Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word unruffled Bengali definition [আন্‌রাফ্‌ল্‌ড্‌] (adjective) শান্ত; অবিচলিত; অবিক্ষুব্ধ; অচঞ্চল; অক্ষুব্ধ; অবিক্ষিপ্ত
  • English Word unruly Bengali definition [আন্‌রূলি] (adjective) উচ্ছৃঙ্খল; দুরন্ত; অবাধ্য; দুর্দান্ত; দুর্দম্য: an unruly child.
  • English Word unsaid Bengali definition [আন্‌সেড্] (adjective) অকথিত; অনুক্ত; অব্যক্ত
  • English Word unsavoury Bengali definition (America(n)= unsavoury) [আন্‌সেইভারি] (adjective) (বিশেষত) নোংরা; ন্যক্কারজনক; ধিক্কারজনক; অরুচিকর: unsavoury stoties; a women with an unsavoury reputation.
  • English Word unscathed Bengali definition [আন্‌স্কেইদ্‌ড্‌] (adjective) অক্ষত; অপ্রহৃত; অনাহত
  • English Word unscramble Bengali definition [আন্‌স্ক্র্যাম্‌ব্‌ল্] (adjective), (verb transitive) (দুর্বোধ্য বার্তা বা সংকেত যন্ত্রের সাহায্যে) বোধগম্য করে তোলা। দ্রষ্টব্য scramble.
  • English Word unscripted Bengali definition [আন্‌স্ক্রিপ্‌টিড্‌] (adjective) (সম্প্রচারিত কথিকা বা আলোচনা) পাণ্ডুলিপি থেকে পঠিত নয়; নির্লেখ
  • English Word unscrupulous Bengali definition [আন্‌স্ক্রূপ্যিউলাস্‌] (adjective) বিবেকহীন; নির্বিবেক; বিবেকবর্জিত; অবিবেকী; সদ্বিবেচনাশূন্য
  • English Word unseasoned Bengali definition [আন্‌সীজনড্] (adjective) (কাঠ) কাঁচা; অসার; (খাদ্য) স্বাদগন্ধ বৃদ্ধির উপকরণযুক্ত নয়।
  • English Word unseat Bengali definition [আন্‌সীট্] (verb transitive) (১) পদ থেকে অপসারিত করা; আসনচ্যুত/গদিচ্যুত করা(২) ঘোড়ার পিঠ থেকে ফেলে দেওয়া; ভূপাতিত করা
  • English Word unseemly Bengali definition [আন্‌সীম্‌লি] (adjective) (আচরণ ইত্যাদি) অশোভন; অশালীন; অনুচিত
  • English Word unseen Bengali definition [আন্‌সীন্‌] (adjective) অদৃষ্ট; অলক্ষিত; অপ্রেক্ষিত; অদৃশ্য। □(noun) (১) the unseen অদৃশ্যলোক; অধ্যাত্মজগৎ(২) [countable noun] পূর্বপ্রস্তুতি ছাড়া বিদেশি ভাষা থেকে নিজের ভাষায় অনুবাদনীয় অনুচ্ছেদ; উপস্থিত অনুবাদ: Frence unseens.
  • English Word unsettle Bengali definition [আন্‌সেট্‌ল্] (verb transitive) অস্থির, উদ্বিগ্ন বা অনিশ্চিত করা; অব্যবহিত করা: unsettled weather.
  • English Word unsex Bengali definition [আন্‌সেক্‌স্‌] (verb transitive) স্ত্রী বা পুরুষ হিসেবে নিজের গুণাবলি হরণ করাunsexed (adjective) লিঙ্গভেদহীন।
  • English Word unshaken Bengali definition [আন্‌শেইক্‌ন্‌] (adjective) অক্ষুব্ধ; অটল; অবিচলিত
  • English Word unsightly Bengali definition [আন্‌সাইট্‌লি] (adjective) কুদৃশ্য; কুদর্শন; কুশ্রী; কদর্য; কুৎসিত: unsightly advertisements. unsightliness (noun) কুশ্রীতা; কদর্যতা।
  • English Word unskilled Bengali definition [আন্‌স্‌কিল্‌ড্] (adjective) (কাজ) বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না এমন; অদক্ষ; (শ্রমিক) অদক্ষ; অকুশল।
  • English Word unsophisticated Bengali definition [আন্‌সাফিস্‌টিকেইটিড্] (adjective) (তারুণ্য, অনভিজ্ঞতা) কথায় ও আচরণে স্বাভাবিক ও সহজসরল; কৌতুককররূপে সরল; সাহজিক; ছলাকলাহীন; নিষ্পাপ; সোজা; সহজ: unsophisticated children/techniques.
