• Bengali Word charter English definition [চা:টা(র্‌)] (noun) ১ শাসক বা সরকার কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতিসংক্রান্ত (লিখিত বা মুদ্রিত) সনদপত্র; সরকারি সনদ; ফরমান।
    (২) (বিমান, জাহাজ ইত্যাদির) চুক্তিভিত্তিক নিয়োগ: a charterflight.  (verb transitive) (১) সনদ প্রদান করা, সুবিধা দান করা। chartered accountant (British/Britain) রাজকীয় সনদপ্রাপ্ত। Institute of Accountants- এর সদস্য। (২) জাহাজ, বিমান ইত্যাদি চুত্তিতে ভাড়া করা বা নিয়োগ করা: a chartered ship. charterparty (noun) (বাণিজ্য) জাহাজের ব্যবহার সম্পর্কে জাহাজ-মালিক ও বণিকের মধ্যে সম্পাদিত চুক্তি।