• Bengali Word scramble English definition [স্ক্র্যাম্‌ব্‌ল্‌] (verb transitive), (verb intransitive) ১ (খাড়া বা বন্ধুর ভূমিপৃষ্ঠে) হামাগুড়ি দিয়ে আরোহণ করা; চড়া; বেয়ে ওঠো: scramble over a rocky hillside.
    (২) scramble (for) কিছু পাওয়ার জন্য কাড়াকাড়ি/হুড়াহুড়ি/ ঠেলাঠেলি করা। (৩) (ডিম) ফেটিয়ে মাখন ও দুধসহযোগে কড়াইতে জ্বাল দিয়ে রান্না করা। (৪) (বেতারতরঙ্গের পৌনঃপুনিকতা পরিবর্তন করে) টেলিফোন ইত্যাদির মাধ্যমে প্রেরিত বার্তা এমনভাবে অবোধ্য করে তোলা যে বিশেষ ধরনের গ্রাহকযন্ত্র ছাড়া তার মর্মোদ্ধার করা সম্ভব নয়। □ (noun) [countable noun] ১ প্রতিবন্ধকতা, বন্ধুর দুর্গম ভূমি ইত্যাদির মধ্য দিয়ে আরোহণ, পদব্রজে বা মোটরসাইকেলে দৌড়; দুরতিক্রমণ। (২) হুড়াহুড়ি; কাড়াকাড়ি; ঠেলাঠেলি। scrambler [স্ক্র্যামব্লা(র্‌)] (noun) টেলিফোন-বার্তা অবোধ্য করে তোলার যান্ত্রিক কৌশল। উপরে ৪ দ্রষ্টব্য।