A পৃষ্ঠা ৩
- English Word about 2 Bengali definition [আবাউট্] (adverbial particle) (১, ২ ও ৩- এ "about" এর স্থলে "around" ব্যবহার করা যেতে পারে) (১) (গতিসূচক verb’s-এর সঙ্গে) এখানে-সেখানে; যত্রতত্র; ইতস্তত: We saw them moving about. The child is throwing its hands and feet about. (২) (অন্য verb’s-এর সঙ্গে; অবস্থানসূচক) কাছে; কারো নিকটে: Shoes are lying about on the floor. (৩) (be-এর সঙ্গে): No one was about, কাউকে ধারে কাছে দেখা যাচ্ছিল না। be (out and) about অসুস্থতা ইত্যাদির পর বেরোতে বা কাজে যোগ দিতে সমর্থ। be up and about শয্যাত্যাগ করে সক্রিয়ভাবে চলাফেরা করা। (৪) bring something about, দ্রষ্টব্য bring (৪)। come about, দ্রষ্টব্য come (১১). (৫) বিপরীতমুখী; উলটোদিকে: the other way about; About turn! (British/Britain), About face! (America(n)), (সামরিক আদেশ) বিপরীতমুখী হও। about-face, (verb intransitive) ঘুরে বিপরীতমুখী হওয়া। □ (noun) আচরণ, মত ইত্যাদির আমূল পরিবর্তন; ডিগবাজি। (দুই বা ততোধিক ব্যক্তি বা দল সম্বন্ধে) take turns about; (do something) turn and turn about দ্রষ্টব্য turn 1 (৪)।
- English Word about 3 Bengali definition [আবাউট্] (preposition(al)) (১, ২ ও ৩–এ "about" স্থলে "around" বা "round" ব্যবহার করা যেতে পারে) (১) (গতিসূচক verb’s-সহ): এখানে-সেখানে; যত্রতত্র; ইতস্তত: Prisoners broke open the jail and were wandering about the town. (২) (অবস্থা, অবস্থান ইত্যাদিসূচক adjective verb’s-সহ) কাছে; কারো নিকটে: Women standing about in the corridor. I’ve no money about me, আমার সঙ্গে টাকা নেই। (৩) কাছাকাছি: You can drop me somewhere about here. (৪) বিষয়ে; সম্বন্ধে: What did you tell him about me? How/What about এটা হলে কেমন হয়? How about going to cinema? সিনেমায় গেলে কেমন হয়? (৫) নিয়ে ব্যস্ত/ব্যাপৃত: What are you about? go/set about something কোনো কিছু করা; করতে লাগা: He knows how to go about this business. (৬) চতুর্দিকে: the traffic about Palton. (৭) about to + infinitive কোনো কিছু করতে উদ্যত: He is about to go on trip to Nepal.
- English Word above 1 Bengali definition [আবাভ্] (adverb) (১) উপরে; মাথার উপর: The hill stands above the town. The bird is flying above the lake. (২) পূর্বে; আগে:(কোনো পুস্তকে বা প্রবন্ধে) Write to me at the above address. (৩) আকাশে; স্বর্গে: The powers above, স্বর্গীয় শক্তি। above board, (adverb) খোলাখুলি; অকপটে। (predicatively adjective) খোলাখুলি; অকপট; নির্ব্যাজ। দ্রষ্টব্য underhand. above-mentioned, above-named, (adjective(s)) উল্লিখিত; উপরে বর্ণিত।
- English Word above 2 Bengali definition [আবাভ্] (preposition(al)) (কোনো কোনো সময়ে "over" বা "beyond"-এর স্থলে ব্যবহৃত হতে পারে): ১ অধিকতর উঁচুতে; আরো উপরে: There is a thin line of moustache above his lips. (২) সংখ্যা, গুণ, দোষ, ওজন, মূল্য ইত্যাদিতে অধিক: The prices he has quoted are above the scheduled rate. (৩) চেয়ে বেশি; অধিকতর: A soldier values honour above life. The students admire Mr. Khan above all over teachers. (৪) ঊর্ধ্বে; ধরাছোঁয়ার বাইরে: Don’t think that you are above reproach. (৫) (অত্যন্ত মহৎ, ভালো ইত্যাদি হওয়ার জন্য) নাগালের বাইরে; ঊর্ধ্বে; অতীত: His loyalty is above question. (৬) (বিভিন্ন প্রয়োগ): live above/beyond one’s means, সামর্থ্যের সঙ্গে সঙ্গতিহীন জীবনযাপন করা: be above oneself, উৎসাহে টগবগ করা; get above oneself, আত্মসংযম হারানো; অতিমাত্রায় আত্মতৃপ্ত হওয়া: the waterfall above the bridge, সেতু থেকে উজানে অবস্থিত জলপ্রপাত: He married above his station, নিজের চেয়ে উচ্চতর সামাজিক শ্রেণীর কাউকে বিয়ে করেছে।
- English Word abracadabra Bengali definition [অ্যাব্রাকাড্যাব্রা] [Uncountable noun] অর্থহীন জাদুমন্ত্র; দুর্বোধ্য বুকনি; হিং টিং ছট।
- English Word abrade Bengali definition [আব্রেইড্] (verb transitive) জোরে ঘষা দিয়ে তুলে ফেলা (যেমন গায়ের চামড়া)।
- English Word abrasion Bengali definition [আব্রেইজ্ন্] [Uncountable noun] ঘষে-তোলা; ঘষটানি; [Countable noun] যে স্থান থেকে কোনো কিছু জোরে ঘষে তোলা হয়েছে (যেমন ত্বক): an abrasion of the skin.
