা বলেই যাচ্ছিলাম। (৫) (কথ্য) (to-এর বিকল্প হিসাবে): Try and come early (= Try to come early).
  • English Word andante Bengali definition [অ্যান্‌ড্যান্‌টি] (noun), (adjective), (adverb) (সঙ্গীত) ঢিমেতাল; ঢিমে তালবিশিষ্ট (সংগীত)।
  • English Word andiron Bengali definition [অ্যান্‌ডাইআন্] (noun) উনুনের শিক। বিকল্প নাম firedog.
  • English Word androgynous Bengali definition [অ্যানড্রজানাস্‌] (adjective) পুং ও স্ত্রী উভলিঙ্গের মিশ্রণ, যে ব্যক্তির মধ্যে পুং ও স্ত্রী উভয় লিঙ্গের বৈশিষ্ট্য বিদ্যমানandrogyny (noun)
  • English Word android Bengali definition [অ্যানড্রয়িড] (noun) মোবাইল অপারেটিং সিস্টেম; অ্যানড্রয়েড। এটা ডেভেলপ করেছে ইন্টারনেট জায়ান্ট গুগল। অ্যানড্রয়েড নামটি এসেছে ‘অ্যানড্রয়েড’ নামক একটি রোবটের নাম থেকে, যা দেখতে ও শুনতে মানুষের মতো: All of these would require me to trundle along a magazine which takes up space, but my android phone resolves that.
  • English Word anecdote Bengali definition [অ্যানিক্‌ডোট্‌] (noun) বাস্তব কোনো ব্যক্তি বা ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত (এবং সাধারণত মজার) কাহিনী
  • English Word anemia, anemic, Bengali definition দ্রষ্টব্য anaemia, anaemic.
  • English Word anemometer Bengali definition [অ্যানিমমিটা(র্)] [Countable noun] (আবহবিদ্যা) বায়ুপ্রবাহের শক্তি ও বেগ পরিমাপক যন্ত্র; বায়ুমানযন্ত্র
  • English Word anemone Bengali definition [আনেমানি] (noun) (১) (উদ্ভিদবিদ্যা) তারকাসদৃশ বনফুল; (বিকল্প নাম wind-flower). (২) sea anemone নলের মতো দেহবিশিষ্ট ও কর্ষিকাযুক্ত সামুদ্রিক প্রাণীর লোকজ নাম
  • English Word aneroid Bengali definition [অ্যানারয়ড্] (adjective), (noun) aneroid (barometer) আংশিক বায়ুশূন্য একটি বাক্সের স্থিতিস্থাপক ঢাকনার উপর বাতাসের ক্রিয়া বিশ্লেষণ করে বায়ুচাপ মাপার যন্ত্র
  • English Word anesthesia Bengali definition (noun) দ্রষ্টব্য anaesthesia.
  • English Word anew Bengali definition [আনিঊ America(n) আনূ] (adverb) পুনরায়; আবার; নতুন করে
  • English Word angel Bengali definition [এইন্‌জ্‌ল্‌] (noun) (১) দেবদূত(২) অনুপম সৌন্দর্যের অধিকারী বা নিষ্পাপ ব্যক্তি(৩) (সদয়, চিন্তাশীল ব্যক্তির প্রতি শ্রদ্ধা বা প্রশংসা জ্ঞাপনে ব্যবহৃত): Thanks, you’re an angel! angelic [অ্যান্‌জেলিক্] (adjective) দেবদূত সম্বন্ধীয়; দেবদূত প্রতিমangelically [অ্যানজেলিক্লি] (adverb)
  • English Word angelica Bengali definition [অ্যান্‌জেলিকা] (noun) রান্নায় ও ওষুধে ব্যবহৃত সুগন্ধি লতাবিশেষ; চিনির রসে সিদ্ধ করা এই লতার কাণ্ড
  • English Word angelus Bengali definition [অ্যান্‌জিলাস্] (noun) (অপিচ Angelus) কুমারী মেরীর (Virgin Mary) স্তব; এই স্তবপাঠের আহ্বান জানিয়ে সকালে, দুপুরে ও সূর্যাস্তে রোমান ক্যাথলিক গির্জাসমূহে বাজানো ঘণ্টাধ্বনি
  • English Word anger Bengali definition [অ্যাঙ্‌গা(র্)] [Uncountable noun] ক্রোধ; রোষ; রাগ: do something in a moment of anger; filled with anger at something. □ (verb transitive) ক্রুদ্ধ করানো; রাগানো: He is greatly angered by cruelty to children.
