A পৃষ্ঠা ২২
- English Word ample Bengali definition [অ্যাম্প্ল্] (adjective) (১) বড় আকারের; প্রশস্ত: There’s ample room for the two of you on the back seat. (২) প্রচুর: a man of ample resources, ধনী। (৩) যথেষ্ট; পর্যাপ্ত: The money left by your father should be ample for your needs. amply [অ্যাম্প্লি] (adverb) amply rewarded, ভালোভাবে পুরস্কৃত।
- English Word amplify Bengali definition [অ্যাম্প্লিফাই] (verb transitive) (১) প্রশস্ততর বা পূর্ণতর করা; বিশেষত অধিকতর তথ্য ও খুঁটিনাটি বিষয়ের চিত্র প্রদান করা: Would you kindly amplify the statement? (২) (বিদ্যুৎপ্রবাহ ধ্বনিপ্রবাহ ইত্যাদির) শক্তি বৃদ্ধি করা। amplification [অ্যাম্প্লিফিকেইশ্ন্] (noun) amplifier [অ্যামপ্লিফাইআ(র্)] (noun) সম্প্রসারক যন্ত্র; ধ্বনিবিবর্ধক যন্ত্র।
- English Word amplitude Bengali definition [অ্যাম্প্লিটিঊড্ America(n) অ্যামপ্লিটিঊটূড্] [Uncountable noun] (আনুষ্ঠানিক) বিস্তার; ব্যাপকতা; বিশালতা; প্রাচুর্য।
- English Word ampoule Bengali definition (America(n) অপিচ 'ampule') [অ্যাম্পূল্] (noun) ইনজেকশনের ওষুধ ধারণকারী কাচের ছোট আধারবিশেষ।
- English Word amputate Bengali definition [অ্যাম্পিউটেইট্] (verb transitive) শল্যচিকিৎসা দ্বারা (প্রধানত অঙ্গ-প্রত্যঙ্গ) কেটে ফেলা বা ব্যবচ্ছেদ করা। amputation [অ্যাম্পিউটেইশ্ন্] (noun)
- English Word amrita Bengali definition [অম্রিত্] (noun) (হিন্দুপুরাণ) এমন পানীয়, যা পান করলে চিরকাল জীবিত থাকা যায়; অমৃত।
- English Word amuck Bengali definition [আমাক্] (adverb) দ্রষ্টব্য amok.
- English Word amulet Bengali definition [অ্যামিউলিট্] (noun) মন্ত্রপূত কবচ।
- English Word amuse Bengali definition [আমিঊজ্] (verb transitive) (১) মজা করে সময় কাটানো: The kids amused themselves playing many games in the park. (২) (কাউকে) হাসানো: His jokes amused all of us. amusing (participial adjective) মজার; মজাদার: an amusing story. amusement (noun) (১) [Uncountable noun] হাস্যকৌতুক; কৌতুকানুভূতি; কৌতুকাবিষ্টতা: The circus bear danced a waltz with its trainer to the great amusement of the children. (২) মজাদার বস্তু: The magician’s tricks were an endless source of amusement to us. amusement arcade বিশেষত বড় শহর, অবকাশ যাপনকেন্দ্র ইত্যাদিতে পিন-টেবিল, জুয়ার মেশিন প্রভৃতি প্রমোদ-উপকরণসংবলিত কক্ষ বা হলঘর। amusement park/grounds প্রমোদউদ্যান। places of amusement সিনেমা, থিয়েটার ইত্যাদি। do something for amusement গুরুভার কোনো উদ্দেশ্যে নয়, হাসিখুশিতে সময় কাটানোর জন্য কোনো কিছু করা।
- English Word an Bengali definition [আন্; strong form: অ্যান্] (indefinite article) দ্রষ্টব্য a 2.
