A পৃষ্ঠা ৪৩
- English Word Australian Bengali definition [অস্ট্রেইলিআন্] (adjective) অস্ট্রেলিয়া মহাদেশীয়; অস্ট্রেলিয়াবাসী।
- English Word Austrian Bengali definition [অস্ট্রিআন্] (adjective) অস্ট্রিয়া দেশীয়; অস্ট্রিয়াবাসী।
- English Word autarchy Bengali definition [ওটা:কি] (noun) (১) সর্বময় ক্ষমতা; স্বাধিপত্য। (২) স্বৈরতন্ত্র । (৩) কোনো স্বৈরতান্ত্রিক দেশ বা সমাজ।
- English Word autarky Bengali definition [ওটা:কি] (noun) স্বয়ংসম্পূর্ণতা।
- English Word authentic Bengali definition [ওথেন্টিক্] (adjective) প্রামাণিক; খাঁটি; অকৃত্রিম; প্রকৃত; যথার্থ: authentic news; an authentic text. authentically [ওথেন্টিক্লি] (adverb) প্রামাণিকভাবে; অকৃত্রিমভাবে; প্রমাণত; যথার্থভাবে। authenticity [ওথান্টিসাটি] [Uncountable noun] প্রামাণিকতা; অকৃত্রিমতা; যথার্থতা; সত্যতা; প্রমাণত্ব; প্রামাণ্য: There is no doubt about the authenticity of the text.
- English Word authenticate Bengali definition [ওথেনটিকেইট্] (verb transitive) (খাঁটি বলে) প্রমাণ করা; সপ্রমাণ করা; সত্য করা। authenticated (participial adjective) প্রমাণীকৃত। authentication [ওথেন্টিকেইশ্ন্] [Uncountable noun] প্রমাণীকরণ; সত্যকরণ।
- English Word author Bengali definition [ওথা(র্)] (noun) (১) লেখক; প্রণেতা; রচয়িতা; গ্রন্থকার; গ্রন্থকর্তা। (২) যে ব্যক্তি কোনো কিছু সৃষ্টি বা শুরু করেন; প্রবর্তক; আরম্ভক; আদিকর্তা; জনক; স্রষ্টা: The old man is ready to meet his author. authoress [ওথরিস্] (noun) লেখিকা; প্রণেত্রী; রচয়িত্রী; গ্রন্থকর্ত্রী। authorship (noun) (১) [Uncountable noun] লেখকের পেশা; গ্রন্থপ্রণয়ন; লেখকবৃত্তি: Do you intend to take to authorship when you retire? (২) বই ইত্যাদির উৎসব বা উদ্ভব; গ্রন্থকর্তৃত্ব: The authorship of the book is still debated.
- English Word authoritarian Bengali definition [ওথরিটেআরিআন্] (adjective) ব্যক্তিস্বাধীনতাকে উপেক্ষা করে কর্তৃপক্ষের, বিশেষত রাষ্ট্রীয় কর্তৃত্বের বশ্যতা স্বীকারের উপর অধিক গুরুত্ব আরোপ করে এমন; কর্তৃত্ববাদী; কর্তৃত্বপরায়ণ; প্রভুত্বপরায়ণ। □ (noun) উক্ত নীতির সমর্থক; কর্তৃত্ববাদী। authoritarianism [ওথারিটেআরিআনইজাম্] (noun) কর্তৃত্ববাদ; কর্তৃত্বপরায়ণতা।
- English Word authoritative Bengali definition [ওথরিটাটিভ্ America(n) ওথরিটেইটিভ্] (adjective) (১) অধিকার আছে এমন; অধিকারবলে প্রদত্ত; আধিকারিক; কর্তৃপক্ষীয়: authoritative orders. (২) কর্তৃত্বব্যঞ্জক; প্রভুত্বব্যঞ্জক: authoritative manner; tones. (৩) নির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত বলে বিশ্বাসযোগ্য; প্রামাণিক; প্রামাণ্য: an authoritative report; an authoritative source. authoritatively (adverb) প্রামাণিকভাবে।
- English Word authority Bengali definition [ওথরাটি] (noun) (plural authorities) (১) [Uncountable noun] হুকুম দেওয়া ও তা তামিলের ক্ষমতা বা অধিকার; কর্তৃত্ব: He is intent on exercising his authority. You are not in authority here. under the authority of; under somebody’s authority কর্তৃত্বাধীন; আজ্ঞাধীন: The soldiers decamped under the authority of their commanding officer. (২) [Uncountable noun] authority (for something/to do something) প্রদত্ত অধিকার; অধিকারিত্ব: Do you have the authority to dismantle the warship? (৩) [Countable