A পৃষ্ঠা ৪
- English Word abstinence Bengali definition [অ্যাব্স্টিনান্স্] [Uncountable noun] abstinence (from) সংযম; মিতাচার; নিবৃত্তি; উপরতি। total abstinence মদ্যপানে সম্পূর্ণ বিরতি/নিবৃত্তি।
- English Word abstract 1 Bengali definition [অ্যাব্স্ট্র্যাক্ট্] (adjective) (১) বিমূর্ত; নির্বস্তুক; ভাবমূলক: Truth is an abstract concept. abstract art বিমূর্ত শিল্পকলা। দ্রষ্টব্য realism (১)। abstract (noun) (ব্যাকরণ) ভাববাচক/গুণবাচক বিশেষ্য। (২) in the abstract আদর্শগত বা তত্ত্বগতভাবে।
- English Word abstract 2 Bengali definition [অ্যাব্স্ট্র্যাক্ট্] (verb transitive) abstract (from) নিষ্কাশিত করা, পৃথক করা: abstract essence from flower. abstracted (adjective) আনমনা; অন্যমনস্ক, আবিষ্ট। abstractedly (adverb) অন্যমনস্কভাবে।
- English Word abstract 3 Bengali definition [আব্স্ট্র্যাক্ট্] [Countable noun] সারসংক্ষেপ; নির্যাস; চুম্বক: an abstract of an account, সংক্ষিপ্ত হিসাব; গোসোয়ারা।
- English Word abstraction Bengali definition [আব্স্ট্র্যাক্শ্ন্] (noun) (১) [Uncountable noun] নিষ্কাশন; বিমূর্তন; সারসংক্ষেপণ। (২) [Uncountable noun] অন্যমনস্কতা। (৩) [Countable noun] মনঃকল্পনা; নিষ্কর্ষ: People prefer concrete facts to abstractions. (৪) [Uncountable noun] বস্তু থেকে বিচ্ছিন্ন করে কোনো গুণের ধারণা; নিষ্কর্ষ।
- English Word abstruse Bengali definition [আব্স্ট্রূস্, অ্যাব্স্ট্রূস্] (adjective) দুর্বোধ্য; গূঢ়; নিগূঢ়। abstrusely, (adverb) নিগূঢ়ভাবে। abstruseness (noun) দুর্বোধ্যতা; নিগূঢ়তা।
- English Word absurd Bengali definition [আব্সাড্] (adjective) অযৌক্তিক; উদ্ভট; অদ্ভুত; অসমঞ্জস; হাস্যকর; কিম্ভূতকিমাকার; নিরর্থক। absurdly (adverb) উদ্ভটরূপে ইত্যাদি। absurdity (noun) (plural absurdities) (১) [Uncountable noun] উদ্ভটত্ব; অযৌক্তিকতা। (২) [Countable noun] উদ্ভট উক্তি বা কার্যকলাপ।
- English Word abundance Bengali definition [আবান্ডান্স্] (noun) (১) [Uncountable noun] অতিপ্রাচুর্য: live in abundance. (২) (indefinite article–সহ) প্রয়োজনাধিক পরিমাণ; প্রাচুর্য: an abundance of wealth.
- English Word abundant Bengali definition [আবান্ডান্ট্] (adjective) (১) প্রচুর; অঢেল। (২) abundant in সমৃদ্ধ; ধনী: abundant in natural resources. abundantly (adverb) পর্যাপ্তভাবে; প্রয়োজনাতিরিক্তভাবে।
- English Word abuse 1 Bengali definition [আবিঊস্] (noun) (১) [Uncountable noun, Countable noun] abuse (of) অপব্যবহার; অন্যায় সুবিধা গ্রহণ; অমর্যাদা: abuse of power. (২) [Countable noun] কুপ্রথা; কুচল; অপপ্রথা। (৩) [Uncountable noun] গালাগালি; কটুকাটব্য; খিস্তি: The demonstrators on the street hurled abuses at the police.