  • English Word unsound Bengali definition [আন্‌সাউন্‌ড্] (adjective) ভালো অবস্থায় নেই এমন; খারাপ; দুর্দশাপন্ন; অসন্তোষজনক; খেলো; অসুস্থ: an unsound argument. of unsound mind (আইন সম্বন্ধীয়) বিকলচিত্ত; অপ্রকৃতিস্থ।
  • English Word unsparing Bengali definition [আন্‌স্‌পেআরিঙ্] (adjective) উদার; মুক্তহস্ত; অকৃপণ; অকুণ্ঠ; অকুণ্ঠিতচিত্ত; মুক্তকণ্ঠ: be unsparing in one’s efforts; unsparing of praise.
  • English Word unspeakable Bengali definition [আনস্‌পীকাব্‌ল্‌] (adjective) অনির্বচনীয়; অকথ্য; অকথনীয়; অবাচ্য: unspeakable joy/wickedness; (কথ্য) অত্যন্ত অপ্রীতিকর: unspeakable behaviour. unspeakably (adverb) অকথ্যরূপে ইত্যাদি।
  • English Word unspotted Bengali definition [আন্‌স্‌পটিড্] (adjective) (সুনাম) নিষ্কলঙ্ক; অকলঙ্ক; নিষ্কলুষ; বেদাগ; নির্মল; শুভ্র
  • English Word unstable Bengali definition [আন্‌সটেইব্‌ল্] (adjective) (১) অনবস্থিত; স্থিতিহীন; নড়বড়ে; নড়নড়ে; অপ্রতিষ্ঠ; অস্থিত; অনস্থির; স্থিরতাশূন্য(২) মানসিক ভারসাম্যহীন
  • English Word unsteady Bengali definition [আন্‌স্‌টেডি] (adjective) টলমলে; টলমলিত; টলমলায়মান। □(verb transitive) নড়বড়ে করা; টলমলিত করা।
  • English Word unstrung Bengali definition [আন্‌সট্রাঙ্] (adjective) (বিশেষত) স্নায়ু, মন বা আবেগের উপর কর্তৃত্বহীন বা সামান্য কর্তৃত্বসম্পন্ন; অসহিষ্ণু; বেসামাল; উদ্গ্রন্থিত
  • English Word unstuck Bengali definition [আন্‌স্‌টাক্] (adjective) আলগা; আবাঁধা; অবদ্ধ। (কথ্য) ব্যর্থ/বিফল হওয়া; পরিকল্পনা অনুযায়ী কাজ না-করা; ভণ্ডুল হওয়া: The scheme has come unstuck.
  • English Word unstudied Bengali definition [আন্‌স্‌টাডিড্] (adjective) (আচরণ) অন্যকে প্রভাবিত করার উদ্দেশ্য ছাড়া; স্বাভাবিক; সহজ; স্বচ্ছন্দ
  • English Word unsung Bengali definition [আন্‌সাঙ্] (adjective) (কবিতায় বা গানে) মাহাত্ম্য গীত হয়নি এমন; অগীত; অপরিকীর্তিত: an unsung hero.
  • English Word unsure Bengali definition [আন্‌শুআ(র্‌)] (adjective) (১) আত্মবিশ্বাসহীন; আত্মপ্রত্যয়হীন(২) নিশ্চিত জ্ঞান নেই এমন; অনিশ্চিত: We are unsure of his arrival.
  • English Word unsurpassable Bengali definition [আন্‌সাপা:সাব্‌ল্] (adjective) অনতিক্রমনীয়; অনতিক্রম্য