Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word gnash Bengali definition [ন্যাশ্‌] (verb transitive) (ব্যক্তি) (রোগে) দাঁত কড়মড় করা: gnash one’s teeth.
  • English Word gnat Bengali definition [ন্যাট্] (noun) ডাঁশ মশা; (লাক্ষণিক) ছোটখাটো উৎপাত বা উপদ্রব। strain at a gnat, তুচ্ছ বিষয়ে ইতস্তত করা।
  • English Word gnaw Bengali definition [নো] (verb transitive), (verb intransitive) (১) gnaw (at) (শক্ত কিছু) একনাগাড়ে কামড়ানো: a dog gnawing (at) a bone. (২) gnaw (at) যন্ত্রণা দেওয়া; ক্ষয় করা: anxiety gnawing (at) the heart; suffer gnawing privations.
  • English Word gnome Bengali definition [নোউম্] (noun) কথা-কাহিনিতে বর্ণিত পাতালবাসী ভূত, একে প্রায়ই সোনারূপার ভাণ্ডাররক্ষকের ভূমিকায় দেখা যায়
  • English Word gnu Bengali definition [নূ] (noun) একজাতের হরিণ
  • English Word go 1 Bengali definition [গোউ] (verb transitive) (১) (স্থানের বা দিকের প্রত্যক্ষ বা পরোক্ষ 'adverb' অথবা 'preposition(al)-সহ) go (from/to) এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া; চলা; চলে যাওয়া: We shall go to Chittagong next Sunday. Let’s go, চলো যাই; I took two dispirin (tabs) but the pain didn’t go (away), তবু ব্যথা ( গেল না = সেরে গেল না)। (২) (ক) রক্ষিত হওয়া; স্বাভাবিক বা যথাযথভাবে থাকা: Where do you want this bag to go? (কোথায় রাখবে?) This book goes on the top shelf, উপরের তাকে যাবে। (খ) এঁটে যাওয়া বা বসে যাওয়া: So many articles won’t go into this small box (আঁটছে না)। (৩) go (from/to) পৌঁছানো; প্রসারিত হওয়া; স্থায়ী হওয়া; (কারো আচরণ, মতামত, কীর্তি বা অর্জিত বস্তু) নির্দিষ্ট সীমা স্পর্শ করা: This road goes to Mymensingh. The rope is not long enough to go from the roof-top to the ground. The differences between the Marxists and the Liberals go deep, (তফাত খুব গভীরে)। go a long away (ক) স্থায়ী হওয়া; টিকে থাকা: She knows how to make a little money go a long way, সে হিসাব করে খরচ করে অনেক জিনিস কিনতে জানে। (খ) (কথ্য) যথেষ্ট হওয়া (আর নয়) : Five minutes of his sermonizing goes a long way, পাঁচ মিনিটই যথেষ্ট (এর বেশি সহ্য করা যায় না). go a long way/go far towards doing something প্রভূত অবদান রাখা: The steps taken by the present Government went a long way towards rebuilding the economy. go (very) far (ক) স্থায়ী হওয়া; টিকে থাকা: A hundred taka doesn’t go far these days, বেশিক্ষণ টিকে থাকে না (বেশি কিছু কেনা যায় না)। (খ) (ব্যক্তি সম্বন্ধে, ভবিষ্যৎকালে ব্যবহার্য) সফল হওয়া: He will go far in the legal profession, (সফল হবে, উন্নতি করবে)। go too far সীমা ছাড়িয়ে যাওয়া: You’ve gone too far, তুমি (সদাচরণের) সীমা ছাড়িয়ে গেছ। go (any) further কোনো নির্দিষ্ট সীমার বাইরে যাওয়া: I’ve said enough, I won’t go any further, (এর কাইরে যাব না, এর বেশি বলব না)। go as/so far as to do something (কোনোকিছু করার বা বলার ব্যাপারে) একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত যাওয়া: I won’t go so far as to say that he is involved in drug trafficking, (মনে মনে সন্দেহ করলেও) মুখে অতদূর বলব না যে as far as it goes, এইটুকু পর্যন্ত (এর বাইরে নয়) : What you say is true as far as it goes. এইটুকু, পর্যন্ত সত্য (এর বাইরে গোল আরো তথ্যপ্রমাণ দরকার হবে)। go to great lengths/trouble/pains (to do something) কোনোকিছু ভালোভাবে করার জন্য যথাসাধ্য চেষ্টা করা: She went to great lengths to make a pleasant trip. go as low/high as (মূল্য) নির্দিষ্ট দাম পর্যন্ত যাওয়া: I’ll go as high as Tk. 250/- for this blanket. go one better (than somebody) (কারো চেয়ে) আর এক ধাপ এগিয়ে যাওয়া; আরো ভালো করা: I did the sum in five minutes, but Salam went one better and made it in four minutes. (৪) go on a journey/trip/outing ভ্রমণে/বেড়াতে যাওয়াgo