• Bengali Word realism English definition [রিআলিজাম্] (noun) [Uncountable noun] ১ (শিল্প ও সাহিত্যে) বাস্তববাদ।
    (২) বাস্তবের মোকাবিলা এবং ভাবপ্রবণতা ও প্রচলের প্রতি অবজ্ঞার ভিত্তিতে আচরণ; বাস্তববাদিতা। (৩) (দর্শন) আমাদের মানসিক ধারণার বাইরেও বস্তুর সত্যিকার অস্তিত্ব আছে; এই তত্ত্ব; বাস্তববাদ। দ্রষ্টব্য idealism. realist [রিআলিস্‌ট্‌] (noun) বাস্তববাদী। realistic [রিআলিস্‌টিক্] (adjective) (১) (দর্শনে, শিল্পকলায়) বাস্তববাদী; বাস্তববাদসম্মত। (২) ভাবপ্রবণতা-বর্জিত; বাস্তববাদী; realism politics. realistically [রিআলিজাম্‌ক্‌লি] (adverb) বাস্তবানুগভাবে।