• Bengali Word slip 2 English definition [স্লিপ্‌] (verb intransitive), (verb transitive) দেহের ভারসাম্য হারিয়ে ফেলা; পা পিছলে পড়া; পদস্খলিত হওয়া: I slipped on the muddy road and broke my leg.
    (২) দ্রুত, নীরবে বা অলক্ষ্যে চলে যাওয়া: He slipped out without being seen. (৩) শক্ত করে না ধরার বা ধরতে না পারার কারণে ফসকে বা পিছলে যাওয়া: The eel slipped out of his hand.let something slip (ক) কোনোকিছু হাতছাড়া হতে দেওয়া: He let opportunity slip.(খ) হঠাৎ (কোনো রহস্য বা গোপন কথা) ফাঁস করে দেওয়া: let slip a secret. slip through one’s fingers (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) ধরতে বা ধরে রাখতে না- পারা; আঙুলের ফাঁক গলে বেরিয়ে যাওয়া; বুঝতে বা ধারণ করতে না-পারা। slip one’s mind (ব্যস্ততা, তাড়াহুড়া ইত্যাদির কারণে নাম, ঠিকানা, বার্তা ইত্যাদি) মনে রাখতে না- পারা। (৪) দ্রুত কিন্তু সহজ গতিতে পরিধান করা বা খুলে ফেলা; গলে বা ঢুকে যাওয়া; গলিয়ে বা ঢুকিয়ে দেওয়া: slip into a dress. (৫) অসাবধানতাবশত ছোটখাটো ভুল হতে দেওয়া: remove errors that slipped into the text; ছোটখাটো ভুল করা। slip up (কথ্য) ভুল করা। এর থেকে, slip-up (noun) [countable noun] ভুল। (৬) স্বচ্ছন্দগতিতে চলা: The boat slipped through the water. (৭) মুক্ত হওয়া; বন্ধন খুলে দেওয়া: slip anchor, জাহাজের নোঙর খুলে দেওয়া; (গাভী) সময় পূর্ণ হওয়ার আগেই বাচ্চা দেওয়া: slip her calf. (৮) (যৌগশব্দ) slip-carriage/-coach রেলগাড়ির শেষে জুড়ে দেওয়া যে বগি গাড়ি না-থামিয়েও বিচ্ছিন্ন করা যায়। slip-cover (noun) আসবাবের ঢাকনা। slip-knot (noun) (ক) দড়ির ফসকা গেরো। (খ) দড়ির বিষ গেরো। slip-road (noun) মোটরপথের সংযোগকারী রাস্তা (America(n)= access-road); স্থানীয় উপপথ। slip-stream (noun) বিমানের জেট ইনজিন বা প্রপেলার থেকে নির্গত বায়ুস্রোত। slipon/over (noun) যে জুতা বা জামা কোনো কিছুর উপরে বা উপর দিয়ে সহজে পরা যায়।