- English Word abuse 2 Bengali definition [আবিঊজ্] (verb transitive) (১) অপব্যবহার করা; অন্যায় সুবিধা নেওয়া। (২) গালিগালাজ/কটুকাটব্য করা; অশ্রাব্য বা অন্যায় ভাষায় আক্রমণ করা। (৩) (প্রাচীন প্রয়োগ) অন্যায় ব্যবহার করা। (৪) (প্রাচীন প্রয়োগ, বিশেষত passive) প্রতারণা/প্রবঞ্চনা করা।
- English Word abusive Bengali definition [আবিঊসিভ্] (adjective) গালিগালাজপূর্ণ, অপমানজনক; কটূক্তিপূর্ণ। abusively (adverb) কটূক্তিসহকারে।
- English Word abut Bengali definition [আবাট্] (verb intransitive) (abutted, abutting, abuts) abut on (ভূমি সম্বন্ধে) সমসীমাযুক্ত/ সমসীমান্তভাগী হওয়া। abutment (noun) (প্রকৌশল) যে কাঠামো সেতু বা খিলানের ভার বহন করে।
- English Word abysmal Bengali definition [আবিজ্মাল্] (adjective) (লাক্ষণিক ও কথ্য) অতল; অন্তহীন; অগাধ: abysmal ignorance. abysmally (adverb) অন্তহীনভাবে।
- English Word abyss Bengali definition [আবিস্] (noun) অতল গহ্বর। the abyss নরক; পাতাল; রসাতল। abyssal (adjective) অতল।
- English Word acacia Bengali definition [আকেইশা] [Countable noun] (১) বাবলাজাতীয় কয়েক প্রকার গাছ, যার থেকে গঁদ উৎপন্ন হয়। (২) (false acacia বা locust tree) উদ্যানের শোভাবর্ধনের জন্য জন্মানো অনুরূপ গাছ।
- English Word academic Bengali definition [অ্যাকাডেমিক্] (adjective) (১) শিক্ষাগ্রহণ ও শিক্ষাদান সম্পর্কিত; স্কুল, কলেজ ইত্যাদি সম্পর্কিত; পাণ্ডিত্যপূর্ণ, সাহিত্যিক বা ধ্রুপদী; শিক্ষায়তনিক; জ্ঞানজাগতিক: the academic year, শিক্ষাবর্ষ। academic freedom বাইরের, বিশেষত সরকারের হস্তক্ষেপ ছাড়া শিক্ষাদান এবং সমস্যা আলোচনার স্বাধীনতা; বিদ্যালোচনার স্বাধীনতা। (২) অতিমাত্রায় তাত্ত্বিক ও নৈয়ায়িক; যথেষ্ট বাস্তবাশ্রয়ী নয়; জ্ঞানজাগতিক; কেতাবি: The matter we are discussing has academic interest only. (৩) শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত; শিক্ষায়তনিক: academic rank/costume. □[Countable noun] বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; পেশাজীবী পণ্ডিত।
- English Word academy Bengali definition [আক্যাডামি] (noun) (plural academies) (১) উচ্চশিক্ষার জন্য, সাধারণত বিশেষ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত বিদ্যায়তন: military academy; music academy. (২) বিশিষ্ট পণ্ডিতবর্গকে নিয়ে গঠিত সমাজ, শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদি বিষয়ের উচ্চতর চর্চার কেন্দ্র; পরিষদ; অ্যাকাডেমি: Bangla Academy. academician [আক্যাডামিশ্ন্ America(n) আকাডামিশ্ন্] (noun) অ্যাকাডেমির সদস্য, যেমন ফরাসি অ্যাকাডেমির।
- English Word accede Bengali definition [আক্সীড্] (verb intransitive) accede (to) (১) রাজি হওয়া; মেনে নেওয়া; সম্মতি জানানো। (২) (পদ, কর্তৃত্ব, দফতরে) সমাসীন হওয়া।
- English Word accelerando Bengali definition [অ্যাক্সেলার্যান্ডাউ] (noun), (adverb), (adjective) (সঙ্গীত) ধীরে ধীরে গতিবর্ধন; (গতিবর্ধনের নির্দেশ)।
- English Word accelerate Bengali definition [আক্সেলারেইট্] (verb transitive), (verb intransitive) (১) গতি বাড়ানো; ত্বরান্বিত করা। (২) (গতি, প্রক্রিয়া) দ্রুততর হওয়া। acceleration [আকসেলারেইশ্ন্] [Uncountable noun] ত্বরণ; ত্বরয়ণ।
- English Word accelerator Bengali definition [আকসেলারেইটা(র্)] (noun) (১) যন্ত্রের গতি নিয়ন্ত্রক কৌশল, যেমন মোটরযানের প্যাডেল; বেগবর্ধক। (২) (পদার্থবিদ্যা) পরমাণুর কণিকাপুঞ্জ বা কেন্দ্রের বেগবর্ধক কৌশলবিশেষ, বেগবর্ধক।