  • English Word angina pectoris Bengali definition [অ্যান্‌জাইনা পেক্‌টরিস্] (noun) (লাতিন) (প্যাথলজি) হৃদরোগবিশেষ, এতে বুকে তীব্র ব্যথা অনুভূত হয়
  • English Word angle 1 Bengali definition [অ্যাঙ্‌গ্‌ল্‌] (noun) (১) পরস্পর মিলিত হয় এমন দুটি রেখার মধ্যবর্তী স্থান; কোণ: an acute angle. angle-iron (noun) L আকার লোহার বাতা। angle-park (verb transitive), (verb intransitive) রাস্তার ধারে আড়াআড়িভাবে মোটরগাড়ি দাঁড় করানো। (২) (লাক্ষণিক) দৃষ্টিকোণ; দৃষ্টিভঙ্গি: He viewed the matter from a different angle. angle (verb transitive) বিশেষ দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা: angle the news, (সংবাদদাতা বা তার মালিকপক্ষের মতাদর্শের উপযোগী করে) সংবাদ পরিবেশন করা।
  • English Word angle 2 Bengali definition [অ্যাঙ্‌গ্‌ল্‌] (verb intransitive) (১) ছিপ দিয়ে মাছ ধরা(২) angle for (লাক্ষণিক) কলাকৌশল প্রয়োগে কোনো কিছু পাওয়ার চেষ্টা করা: angle for compliments. angler [অ্যাঙ্‌গ্‌লা(র্)] (noun) যে ব্যক্তি ছিপ দিয়ে মাছ ধরে; যিনি কলাকৌশলে কোনো কিছু পেতে চান। angling [Uncountable noun] ছিপ দিয়ে মাছ ধরা।
  • English Word Anglican Bengali definition [অ্যাঙ্‌গ্‌লিকান্] (noun), (adjective) ইংল্যান্ডের সরকারি প্রটেস্টান্ট চার্চসংক্রান্ত (Church of England); এই চার্চের অনুগামী ব্যক্তি
  • English Word anglicize Bengali definition [অ্যাঙ্‌গ্‌লিসাইজ্] (verb transitive) ইংরেজিকরণ করা: a Bengali name. anglicism [অ্যাঙ্‌গ্‌লিসিজাম্] (noun) ইংরেজি বাচনরীতি।
  • English Word Anglo- Bengali definition [অ্যাঙ্‌গ্‌লোউ] (prefix) ইংরেজ: Anglo-American relations, ইঙ্গ–মার্কিন সম্পর্ক। Anglo–Catholic (noun) Church of England–এর অনুসারীদের যে অংশ আদি খ্রিষ্টান চার্চের সঙ্গে নিরবচ্ছিন্ন সম্পর্কের উপর জোর দেয় এবং প্রটেস্টান্ট নামে চিহ্নিত হতে চায় না; এই অংশের যেকোনো অনুসারী; এই অংশসম্পর্কিত। Anglo-Indian (ক) ভারতে বসবাসকারী ব্রিটিশ বংশোদ্ভূত (ব্যক্তি)। (খ) মিশ্র ব্রিটিশ ও ভারতীয় বংশোদ্ভূত (ব্যক্তি); ফিরিঙ্গি; ইউরেশীয়। Anglo–Saxon (noun), (adjective) ইংরেজ বংশোদ্ভূত (ব্যক্তি); নরমান বিজয়ের (Norman Conquest) পূর্বে উত্তর-পশ্চিম ইউরোপ থেকে আগত যেসব নৃগোষ্ঠী ইংল্যান্ডে বসতি স্থাপন করে তাদের যেকোনোটি; এদের ভাষা (বিকল্প নাম Old English).
  • English Word Anglomania Bengali definition [অ্যাঙ্‌গ্‌লোউমেইনিআ] (noun) অত্যধিক ইংরেজপ্রীতি; ইংরেজবাতিক; ইংরেজিপনা
  • English Word Anglophile Bengali definition [অ্যাঙ্‌গ্‌লোউফাইল্] (অপিচ Anglophil [অ্যাঙ্‌গ্‌লোউফিল্]) (noun) ইংরেজপ্রেমী
  • English Word Anglophobe Bengali definition [অ্যাঙ্‌গ্‌লোউফোউব্] (noun) ইংরেজবিদ্বেষী
  • English Word Anglophobia Bengali definition [অ্যাঙ্‌গ্‌লোউফোউবিআ] (noun) ইংরেজবিদ্বেষ বা ইংরেজভীতি