G পৃষ্ঠা ২১
- English Word grotesque Bengali definition [গ্রোউটেস্ক্] (adjective) (১) সামঞ্জস্য বা পারম্পর্যহীন; অদ্ভুত; কিম্ভূতকিমাকার; অদ্ভুত ও সামঞ্জস্যহীন বলেই হাস্যকর: a grotesque appearance. (২) (শিল্পকলায়) অদ্ভুতভাবে মানুষ, প্রাণী ও উদ্ভিদ রূপের সংমিশ্রণে ঘটানো হয়েছে এমন; হাস্যকরভাবে বিকৃত আকৃতি ও নকশার সমন্বয়ে তৈরি। □ (noun) (১) কিম্ভুতকিমাকার মানুষ, প্রাণী আকৃতি বা নকশা। (২) the grotesque উক্ত সংমিশ্রণরীতির অনুসারী চিত্রকলা বা ভাস্কর্যশিল্প। grotesquely (adverb) grotesqueness (noun)
- English Word grotto Bengali definition [গ্রটোউ] (noun) বিশেষত উদ্যান আচ্ছাদন হিসেবে কৃত্রিমভাবে নির্মিত গুহা।
- English Word grotty Bengali definition [গ্রটি] (adjective) (অপশব্দ) অপ্রীতিকর; বিশ্রী; কদাকার।
- English Word grouch Bengali definition [গ্রোউচ্] (verb intransitive) (কথ্য) নালিশ। □ (noun) আকস্মিক বদমেজাজ; নাখোশ; গোমড়ামুখো মানুষ। grouchy (adjective)
- English Word ground Bengali definition [গ্রাউন্ড্] (১) (noun) the ground ভূপৃষ্ঠ, ভূতল: lie on the ground; ( যৌগশব্দে): ground-to-air missiles, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। above ground জীবিত। below ground মৃত ও সমাহিত। fall/be dashed to the ground ব্যর্থ হওয়া; নিরাশ হওয়া: His plans fell to the ground. Her hopes were dashed to the ground. get off the ground (বিমান) আকাশে ওঠা; উড্ডয়ন করা; (লাক্ষণিক কোনো কাজ বা প্রকল্প) পরিকল্পনার স্তর পার হয়ে বাস্তবায়নের স্তরে প্রবেশ করা। (২) [uncountable noun] ভূপৃষ্ঠে অবস্থান, আয়তন বা দূরত্ব। cut the ground from under somebody’s feet কারো পরিকল্পনা, যুক্তি, কলাকৌশল ইত্যাদি পূর্বাহ্নে অনুমান করে তাকে হতবুদ্ধি করা। cover (much, etc) ground (ক) দূরত্ব অতিক্রম করা; পরিভ্রমণ করা: They covered a lot of ground in their search for the game, শিকারের সন্ধানে ঢের পথ পাড়ি দিল। (খ) (লাক্ষণিক বক্তৃতা, প্রতিবেদন, তদন্ত ইত্যাদি) নানা বিষয় নিয়ে কথা বলা বা আলোচনা করা, সুদূরপ্রসারী হওয়া। gain ground অগ্রসর হওয়া; সাফল্য বা সুবিধা অর্জন করা। give/lose ground পিছু হটে আসা; নিজের অবস্থান বা সুবিধা রক্ষা করতে না-পারা। hold/stand/keep one’s ground দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা; হার না-মানা; নিজের দাবি, অভিপ্রায়, যুক্তি ইত্যাদি রক্ষা করা বা টিকিয়ে রাখা। shift one’s ground নিজের যুক্তি, অবস্থান ইত্যাদি পরিবর্তন করা। suit somebody down to the ground পুরোপুরি মানিয়ে যাওয়া: Teaching suits me down to the ground. common ground যে বিষয়ে বা ক্ষেত্রে একাধিক ব্যক্তি বা পক্ষ একমত পোষণ করে। forbidden ground নিষিদ্ধ বা সর্বতোভাবে পরিহার্য বিষয়। (৩) [uncountable noun] মৃত্তিকা; মাটি: the ground here is soft. break fresh/new ground (ক) অনাবাদি জমি আবাদ করা। (খ) (লাক্ষণিক) নতুন কিছু করা; প্রথমবারের মতো কোনো বিষয়ের মোকাবিলা করা বা তার উপর আলোকপাত করা। (৪) [countable noun] কোনো বিশেষ উদ্দেশ্যে রক্ষিত বা ব্যবহৃত মাঠ: football ground. (৫) (সর্বদা plural) কোনো ভবনের চতুর্দিকে (প্রায়ই) দেওয়াল ইত্যাদি পরিবেষ্টিত জমি; বাগান: the grounds of Bangobhavan. (৬) [uncountable noun] সমুদ্র ইত্যাদির তলদেশ: (প্রধানত) touch ground, (জাহাজ) তলদেশ স্পর্শ করা। দ্রষ্টব্য aground. (৭) ground (plural) কঠিন পদার্থের যেসব কণা কোনো তরল পদার্থের তলদেশে