noun] কর্তৃপক্ষ: The Municipal, District, etc. authorities; the education authorities. (৪) [Countable noun, Uncountable noun] বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তি; প্রামাণ্য বিশেষজ্ঞ; নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণের উৎসস্বরূপ গ্রন্থাদি; প্রামাণ্য; শ্রদ্ধেয়তা; নির্দেষ্টা; অধিকারিত্ব: He is a great authority on Shakespeare, শেক্সপিয়র সম্পর্কে প্রামাণ্য বিশেষজ্ঞ। I cannot question his authority, তার অধিকারিত্ব/শ্রদ্ধেয়তা। Do you consider this dictionary an authority on English words? ইংরেজি শব্দ সম্পর্কে প্রামাণ্য/প্রামাণ্যগ্রন্থ/নির্দেষ্টা। to quote one’s authorities, প্রামাণ্য/অধিকারিত্ব উল্লেখ বা অধিকারিত্বের বরাত দেওয়া।
- English Word authorize Bengali definition [ওথারাইজ্] (verb transitive) (১) (কাউকে) অধিকার বা ক্ষমতা দান করা: authorized to act for him during his absence. (২) (কোনো কিছুর জন্য) ক্ষমতা দেওয়া; প্রাধিকার দান করা: The Board has authorized the payment. Authorized Version ১৬১১ অব্দে প্রকাশিত বাইবেলের ইংরেজি অনুবাদ; প্রামাণ্যভাষ্য। authorization [ওথারাইজেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] অধিকার প্রদান; ক্ষমতা প্রদান; প্রাধিকারদান। (২) প্রাপ্তাধিকার; প্রদত্ত প্রাধিকার।
- English Word autism Bengali definition [ওটিজাম্] [Uncountable noun] (মনোবিজ্ঞান) শিশুদের কঠিন মানসিক পীড়াবিশেষ- এতে শিশুরা অস্বাভাবিকভাবে নিজের মধ্যে গুটিয়ে থাকে; আত্মসংবৃতি। autistic [ওটিস্টিক্] (adjective) আত্মসংবৃত: autistic children.
- English Word auto Bengali definition [ওটোউ] (prefix) (সমাসবদ্ধ পদে) স্ব-; স্বয়ং-; স্বতঃ-; আত্ম-: auto-intoxication, শরীরের অভ্যন্তরে উৎপন্ন বিষাক্ত পদার্থের ক্রিয়া; স্বতোবিষক্রিয়া। auto-changer (রেকর্ড-প্লেয়ারে) অনেকগুলি রেকর্ড একের পর এক বিনা প্রযত্নে বাজানোর যন্ত্র; স্বতঃপরিবর্তক। auto-suggestion [Uncountable noun] নিজ বিশ্বাস বা আচরণ বদলানোর উদ্দেশ্যে সচেতন বা অচেতন প্রক্রিয়াবিশেষ; আত্মাভিভাবন।
- English Word auto 2 Bengali definition [ওটোউ] (noun) automobile-এর Amerca(n) কথ্যসংক্ষেপ; স্বয়ংবহ।
- English Word auto-rickshaw Bengali definition [ওটোউরিক্শা:] (অপিচ scooter [স্কূটা(র)], অনানুষ্ঠানিক auto [ওটোউ] [Uncountable noun] তিন চাকাবিশিষ্ট উপরে ছাউনিযুক্ত এক ধরনের মোটরযান, যার সামনের সিটে ড্রাইভার এবং পেছনের সিটে দুই বা তিনজন যাত্রী বসতে পারেন; অটোরিকশা।
- English Word autobahn Bengali definition [ওটাবা:ন্] (plural autobahns অথবা (জার্মান) autobahnen [ওটাবানান্] (noun) (জার্মান) মোটরপথ; মহাসড়ক।
- English Word autobiography Bengali definition [ওটাবাইঅগ্রাফি] (noun) (plural autobiographies) [Countable noun, Uncountable noun] আত্মজীবনী, আত্মচরিত। autobiographic [ওটাবাইঅগ্র্যাফিক্] autobiographical [ওটাবাইঅগ্রাফিক্ল্] (adjective(s)) আত্মজৈবনিক।
- English Word autoclave Bengali definition [ওটাক্লেইভ্] (noun) (১) [Countable noun] বাষ্পের সাহায্যে অস্ত্রচিকিৎসার যন্ত্রপাতি নির্বীজ করার জন্য আধারবিশেষ। (২) উচ্চচাপ ও তাপে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর কাজে ব্যবহৃত সুদৃঢ় আধারবিশেষ।
- English Word autocracy Bengali definition [ওটক্রাসি] (noun) (Plural autocracies) (১) [Uncountable noun] সীমাহীন ক্ষমতার অধিকারী শাসকের শাসন; স্বৈরতন্ত্র; স্বৈরাচার; একনায়কতন্ত্র; স্বেচ্ছাতন্ত্র; স্বৈরশাসন।
