Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word gutter 2 Bengali definition [গাটা(র্‌)] (verb intransitive) ( মোমবাতি) কেঁপে কেঁপে জ্বলা-যাতে গলে-যাওয়া মোম পাশ বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে
  • English Word guttural Bengali definition [গাটারাল্‌] (noun), (adjective) (যে ধ্বনি) কণ্ঠ থেকে উৎপন্ন (এমন প্রতীয়মান হয়)। gutturally (adverb)
  • English Word guvnor Bengali definition [গাভ্‌না(র্‌)] (noun) (British/Britain অপশব্দ) মনিব
  • English Word guy 1 Bengali definition [গাই] (noun) [countable noun] কোনো কিছুকে স্থির বা সোজা রাখার জন্য ব্যবহৃত দড়ি বা শিকল, যথা- তাঁবুর দড়ি
  • English Word guy 2 Bengali definition [গাই] (noun) (১) পুরনো পোশাকে সাজানো মানুষের মূর্তি; কুশপুত্তলিকা (ইংল্যান্ডে ৫ নভেম্বর Guy Fawkes-কৃত Gunpowder Plot স্মরণে এরকম মূর্তি বা কুশপুত্তলিকা দাহ করা হয়)। (২) অদ্ভুত সাজ পরা মানুষ(৩) (অপশব্দ) লোক। □ (verb transitive) উপহাস করা; কারো কুশপুত্তলিকা তৈরি করে দেখানো।
  • English Word guyliner Bengali definition [গাইলাইনা(র)] (noun) (অনানুষ্ঠানিক) পুরুষের ব্যবহৃত আইলাইনার: Everyone knows he’s bound to graduate to black hair dye and guyliner any day now.
  • English Word guzzle Bengali definition [গাজ্‌ল] (verb intransitive), (verb transitive) (কথ্য) গবগব বা ঢকঢক করে গেলা: guzzle beer. guzzler [গাজ্‌লা(র্)] (noun) যে ব্যক্তি খাবার বা পানীয় এভাবে গলাধঃকরণ করে।
  • English Word gybe Bengali definition (America(n) jibe) [জাইব্‌] (verb intransitive), (verb transitive) (নৌচালনবিদ্যা) (পাল বা মাস্তুল) জাহাজের একপাশ থেকে আরেক পাশে ঘুরে যাওয়া; (জাহাজ বা তার নাবিক) পাল বা মাস্তুলের এরকম ঘুরে যাওয়ার ব্যবস্থা করা।
  • English Word gym Bengali definition [জিম্] (noun) (gymnasium, gymnastics-এর অপশব্দ সংক্ষেপ) শরীরচর্চা কেন্দ্র; শরীরচর্চা: gym-shoes. gym-slip (noun) হাতকাটা ফ্রকবিশেষ।
  • English Word gymkhana Bengali definition [জিমকা:না] (noun) শরীরচর্চা; অশ্বচালনা বা গাড়িচালনা প্রতিযোগিতার উন্মুক্ত প্রদর্শনী
  • English Word gymnasium Bengali definition [জিমনেইজিআম্] (noun) শরীরচর্চা কেন্দ্র
  • English Word gymnastic Bengali definition [জিমন্যাস্‌টিক্] (adjective) শারীরিক প্ৰশিক্ষণ-বিষয়কgymnastics (noun) (plural) শরীরচর্চা। gymnast [জিম্‌ন্যাস্‌ট্] (noun) শরীরকলাবিদ।
  • English Word gynaecology Bengali definition (America(n) = gynecology) [গাইনিকলাজি] (noun) স্ত্রীরোগ ও প্রসূতিবিজ্ঞানgynaecologist (America(n) gynecologist) স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ। gynaecological (America(n) = gynecological) [গাইনিকালজিক্‌ল্‌] (adjective)
  • English Word gyp 1 Bengali definition [জিপ্] (verb transitive) (অপশব্দ) প্রতারণা করা; ঠকানো
  • English Word gyp 2 Bengali definition [জিপ্] (noun) give somebody gyp (অপশব্দ) কাউকে নির্দয়ভাবে তিরস্কার করা বা শাস্তি দেওয়া
  • English Word gypsum Bengali definition [জিপসাম্] (noun) [uncountable noun] খনিজ পদার্থবিশেয; যা থেকে প্লাসটার অব প্যারিস তৈরি হয়; এক ধরনের সার
  • English Word Gypsy Bengali definition [জিপ্‌সি] (noun) দ্ৰষ্টব্য gipsy.
  • English Word gyrate Bengali definition [জাইরেইট America(n) জাইরেইট] (verb intransitive) চক্রাকারে ঘোরা; আবর্তিত হওয়াgyration [জাইরেইশ্‌ন্‌] (noun) [countable noun, uncountable noun] চক্রাকারে ঘূর্ণনা; আবর্তন।
  • English Word gyro Bengali definition [জাইআরোউ] (noun) gyroscope-এর কথ্য সংক্ষেপ
  • English Word gyroscope Bengali definition [জাইরাস্‌কোউপ] (noun) ঘূর্ণমান বস্তুর গতিতত্ত্ব ব্যাখ্যার যন্ত্রবিশেষgyroscopic [জাইরাস্‌কপিক্] (adjective)