for a walk/swim etc হাঁটতে/সাঁতার কাটতে যাওয়া। go walking/swimming, etc হাঁটায়/সাঁতারে অংশ নেওয়া: Do you often go walking? তুমি কি প্রায়ই হাঁটতে যাও বা হাঁটতে বের হও? She has gone (out) shopping, সে কেনাকাটা করতে বেরিয়েছে। (৫) (go + preposition(al) + noun) এই ছকে (ক) noun দ্বারা নির্দেশিত অবস্থায় পতিত হওয়া বা প্রবেশ করা অথবা উক্ত অবস্থা থেকে অবস্থান্তরে যাওয়া: go into abeyance, go from bad to worse, go into a coma/trance, go out of fashion, go into liquidation, go to pieces, go to pot, go to rack and ruin, go into retirement, go to seed, go to sleep, go out of use, go to war, দ্রষ্টব্য abeyance, দ্রষ্টব্য bad 1, দ্রষ্টব্য coma, দ্রষ্টব্য trance, দ্রষ্টব্য fashion, দ্রষ্টব্য liquidation যথাক্রমে liquidate, দ্রষ্টব্য piece 1 (১), দ্রষ্টব্য pot 1 (২), দ্রষ্টব্য race 4, দ্রষ্টব্য retirement at retire, দ্রষ্টব্য seed, দ্রষ্টব্য sleep 1 (৩), দ্রষ্টব্য use 1 (১), ও দ্রষ্টব্য war 1 ভুক্তিতে। (খ) যে উদ্দেশ্যের সঙ্গে উল্লিখিত স্থান জড়িত; সেই উদ্দেশ্যে উক্ত স্থানে যাওয়া: go to the block/stake, দ্রষ্টব্য block 1 (৩), stake. go to church উপাসনার উদ্দেশ্যে গির্জায় যাওয়া। go to hospital, go to market, দ্রষ্টব্য hospital, দ্রষ্টব্য market. go to school/college/university শিক্ষার্থে স্কুলে/কলেজে/বিশ্ববিদ্যালয়ে যাওয়া। go to sea নাবিক হওয়া। go on the stage, go on the streets, দ্রষ্টব্য stage, দ্রষ্টব্য street. (গ) আশ্রয় নেওয়া; শরণাপন্ন হওয়া: go to the country, go to law, country, law go to somebody কারো অধিকারে যাওয়া; (কারো জন্য) বন্টিত হওয়া: The property of the dead man went to his widow. The first prize went to Jamil. (৭) হওয়া; কোনো বিশেষ অবস্থায় পড়া: go mad/blind, etc. She went purple with anger. Some vegetables tend to go bad (পচে যায়) sooner than others. go bananas, go berserk দ্রষ্টব্য banana, berserk. go broke দ্রষ্টব্য go dry দ্রষ্টব্য dry 1 (১২). go flat (তরল পদার্থ) গ্যাসীয় উপাদান হারিয়ে ফেলা: This orange juice has gone flat. go haywire, দ্রষ্টব্য hay. go native স্থানীয় অধিবাসীদের জীবনধারা গ্রহণ করা। go phut (কথ্য) (যন্ত্র) বিকল হওয়া: The car went phut half way up the hill; (লাক্ষণিক) ভেস্তে যাওয়া: All my plan has gone phut. go stock-free/ unchallenged/unpunished দণ্ড বা শাস্তি থেকে মুক্ত থাকা; বিনা শাস্তিতে পার পাওয়া। (৮) চলা, কাজ করা ইত্যাদি: My watch isn’t going (চলছে না). His recent play went (down) like a bomb, (কথ্য) অত্যন্ত অনুকূল সাড়া পেয়েছে। a going concern চলতি ব্যবসা। (৯) কোনো বিশেষ অবস্থায় বা বিশেষ রীতিতে থাকা বা চলা: The poor of this locality often go hungry. Some tribal men go naked. She is six months gone, সে ছয় মাসের অন্তঃসত্ত্বা। (১০) (How এরপরে ব্যবহার্য) এগিয়ে চলা: How’s everything going? সবকিছু কেমন চলছে? How goes it? (কথ্য) কেমন আছো? go badly/well (কাজ, ঘটনা) ঠিকমতো চলা/না-চলা: I expect things to go well this time, এবার সব ঠিকমতো চলবে আশা করি। go easy (with/on/somebody/something) জবরদস্তি না-করা; কঠোর না-হওয়া; যত্ন বা সতর্কতার সঙ্গে ব্যবহার করা: go easy on/with the rice (আর নেই/কম আছে, কাজেই) নষ্ট করো না; Go easy with him, he’s too young to know what he’s doing, ছেলেমানুষ, তার প্রতি কঠোর হয়ো না। go slow (ক) (যানবাহন চলাচল) ধীর গতিতে অগ্রসর হওয়া। (খ) (কলকারখানায় কর্মরত শ্রমিক) কোনোকিছুর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে বা দাবিদাওয়ার প্রতি দৃষ্টি আকর্ষণের উপায় হিসেবে, উৎপাদন কমানোর জন্য ঢিমে তালে কাজ করা। এই অর্থে go slow (noun) (গ) ঢিমে তালের কাজ। be going strong প্রাণশক্তি নিয়ে এগিয়ে চলা; প্রাণপ্রাচুর্য নিয়ে অদ্যাবধি (বেঁচে) থাকা: He’s eighty but still going strong. (১১) কাজ করা; চলা: The machine goes by electricity. He’s been going hard (at it) all day. (১২) (কেবল progressive tense-সমূহে) প্রাপ্তিসাধ্য বা প্রদানযোগ্য হওয়া: Are there jobs going? চাকরি আছে? (১৩) go (to somebody) for (কারো কাছে, কম দামে বিক্রি হওয়া: Jute products are going cheap this year. He let his house go (= বিক্রি করেছে) for 7 lakhs. go for a song দ্রষ্টব্য song. Going! Going! Gone! (নিলামের ডাকের সমাপ্তি ঘোষণার জন্য ব্যবহৃত হয়) (১৪) go on/in (টাকা) কোনোকিছুতে খরচ হওয়া: Almost all my money goes on food and clothes. (১৫) পরিত্যক্ত হওয়া; হারিয়ে যাওয়া: We can’t afford to have two servants, one must go, (একজনকে ছেড়ে দিতে হবে): My grandma’s sight is going, (দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন)। (১৬) প্রচলিত থাকা; বিদিত থাকা: The story goes that...এ কথা প্রচলিত/বিদিত যে...। (১৭) as people/things go গড়পড়তা ব্যক্তির/বস্তুর বিবেচনায়: They are honest men as men go nowadays. A hundred taka for a purse is not bad as things go these days, (আজকাল জিনিসপত্রের দাম বিবেচনা করলে)। (১৮) অচল বা দেউলিয়া হওয়া, ভেঙে যাওয়া বা ভেঙে পড়া: First the bamboo fence and then the tin-roof went in the storm. The bank may go any day (অচল হয়ে যেতে পারে)। He’s far gone, let oneself go আয়েশ করা; নিজেকে চেপে না- রেখে উপভোগ করা ইত্যাদি। (১৯) মারা যাওয়া: He has gone, dear fellow! মারা গেছে। dead and gone মৃত ও সমাধিস্থ। (২০) নিষ্পত্তি হওয়া: The case went against him, সে মামলায় হেরে গেছে। (২১) (বিভিন্ন Phrase-এ ব্যবহৃত) go bail (for somebody), go Dutch (with somebody), go shares/halves (in something with somebody), go sick, দ্রষ্টব্য যথাক্রমে bail 1, দ্রষ্টব্য Dutch, দ্রষ্টব্য share 1 (১), দ্রষ্টব্য half, দ্রষ্টব্য sick 2 (২) go it (কথ্য) পূর্ণোদ্যমে কোনোকিছু করা; অবাস্তব অসংযত খরচ করা। go it alone অন্যের সাহায্য ছাড়াই কোনোকিছু করা। (২২) (ক) (গান ইত্যাদিতে) বিশেষ কথা বা সুর থাকা: Do you know how the words go/tune goes? ( কোনো গানের) কথা/সুর কি জান? (খ) (কবিতা বা গান) কোনো বিশেষ সুরে আরোপ করা যায় এমন: It goes to the tune of ‘Amara Parana Jaha Chay’। (২৩) (কথ্য) (and ও অন্য একটি verb-সহযোগে) কোনোকিছু নির্দেশের জন্য: Go and shut the door. Now you’ve gone and done it, (অপশব্দ) ভুল করেছ। (২৪) বিশেষ কোনো শব্দ করা: The clock goes ‘tick-tock, tick-tock’. (২৫) (তাস খেলায়) ডাক দেওয়া: go two hearts/three spades। (২৬) কোনো ক্রিয়া শুরু করা: One, two, three, go! (২৭) (ভবিষ্যৎ কাল প্রকাশক) be going to do something (ক) অভিপ্রেত; স্থিরকৃত বা পরিকল্পিত কোনোকিছু নির্দেশের জন্য: I’m going to buy a new Bangla Academy English to Bangla Dictionary. (খ) সম্ভাব্য কোনোকিছু নির্দেশের জন্য: Look at the shady-looking customers around — there’s going to be trouble. (গ) নিকট ভবিষ্যৎ বোঝানোর জন্য: I’m going to (= about to) tell you something you’ve never heard before. (২৮) (যৌগশব্দে) go-as-you-please (attributive(ly) adjective) নিয়মকানুনের ধার না-ধারা, ইচ্ছামতোgo-to-meeting (attributive(ly) adjective) (টুপি, পোশাক ইত্যাদি সম্বন্ধে প্রাচীন কথ্য) বিশেষ পালাপার্বণ বা অনুষ্ঠানে পরিহিত: go-to-meeting clothes. (২৯) (adverbial particle ও preps-সহযোগে idiomatic ব্যবহার) : go about (ক) এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ানো; বেড়াতে যাওয়া: He goes about a lot. (খ) (গুজব ইত্যাদি) মুখে মুখে প্রচারিত হওয়া: A rumour is going about that... (গ) (জাহাজ) গতি পরিবর্তন করা। go about something কোনোকিছুতে রত হওয়া: You’ll have to go about it carefully. go about one’s business নিজের কাজ দেখা। go about with somebody (প্রকাশ্যে) কারো সঙ্গে নিয়মিত চলাফেরা করা: She goes about with an American pop-star. go after somebody/something পাওয়ার জন্য চেষ্টা করা: She’s going after that handsome young man. He’s gone after a job in Japan. go against somebody (ক) বিরোধিতা করা: I dare not go against my father. (খ) প্রতিকূল হওয়া: The newspaper reports went against him. go against something বিরুদ্ধ হওয়া: Does it go against your principles? go against the grain, দ্রষ্টব্য grain. go ahead (ক) উন্নতিসাধন করা; এগিয়ে যাওয়া: She’s going ahead fast; a go-ahead (= প্রগতিমনা) person. (খ) নির্দ্বিধায় অগ্রসর হওয়া বা শুরু করা: ‘May I start now?’ ‘Yes, go ahead’ এই অর্থে go-ahead (noun) অগ্রসর হওয়া বা শুরু করার অনুমতি: give someone the go-ahead. go-ahead (adjective) নতুন পদ্ধতিতে কোনোকিছু করতে আগ্রহী: a go-ahead firm. go along অগ্রসর হওয়া; এগিয়ে যাওয়া: You will find it more interesting as you go along. go along with somebody (ক) সঙ্গে যাওয়া: I proposed to go along with him as far as the railway station. (খ) একমত হওয়া: We’ve never been able to go along with each other on anything. go at somebody/something (ক) চড়াও হওয়া; আক্রমণ করা: They went at each other like two mad bulls. (খ) পূর্ণোদ্যমে কোনোকিছু হাতে নেওয়া বা কোনোকিছুতে ঝাঁপিয়ে পড়া: He, went at the job without wasting a minute. সে এক মিনিট সময়ও নষ্ট না-করে কাজটিতে ঝাঁপিয়ে পড়ল। go away চলে যাওয়া। go away with somebody/something সঙ্গে নেওয়া; সঙ্গে নিয়ে চম্পট দেওয়া: He went away with my new fountain pen. go back (ক) ফিরে যাওয়া। (খ) স্থান বা কালের দিক থেকে পিছনের দিকে প্রসারিত হওয়া: The history of the family goes back to the Mughal days. go back on/upon (প্রতিশ্রুতি ইত্যাদি) পালনে ব্যর্থ হওয়া; (প্রতিশ্রুতি) ভঙ্গ করা; কথা না-রাখা: I just didn’t think he would go back on his word, সে কথা রাখবে না ভাবতে পারিনি। go before (something) পূর্বগামী হওয়া; আগে যাওয়া: Pride goes before a fall. go behind something (গুপ্ত বা অন্তর্নিহিত কোনোকিছুর) সন্ধান করা: go behind a person’s words, কোনো ব্যক্তির কথার অন্তর্নিহিত অর্থ খোঁজা। go behind somebody’s back কারো অজান্তে কোনোকিছু করা বা বলা। go beyond something কোনোকিছুকে অতিক্রম করে বা ছাড়িয়ে যাওয়া: go beyond the limits of decency. go by অতিক্রান্ত হওয়া; অতিবাহিত হওয়া: You scarcely notice how time goes by. go by something (ক) কোনোকিছুর দ্বারা পরিচালিত হওয়া; কোনোকিছু মেনে চলা: You ought to go by what your teacher says. (খ) (কোনোকিছু থেকে) কোনো ধারণা তৈরি করা বা কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া: They have enough evidence to go by. Do not go by appearances. go by the book হুবহু নিয়ম মেনে চলা। go by/under the name of (কারো, কোনোকিছুর) নাম ব্যবহার করা; নামান্বিত হওয়া। go-by (noun) give somebody/something the go-by (কথ্য) উপেক্ষা করা; তাচ্ছিল্য করা: She gave me the go-by at the party last evening (সম্পূর্ণ উপেক্ষা করে গেল)। go down (ক) (জাহাজ ইত্যাদি) ডুবে যাওয়া। (খ) (চন্দ্র, সূর্য ইত্যাদি) অস্ত যাওয়া। (গ) (খাদ্য ও পানীয়) গলা দিয়ে যাওয়া: This food won’t go down, এ খাবার গেলা যাবে না। (ঘ) স্নাতক ডিগ্রি প্রাপ্ত হওয়ার পর/ছুটিতে বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়া। (ঙ) (সমুদ্র, বাতাস ইত্যাদি) শান্ত হওয়া; থেমে যাওয়া: The wind has gone down considerably, বাতাসের বেগ যথেষ্ট কমে এসেছে। (চ) (মূল্য) কমে যাওয়া: The price of rice has gone down. (ছ) go down to the sea/country, etc, সমুদ্রতীরে/গ্রামদেশে প্রভৃতি স্থানে বেড়াতে যাওয়া। go down before somebody পরাস্ত হওয়া: Rome went down before the barbarians. go down (in something) লিপিবদ্ধ হওয়া; He will go down in history as a great social reformer. go down to (কোনো সময়সীমা পর্যন্ত) বিস্তৃত হওয়া: This ‘History of Bengal’ goes down to 1947 go down (with somebody) (ব্যাখ্যা বা কৈফিয়ত সম্বন্ধে; গল্প; নাটক ইত্যাদি) (শ্রোতা, পাঠক, দর্শক ইত্যাদি