- English Word abrasive Bengali definition [আব্রেইসিভ্] [Uncountable noun, Countable noun] কিছু ঘষে তুলে ফেলার জন্য বা মসৃণ করার জন্য ব্যবহৃত কঠিন কোনো পদার্থ; ঘর্ষক। (adjective) ঘষে ক্ষয় সাধনে সক্ষম; চাঁছাছোলা; (লাক্ষণিক) রুক্ষ; কর্কশ: an abrasive manner/character.
- English Word abreast Bengali definition [আব্রেস্ট্] (adjevtive) (মানুষ, জাহাজ ইত্যাদি) পাশাপাশি; কাঁধে কাঁধে: walking four abreast. be/keep abreast (of/with) কারো বা কিছুর পাশাপাশি থাকা; পিছিয়ে না পড়া; ওয়াকিবহাল থাকা: to keep abreast of the work being done in physics.
- English Word abridge Bengali definition [আব্রিজ্] (verb transitive) (বিশেষ করে কোনো পুস্তকের শব্দসংখ্যা কমিয়ে) সংক্ষিপ্ত করা: to abridge a book like a novel, play etc; an abridged version of War and Peace. abridgement, abridgment, [Uncountable noun(s)] সংক্ষেপকরণ; [Countable noun(s)] সংক্ষেপিত বস্তু, বিশেষত গ্রন্থ।
- English Word abrim Bengali definition [আব্রিম্] (adverb) কানায়–কানায়।
- English Word abroad Bengali definition [আব্রোড্] (adverb) (১) বিদেশে; নিজের দেশের বাইরে: go abroad. (২) সর্বত্র; দিকে দিকে: There is a new spirit abroad. (৩) (প্রাচীন প্রয়োগ) বাইরে: The old man was abroad before sunrise.
- English Word abrogate Bengali definition [অ্যাব্রগেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) ক্ষমতাবলে বাতিল/রদ/স্থগিত করা। abrogation [অ্যাব্রাগেইশ্ন্] (noun) বাতিলকরণ; রদকরণ।
- English Word abrupt Bengali definition [আব্রাপ্ট্] (adjective) (১) আকস্মিক; অপ্রত্যাশিত: not prepared for the abrupt change. (২) (আলাপ, লেখা বা আচরণ) রূঢ়; অমার্জিত; অসম্বন্ধ: He has abrupt manner. (৩) (ঢাল) খাড়া। Abruptly, (adverb) আচমকা। Abruptness, (noun) আকস্মিকতা।
- English Word abscess Bengali definition [অ্যাব্সেস্] (noun) [Countable noun] ফোড়া; সপুঁজ, স্ফোটক। abscessed [অ্যাব্সেস্ট্] (participial adjective) পুঁজযুক্ত: abscessed gums.
- English Word abscond Bengali definition [আব্স্কন্ড্] (verb intransitive) abscond (with) (from) ফেরার হওয়া; আত্মগোপন করা। absconder (noun) ফেরারি।
- English Word absence Bengali definition [অ্যাবসান্স্] (noun) (১) [Uncountable noun] অনুপস্থিতি; অবর্তমানতা: leave of absence, দ্রষ্টব্য leave 2 (১)। (২) [Countable noun] অনুপস্থিতির ঘটনা বা সময়: absences from work. (৩) [Uncountable noun] অবর্তমানতা; অভাব: the absence of public pressure. (৪) absence of mind অন্যমনস্কতা।
- English Word absent 1 Bengali definition [অ্যাব্সান্ট্] (adjective) (১) absent (from) অনুপস্থিত; গরহাজির। (২) অন্যমনস্ক; আনমনা; চিন্তাচ্ছন্ন: He was rather absent. Absent-minded (adjective) অন্যমনস্ক। absent-mindedly (adverb) অন্যমনস্কভাবে। absent-mindedness (noun) অন্যমনস্কতা।
- English Word absent 2 Bengali definition [অ্যাব্সেন্ট্] (verb transitive) absent oneself (from) (নিজেকে) অনুপস্থিত/গরহাজির রাখা; অনুপস্থিত থাকা: He absented himself from work yesterday.
