Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word grampus Bengali definition [গ্র্যামপাস্‌] (noun) ডলফিনসদৃশ বড় সামুদ্রিক প্রাণী; যে ব্যক্তি সশব্দে নিঃশ্বাস নেয়
  • English Word gran Bengali definition [গ্র্যান্‌] (noun) grandmother (দাদিমা, ঠাকুরমা)-এর কথারূপ
  • English Word gran-lit Bengali definition [গ্রান্-লিট্] (noun) ('granny' আর 'literature' মিলে তৈরি) যে বই বুড়োদের টানে (বিশেষত নারী); প্রবীণদের কাছে যে ধরনের বইয়ের আবেদন বেশি: No one was paying attention to the Kindle audience for gran-lit.
  • English Word granary Bengali definition [গ্র্যানারি] (noun) শস্যভাণ্ডার; ফসলের গোলা
  • English Word grand Bengali definition [গ্র্যান্‌ড্] (adjective) (১) (সরকারি পদবিতে) প্রধান; সর্বোচ্চ: Grand Master, যথা, নাইট খেতাবের (knighthood) কতিপয় স্তর; a grand master, দাবার শিরোপাধারী বা চ্যাম্পিয়ন। Grand Vizier, তুর্কি প্রধানমন্ত্রীর প্রাক্তন খেতাব। (২) সর্বাধিক গুরুত্বপূর্ণ: The grand finale, সাড়ম্বর বা গুরুগম্ভীর পরিসমাপ্তি; the grand staircase/entrance, বৃহৎ ভবন বা অট্টালিকার সোপান/প্রবেশপথ। (৩) মহিমান্বিত; চমৎকার: a grand performance. (৪) আত্মম্ভরি: He went about in a grand manner. (৫) (কথ্য) অত্যন্ত উপভোগ বা মজাদার: They had a grand time. (৬) পূর্ণ, পূর্ণাঙ্গ: a grand orchestra, সর্বপ্রকার বাদ্যযন্ত্রসমন্বিত অকেস্ট্রা; the grand total, grand result পূর্ণাঙ্গ ফলাফল। (৭) উন্নত নৈতিক গুণে বলীয়ান: Hajee Mohsin had a grand character. (phrase-সমূহ) the Grand National লিভারপুলে অনুষ্ঠিত বার্ষিক প্রতিবন্ধ ঘোড়দৌড়। grandopera গীতি অপেরা। grand piano বড় পিয়ানো। baby grand ক্ষুদ্রাকার পিয়ানো। Grand Prix [গ্রা:প্রী] (ফরাসি) আন্তর্জাতিক মোটর প্রতিযোগিতা। grandstand যেকোনো প্রতিযোগিতায় দর্শকদের আচ্ছাদিত আসনের সারি। the Grand Tour (এককালে) বিত্তবান পরিবারের সন্তানদের জন্য প্রথাসিদ্ধ ইউরোপের প্রধান শহরসমূহে শিক্ষাসমাপনী ভ্রমণ). grandly (adverb)
  • English Word grand 2 Bengali definition [গ্র্যান্‌ড্] (prefix) grandchild, granddaughter, grandson (noun(s)) নাতি বা নাতনি, নাতনি, নাতিgrandparent, grandfather, grandmother (noun(s)) দাদা বা দাদি, ঠাকুরদা বা ঠাকুরমা, দাদু বা দিদিমা, দাদা, ঠাকুরদা, দাদু, দাদি, ঠাকুরদা, দিদিমা। grandnephew, grandniece (noun(s)) ভাইপো, বোনপো, ভাইঝি বা বোনঝির ছেলে, ভাইপো, বোনপো, ভাইঝি বা বোনঝির মেয়ে। granduncle, grandaunt (noun(s)) বাবা বা মার চাচা, জ্যাঠা, খুড়া, মামা, মেসো, পিসা, খালু, ফুপা, বাবা বা মার চাচি, জেঠি, খুড়ি, মামি, মাসি, পিসি, খালা, ফুফু। grandfather clock (noun) উঁচু কাঠের বাক্সে রক্ষিত ওজনচালিত ঘড়ি।
  • English Word grand-dad, granddad Bengali definition [গ্র্যান্‌ড্যাড্] (noun) grandfather-এর কথারূপ, দাদা, নানা, দাদু, ঠাকুরদা
  • English Word grandee Bengali definition [গ্র্যান্‌ডী] (noun) (ইতিহাস) স্পেন বা পর্তুগালের উঁচু পদমর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত অমাত্য
  • English Word grandeur Bengali definition [গ্র্যান্‌জা(র্‌)] (noun) [uncountable noun] মহিমা; বিশালতা: the grandeur of the Himalayas.