দ্বারা) গৃহীত বা অনুমোদিত হওয়া: His new play went down well with the Dhaka audience. I offered an explanation, but it didn’t go down well with my boss. go down (with something) (কোনো রোগে) অসুস্থ হওয়া: He has gone down with flu. go for somebody (ক) ডেকে আনা: Will you please go for a doctor? (খ) আক্রমণ করা: The bull turned round and went for him with renewed fury. (গ) প্রযোজ্য হওয়া: What is said about the party in power goes for the opposition, too. go for nothing/little বৃথা যাওয়া/নগণ্য বিবেচিত হওয়া; All my work went for nothing. go forth (আনুষ্ঠানিক) প্রচারিত বা জারি হওয়া; The order went forth that... go forward (ক) অগ্রসর হওয়া: The police went forward to stop the looting. (খ) (কাজ ইত্যাদি) এগিয়ে যাওয়া; The work is going forward well. go in (ক) প্রবেশ করা; ভিতরে যাওয়া: The table is too big; ৫ it won’t go in (through the door). (খ) (চন্দ্র, সূর্য ইত্যাদি) মেঘে ঢাকা পড়া: The sun went in and the play was stopped. (গ) (ক্রিকেট খেলায়) ইনিংস শুরু করা: The Shrilankans went in to bat. (ঘ) প্রতিযোগী হিসেবে অবতীর্ণ হওয়া: Go in and win! যাও; গিয়ে জিতে নাও (উৎসাহ দানের জন্য বলা হয়)। go in for something (ক) পরীক্ষা দেওয়া প্রতিযোগিতায় নামা। (খ) কোনোকিছুতে শখ থাকা; কোনোকিছুকে শখের পেশা হিসেবে গ্রহণ করা: Go in for photography. go into something (ক) প্রবেশ করা; ঢোকা: Go into the business, (খ) তদন্ত করা; খুঁটিয়ে দেখা বা পরীক্ষা করা: go into the evidence; go into a problem. (গ) (কোনো বিশেষ অবস্থায় নিজেকে) যেতে দেওয়া: She went into a fit of laughter. go into mourning শোকের চিহ্ন হিসেবে কালো পোশাক ধারণ করা। go off (ক) বিস্ফোরিত হওয়া; (গুলি) নিক্ষিপ্ত হওয়া: All the grenades went off simultaneously. (খ) গুণ হারিয়ে ফেলা; খারাপের দিকে যাওয়া: Her needle-work has started to go of. This soup has gone off, টক হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। (গ) নিদ্রায় বা মূর্ছায় অচেতন হওয়া; The baby has just gone off. She went off in a faint. (ঘ) (পণ্যসামগ্রী) বিক্রির সুবাদে খালাস হওয়া: Do you think the goods will go off quickly? (ঙ) (ঘটনা) ভালোভাবে এগিয়ে চলা: The seminar/meeting went off well. (চ) (মঞ্চনির্দেশ হিসেবে) প্রস্থান করা: Shahjahan goes off. go off somebody/something কারো/কোনোকিছুর প্রতি উৎসাহ হারিয়ে ফেলা: She seems to have gone off him. I have gone off icecream. go off the beaten track, go off the deep end, go off one’s head, দ্রষ্টব্য beaten, দ্রষ্টব্য end 1 (১), দ্রষ্টব্য head 1(১৯). go off with somebody/something কাউকে/কোনো কিছুকে নিয়ে পালিয়ে যাওয়া বা চুরি করা; go off with somebody’s wife; go off with somebody’s treasured possessions. go on (ক) (সময়) অতিবাহিত হওয়া; কেটে যাওয়া: As the days went on, he grew thinner. (খ) চলতে থাকা; অন্যায়, অশোভন বা লজ্জাকর আচরণ করা: If he goes on like this (= এভাবে চলতে থাকে; বাজে আচরণ করতে থাকে) he will soon get fired. (গ) ঘটা; চলতে থাকা: What’s going on there? There’s something fishy going on here. The piano concert is still going on (এখনো চলছে)। (ঘ) (নাটকে) মঞ্চে প্রবেশ করা: He doesn’t go on until Act Three. (ঙ) (কোনো কাজে) নিজের পালা শুরু করা; (ক্রিকেটে) বোলিং আরম্ভ করা: The captain told him to go on next. go on something (প্রমাণ হিসেবে) গ্রহণ করা: We have got no evidence to go on, সিদ্ধান্তে পৌঁছতে নির্ভর করতে পারি এমন প্রমাণ নেই। go on the dole/social security/(America(n)) welfare (বেকার অবস্থায় সরকারি ভাতা) পাওয়া। go on the pill গর্ভনিরোধক বড়ি খেতে শুরু করা। go on about something কোনো কিছু সম্বন্ধে বিরক্তিকরভাবে একনাগাড়ে কথা বলতে থাকা। go on (at somebody) গালমন্দ করা; জ্বালাতন করা; তিরস্কার করা: She is not a woman to go at her husband. be going on (for) (বয়স বা সময়) কাছাকাছি হওয়া: He is going (for) sixty, তিনি ষাটের কাছাকাছি পৌঁছে গেছেন। be gone on (অপশব্দ) মজে যাওয়া: Nobody thought he would be so gone on the lady. go on to something/to do something পরবর্তী সময়ে করা বা বলা; পরেরটিতে যাওয়া: Let’s go on to the next question. He went on to say that..., পরবর্তী সময়ে বলল যে.