Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word sanctity Bengali definition [স্যাঙ্‌ক্‌টাটি] (noun) (plural sanctities) (১) [uncountable noun] পবিত্রতা; সাধুতা; ধর্মপ্রাণতা(২) (plural) পবিত্র দায়িত্বকর্তব্য, অনুভূতি ইত্যাদি: the sanctities of the home.
  • English Word sanctuary Bengali definition [স্যাঙ্‌ক্‌চুআরি America(n) স্যাঙ্‌ক্‌চুএরি] (noun) (plural sanctuaries) (১) পবিত্র স্থান, বিশেষত মসজিদ, মন্দির বা গির্জা; পুণ্যস্থান(২) দ্রষ্টব্য chancel. (৩) পবিত্র স্থান (যেমন গির্জার বেদি), যেখানে পূর্বকালে আইন বা পাওনাদারদের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য কেউ আশ্রয় নিলে গির্জার আইন অনুযায়ী নিরাপত্তা ভোগ করতে পারত; অভয়স্থল(৪) গ্রেফতার থেকে অভয় বা পরিত্রাণ (লাভের অধিকার বা আশ্বাস): to seek/take/be offered sanctuary. (৫) আশ্রয়স্থল; শরণস্থল: a sanctuary of political refugees. (৬) যে এলাকায় পাখি বা পশু হত্যা, পাখির বাসা নষ্ট করা ইত্যাদি আইনত নিষিদ্ধ; অভয়ারণ্য
  • English Word sanctum Bengali definition [স্যাঙক্‌টাম্] (noun) (১) পবিত্র স্থান(২) ব্যক্তির একান্ত নিজস্ব ঘর বা পাঠকক্ষ; খাসকামরা
  • English Word sand Bengali definition [স্যান্‌ড্] (Noun) (১) [uncountable noun] বালি; বালুকা; সিকতা: mix sand and cement to make concrete. (২) (প্রায়ই plural) (সমুদ্রতট বা মরুভূমিতে) বিস্তৃত বালুকারাশি: children playing on the sand(s). (৩) (plural) The sands are running out (বালিঘড়ি থেকে নির্গত বালির সঙ্গে সম্বন্ধক্রমে) সময় ফুরিয়ে যাচ্ছে(৪) (যৌগশব্দ) sandbag (noun) (রক্ষাব্যবস্থার অংশ) বালির বস্তাsandbank (noun) বালুতট বা বালুচর। sandbar (noun) (নদীর মোহনা বা সাগরে বালির চড়া। sandblast (verb transitive) কোনো কিছু পরিষ্কার করার জন্য যেমন বাড়ির প্রস্তরনির্মিত অংশ) কিংবা ধাতু বা কাচে নকশা উৎকীর্ণ করার জন্য প্রবল বেগে বালিবর্ষণ করা; বালুবিস্ফোরিত করা। sandbay (noun) (কেবল) as happy as a sandbay মহাখুশি। sanddune (noun) বালিয়াড়ি। sandfly (noun) (plural sandflies) সাগরতটে সহজলক্ষ ডাঁশসদৃশ মাছি; বেলেমাছি। sand-glass (noun) সময় পরিমাপক বালুপূর্ণ কাচের আধারবিশেষ; বালিঘড়ি। sand-paper (noun) [uncountable noun] শিরিশ (কাগজ)। □ (verb transitive) শিরিস দিয়ে ঘষে মসৃণ করা। sandpiper (noun) নদীর ধারে স্যাঁতসেঁতে বালুময় স্থানে বিচরণশীল ক্ষুদ্র পাখিবিশেষ; গাংশালিক। sand-pit (noun) শিশুদের খেলার জন্য বালুকাপূর্ণ ছাদহীন পরিবেষ্টিত স্থান; বালুপ্রাঙ্গণ। sand-shoes (noun) (plural) বালুময় সমুদ্রতটে হাঁটার জন্য রাবার বা শণের তলাযুক্ত ক্যানভাসের জুতা; বালির জুতা। sand-stone (noun) বেলেপাথর। sand-storm (noun) (মরুভূমিতে) বালুঝড়। □ (verb transitive) বালু দিয়ে ঢাকা বা ঘষা; বালি ছিটানো। sandy (adjective) (sandier, sandiest) (১) বালুকাবৃত; বালুময়; সিকতাময়: a sandy bottom. (২) (চুল ইত্যাদি) হলুদাভ লাল; কটা। □ (noun) (কথ্য) ঐরূপ চুলওয়ালা লোককে প্রদত্ত ডাকনাম।
  • English Word sandal Bengali definition [স্যানড্‌ল্‌] (noun) স্যান্ডেল; চটিsandaled [স্যান্‌ড্‌ল্‌ড্‌] (adjective) চটিপরিহিত।