- English Word accent Bengali definition [অ্যাক্সেন্ট্, অ্যাক্সান্ট্] [Countable noun] (১) (শ্বাসাঘাত বা স্বরভঙ্গির সাহায্যে) অক্ষরের উপর জোর; ঝোঁক; প্রস্বন। (২) লেখায় বা মুদ্রণে সাধারণত শব্দের উপরে স্থাপিত চিহ্ন বা প্রতীক, যা স্বরধ্বনির গুণ বা অক্ষরের শ্বাসাঘাত নির্দেশ করে; ঝোঁকচিহ্ন। (৩) [কখনো কখনো Uncountable noun] (ব্যক্তিক, স্থানীয় বা জাতীয়) উচ্চারণভঙ্গি: southern accent. (৪) (plural) বিশেষ গুণ ইত্যাদি নির্দেশক বাচনভঙ্গি; সুর: accents of love. (৫) (কথ্য) জোর; গুরুত্ব। □(verb transitive) [অ্যাক্সেন্ট্] ঝোঁক দিয়ে উচ্চারণ করা।
- English Word accentuate Bengali definition [আক্সেন্চুএইট্] (verb transitive) শ্বাসাঘাত/জোর দিয়ে উচ্চারণ করা; গুরুত্ব দেওয়া। accentuation [আক্সেন্চুএইশ্ন্] (noun) গুরুত্বারোপ; দৃষ্টি আকর্ষণ।
- English Word accept Bengali definition [আক্সেপ্ট্] (verb transitive), (verb intransitive) (১) নেওয়া; গ্রহণ করতে সম্মত হওয়া। (২) একমত হওয়া; রাজি হওয়া; স্বীকার করা; মেনে নেওয়া: He will not accept the defeat. (৩) (বাণিজ্য.) (লিখিত অঙ্গীকার) প্রদান করতে রাজি হওয়া: accept a bill of exchange. acceptable [আক্সেপ্ট্আব্ল্] (adjective) গ্রহণযোগ্য; সন্তোষজনক। acceptability [আক্সেপ্টাবিলাটি] (noun) গ্রহণযোগ্যতা। acceptance [আক্সেপ্টান্স্] (noun) (১) [Uncountable noun] গ্রহণ; স্বীকার। (২) অনুমোদন; অনুকূল অভ্যর্থনা। (৩) (বাণিজ্য.) অর্থ পরিশোধের সংবিদা; (আইন সম্বন্ধীয়) উভয়পক্ষের সম্মতিক্রমে গৃহীত চুক্তিপত্র। acceptation [অ্যাক্সেপ্টেইশ্ন্] (noun) শব্দ বা অভিব্যক্তির সর্বজনীনভাবে গৃহীত অর্থ।
- English Word access 1 Bengali definition [অ্যাক্সেস্] (noun) (১) [Uncountable noun] প্রবেশ; (attributive(ly)) good access roads. access road (America(n) slip-road, দ্রষ্টব্য slip 2 (৮). (2) [Uncountable noun] (কম্পিউটার) কম্পিউটার ফাইলে তথ্য নিবিষ্ট করার বা ফাইল থেকে তথ্য উদ্ধারের প্রক্রিয়া। (৩) access to প্রবেশাধিকার; কাছে যাওয়ার অধিকার, সুযোগ বা সামর্থ্য; প্রবেশগম্যতা: All citizens should have access to the ministers. accessible [আক্সেসাব্ল্] (adjective) access (to) অভিগম্য; কোনো কিছুর দ্বারা প্রভাবিত করার উপযোগী: The day will come when computers will be accessible to most students. accessibility [আক্সেসাবিলাটি] [Uncountable noun] অভিগম্যতা।
- English Word access 2 Bengali definition [অ্যাক্সেস্] (verb transitive) (কম্পিউটার) কম্পিউটার ফাইলে তথ্য নিবেশিত করা বা ফাইল থেকে তথ্য উদ্ধার করা: Branch officials can access the central data bank.
- English Word accessary Bengali definition [আক্সেসারি] (noun) (plural accessaries), (predicatively adjective) (=America(n) accessary (১)) (আইন সম্বন্ধীয়) যে কোনো কাজে, বিশেষত অপরাধে সহায়তাদানকারী। accessary before/after the fact, দ্রষ্টব্য fact (১).
- English Word accession Bengali definition [অ্যাক্সেশ্ন্] (noun) accession to ১ [Uncountable noun] কোনো পদ, পদমর্যাদা বা অবস্থায় আরোহণ: accession to the throne. [Uncountable noun, Countable noun] বৃদ্ধি; সংযোজন: new accessions to the library.
- English Word accessory Bengali definition [আক্সেসারি] (noun) (plural accessories) (১) অপরাধের সহযোগী। (২) সহায়ক বস্তু; আনুষঙ্গিক উপকরণ: I shall buy only the sewing machine, not it’s accessories.