Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word Guinness Bengali definition [গিনিস্‌] (noun) (P) এক প্রকার তিক্ত স্বাদের কড়া বিয়ার (মদ)।
  • English Word guise Bengali definition [গাইজ্‌] (noun) [countable noun] (১) (প্রাচীন প্রয়োগ) পোশাকের ধরন: in the guise of a monk, সন্ন্যাসীর বেশে। in/under the guise of ভান করে: under the guise of friendship, বন্ধুত্বের ভান করে।
  • English Word guitar Bengali definition [গিটা:(র্)] (noun) (সাধারণত) ছয় তারের বাদ্যযন্ত্র; গিটার
  • English Word gulch Bengali definition [গাল্‌চ্‌] (noun) [America(n)] গভীর; সংকীর্ণ; পাহাড়ি উপত্যকা; গিরিখাত
  • English Word gulden Bengali definition [গুল্‌ডান্‌] (noun) = guilder.
  • English Word gulf Bengali definition [গাল্‌ফ্‌] (noun) (১) প্রায় স্থলবেষ্টিত উপসাগর: the Persian Gulf. the Gulf stream, মেক্সিকো উপসাগর থেকে উত্তরে ইউরোপের দিকে প্রবাহিত উষ্ণ সমুদ্রস্রোত। (২) গভীর খাদ; (লাক্ষণিক) বিভাজনরেখা; বিভেদ বা অনৈক্য
  • English Word gull 1 Bengali definition [গাল্] (noun) সামুদ্রিক পাখিবিশেষ; শঙ্খচিল
  • English Word gull 2 Bengali definition [গাল্] (verb transitive) ধোঁকা দেওয়া, প্রতারণা করা: He gulled me out of my money. □ (noun) সহজে প্রতারিত হয় এমন ব্যক্তি। gullible [গাল্আবল্] (adjective) সহজে প্রতারণাযোগ্য। gullibility [গালাবিলাটি] (noun)
  • English Word gullet Bengali definition [গালিট্] (noun) অন্ননালি; গলা
  • English Word gully Bengali definition [গালি] (noun) জলস্রোতের পর্বতের গা ক্ষয় হয়ে সৃষ্ট খাত; গিরিখাত; জল নিষ্কাশনের নালি; পয়োনালি
  • English Word gulp Bengali definition [গাল্‌প্‌] (verb transitive), (verb intransitive) gulp (down) গলাধ:করণ করা; গবগব বা ঢকঢক করে গেলা: gulp down a glass of water; গলাধঃকরণের ভঙ্গি করা। (noun) [countable noun] গলাধঃকরণ; গিলে ফেলা: He emptied the glass of one gulp; যতটুকু গেলা যায়, ততটুকু, বড় এক ঢোক: a gulp of warm milk.
  • English Word gum 1 Bengali definition [গাম্‌] (noun) (সাধ. plural) দাঁতের মাড়িgumboil [ গাম্‌বয়ল্] (noun) মাঢ়িতে ওঠা ফোঁড়া।
  • English Word gum 2 Bengali definition [গাম্] (noun) (১) [uncountable noun] আঠা; গঁদ(২) [uncountable noun] বিশেষভাবে প্রস্তুত আঠা: chewing-gum; [countable noun] (also gum-drop) এক ধরনের মিষ্টি; হালুয়া। (৩) (gum-tree) ইউক্যালিপটাস গাছup a gum-tree (অপশব্দ) বেকায়দায়। gumboot (noun) রাবারের তৈরি উঁচু বুট জুতা। gum-shoe (noun) (America(n)) (ক) রাবারের জুতা। (খ) (অপশব্দ) গোয়েন্দা। □ (verb transitive) আঠা দিয়ে জোড়া লাগানো; কোনো কিছুর উপর আঠা লাগানো: gum something down; gum two pieces of paper together. gummy (adjective) আঠালো।
  • English Word gum 3 Bengali definition [গাম্] (noun) (বিশেষত উত্তর ইংল্যান্ডে) (শপথে, শাপশাপান্তে) ঈশ্বর; আল্লাহ: By gum! খোদার কসম।
  • English Word gumbo Bengali definition [গাম্‌বোউ] (noun) (America(n)) এক ধরনের ঘন সবজির ঝোল
  • English Word gumption Bengali definition [গাম্‌পশ্‌ন্‌] (noun) [countable noun] (কথ্য) সাধারণ বুদ্ধি ও কর্মোদ্যম, সফলতা আনতে পারে এমন গুণ: He lacks gumption.