- English Word anachronism Bengali definition [আন্যাক্রানিজাম্] (noun) (১) [Countable noun] কালনির্দেশে ভুল; কালের অসঙ্গতি; কালপ্রমাদ; কালের বিচারে বেমানান কোনো কিছু: Shakespeare’s Richard III is full of historical anachronism. (২) সেকেলে হিসাবে বিবেচিত ব্যক্তি, প্রথা, দৃষ্টিভঙ্গি ইত্যাদি। anachronistic [আন্যাক্রনিস্টিক্] (adjective)
- English Word anaconda Bengali definition [অ্যানাক্ন্ডা] (noun) গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণ আমেরিকায় দৃষ্ট বড় জাতের সাপ, এই সাপ তার শিকারকে পিষে চূর্ণ করে ফেলে।
- English Word anaemia Bengali definition (America(n) = anemia) [আনীমিআ] [Uncountable noun] রক্তাল্পতা। anaemic (America(n) = anemic) [আনীমিক্] (adjective) রক্তাল্পতাগ্রস্ত।
- English Word anaesthesia Bengali definition (America(n) = anesthesia) [অ্যানাস্থীজিআ (America(n) অ্যানাস্থীজা] (noun) অনুভূতিবিলোপ; অবেদন; রসায়নশাস্ত্রের যে শাখা অনুভূতিনাশক পদার্থের সঙ্গে সম্পর্কিত। anaesthetic (America(n)= anesthetic) [অ্যানিস্থেটিক্] [Countable noun] অনুভূতিনাশক পদার্থ (ঈথার, ক্লোরোফরম) বা কলাকৌশল: under an anaesthetic.(general anaesthetic সমগ্র দেহকে প্রভাবিত করে এমন অনুভূতিনাশক, এটি সাধারণত হাসপাতালে প্রয়োগ করা হয়। local anaesthetic দেহের অংশবিশেষকে প্রভাবিত করে এমন অনুভূতিনাশক। এটি ইনজেকশন দ্বারা প্রয়োগ করা হয় (যেমন দন্তচিকিৎসক প্রয়োজনবোধে মাড়িতে করেন)। anaesthetize (America(n) = anesthetize) [আনীস্থাটাইজ্] (verb transitive) অনুভূতি বিলোপ করা। anesthetist (America(n) = anesthetist [আনীস্থাটিস্ট্] (noun) অনুভূতিনাশক প্রয়োগকারী।
- English Word anagram Bengali definition [অ্যানাগ্র্যাম্] (noun) অন্য শব্দের বর্ণানুক্রম পরিবর্তন করে তৈরি-করা শব্দ, যথা lump থেকে plum: They were playing anagrams.
- English Word anal Bengali definition [এইনল্] (adjective) (ব্যবচ্ছেদবিদ্যা) গুহ্য বা পায়ুসংক্রান্ত; পায়ুগত।
- English Word analgesia Bengali definition [অ্যানালজীজিআ] [Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) বেদনাহীনতা; বেদনাবোধহীনতা। analgesic [অ্যান্যাল্জীসিক্] (noun) বেদনানাশক বা বেদনা উপশমকারী পদার্থ, যেমন কোনো মলম।
- English Word analogous Bengali definition [আন্যালাগাস্] (adjective) analogous (with) অনুরূপ; সদৃশ: They are analogous with each other. analogously (adverb)
- English Word analogue Bengali definition (অপিচ analog) [অ্যানালগ্ America(n) অ্যানালোগ্] (noun) (১) সদৃশ বা অনুরূপ বস্তু। (২) অবিচ্ছিন্ন মান নিয়ে গঠিত সিস্টেম; যা হঠাৎ করেই যে কোনো মানে পরিবর্তন হতে পারে না; অ্যানালগ: When we record we use the old analogue 24 track tapes and try to keep everything analogue. (৩) analogue computer (noun) যে কম্পিউটার সংখ্যার প্রতিনিধিত্বকারী ভৌত মাত্রা (physical quantity) বা বৈদ্যুতিক সংকেতের সাহায্যে কাজ করে। দ্রষ্টব্য digit শিরোনামায় digital computer.
- English Word analogy Bengali definition [আন্যালাজি] (noun) (১) [Countable noun] আংশিক সাদৃশ্য বা মিল। draw an analogy between সাদৃশ্য বর্ণনা করা। (২) [Uncountable noun] by/from analogy, on the analogy of অনুরূপ বস্তু, ঘটনা ইত্যাদিকে পাশাপাশি স্থাপন বা উপস্থাপন করে যুক্তি প্রদানের প্রক্রিয়ার সাহায্যে: argue by analogy.
- English Word analyse Bengali definition (America(n) = analyze) [অ্যানালাইজ্] (verb transitive) (১) কোনো বস্তু বা পদার্থ বিশ্লেষণ করা: If you analyse water, you find that it is made up of two parts of hydrogen and one part of oxygen. (২) (ব্যাকরণ) বাক্য বিশ্লেষণ করা। (৩) জানা বা বোঝার জন্য কোনো কিছু খুঁটিয়ে দেখা: analyse the causes of the French Revolution. (৪) = psychoanalyse.
