• Bengali Word anaesthesia English definition (America(n) = anesthesia) [অ্যানাস্‌থীজিআ (America(n) অ্যানাস্‌থীজা] (noun) অনুভূতিবিলোপ; অবেদন; রসায়নশাস্ত্রের যে শাখা অনুভূতিনাশক পদার্থের সঙ্গে সম্পর্কিত।
    anaesthetic (America(n)= anesthetic) [অ্যানিস্‌থেটিক্] [Countable noun] অনুভূতিনাশক পদার্থ (ঈথার, ক্লোরোফরম) বা কলাকৌশল: under an anaesthetic.(general anaesthetic সমগ্র দেহকে প্রভাবিত করে এমন অনুভূতিনাশক, এটি সাধারণত হাসপাতালে প্রয়োগ করা হয়। local anaesthetic দেহের অংশবিশেষকে প্রভাবিত করে এমন অনুভূতিনাশক। এটি ইনজেকশন দ্বারা প্রয়োগ করা হয় (যেমন দন্তচিকিৎসক প্রয়োজনবোধে মাড়িতে করেন)। anaesthetize (America(n) = anesthetize) [আনীস্‌থাটাইজ্‌] (verb transitive) অনুভূতি বিলোপ করা। anesthetist (America(n) = anesthetist [আনীস্‌থাটিস্‌ট্‌] (noun) অনুভূতিনাশক প্রয়োগকারী।