- English Word autocrat Bengali definition [ওটাক্র্যাট্] (noun) সীমাহীন ক্ষমতার অধিকারী শাসক; একনায়ক; স্বৈরশাসক। autocratic [ওটাক্র্যাটিক্] (adjective) (২) [Countable noun] উক্তরূপ শাসকের দেশ বা সরকার; স্বৈরতন্ত্র; একনায়কসুলভ; স্বেচ্ছাচারী; স্বৈরতান্ত্রিক। autocratically [ওটাক্র্যাটক্লি] (adverb) স্বৈরতান্ত্রিকভাবে; স্বেচ্ছাচারিতার সঙ্গে।
- English Word autocue Bengali definition [ওটাকিঊ] [Countable noun] বক্তার সামনে স্থাপিত টেলিভিশন পর্দার মতো যান্ত্রিক কৌশল, যা ইলেকট্রনিকভাবে লেখা ইত্যাদি এমনভাবে বিবর্ধিত করে যে মনে হয় বক্তা লেখ্যসাহায্য ছাড়াই কথা বলছেন; স্বতঃসংকেত।
- English Word autograph Bengali definition [ওটাগ্রা:ফ্ America(n) ওটাগ্র্যাফ্] (noun) স্বহস্তলিপি; বিশেষত স্বাক্ষর: autograph book/album, যে পুস্তক বা অ্যালবামে সাধারণত বিখ্যাত ব্যক্তিদের স্বাক্ষর সংগৃহীত হয়; স্বহস্তলিপি পুস্তক। □ (verb transitive) স্বহস্তে লেখা বা স্বাক্ষর করা। autographed (participial adjective) স্বাক্ষরযুক্ত; স্বাক্ষরিত।
- English Word automate Bengali definition [ওটামেইট্] (verb transitive) (বিজ্ঞান, বাণিজ্য) স্বয়ংক্রিয় ব্যবস্থায় রূপান্তরিত করা; স্বতশ্চালিত করা। automated (participial adjective) স্বতশ্চালিত; স্বতোনিয়ন্ত্রিত।
- English Word automatic Bengali definition [ওটাম্যাটিক্] (adjective) (১) স্বতশ্চল; স্বতঃক্রিয়; স্বয়ংক্রিয়: an automatic pilot, (বিমানে) গতিপথ, উন্নতি ইত্যাদি নির্ধারণ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা; স্বতশ্চালনব্যবস্থা। automatic gear-change, (মোটরযানে) স্বয়ংক্রিয় গতিপরিবর্তন। automatic weapons, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। (২) (কার্যকলাপ) চিন্তাভাবনা ব্যতিরেকে কৃত; স্বতশ্চল: The function of the heart is automatic. □ (noun) ক্ষুদ্র স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রবিশেষ। automatically [ওটাম্যাটিক্লি] (adverb) স্বয়ংক্রিয়ভাবে; স্বতশ্চলভাবে।
- English Word automation Bengali definition [ওটামেইশন্] [Uncountable noun] মানুষের কায়িক শ্রম লাঘবের জন্য উদ্ভাবিত পদ্ধতি ও যন্ত্রপাতি এবং তার ব্যবহার; স্বতশ্চলন; স্বতশ্চলীকরণ।
- English Word automaton Bengali definition [ওটমাটান্ America(n) ওটমাটন্] (noun) (plural automatons, automata [ওটমাটা]) সক্রিয় বুদ্ধিবৃত্তির দ্বারা কিংবা অজ্ঞানত কাজ করে যাচ্ছে বলে মনে হয়; এ রকম ব্যক্তি; স্বতশ্চল মূর্তি; রোবট।
- English Word automobile Bengali definition [ওটামাবীল্ America(n) ওটামাবীল্] (noun) (বিশেষত America(n)) মোটরগাড়ি।
- English Word autonomous Bengali definition [ওটানামাস্] (adjective) (রাষ্ট্র/প্রতিষ্ঠান সম্বন্ধে) স্বশাসিত; স্বায়ত্তশাসিত; স্বাধীন। autonomy [ওটনামি] (noun) (plural autonomies) [Uncountable noun, Countable noun] স্বশাসন; স্বাধীনতা; স্বতন্ত্রতা।
- English Word autopsy Bengali definition [ওটপ্সি] (noun) (plural autopsies) [Countable noun] (চিকিৎসাশাস্ত্র) মৃত্যুর কারণ নির্ণয়ে (ব্যবচ্ছেদপূর্বক) শবদেহ পরীক্ষা; ময়নাতদন্ত।
- English Word autostrada Bengali definition [আউটোউস্ট্রা:ডা] (noun (plural autostradas, (ইতালিয়) autostradade [আউটোউস্ট্রা:ডেই]) (ইতালিয়) মোটরপথ।