ডুবে যায়; (বিশেষত) coffee-grounds. (৮) (plural) বা [uncountable noun] কোনো কিছু বলার, করার বা বিশ্বাস করার কারণ(সমূহ) be/give/have grounds for কারণ থাকা/সৃষ্টি করা: There are no grounds for such open hostility between the two neighbours. He didn’t give me much ground for complaint. on the grounds of কারণে; discharged on the grounds of complicity in a crime. (৯) [countable noun] (চারুকলায়) পটভূমি; অলংকৃত অংশ: a design of while roses on a blue ground. (১০) (যৌগশব্দে) ground-bait (noun) [uncountable noun] মাছের চার। ground-fish (noun) গভীর জলের মাছ। ground floor (noun) একতলা। be/get in on the groundfloor (কথ্য) কোনো কর্মোদ্যোগের শুরুতেই তাতে যোগ দেওয়া। groundnut (noun) চীনাবাদাম। ground-plan (noun) অট্টালিকার সর্বনিম্ন তলের নকশা। ground-rent (noun) দালানকোঠা নির্মাণের জন্য ইজারা বা লিজ দেওয়া জমির খাজনা। groundsman (noun) ক্রিকেটের মাঠের দেখাশোনা করার জন্য নিযুক্ত লোক। groundsheet (noun) মাটির উপর বিছানো জলনিরোধক পাত, চাদর। groundspeed (noun) মাটিতে থাকাকালীন বিমানের গতি। groundstaff/crew (noun) বিমানক্ষেত্রে অনুড্ডীন অবস্থায় থাকাকালে যেসব কারিগর বিমানের তদারক করে, বিমান চালনা করে না বিমানক্ষেত্রে কর্মরত এমন সব সদস্যা। groundswell (noun) [uncountable noun] দূরবর্তী বা সাম্প্রতিক ঝড়ের ফলে সৃষ্ট ভারী, মন্থরগতি সমুদ্রতরঙ্গ। groundwork (noun) [uncountable noun] (সাধ. লাক্ষণিক) ভিত্তি; বনিয়াদ; মৌলিক গুরুত্ববাহী প্রারম্ভিক অংশ।
- English Word ground 2 Bengali definition [গ্রাউন্ড্] (verb transitive), (verb intransitive) (১) (জাহাজ) সমুদ্রতল স্পর্শ করা; (বিমান ও বৈমানিক) বিমানক্ষেত্রে অনুড্ডীন অবস্থায় থাকতে বাধ্য করা: The ship grounded in shallow water. All aircraft at Dhaka Airport were grounded by a dense fog this morning. (২) ground arms (স্যাম.) (বিশেষত রাইফেল) মাটিতে নামিয়ে রাখা। (৩) ground something on something (অধিক প্রচলিত শব্দ base) কোনো কিছুর উপর ভিত্তি করে কোনো কিছু দাঁড় করানো: He grounded his arguments on facts; a well-grounded theory. (৪) ground somebody in something কাউকে কোনো কিছুতে সুশিক্ষা বা মৌলিক প্রশিক্ষণ দেওয়া: He grounded his son in basic English. (৫) নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে মাটির সঙ্গে বিদ্যুদ্বাহী তার বা অনুরূপ কিছুর সংযোগ করা (প্রচলিত শব্দ earth)। grounding (noun) কোনো বিষয়ের মৌলিক উপাদান সম্পর্কে পরিপূর্ণ শিক্ষণ: a good grounding arithmatic.
- English Word ground 3 Bengali definition [গ্রাউন্ড্] grind ক্রিয়ার past tense ও past participle রূপ: ground wheat, আটা বা ময়দা। ground glass (noun) ঘষে অস্বচ্ছ করা কাচ।
- English Word groundless Bengali definition [গ্রাউন্ড্লিস্] (adjective): ভিত্তিহীন; অকারণ। groundless fears.
- English Word groundsel Bengali definition [গ্রাউন্স্ল্] (noun) [uncountable noun] কতিপয় আগাছা, যা খাঁচার পাখির খাবার হিসেবে ব্যবহৃত হয়।
- English Word group Bengali definition [গ্রুপ] (noun) [countable noun] গোষ্ঠী, দল, উপদল, শ্রেণি, শাখা; যুগ্মভাবে নিয়ন্ত্রিত ব্যবসা বা শিল্পপ্রতিষ্ঠানসমূহ: a group of boys; group of industries. Group captain বিমানবাহিনীর অফিসার। □ (verb transitive), (verb intransitive) দলবদ্ধ করা বা হওয়া: The boys grouped round their teacher.