  • English Word gun Bengali definition [গান্‌] (noun) (১) রাইফেল, বন্দুক, পিস্তল ইত্যাকার আগ্নেয়াস্ত্রের সাধারণ নাম, যেকোনো আগ্নেয়াস্ত্রbe going great guns বলিষ্ঠ ও সফলভাবে এগিয়ে যাওয়া। blow great guns (বাতাস) প্ৰচণ্ড বেগে প্রবাহিত হওয়া। stick to one’s guns যুক্তিতর্ক বা আক্রমণের বিরুদ্ধে নিজের অবস্থান টিকিয়ে রাখা। gunboat (noun) কামান বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী ছোট যুদ্ধজাহাজ। gun-boat diplomacy (লাক্ষণিক) যে কূটনীতির পিছনে বলপ্রয়োগের হুমকি থাকে। gun-carriage (noun) ভারী কামানের ভারবাহী চাকাগাড়ি। gun-cotton (noun) [uncountable noun] অ্যাসিডসিক্ত তুলায় তৈরি বিস্ফোরক। gunfire (noun) [uncountable noun] বন্দুক বা কামান দাগা। gun-man [গান্‌মান্‌] (noun) বন্দুকধারী। gunmetal (noun) পিতলের খাদ; নিষ্প্রভ বাদামি-নীল রং। gun-powder (noun) বারুদ। the Gunpowder Plot৬০৫ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর ব্রিটেনের পার্লামেন্ট ভবন উড়িয়ে দেয়ার যে ষড়যন্ত্র করা হয়gun-room (noun) (যুদ্ধজাহাজে) নিম্নপদস্থ অফিসারদের কামরা। gun-running (noun) [uncountable noun] (বিদ্রোহে সাহায্যের জন্য) কোনো দেশে গোপন ও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র পাচার। gun-runner (noun) এরূপ আগ্নেয়াস্ত্র পাচারের কাজে জড়িত ব্যক্তি। gunshot (noun) (ক) বন্দুক বা কামানের গোলা। (খ) বন্দুক বা কামানের পাল্লা: be out of/within gunshot. gunsmith (noun) ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রের প্রস্তুত ও মেরামতকারক। (২) শিকারি দলের একজন হিসেবে শিকারের বন্দুক ব্যবহাকারী ব্যক্তি(৩) big gun (কথ্য) বিশিষ্ট বা ক্ষমতাশালী ব্যক্তি। □ (verb transitive) gun somebody (down) কাউকে বন্দুক দিয়ে গুলি করা।
  • English Word gunner Bengali definition [গানা(র্‌)] (noun) (স্থলবাহিনীতে) গোলন্দাজ সৈনিক; (নৌবাহিনীতে) কামানসমূহের দায়িত্বে নিয়োজিত ওয়ারেন্ট অফিসার। gunnery (noun) [uncountable noun] ভারী কামানের নির্মাণ ও পরিচালনব্যবস্থা।
  • English Word gunny Bengali definition [গানি] (noun) [uncountable noun] বস্তা তৈরির কাজে ব্যবহৃত খারাপ মানসম্পন্ন পাটের কাপড়; গানিgunny bag (noun) পাটের বস্তা।
  • English Word gurgle Bengali definition [গাগ্‌ল্‌] (noun) [countable noun, uncountable noun] বুদ্বুদ ওঠার মতো গলগল শব্দ: gurgles of delight. □ (verb intransitive) এরূপ শব্দ করা: The baby was gurgling happily.
