G পৃষ্ঠা ২০
- English Word grill Bengali definition [গ্রিল্] (noun) [countable noun] জানালা-দরজা প্রভৃতির গরদে বা জাফরি; গ্রিল; গরাদের ঘের; রান্নার ঝাঁজরি। (২) চড়া তাপে সরাসরি পাকানো মাংস; কাবাব: a mixed grill. (৩) (অপিচ grill-room) (হোটেল বা রেস্তোরাঁর) যে কামরায় কাবাবজাতীয় খাবার তৈরি ও পরিবেশন করা হয়। □ (verb transitive), (verb intransitive) (১) ঝাঁজরিতে করে রান্না করা বা রান্না হওয়া; প্রখর উত্তাপে নিজেকে অনাবৃত করা বা অনাবৃত রাখা: lie grilling in the hot sun. (২) অত্যন্ত খুঁটিয়ে ও কঠিনভাবে জেরা করা।
- English Word grille Bengali definition [গ্রিল্] (noun) উন্মুক্ত স্থান সংরক্ষণে ব্যবহৃত লোহা, কাঠ ইত্যাদির বেষ্টনী বা ঘের; গ্রিল; পোস্ট অফিস বা ব্যাংকের কাউন্টারে ব্যবহৃত অনুরূপ নিরাপত্তামূলক গ্রিল।
- English Word grim Bengali definition [গ্রিম্] (adjective) কঠোর; ভয়ানক; নির্মম: a grim struggle; a grim experience. hold on like grim death নির্দয় হাতে চেপে ধরা। grimly (adverb) grimness (noun)
- English Word grimace Bengali definition [গিমেইস্ America(n) গ্রিমিস্] (noun) [countable noun] মুখবিকৃতি; ভেংচি: The smile on his face soon turned into a grimace. □ (verb intransitive) মুখবিকৃতি করা; ভেংচি কাটা।
- English Word grime Bengali definition [গ্রাইম্] (noun) [countable noun] ময়লা; বিশেষত দেহ বা অন্য কোনো কিছুর উপরে ময়লার আস্তরণ। □ (verb transitive) ময়লা আস্তরণ লেপ্টে দেওয়া; পুরু করে ঝুলকালি মাখানো: grimed with dust. grimy [গ্রাইমি] (adjective) ময়লা আস্তরণে ঢাকা: a grime face.
- English Word grin Bengali definition [গ্রিন্] (verb intransitive), (verb transitive) (১) দাঁত বের করে হাসা: grinning with delight. grin and bear it নীরবে ব্যথা-বেদনা, হতাশা ইত্যাদি বহন করা। (২) দেঁতো হাসি হেসে প্রকাশ করা: grin one’s approval. □ (noun) [countable noun] দেঁতো হাসি: grins of derision.
- English Word grind Bengali definition [গ্রাইন্ড্] (verb transitive), (verb intransitive) (১) grind (down) (to/into) ঘষে চূর্ণ বা গুঁড়া করা: grind corn into flour. (২) চূর্ণনযোগ্য হওয়া: This wheat grinds well. (৩) গুঁড়া করে তৈরি করা: grind flour. (৪) grind (down) (সাধারণত passive) (লাক্ষণিক) উৎপীড়ন বা নিষ্পিষ্ট করা: The people in this part of the world are ground (down) by poverty. (৫) শক্ত কোনো কিছুর উপর বা শক্ত কোনো কিছু দিয়ে ঘষে চকচকে বা ধারালো করা: grind a knife. have an axe to grind, দ্রষ্টব্য axe. (৬) পরস্পর সজোরে ঘর্ষণ করা: grind one’s teeth. grind to a halt (যানবাহন) ধীরে ধীরে থেমে যাওয়া: The strikes brought the Jute industry grinding to a halt. (৭) ঘূর্ণনের সাহায্যে চালানো; ঘূর্ণনের সাহায্যে উৎপাদন করা; grind a hand-mill; (লাক্ষণিক) সক্লেশে ও মন্থরগতিতে সৃষ্টি করা; grind out some verses. (৮) grind (away) (at) কঠোর ও নিরলসভাবে কাজ বা লেখাপড়া করা: grind away at one’s studies. □ (noun) (কথ্য) দীর্ঘ; একঘেয়ে কাজ: the examination grind, পরীক্ষার প্রস্তুতি।
- English Word grinder Bengali definition [গ্রাইন্ডা(র্)] (noun) (১) যা চূর্ণ করে; চূর্ণক যথা (মাড়ির দাঁত); চূর্ণনযন্ত্র: a coffee-grinder. (২) (যৌগশব্দে) যে ব্যক্তি কোনো কিছু ঘষে চকচকে করে; শানওয়ালা: a knife-grinder.