  • English Word grandiloquent Bengali definition [গ্র্যান্‌ডিলাকোআন্‌ট্‌] (adjective) বাগাড়ম্বরপূর্ণ: a grandiloquent style. grandiloquence [গ্র্যান্‌ডিলাকোআন্‌স্‌] (noun)
  • English Word grandiose Bengali definition [গ্র্যান্‌ডিওউস্‌] (adjective) বড় আকারে পরিকল্পিত; সাড়ম্বর; প্রবল; কর্তৃত্বময়
  • English Word grandma Bengali definition [গ্র্যান্‌মা:] (noun) grandmother- এর কথ্যরূপ; দাদি; নানি; ঠাকুরমা; দিদিমা
  • English Word grandpa Bengali definition [গ্র্যান্‌পা:] (noun) grandfather- এর কথ্যরূপ
  • English Word grange Bengali definition [গ্রেইন্‌জ্‌] (noun) গোলাবাড়িসংবলিত পল্লিভবন
  • English Word granite Bengali definition [গ্র্যানিট্] (noun) [uncountable noun] নির্মাণকাজে ব্যবহৃত; ধূসর কঠিন বর্ণের পাথর; গ্র্যানিট শিলা
  • English Word granny, grannie Bengali definition [গ্র্যানি] (noun) grandmother- এর কথ্য রূপgrannyknot একপ্রকার আলগা বাঁধন বা গেরো।
  • English Word grant Bengali definition [গ্রান্‌ট্‌ America(n) গ্র্যান্‌ট্] (verb transitive) (১) (প্রার্থিত বস্তু) প্রদান করতে সম্মত হওয়া: grant a request. (২) (কোনো কিছু সত্য বলে) স্বীকার করা বা মেনে নেওয়া: I grant that he’s a dependable man. take something for granted কোনো কিছুর সত্য বা অবধারিত বলে মনে করা। take somebody for granted কারো উপস্থিতি ও কাজকর্মকে অনুগ্রহ নয়; প্রাপ্য হিসেবে গ্রহণ করা। □ (noun) (টাকা বা জমির মতো) প্রদত্ত বা মজুরিকৃত বস্তু: grants collected from various sources.
  • English Word granular Bengali definition [গ্র্যানিউলা(র্)] (adjective) শস্যদানের মতো বা শস্যদানবিষয়ক
  • English Word granulate Bengali definition [গ্র্যানিউলেইট্] (verb transitive), (verb intransitive) দানায় পরিণত হওয়া; কোনো কিছুর উপরিভাগকে কর্কশ; এবড়োথেবড়ো বা অমসৃণ করা: granulated sugar.
  • English Word granule Bengali definition [গ্র্যানিউল্] (noun) [countable noun] শস্যকণা; ছোট শস্যদানা
  • English Word grape Bengali definition [গ্রেইপ্] (noun) আঙুরsour grapes; the grapes are sour আঙুর ফল টক; আকাঙ্ক্ষিত বস্তু না-পয়ে কেউ যখন তার অবমূল্যায়ন করে কথা বলে; তখন এ কথা বলা হয়। grape-shot (noun) [uncountable noun] (ইতিহাস) কামান থেকে গুচ্ছে গুচ্ছে নিক্ষিপ্ত লোহার ক্ষুদ্রাকার গোলা; ছটরা-গুলি। দ্রষ্টব্য shrapnel. grape-sugar (noun) পাকা আঙুর ও কতিপয় অন্যান্য ফল থেকে প্রাপ্ত একপ্রকার চিনি, ডেকসট্রেজ বা গ্লুকোজ। grape-vine (noun) (ক) আঙুরলতা। (লাক্ষণিক)(খ) যে সূত্রে কোনো খবর ছড়ায়: I heard on the grape-vine that he is going to get married.