- English Word grouse 1 Bengali definition [গ্রাউস্] (noun) শিকারের পাখিবিশেষ; যার পা পলকে ঢাকা থাকে; একজাতের জংলি হাঁস।
- English Word grouse 2 Bengali definition [গ্রাউস্] (verb transitive) (কথ্য) রাগে বা অসন্তোষে গজগজ করা; নালিশ করা। □ (noun) নালিশ।
- English Word grove Bengali definition [গ্রোউভ্] (noun) তরুদল; তরুবীথি কুঞ্জবন।
- English Word grovel Bengali definition [গ্রভ্ল্] (verb intransitive) মাটিতে মুখ গুঁজে শুয়ে পড়া, দয়া ভিক্ষা করে কারো সামনে বুকে ভর দিয়ে চলা; (লাক্ষণিক) নিজেকে ছোট করা; আত্মমর্যাদাহীন আচরণ করা: grovel at the feet of a counqueror. groveler (noun) যে এরূপভাবে চলে বা আচরণ করে।
- English Word grow Bengali definition [গ্রোউ] (verb intransitive), (verb transitive) (১) জন্মানো; বড় হওয়া; বৃদ্ধি পাওয়া: Jute grows in Bangladesh. He’s grown taller than his father. She’s growing quickly. grow out of (ক) কোনো কিছুর মাপে অতিরিক্ত বড় হওয়া: grow out of ones clothes (অতিরিক্ত বড় হওয়ার ফলে জামাকাপড় ছোট হয়ে যাওয়া)। (খ) (কোনো কিছুর জন্য মানানসই) বয়স পেরিয়ে যাওয়া; অভ্যাস ছেড়ে দেওয়া; ছেড়ে দেওয়া: out of the habits of one’s school days; grow out of the habit of smoking. (গ) সৃষ্ট হওয়া: Most of our economic problems have grown out of bad management of public funds. grow up (ক) (ব্যক্তি, প্রাণী) প্রাপ্তবয়স্ক হওয়া; পরিপক্ব হওয়া: When the children grow up..., যখন তারা প্রাপ্তবয়স্ক (সাবাল/সাবালিকা) হবে। (খ) বিকশিত হওয়া; গড়ে ওঠা: A warm friendship grew up between the two boys. growing-pains (noun) (plural) (ক) বাড়ন্ত শিশুদের অঙ্গপ্রত্যঙ্গের বেদনা-দ্রুত বৃদ্ধি এই বেদনার কারণ বলে সচরাচর বিশ্বাস করা হয়। (খ) কোনো নতুন উদ্যোগের বিকাশকালে উদ্ভূত সমস্যাবলি: The new industry is still suffering from growing pains. grown-up [গ্রোউনাপ্] (noun) [countable noun] প্রাপ্তবয়স্ক ব্যক্তি □ (adjective) বয়ঃপ্রাপ্ত, পূর্ণতাপ্রাপ্ত; পাকা। (২) হওয়া: grow pale. (৩) grow to be/like, etc কোনো কিছু হওয়া/পছন্দ করা ইত্যাদির পর্যায়ে পৌঁছানো: My familiarity with the rural way of life grew to be considerable. We grew to like each other very much in the end. (৪) জন্মানো বা জন্মাতে দেওয়া; উৎপাদন করা: grow rice. He has grown a beard. (৫) grow on/upon (ক) ক্রমাগত দৃঢ়মূল হওয়া; গেড়ে বসা: The habit of taking sedative is growing on her. (খ) (কারো কাছে) অধিকতর আকর্ষণীয় হওয়া; (কারো) পছন্দসই হওয়া: The style of drawing is beginning to grow on me. grower (noun) (১) যে ব্যক্তি জন্মায় বা উৎপাদন করে; উৎপাদক: Jute-growers. (২) কোনো বিশেষভাবে জন্মানো বা বড় হওয়া উদ্ভিদ: a rapid growers.