  • English Word sandalwood Bengali definition [স্যানড্‌ল্‌ঊড্] (noun) [uncountable noun] চন্দনকাঠ
  • English Word sandwich Bengali definition [স্যান্‌ওয়িজ্‌ America(n) স্যান্‌ওয়িচ্] (noun) [countable noun] মধ্যখানে মাংস ইত্যাদি দেওয়া দুই খণ্ড মাখনমাখা রুটি; স্যান্ডউইজsandwichman [স্যান্ডউইজম্যান্‌] (noun) (plural sandwichmen) বুকে ও পিঠে দুটি বিজ্ঞাপনফলক ঝুলিয়ে যে ব্যক্তি পথে পথে ঘুরে বেড়ায়। sandwich-board (noun) উপর্যুক্ত ফলকের যেকোনো একটি। sandwich-course পর্যায়ক্রমিক তত্ত্বীয় ও ব্যবহারিক পঠনপাঠন সংবলিত প্রশিক্ষণ কার্যক্রম। □ (verb transitive) sandwich (between) দুটি বস্তু বা ব্যক্তির মাঝখানে স্থাপন করা।
  • English Word sandwich generation Bengali definition [স্যান্‌ড্উয়িচ জেনারেইশ্‌ন্] (noun) দায়িত্বের চাপে চিড়েচেপ্টা মধ্যবয়সী প্রজন্ম; ছেলেমেয়ের পাশাপাশি বুড়ো মা-বাবার দেখাশোনার ভার যাদের ঘাড়ে; স্যান্ডউয়িচ প্রজন্ম: He is a member of the so-called sandwich generation.
  • English Word sane Bengali definition [সেইন্‌] (adjective) (saner, sanest) (১) প্রকৃতিস্থ; সুস্থমস্তিষ্ক; মানসিকভাবে সুস্থ(২) সুস্থ; সুষম; সুযুক্তিপূর্ণ: a sane policy; sane judgement. sanely (adverb) সুস্থভাবে।
  • English Word sang Bengali definition [স্যাঙ্] sing - এর past tense
  • English Word sang froid Bengali definition [সঙ্ ফ্রেয়া:] (noun) [uncountable noun] (ফরাসি) বিপদের মুখে বা জরুরি অবস্থায় মানসিক স্থৈর্য; অবিচলচিত্ততা; অবৈকল্য
  • English Word sanguinary Bengali definition [স্যাঙ্‌গুইনারি America(n) স্যাঙ্‌গুইনেরি] (adjective) (আনুষ্ঠানিক, প্রাচীন প্রয়োগ) (১) রক্তাক্ত; রক্তপাতবহুল; রক্তক্ষয়ী; a sanguinary battle. (২) রক্তপাতপ্রিয়; রক্তলোলুপ: a sanguinary ruler.
  • English Word sanguine Bengali definition [স্যাঙ্‌গুইন্‌] (adjective) (আনুষ্ঠানিক) (১) আশাবাদী: sanguine of success. (২) গায়ের বা মুখের রং লাল এমন; রক্তিম
  • English Word sanitarium Bengali definition [স্যানিটেআরিআম্] (noun) (America(n)) স্বাস্থ্যনিবাস; স্বাস্থ্যকর স্থান
  • English Word sanitary Bengali definition [স্যানিট্রি America(n) স্যানিটেরি] (adjective) (১) পরিচ্ছন্ন; জীবাণুমুক্ত: poor sanitary conditions in a camp, ক্যাম্পে পরিচ্ছন্নতা বিধানের দুর্ব্যবস্থা। (২) স্বাস্থ্যরক্ষা বিষয়ক: a sanitary inspector, স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক। sanitary towel/pad ঋতুস্রাবের সময়ে ব্যবহৃত শোষক প্যাড।
  • English Word sanitation Bengali definition [স্যানিটেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] জনসাধারণের স্বাস্থ্যরক্ষার, বিশেষত দক্ষ মলনিষ্কাশনের ব্যবস্থা; স্বাস্থ্যবিধান; অনাময় ব্যবস্থা
  • English Word sanity Bengali definition [স্যানাটি] (noun) [uncountable noun] (১) মানসিক স্বাস্থ্য/সুস্থতা(২) বিচারবুদ্ধির সুস্থতা
  • English Word sank Bengali definition [স্যাঙ্‌ক্‌] sink 2- এর past tense
  • English Word sans Bengali definition [স্যান্‌জ্‌] (preposition(al)) (কথ্য) ছাড়া; বিহীন: Sans teeth, sans eyes, sans taste, sans everything.