- English Word grindstone Bengali definition [গ্রাইন্ড্স্টোউন্] (noun) শান দেওয়ার চক্রাকার পাথরবিশেষ; শানপাথর। keep somebody’s nose to the grindstone কাউকে বিনাবিশ্রামে কঠোর পরিশ্রমে বাধ্য করা।
- English Word grip Bengali definition [গ্রিপ্] (verb transitive), (verb intransitive) (১) আঁকড়ে ধরা; শক্ত হাতে ধরা: grip somebody’s hand. (২) আকর্ষণ করা বা প্রভাব বিস্তার করা: grip the attention of an audience; a gripping story. □ (noun) (১) (কেবল singular) শক্ত করে ধরে রাখার কাজ; কৌশল বা ক্ষমতা: take a grip on something; have a good grip (লাক্ষণিক = সম্যক ধারণা) of a problem; have a good grip on an audience, মনোযোগ ধরে রাখা। come/get to grips with প্রাণপণ আক্রমণে রত হওয়া; বিষম দ্বন্দ্বে রত থাকা: get to grips with a problem. take a grip on oneself (কথ্য) অমনোযোগ ও নিষ্ক্রিয়তা পরিত্যাগ করা। (২) [countable noun] (যন্ত্রাদির) যে অংশ আঁকড়ে ধরার কাজ করে; আঁকড়া বা আংটা; (যন্ত্রাদির) যে অংশ অংশ আঁকড়ে ধরা হয়। (৩) [countable noun] (অপিচ gripsack) (noun) (America(n)) (noun) ভ্রমণকালীন হাতব্যাগ: a leather grip.
- English Word gripe Bengali definition [গ্রাইপ্] (verb intransitive) (১) অস্ত্রে তীব্র ব্যথা সৃষ্টি করা। (২) [countable noun] (কথ্য) নালিশ করা; বিড়বিড় করে অসন্তোষ প্রকাশ করা: He has started griping again. □ (noun) (১) (কথ্য) (সাধারণত plural) the gripes পিত্তশূল বেদনা। (২) (কথ্য) নালিশ।
- English Word grisly Bengali definition [গ্রিজলি] (adjective) ভয়াবহ; বীভৎস।
- English Word grist Bengali definition [গ্রিস্ট্] (noun) [uncountable noun] চূর্ণ করার বা ভাঙানোর জন্য রক্ষিত শস্য। (প্রধানতম লাক্ষণিক phrase সমূহ ব্যবহৃত) It’s all grist to the mil; All is grist that comes to his mill (প্রবাদ), তার কাছে কোনো কিছুই ফেলনা নয়।
- English Word gristle Bengali definition [গ্রিস্ল্] (noun) [uncountable noun] প্রাণিদেহের বিশেষত মাংসের কঠিন, স্থিতিস্থাপক কোষ; কোমলান্থি: This meat is all gristle.
- English Word grit Bengali definition [গ্রিট্] (noun) [uncountable noun] (১) (collective(ly), singular) পাথর, বালি ইত্যাদির ক্ষুদ্র, শক্ত কণা; কাঁকর। (২) সাহস ও সহিষ্ণুতার গুণ: Our boys have plenty of grit. □ (verb transitive) grit one’s teeth দাঁতে দাঁত চেপে রাখা; (লাক্ষণিক) সাহস ও সহিষ্ণুতা দেখানো। gritty (adjective) কাঁকরের মতো; কাঁকরময়: it’s too gritty.