…। go on (with something/doing something) চালিয়ে যাওয়া; অধ্যবসায়সহকারে করতে থাকা; চলতে থাকা: Go on with your studies. Go on trying. The cold spell went on for days. We have enough to go on with for the present, আপাতত চলার জন্য যথেষ্ট আছে। go on (with you)! (কথ্য) কী যে বল! পাগল হয়েছ। goings-on (noun) (plural) (কথ্য) (প্রায়ই Such strange/queer বিশেষণ সহকারে), কায়কারবার; চালচলন: Have you ever seen such queer goings-on? on-going (adjective) চলতি; বিকাশমান। go out (ক) বাইরে বের হওয়া: The children were dressed to go out. (খ) পার্টি, নাচগানের আসর ইত্যাকার সামাজিক অনুষ্ঠানে যাওয়া। Neena goes out a great deal. go out on a spree/on the town, দ্রষ্টব্য spree, town. (গ) নিভে যাওয়া: The candle went out. (ঘ) (ফ্যাশন ইত্যাদি সম্বন্ধে) অচল হওয়া: Has the fashion for boots gone out? (ঙ) (সরকার) ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। (চ) (নিজেদের সম্পর্কে শ্রমিকদের ব্যবহার) ধর্মঘট: We gained very little by going out. (ছ) (বছর) শেষ হওয়া: The year went out happily. go out on a limb, দ্রষ্টব্য limb (২). go out to (দ্বাদশ) ছেড়ে (বিদেশ) যাওয়া: He went out to Canada (for a better job). go out to somebody (হৃদয়, অনুভূতি) ধাবিত বা প্রসারিত হওয়া: My heart went out to the children orphaned by the 1971 War of Independence. go out with somebody (কথ্য) কারো সংসর্গে নিয়োজিত থাকা: Firdous has been going out with Kamal ever since she meet him. go over (কথ্য) ছাপ ফেলা, প্রভাবিত করা: We hope our new play will go over (দর্শকদের উপর ছাপ ফেলতে পারবে, দর্শকদের টানাতে পারবে)। go over something (ক) খুঁটিনাটি পরীক্ষা করে দেখা: I set aside everything else to go over the accounts. (খ) দেখা, ঘুরে দেখা: go over a house before buying/renting it. (গ) (নাটক ইত্যাদির) অনুশীলন করা; ভালো করে পড়া: He was going over his lesson/scene 4 again. going-over (noun) (plural goings-over) (ক) (কথ্য) পরীক্ষণ বা সুবিন্যস্তকরণ: The accounts require a thorough going-over. (খ) (অপশব্দ) প্রহার; মারধোর: They gave the gangster a thorough going-over. go over to somebody/something দলবদল করা; নেশা; অভ্যাস; পছন্দ ইত্যাদি পালটানো: He went over to the Opposition. I am going over to a new brand of shaving cream. go round (ক) সবার ভাগে পড়তে পারে সংখ্যায় বা পরিমাণে এমন যথেষ্ট হওয়া: There are enough bananas to go round. (খ) ঘুরপথে গন্তব্যে পৌঁছানো: The main entrance to the secretariat was blocked by the striking employees, so we had to go (a/the long way) round. go round (to a place/to do something) দেখতে বা দেখা করতে যাওয়া; I am going round to see my mother the day after tomorrow. go round the bend (কথ্য) ক্রুদ্ধ, উন্মাদ, হিস্টিরিয়াগ্রস্ত ইত্যাদি হওয়া। go through (ক) পাস হওয়া বা অনুমোদিত হওয়া: The proposal went through, প্রস্তাব অনুমোদিত হলো। (খ) সমাপ্ত বা সম্পন্ন হওয়া: The deal did not go through. go through something (ক) পুঙ্খানুপুঙ্ক্ষ আলোচনা করা: We went through the paper again. (খ) তল্লাশি করা: The customs man went through my pockets. (গ) সম্পাদন করা, অংশ নেওয়া: I am willing to go through a campaign to raise funds for the blind. (ঘ) (দুর্ভোগ) পোহানো; সহ্য করা; কষ্ট করা: go through hardships. (ঙ) (বই) বিক্রি হওয়া: The novel has already gone through five editions. উপন্যাসটি পঞ্চম সংস্করণ পর্যন্ত বিক্রি হয়ে গেছে। (চ) (কোনো