• Bengali Word penance English definition [পেনান্‌স্] (noun) [Uncountable noun] ১ কৃত অপরাধের শাস্তিস্বরূপ অনুশোচনা; কৃত পাপের জন্য পুরোহিত নির্দিষ্ট স্বেচ্ছা অনুশোচনা; প্রায়শ্চিত্ত।
    do penance (for something) অনুতাপবিদ্ধ হওয়া; প্রায়শ্চিত্ত করা। (২) (রোমান ক্যাথলিক চার্চে) যে অনুশাসনে মর্মপীড়া, স্বীকারোক্তি ও অনুশোচনা অন্তর্ভুক্ত থাকে।