• Bengali Word beacon English definition [বীকান্‌] (noun) ১ (প্রাচীন প্রয়োগ 'beacon fire') (গিরিচূড়ায় প্রজ্বলিত) আলোকসংকেত।
    (২) সংকেত; সংকেতগৃহ; বাতিঘর। (৩) beacon light জাহাজ ইত্যাদিকে সংকেত দেখানোর জন্য ব্যবহৃত স্থির লন্ঠন; উঁচু পর্বত ইত্যাদি সম্পর্কে সতর্ক করার জন্য (উড়োজাহাজ প্রভৃতিতে) ব্যবহৃত আলোকসংকেত। (৪) (British/Britain) সাত ফুট লম্বা থামের মাথায় লাগানো আলো, যা পথিকদের রাস্তা পার হওয়ার সংকেত হিসেবে ব্যবহৃত।