- English Word grits Bengali definition [গ্রিট্স্] (noun), (plural) খোসা ছড়ানো হয়েছে কিন্তু ভাঙানো হয়নি এমন জই (যব); মোটা দানার জইয়ের তৈরি খাবার।
- English Word grizzle Bengali definition [গ্র্রিজ্ল্] (verb intransitive) (কথ্য) (বিশেষত শিশু) ঘ্যানঘ্যান করা; ঘ্যানঘ্যান করে কাঁদা।
- English Word grizzled Bengali definition [গ্রিজ্ল্ড্] (adjective) ধূসর; পলিতকেশ।
- English Word grizzly Bengali definition [গ্রিজ্লি্] (noun) (also grizzly bear) উত্তর আমেরিকার বৃহদাকার হিংস্র ভালুকবিশেষ।
- English Word groan Bengali definition [গ্রোউন্] (verb intransitive), (verb transitive) (১) যন্ত্রণায়, হতাশায় বা দুঃখে কাতর; আর্তনাদ করা; গোঙানো: He groaned as I tried to lift him. The nation is groaning under tyranny. (২) (বস্তু) গোঙানির মতো শব্দ করা: The entire bamboo structure groaned during the storm. The chair groaned under his weight. (৩) groan (out) কাতর ধ্বনির ভিতর দিয়ে প্রকাশ করা: groan out a sad story. (৪) groan down গোঙানির শব্দ করে থামিয়ে দেওয়া। □ (noun) [countable noun] গোঙানি; কাতরানি।
- English Word groats Bengali definition [গ্রোউট্স্] (noun), (plural) (ভাঙানো) শস্যদানা; বিশেষত খোসা ছাড়ানো জই (যব)।
- English Word grocer Bengali definition [গ্রোউসা(র্)] (noun) মুদি। grocery (noun) (১) [uncountable noun] মুদির ব্যবসা। (২) (plural) groceries মুদিখানার জিনিস।
- English Word grog Bengali definition [গ্রগ্] (noun) [uncountable noun] (নাবিকদের ব্যবহৃত শব্দ) সুরা ও জলমেশানো পানীয়বিশেষ।
- English Word groggy Bengali definition [গ্রগি] (adjective) (১) টলায়মান; ধসে বা ভেঙে পড়তে পারে এমন: The bamboo support of the roof looks groggy. (২) অসুস্থতা, আঘাত, অনিদ্রা ইত্যাদির কারণে দুর্বল ও স্খলিতচরণ: The last attack of flu left her rather groggy.
- English Word groin Bengali definition [গ্রয়ন্] (noun) (১) কুঁচকি। (২) (স্থাপত্য) দুটি খিলানের সংযোগস্থল। (৩) (America(n)) = groyne.
- English Word groom Bengali definition [গ্রূম্] (noun) যে ব্যক্তি ঘোড়ার দেখাশোনা করে; সহিস। (২) বর। □ (verb transitive) (১) ( ঘোড়ার) দেখাশোনা করা; (বাঁদর, হনুমান সম্বন্ধে) লোম ও চামড়া বেছে দেওয়া বা পরিষ্কার করে দেওয়া: a female ape grooming her mate. (২) (ব্যক্তি সম্বন্ধে সাধারণত past participle-এ ব্যবহৃত): well/badly groomed (বিশেষত চুল, দাড়ি, কাপড়চোপড়) পরিপাটি/অপরিপাটি। (৩) (কথ্য) (বৃত্তি বা জীবিকার জন্য কাউকে) প্রস্তুত করা।
- English Word groove Bengali definition [গ্রূভ্] (noun) (১) খাঁজ। (২) অভ্যাসে পরিণত জীবনরীতি। get into/be stuck in a groove বিশেষ জীবনরীতিতে অভ্যস্ত হয়ে যাওয়া; অভ্যাসের ফাঁদে আটকে পড়া।
- English Word grope Bengali definition [গ্রোউপ্] (verb intransitive), (verb transitive) grope (about) (for/after) (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) অন্ধের মতো হাতড়ে ফেরা: We groped our way in the darkness. gropingly (adverb)
- English Word gross 1 Bengali definition [গ্রোউস্] (noun) (plural অপরিবর্তিত) বারো ডজন, ১৪৪।
- English Word gross 2 Bengali definition [গ্রোউস্] (adjective) (১) অশ্লীল; অমার্জিত: gross language. (২) (খাদ্য) মোটা; তৈলাক্ত; এ জাতীয় খাবার পছন্দ করে এমন: a gross eater. (৩) (ইন্দ্রিয়) স্থূল; ভোঁতা। (৪) জাজ্বল্যমান; সরাসরি চোখে পড়ে এমন: gross injustice; a gross error. (৫) (উদ্ভিদ) প্রচুর মাত্রায় বাড়ন্ত; প্রাচুর্যময়: the gross vegetation of a tropical forest. (৬) (ব্যক্তি) বিশ্রীরকম মোটা। (৭) (net-এর বিপরীত) মোট; পুরা; গোটা: the gross amount; one’s gross income. gross national product (সংক্ষেপ GNP) কোনো দেশের এক বছরে উৎপন্ন যাবতীয় দ্রব্য ও যাবতীয় কাজের মোটা মূল্য; মোট জাতীয় উৎপাদন। (৮) in (the) gross পাইকারিভাবে; মোটের উপর; সামগ্রিকভাবে □ (verb transitive) মোট লাভ হিসেবে আয় করা: His last novel grossed seventy thousand pounds. grossly (adverb) অত্যন্ত; ভীষণ: grossly unfair. grossness (noun)