কিছুর) শেষে গিয়ে ঠেকা; ব্যয় করা: He has gone through all his money. go through with something সম্পূর্ণ করা; অসম্পূর্ণ না-রাখা: The government is determined to go through with the project in spite of local opposition. go to/towards something অবদান রাখা; যোগান দেওয়া: Compassion is one of the qualities that go to the making of a good doctor. go together (ক) (দুই বা ততোধিক বস্তু বস্তু) একত্রে চলা বা একসূত্রে গেথে থাকা: Politics and dishonesty often go together. (খ) মানানসই হওয়া: Your blue shawl and pink saree don’t seem to go together. go under (ক) ডুবে যাওয়া। (খ) (লাক্ষণিক) অকৃতকার্য হওয়া; দেউলিয়া হওয়া; The business went under because of managerial incompetence. go up (ক) বৃদ্ধি পাওয়া: The temperature went up by two degrees. (খ) নির্মিত হওয়া: New buildings are going up everyday. (গ) (বিস্ফোরণে) উড়ে যাওয়া; আগুনে বা বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত হওয়া: Several yards of railtrack went up as a result of a bomb explosion. (ঘ) বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা বা শহর, বিশেষত রাজধানী শহর ভ্রমণে যাওয়া: He went up (to the Dhaka University) last year. I am planning to go up to Dhaka/to town. go up something আরোহণ করা: Go up a hill/go up the wall. go with somebody/something (ক) সঙ্গে যাওয়া: He went with me. go with the tide, (সবার সঙ্গে তাল মিলিয়ে চলা)। (খ) একমত পোষণ করা: I don’t go with you on that, ও ব্যাপারে একমত পোষণ করি না। (গ) সংযুক্ত থাকা; অনুগামী হওয়া: A large garden of various tropical plants goes with the house. (ক্রেতার বা ভাড়াটের জন্য) বাড়ির সঙ্গে বাগান থাকবে: Disease goes with poverty. (ঘ) মানানসই হওয়া। (ঙ) (তরুণ বা তরুণী) (ক্ষেত্রবিশেষে) বিয়ের উদ্দেশ্য নিয়ে কারো সঙ্গে মেলামেশা করা: go with a girl. go without (something) (কোনো কিছুর) অভাব বহন করা: The poor of this locality often go without food. go without saying না বললেও চলে: It goes without saying that he is good draftsman.
  • English Word go 2 Bengali definition [গোউ] (noun) (সব ব্যবহার কথ্য) all systems go (মহাশূন্যযান ইত্যাদি উৎক্ষেপণ বা চালনা সম্বন্ধে) সবকিছু প্রস্তুতall the go অত্যন্ত জনপ্রিয়; ফ্যাশান্যাবল। at one go একবারে; He emptied the glass at one go. be full of go; have plenty of go কর্মচঞ্চল হওয়া; উদ্যমে পূর্ণ হওয়া। be on the go সক্রিয় বা কর্মব্যস্ত থাকা: I have been on the go for the last three days. have a go (at something) চেষ্টা করে দেখা near go অল্পের জন্য রক্ষা। no go (ক) ভুল যাত্রা। খ) অসম্ভব ব্যাপার; অসম্ভবের বায়না; It’s no go asking that niggard for a loan. no-no area বহিরাগতদের জন্য নিষিদ্ধ এলাকা।
  • English Word go-between Bengali definition [গোউবিট্উয়ীন্‌] (noun) মধ্যস্থতাকারী; ঘটক: a marriage arranged by a go-between.
  • English Word go-cart Bengali definition [গোউকা:ট্] (noun) হালকা ঠেলাগাড়ি
  • English Word go-getter Bengali definition [গোউগেটা(র্)] (noun) (কথ্য) উদ্যোগী নাছোড়বান্দা
  • English Word go-kart Bengali definition [গোউকা:ট্] (noun) নিচু ও ছোট রেসের গাড়ি
  • English Word goad Bengali definition [গোউড্‌] (noun) সুচালো লাঠি; অঙ্কুশ; (লাক্ষণিক) তাড়না; তাগিদ। □ (verb transitive) goad somebody on; goad somebody into doing something তাড়না দেওয়া; তাড়িত করা: His mother goaded him into telling what he had done in the school.
  • English Word goal Bengali definition [গোউল্] (noun) (১) দৌঁড়, সাঁতার ইত্যাদি প্রতিযোগিতার সমাপ্তিরেখা; ফুটবলে গোলপোস্ট; এই খেলায় গোল দিয়ে অর্জিত পয়েন্ট: score a goal; win by three goals to two. goal -keeper (কথ্য) goalie [গোউলি] (noun) গোলরক্ষক। goal-line (noun) গোল- রেখা। (২) (লাক্ষণিক) লক্ষ্য; উদ্দেশ্য: one’s goal in life.
