• Bengali Word fact English definition [ফ্যাক্‌ট্‌] (noun) ১ (প্রকৃত) ঘটনা।
    accessary before the fact (আইন সম্বন্ধীয়) যে ব্যক্তি অপরাধ সংঘটিত হওয়ার আগে অপরাধে সহায়তা করে। accessary after the fact (আইন সম্বন্ধীয়) অপরাধ সংঘটিত হওয়ার পর জেনেশুনে যে ব্যক্তি অপরাধীকে সহায়তা করে। (২) [countable noun] সত্য (হিসেবে বিদিত বা গৃহীত কিছু) তথ্য। fact-finding (adjective) তথ্যানুসন্ধানী; তথ্যানুসন্ধানমূলক: a fact finding commission. (৩) [uncountable noun] বাস্তবতা; যা সত্য; যার অস্তিত্ব আছে: to distinguish fact from fiction, the fact of the matter is... প্রকৃত সত্য হচ্ছে এই যে,... in fact, as a matter of fact বাস্তবিকপক্ষে।