  • English Word Gurkha Bengali definition [গাকা] (noun) নেপালি; গোর্খা
  • English Word gush Bengali definition [গাশ্‌] (verb intransitive) (১) আকস্মিক ও প্ৰবলভাবে নিঃসৃত হওয়া বা ফেটে পড়া: blood gushing from a wound. (২) অতি উৎসাহে কথা বলা: Young boy gushing over soccer super-stars. □ (noun) আকস্মিক নিঃসরণ বা বিস্ফোরণ: a gush of oil; a gush of enthusiasm, gusher (noun) যে তেলকূপ থেকে আপনাআপনি তেল নির্গত হয়। gushing (adjective): gushing anger. gushingly (adverb)
  • English Word gusset Bengali definition [গাসিট্] (noun) [countable noun] (সাধারণত তিনকোনা) কাপড়ের পটি, জামাকাপড় টেকসই করা বা বাড়াতে যা সেলাই করে জুড়ে দেওয়া হয়
  • English Word gust Bengali definition [গাস্‌ট্‌] (noun) [countable noun] আকস্মিক দমকা বাতাস, আকস্মিক ও ভারী বৃষ্টি বা শিলাপাত; আগুন বা ধোঁয়া আকস্মিক উদ্গার; (লাক্ষণিক) ভাবাবেগের আকস্মিক ও প্ৰবল অভিব্যক্তি: The wind is blowing in gusts. gusty (adjective) ঝড়ো: gusty wind.
  • English Word gustation Bengali definition [গাস্টেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) স্বাদগ্রহণ
  • English Word gusto Bengali definition [গাস্টোউ] (noun) [uncountable noun] কোনো কিছু করায় আনন্দ
  • English Word gut Bengali definition [গাট্] (noun) (১) (plural) পেটের নাড়িভুঁড়ি; অন্ত্র; drive a knife into a man’s guts. hate somebody’s gut (অপশব্দ) কাউকে তীব্রভাবে ঘৃণা করা। (২) (plural) (কথ্য) বিষয়বস্তু বা সারবস্তু: a speech without guts in it, ফাঁপা বক্তৃতা; the real guts (=প্রকৃত সারবস্তু, সারাংশ) of speech. (৩) (কথ্য) সাহস ও সংকল্প: There’s a man with plenty of guts. (৪) [uncountable noun] জীবজন্তুর নাড়ি থেকে তৈরি এবং বেহালা ইত্যাদি বাদ্যযন্ত্রে ব্যবহৃত তার। □ (verb transitive) (১) (মাছ ইত্যাদির পেট থেকে) নাড়িভুঁড়ি বের করে নেওয়া(২) কোনো কিছুর অভ্যন্তর বা বিষয়সামগ্রী ধ্বংস করা: The building was gutted by fire. gutless (adjective) সাহসহীন; সংকল্পহীন।
  • English Word gutta-per-cha Bengali definition [গাটাপাচা] (noun) [uncountable noun] মালয়ের বিভিন্ন গাছের রস থেকে তৈরি রাবারজাতীয় বস্তু
  • English Word gutted Bengali definition [গাটিড্] (adjective) হতাশ; বিধ্বস্ত: I was absolutely gutted, this car was my pride and joy.
  • English Word gutter 1 Bengali definition [গাটা(র্‌)] (noun) [countable noun] (১) the gutter বৃষ্টির জল নিষ্কাশনের জন্য ছাদের কিনারায় লাগানো (সাধারণত, ধাতব) নালি, একই উদ্দেশ্যে পথের পাশে তৈরি করা নালা; পয়োনালি(২) the gutter (লাক্ষণিক) দরিদ্র বা ইতরজীবন: the language of the gutter, ইতর ও অশ্লীল ভাষা। take a child out of the gutter দরিদ্র ও ইতর পরিবেশ থেকে তাকে সরিয়ে নেওয়া। the gutterpress guttersnipe [গাটা(র্‌)স্লাইপ্] বস্তির শিশু; অনাথ ও নিরাশ্রয় শিশু।