  • English Word goat Bengali definition [গোউট্] (noun) ছাগলshe-goat (বা nanny-goat) ছাগি। he-goat (বা billy-goat) পাঁঠা; ছাগ। get one’s goat (অপশব্দ) কাউকে বিরক্ত করা বা জ্বালাতন করা। play/act the giddy goat বোকামি করা; বোকার মতো আচরণ করা। separate the sheep from the goat ভালোকে মন্দ থেকে আলাদা করা। goat-herd (noun) ছাগলপালক। goat-skin (noun) [countable noun, uncountable noun] ছাগলের চামড়া (এর তৈরি পোশাক)। goatee [গোউটী] (noun) ছাগুলে দাড়ি।
  • English Word gob 1 Bengali definition [গব্‌] (noun) (অশিষ্ট) আঠালো পদার্থের দলা
  • English Word gob 2 Bengali definition [গব্‌] (noun) (তুচ্ছার্থে, অপশব্দ) মুখগহ্বর; হাঁ
  • English Word gob 3 Bengali definition [গব্] (noun) (America(n) অপশব্দ) নাবিক
  • English Word gobbet Bengali definition [গবিট্] (noun) [countable noun] বিশেষত মাংসের দলা বা খণ্ড
  • English Word gobble 1 Bengali definition [গব্‌ল্] (verb transitive), (verb intransitive) gobble (up) গোগ্রাসে গেলা; গরগর করে গেলা
  • English Word gobble 2 Bengali definition [গব্‌ল্] (verb intransitive) (বড় মোরগ) গলার মধ্যে ঘড়ঘড় আওয়াজ করা; (ব্যক্তি) রাগে ঘড়ঘড় করা। □ (noun) এরূপ আওয়াজ।
  • English Word gobbledygook Bengali definition [গব্‌ল্‌ডিগূক্] (noun) [uncountable noun] অর্থহীন লম্বা চওড়া কথা; বাগাড়ম্বর; বিশেষজ্ঞের ব্যবহৃত দুর্বোধ্য বা চটকদার ভাষা
  • English Word gobbler Bengali definition [গব্‌লা(র্)] (noun) (America(n)) বড় মোরগবিশেষ
  • English Word goblet Bengali definition [গব্‌লিট্] (noun) হাতলছাড়া পানপাত্রবিশেষ
  • English Word goblin Bengali definition [গব্‌লিন্‌] (noun) অপদেবতা; কদাকার ভূত
  • English Word god Bengali definition [গড্‌] (noun) (১) দেবতা; উপাস্য বিগ্রহ: the blind god (অথবা god of love), কামদেব (Cupid/কিউপিড্); the god of the sea, সমুদ্রদেবতা (Neptune/নেপ্‌টিউন) a feast/sight for the gods অসাধারণ বা অপরূপ কোনো কিছু। (২) God আল্লাহ্‌; বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা; পরমেশ্বরGod (almighty)! Good God! (interjection) (কথ্য) আকস্মিক বেদনা; বিস্ময়; আঘাত ইত্যাদি সূচক উক্তি। God willing পরিস্থিতি অনুকূল থাকলে; খোদা চাহে তো। God knows = goodness knows, দ্রষ্টব্য goodness (৩). (৩) প্রগাঢ় ভক্তি ও শ্রদ্ধার পাত্র, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি; যে বস্তুর প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া হয়: make a god of one’s money, টাকাপয়সা নিয়ে অতিরিক্ত ভাবা। a (little) tin god যে ব্যক্তি (কর্মকর্তা) মাত্রাতিরিক্ত সমীহ দাবি করে। (৪) (নাট্যজগৎ) the gods গ্যালারির আসন (এতে উপবিষ্ট দর্শকবৃন্দ)। (৫) (যৌগশব্দ) godchild, goddaughter, godson (noun(s)) ধর্মসন্তান; ধর্মকন্যা; ধর্মপুত্রgoddamn(ed); (America(n)) goddam [গ্যাম্] (adjective), (adverb) (নিষেধ) (অপশব্দ intensive) অত্যন্ত; খুব; যারপর নেই। godfather, godmother, godparent (noun(s)) ধর্মপিতা; ধর্মমাতা; ধর্মপিতা বা ধর্মমাতা। godfearing (adjective) ধর্মভীরু। godforsaken (adjective) (স্থান) হতচ্ছাড়া; গুমোট; নিরানন্দ; নিষ্করণ। God’s acre (noun) (প্রাচীন প্রয়োগ) গির্জাপ্রাঙ্গণ। godsend [গড্‌সেন্‌ড্‌] (noun) দৈববর; প্রয়োজনের মুহূর্তে লগ্ন; পরমোপকারী বস্তু। godspeed (noun) bid/wish somebody god speed যাত্রা শুভ হোক-এই কামনা করা।
  • English Word goddess Bengali definition [গডিস্‌] (noun) দেবী
  • English Word godhead Bengali definition [গড্‌হেড্] (noun) [uncountable noun] পরমেশ্বরত্ব বা দেবত্ব, স্বর্গীয় প্রকৃতিthe Godhead পরমেশ্বর; আল্লাহ্‌-তা আলা।
  • English Word godless Bengali definition [গড্‌লিস্‌] (adjective) অধার্মিক; নাস্তিকgodlessness (noun)
  • English Word godlike Bengali definition [গড্‌লাইক্] (adjective) ঈশ্বরতুল্য; দেবোপম
  • English Word godly Bengali definition [গড্‌লি] (adjective) ঈশ্বরপ্রেমী; গভীরভাবে ধার্মিকgodliness (noun)