  • English Word grapefruit Bengali definition [গ্রেইপফ্রুট্] (noun) [countable noun] স্বাদে টক; বড় কমলাজাতীয় ফল; শরবতি লেবু; মোসাম্বি লেবু
  • English Word graph Bengali definition [গ্রাফ্‌ America(n) গ্র্যাফ্] (adjective) নকশা; চিত্রলেখা; গ্রাফgrape paper গ্রাফ অঙ্কনে সম-আয়তনের বর্গ-অঙ্কিত কাগজ।
  • English Word graphic Bengali definition [গ্র্যাফিক্] (adjective) (১) চিত্রলেখাবিষয়ক; (অক্ষর চিত্রন, নকশা, ডায়াগ্রাম): a graphic artist; the graphic arts. (২) (বর্ণনা) চিত্রময়; জীবন্ত: a graphic account of an event. □ (noun) (plural) graphics অক্ষর চিত্রণ; নকশা প্রভৃতি। graphically [গ্র্যাফিক্লি] (adverb) লেখার বা নকশার দ্বারা; (লাক্ষণিক) চিত্রময় বা জীবন্তরূপে।
  • English Word graphite Bengali definition [গ্রাফাইট্] (noun) নরম কৃষ্ণবর্ণ কার্বনজাতীয় পদার্থ
  • English Word grapnel Bengali definition [গ্র্যাপ্‌নাল্] (noun) (১) এক প্রকার নোঙর; লোহার আঁকশিবিশেষ(২) আগেকার দিনে জলযুদ্ধে শত্রুজাহাজ ধরে রাখার জন্য ব্যবহৃত আঁকশিজাতীয় বস্তু
  • English Word grapple Bengali definition [গ্র্যাপ্‌ল্] (verb intransitive) grapple (with) শক্ত করে ধরা; আঁকড়ে ধরা; কারো/কোনো কিছুর সঙ্গে জাপটাজাপটি করা; (লাক্ষণিক) (সমস্যা ইত্যাদি) সমাধানের চেষ্টা করা: grapple with the enemy; grapple with a problem. grappling-iron লোহার আঁকশি।
  • English Word grasp Bengali definition [গ্রা:স্‌প্‌ America(n) গ্র্যাস্‌] (verb transitive), (verb intransitive) (১) হাত দিয়ে শক্ত করে ধরা; আঁকড়ে ধরা; উপলব্ধি করা: grasp somebody’s hand; grasp an argument. (২) grasp at আঁকড়ে ধরতে চেষ্টা করা; সাত তাড়াতাড়ি লুফে নেওয়া: grasp at an opportunity. □ (noun) (সাধারণত singular) দৃঢ়মুষ্টি; কবজা; আয়ত্তি; উপলব্ধি: in the grasp of a cruel enemy. The meaning of the poem is beyond my grasp, আমার বুদ্ধির অতীত। grasping (adjective) আঁকড়ে ধরার জন্য উদ্গ্রীব; (টাকাপয়সা ইত্যাদির জন্য) লালায়িত: a grasp man.
  • English Word grass 1 Bengali definition [গ্রা:স্ America(n) গ্র্যাস্] (noun) (১) [uncountable noun] ঘাসnot let the grass grow under one’s feet (লাক্ষণিক) সময় নষ্ট না-করা। (২) [countable noun] যেকোনো জাতের ঘাস(৩) [uncountable noun] তৃণভূমি; চারণক্ষেত্র: at grass, (গবাদিপশু সম্বন্ধে) চরে খাওয়ারত। put/send/turn animals out to grass চরে খেতে দেওয়া। grassland [গ্রা:স্‌ল্যান্ড] (noun) বৃক্ষহীন তৃণভূমি। grass roots (noun), (plural) (প্রায়ই attributive(ly)) রাজনৈতিক সিদ্ধান্ত থেকে দূরবর্তী অরাজনৈতিক সাধারণ মানুষ: We must not neglect the grass roots. grasswindow (noun) সাময়িকভাবে পতিবিরহিনী নারী। grassy (adjective) ঘাসে-ঢাকা।
  • English Word grass 2 Bengali definition [গ্রা:স্‌ America(n) গ্র্যাস্‌] (verb transitive), (verb intransitive) (১) grass (over) ঘাসে ঢেকে দেওয়া; তৃণাচ্ছাদিত করা; (America(n)) ঘাস খাওয়ানো(২) grass (on somebody) (British/Britain অপশব্দ) গোপনে খবর দেওয়া; বিশ্বাসঘাতকতা করা