- English Word growl Bengali definition [গ্রাউল্] (verb intransitive), (verb transitive) (১) (জীবজন্তু, মানুষ, বজ্র) গর্জন করা: The tiger grows, thunder growling in the distance. (২) grow (out) গর্জন করে বলা: He growled (out) the names of the offenders. □ (noun) [countable noun] গর্জন; ক্রুদ্ধ অভিযোগ। growlingly (adverb)
- English Word grown Bengali definition [গ্রোউন্] grow- এর past participle: a grown man, পূর্ণবয়স্ক বা পরিপক্ব মানুষ।
- English Word growth Bengali definition [গ্রোউট্] (noun) (১) [uncountable noun] ক্রমবৃদ্ধি; বিকাশ; উন্নতি; ক্রমোন্নতি; বৃদ্ধি প্রক্রিয়া: a rapid growth of population. The plant has reached full growth, পূর্ণ বৃদ্ধি লাভ করেছে। (২) [uncountable noun] বৃদ্ধি: growthshares মূল্যমান বৃদ্ধির সম্ভাবনা আছে এমন শেয়ার। (৩) [uncountable noun] উৎপাদন; চাষ: dates of foreign growth, বিদেশে উৎপন্ন। (৪) [countable noun] যা জন্মায় বা জন্মেছে: a thick growth of tall grass. (৫) [countable noun] দেহে ব্যাধিগ্রস্ত অঙ্গের সৃষ্টি, যথা ক্যানসার: a cancerous growth.
- English Word groyne Bengali definition (America(n) = groin) [গ্রয়ন্] (noun) [countable noun] সমুদ্র, নদী ইত্যাদির কূলের ক্ষয়রোধে কাঠ, পাথর, কংক্রিট ইত্যাদি নির্মিত বাঁধ।
- English Word grub 1 Bengali definition [গ্রাব্] (noun) (১) [countable noun] শূককীট। (২) [uncountable noun] (কথ্য) খাবার।
- English Word grub 2 Bengali definition [গ্রাব্] (verb transitive), (verb intransitive) মাটি খুঁড়ে তোলা: grubbing up weeds.
- English Word grubby Bengali definition [গ্রাবি] (adjective) (১) নোংরা; আধোয়া। (২) পোকা (শূককীট) পড়েছে এমন।
- English Word grudge Bengali definition [গ্রাজ্] (verb transitive) কোনোকিছু দিতে বা মেনে নিতে অনিচ্ছুক হওয়া: He din’t grudge me the applause I received from the audience, শ্রোতাদের প্রশংসা পাওয়াতে যে নারাজ হয়নি, অর্থাৎ ঐ প্রশংসা যে আমার প্রাপ্য তা মেনে নিয়েছে: I grudge having to pay so much (as rent) for such a small room. □ (noun) অমঙ্গল-ইচ্ছা, অসন্তোষ, ঈর্ষা আক্রোশ বা ঘৃণা: I bear you no grudge. He seems to have a grudge against me. grudgingly (adverb) অনিচ্ছা বা অসন্তোষভাবে; He handed over the key grudge.
- English Word gruel Bengali definition [গ্রূআল্] (noun) [uncountable noun] দুধ অথবা জলে ফোটানো জইয়ের তৈরি তরল খাবার, জইয়ের মণ্ড।
- English Word gruelling Bengali definition (America(n) = grueling) [গ্র্রূআলিঙ্] (adjective) কঠিন, নিঃশেষিত করে এমন; পরিশ্রান্তিকর; a gruelling task.
- English Word gruesome Bengali definition [গ্রূসাম্] (adjective) বিভীষিকাময়; বিতৃষ্ণাকর; ভয়াবহ। gruesomely (adverb) gruesomeness (noun)
- English Word gruff Bengali definition [গ্রাফ্] (adjective) (কোনো ব্যক্তি, তার কণ্ঠস্বর বা তার আচরণ) কর্কশ; বদমেজাজি। gruffly (adverb) gruffness (noun)
- English Word grumble Bengali definition [গ্রাম্ব্ল্] (verb intransitive), (verb transitive) (১) grumble (at/about/over something) বিড়বিড়িয়ে ক্ষোভ বা অসন্তোষ প্রকাশ করা: She’s always grumbling. (২) grumble (out) অসন্তোষভরে বলা: grumble (out) a reply. (৩) মৃদু গর্জনধ্বনি করা: thunder grumbling in the distance. □ (noun) [countable noun] ক্ষুব্ধ অসন্তুষ্ট বিড়বিড়ানি: She is full of grumbles. grumbler [গ্রাম্বলা(র্)] (noun) যে ব্যক্তি সর্বদা ক্ষোভে অসন্তোষে বিড়বিড় করে।
- English Word grumpy Bengali definition [গ্রাম্পি] (adjective) বদমেজাজী; রুষ্ট। grumpily [গ্রাম্পিইলি] (adverb) grumpiness (noun)
- English Word Grundyism Bengali definition [গ্রান্ডিইজা্ম্] (noun) [uncountable noun] প্রথাসিদ্ধ যাথার্থ্য; ঔচিত্য বা শোভনতা; কথাবার্তায়, আচার-আচরণে মাত্রাতিরিক্ত (এবং প্রায়ই মেকি) ঔচিত্যকামিতা।