- English Word absentee Bengali definition [অ্যাব্সান্টী] (noun) অনুপস্থিত ব্যক্তি; যে নিজেকে অনুপস্থিত রাখে; নিজ ঘরের বাইরে রাতযাপনকারী। absentee landlord জমি বা বাড়ির যে মালিক নিজের জমি বা বাড়ি থেকে দূরে অন্যত্র থাকেন। absenteeism [অ্যাব্সান্টীইজাম্] [Uncountable noun] অনুপস্থিত থাকার বদভ্যাস; কাজ বা নির্দিষ্ট কর্তব্য থেকে কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়া প্রায়ই অনুপস্থিত থাকার অভ্যাস; গরহাজির-প্রবণতা।
- English Word absentia Bengali definition [আব্সেন্শিআ] (noun) in absentia কোনো ব্যক্তির অনুপস্থিত থাকা অবস্থায় তার জন্য কিছু করা বা করানো: to confer a degree in absentia.
- English Word absinthe, absinth Bengali definition [অ্যাব্সিন্থ্] [Uncountable noun] ' ৬০ থেকে ৯০ সেন্টিমিটার উচ্চতার ধূসর-রেশম বর্ণের চিরল পাতাবিশিষ্ট ইউরোপীয় গুল্মলতা, বিলাতি অ্যাফসানটিন, কাশ্মীরে এই গুল্মের ফুল দিয়ে স্যানটোনিন নামক এক ধরনের টনিক ও মাদকদ্রব্য তৈরি করা হয়; এর বৈজ্ঞানিক নাম Artemisia absinthium.
- English Word absolute Bengali definition [অ্যাব্সালূট] (adjective) (১) সম্পূর্ণ; পরোৎকৃষ্ট; পরিপূর্ণ; অবিমিশ্র: absolute loyally; absolute secrecy. (২) অসীম; অসীম ক্ষমতাধর: an absolute ruler. (৩) প্রকৃত; সন্দেহাতীত: absolute fact, absolute freedom. (৪) নিঃশর্ত; শর্তহীন: absolute authority. (৫) অনন্যসাপেক্ষ; চূড়ান্ত; নির্বিকল্প; নিরঙ্কুশ; পরম; চরম; নিশ্চিত: absolute death. absolute zero তাত্ত্বিকভাবে সম্ভব সর্বনিম্ন তাপমাত্রা; চরম হিমাঙ্ক = -২৭৩.১৫০C। দ্রষ্টব্য পরি. ৫। absolutely (adverb) (১) সম্পূর্ণভাবে: absolutely impossible. (২) নিঃশর্তভাবে। (৩) [অ্যাব্সালূট্লি] (কথ্য, প্রশ্নের জবাবে বা মন্তব্য হিসাবে) অবশ্য; নিঃসন্দেহে।
- English Word absolution Bengali definition [অ্যাব্সালূশ্ন্] [Uncountable noun] (Roman Catholic গির্জা) গির্জার পুরোহিত বা ধর্মযাজক কর্তৃক পাপমুক্তির ঘোষণা; পাপমোচন: announce absolution from sin. দ্রষ্টব্য penance.
- English Word absolutism Bengali definition [অ্যাব্সালূটিজাম্] (noun) (রাজনীতি) স্বৈরশাসন; যথেচ্ছাচার।
- English Word absolve Bengali definition [আব্জল্ভ্] (verb transitive) absolve (from) (দোষ, অনুতাপ, পাপবোধ, অঙ্গীকার, প্রতিশ্রুতি) মুক্তি দেওয়া; বিমুক্ত করা।
- English Word absorb Bengali definition [আব্সোব্, আব্জোব্] (verb transitive) (১) শুষে নেওয়া; আত্মীভূত করা: A sponge absorbs water; to absorb knowledge. (২) নিবিষ্ট/নিমগ্ন করা: That unusual sight absorbed everybody’s attention; to be absorbed in reading a book/in doing a thing etc. (৩) রাসায়নিক বা আণবিক উপায়ে বিশোষণ করা। absorbent [আবসোবান্ট্] (adjective), (noun) শোষণক্ষম; শোষক: absorbent cotton. absorption [আব্সোপ্শ্ন্, আব্জোব্শ্ন্] [Uncountable noun] বিশোষণ; নিমগ্নতা; নিবিষ্টতা; শোষণ।
- English Word abstain Bengali definition [আব্স্টেইন্] (verb intransitive) abstain (from) বিরত থাকা; পরিহার করে চলা। abstainer পরিহারকারী ব্যক্তি: total abstainer, মদ্যপান পরিহারকারী ব্যক্তি।
- English Word abstemious Bengali definition [আব্স্টীমিআস্] (adjective) বিশেষত পানাহারে সংযত; মিতাহারী; সংযমী। abstemiously (adverb) সংযতভাবে। abstemiousness (noun) মিতাহার; মিতাচার।
- English Word abstention Bengali definition [আব্স্টেন্শ্ন্] [Uncountable noun], abstention (from) পরিহার; বর্জন।