  • English Word Sanskrit Bengali definition [স্যান্‌স্‌ক্রিট] (noun) [uncountable noun] ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাচীন ভারতীয় ভাষাসমূহের একটি; সংস্কৃতSanskritic [স্যাঙ্‌স্‌ক্রিটিক্] (adjective) সংস্কৃত ভাষাসম্পর্কিত; সংস্কৃতবিষয়ক। Sanskritist [স্যাঙ্‌সক্রিটিস্‌ট্] (noun) সংস্কৃত ভাষায় বিশেষজ্ঞ; সংস্কৃতজ্ঞ। Sanskritization [স্যাঙ্‌স্‌ক্রিটাইজেশ্‌ন্‌] (noun) উচ্চতর মর্যাদায় উন্নীত করার পদ্ধতি; সংস্কৃতায়ন।
  • English Word Santa Claus Bengali definition [স্যানটা ক্লোজ্‌] (noun) (অপিচ Father Christmas) বড়দিনের রাতে শিশুদের মোজার মধ্যে তাদের জন্য উপহার রেখে যান বলে কথিত ব্যক্তি
  • English Word Santhal Bengali definition [সান্‌তাল্] (noun) বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যায় বসবাসরত উপজাতিবিশেষ; সাঁওতাল
  • English Word sap 1 Bengali definition [স্যাপ্‌] (verb transitive) (sapped, sapping, saps) দুর্বল করা; প্রাণশক্তি/জীবনীশক্তি নিঃশেষ করে ফেলা: sapped by disease/an unhealthy climate.
  • English Word sap 2 Bengali definition [স্যাপ্] (noun) [countable noun] (সুরক্ষিত সামরিক অবস্থানে কিংবা পূর্বকালে কোনো অবরুদ্ধ নগরীতে) শত্রুর কাছে পৌঁছতে তৈরি সুড়ঙ্গ বা আবৃত পরিখা; গুপ্তপরিখাsap-head (noun) শত্রুর সবচেয়ে নিকটবর্তী পরিখামুখ। □ (verb transitive), (verb intransitive) গুপ্তপরিখা খনন করা; নিচে খনন করে (দেওয়াল ইত্যাদি) নাজুক করা; (লাক্ষণিক) (কারো বিশ্বাস, আত্মপ্রত্যয় ইত্যাদি) ধ্বংস বা দুর্বল করা। sapper (noun) (গুপ্তপরিখা খননে কিংবা (আধুনিক প্রয়োগ) প্রকৌশলীর দায়িত্বে যেমন রাস্তা ও ভবন নির্মাণে) নিযুক্ত সৈনিক।
  • English Word sap 3 Bengali definition [স্যাপ্‌] (noun) (সেকেলে অপশব্দ) বোকা লোক; বেকুব: The poor sap never knew his wife was cheating him.
  • English Word sap 4 Bengali definition [স্যাপ্] (noun) [uncountable noun] (১) উদ্ভিদশরীরের যে রস তার সব অঙ্গে খাদ্য বয়ে নিয়ে যায়; প্রাণরসsap-wood [স্যাপওয়ুড্] (noun) কাঠের নরম বহির্বতী স্তর; অসার কাঠ। (২) (লাক্ষণিক) প্রাণশক্তি; প্রাণরস; জীবনীশক্তিsapless (adjective) নীরস; প্রাণরসহীন; প্রাণশক্তিহীন; শুষ্ক। sapling [স্যাপ্লিঙ্] (noun) চারা (গাছ); (লাক্ষণিক) তরুণ। sappy (adjective) (sappier, sappiest) প্রাণশক্তিতে ভরপুর; প্রাণরসপূর্ণ; প্রাণোদ্দীপ্ত।
  • English Word sapient Bengali definition [সেইপিআন্‌ট্‌] (adjective) (সাহিত্যিক) জ্ঞানী; প্রাজ্ঞsapiently (adverb) প্রজ্ঞার সঙ্গে। sapience [সেইপিআন্‌স্] (noun) (প্রায়ই বক্রোক্তি) প্রজ্ঞা; বিজ্ঞতা।
  • English Word sapiosexual Bengali definition [সেপিওসেকশুআল্] (noun) (১) কারো প্রতি আকৃষ্ট (সাধারণত যৌন) হওয়ার ক্ষেত্রে বুদ্ধিমত্তাকে যে প্রধান কারণ হিসেবে বিবেচনা করে: You are a sapiosexual if you believe the brain is the most important sex organ. (২) যে সব কটি মেয়ে বুদ্ধিজীবীদের (সাধারণত শিক্ষক) প্রতি আকৃষ্ট হয়
  • English Word saponaceous Bengali definition [স্যাপোনেইশাস্‌] (adjective) সাবানতুল্য, সাবানপূর্ণ: Its root is saponaceous, and is pounded into a pulp and used instead of soap by the natives. saponify (verb) সাবানে পরিণত করা বা হওয়া। saponaceousness (noun)
  • English Word sapphire Bengali definition [স্যাফাইআ(র্‌)] (noun) (১) [countable noun] স্বচ্ছ; উজ্জ্বল নীল রত্নবিশেষ; নীলমণি; ইন্দ্রনীল; নীলা; নীলকান্তমণি(২) উজ্জ্বল নীল বর্ণ