- English Word analysis Bengali definition [আনালাসিস্] (noun) (১) [Uncountable noun] মন্তব্যসহকারে (পুস্তক, কোনো চরিত্র বা পরিস্থিতির) বিশ্লেষণ: critical analysis of a literary text: [Countable noun] এরকম বিশ্লেষণের দৃষ্টান্ত; বিশ্লেষণ থেকে উপনীত সিদ্ধান্ত বিবৃতকরণ। (২) = psychoanalysis. (৩) critical path analysis জটিল ও পরস্পর সংযুক্তরূপে পরিকল্পিত কার্যপ্রণালিসমূহ বাস্তবায়নের সবচেয়ে দ্রুত ও দক্ষ পন্থা নির্ধারণের জন্য সেগুলো পরীক্ষা ও বিশ্লেষণ করে দেখার রীতি: Shipbuilding is one of the manufacturing industries in which critical path analysis is used. analytic [অ্যানালিটিক্], analytical [অ্যানালিটিক্ল্] (adjective(s)) বিশ্লেষণধর্মী; বিশ্লেষণনির্ভর। analytically [অ্যানালিটিক্লি] (adverb)
- English Word analyst Bengali definition [অ্যানালিস্ট্] (noun) (বিশেষত রাসায়নিক) বিশ্লেষণে দক্ষ ব্যক্তি।
- English Word analyze Bengali definition দ্রষ্টব্য analyse.
- English Word anapaest Bengali definition (America(n) = anapest) [অ্যানাপীস্ট্ America(n) অ্যানাপেস্ট্] (noun) (ছন্দ) দুটি শ্বাসাঘাতহীন অক্ষরের (syllable) পরে একটি শ্বাসাঘাতযুক্ত অক্ষর নিয়ে গঠিত মাত্রা (foot) (ÈÈ-): ‘I am mon/arch of all/I survey’. anapaestic (America(n) anapestic) [অ্যানাপীস্টিক্ America(n) অ্যানাপেস্টিক্] (adjective)
- English Word anarchy Bengali definition [অ্যানাকি] [Uncountable noun] নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা। anarchism [অ্যানাকিজাম্] [Uncountable noun] নৈরাজ্যবাদ। anarchist [অ্যানাকিস্ট্] (noun) নৈরাজ্যবাদী। anarchic [আনা:কিক্] (adjective) anarchically [অ্যানাক্লি] (adverb)
- English Word anathema Bengali definition [আন্যাথামা] (noun) (১) (গির্জা) চার্চ কর্তৃক কাউকে বহিষ্কার বা ধর্মচ্যুত কিংবা কোনো কিছুকে অশুভ হিসেবে চিহ্নিত করার আনুষ্ঠানিক ঘোষণা। (২) ঘৃণিত বা অভিশপ্ত বস্তু। anathematize [আন্যাথামাটাইজ্] (verb transitive), (verb intransitive) অভিশাপ দেওয়া।
- English Word anatomy Bengali definition [আন্যাটমি] [Uncountable noun] জীবদেহের গঠনসংক্রান্ত বিজ্ঞান; অঙ্গব্যবচ্ছেদ দ্বারা জীবদেহের গঠন সম্পর্কে অর্জিত জ্ঞান; অঙ্গব্যবচ্ছেদবিদ্যা। anatomical [অ্যানাটমিক্ল্] (adjective) anatomist [অ্যানাটমিস্ট্] (noun) যে ব্যক্তি শবব্যবচ্ছেদ করে; যিনি জীবদেহের গঠন বিষয়ে অধ্যয়ন বা অধ্যাপনা করেন।
- English Word ancestor Bengali definition [অ্যান্সেস্টা(র্)] (noun) পূর্বপুরুষ; পিতৃপুরুষ। ancestor worship দেবতাজ্ঞানে পূর্বপুরুষের পূজা। ancestress [অ্যান্সেস্ট্রিস্] (noun) স্ত্রীলিঙ্গে পূর্বপুরুষ। ancestral [অ্যান্সেস্ট্রাল] (adjective) পিতৃপুরুষের পুরুষানুক্রমিক: one’s ancestral home. ancestry [অ্যান্সেস্ট্রি] (noun) বংশ।
- English Word anchor Bengali definition [অ্যাঙ্কা(র্)] (noun) নোঙ্গর। let go/drop/cast the anchor নোঙর ফেলা; নোঙর করা। weigh anchor নোঙর তোলা। come to anchor; bring (a ship) to anchor জাহাজ থামিয়ে নোঙর ফেলা। lie/ride/be at anchor নোঙরবদ্ধ অবস্থায় থাকা। Anchorman [অ্যাঙ্কা(র্)মান্] (বেতারকেন্দ্র বা টিভি স্টুডিওতে) একসঙ্গে কাজ করে এমন ব্যক্তিবৃন্দের কাজের সমন্বয়সাধনকারী। □ (Verb transitive), (verb intransitive) নোঙরের সাহায্যে (জাহাজকে) নিরাপদ বা সংরক্ষিত করা; নোঙ্গর ফেলা। anchorage [অ্যাঙ্কারিজ্] (noun) নোঙর বাঁধার স্থান।