• Bengali Word quantity English definition [কুঅন্‌টাটি] (noun) ১ [Uncountable noun] কোনো কিছুর পরিমাণ, আকার, আয়তন, ওজন, সংখ্যা ইত্যাদি বৈশিষ্ট্য।
    (২) [Countable noun] পরিমাণ; সংখ্যা: We have only a small quantity of sugar. (৩) (প্রায়ই plural) মোটা পরিমাণ বা অধিক মাত্রা: The company bought raw jute in quantity/in large quantities. (৪) an unknown quantity (গণিতে) সমীকরণে একটি অজ্ঞাত রাশি (যাকে সাধারণত x দ্বারা বোঝানো হয়)।