• Bengali Word turn 1 English definition [টান্‌] (noun) ১ ঘূর্ণন; মোচড়; পাক: a few turns of the screw; a turn of fortune’s wheel, ভাগ্যের পরিবর্তন।
    turn of the century নূতন শতাব্দীর সূচনা। on the turn পরিবর্তন হবে হবে এমন; (দুধ) টকে যাওয়ার পথে। done to a turn পরিমিত বা টায় টায় রান্না করা (বেশিও নয়, কমও নয়)। (২) গতিপরিবর্তন; বাঁক: sudden turns in the road. at every turn (লাক্ষণিক) প্রায়ই পদে পদে: She was disappointed at every turn. (৩) অবস্থার পরিবর্তন; মোড়: His fortune has taken a favourable turn. (৪) পালা: It’s your turn to pay. (do something) turn and turn about পালাক্রমে (করা)। by turns একের পর এক; পর্যায়ক্রমে; পালাক্রমে: She laughed and cried by turns একবার হাসছিল; একবার কাঁদছিল। in turn (দুই ব্যক্তি) পালাক্রমে; (দুইয়ের অধিক ব্যক্তি) একে একে; এক এক করে। out of turn অনুমোদিত সময়ের আগে বা পরে; পালার বাইরে: He should not play out of (his) turn. take turns (at something); take turns about পালা করে করা: We took turns at fetching water from the spring. (৫) কারো উপর প্রভাবশীল বলে বিবেচিত কার্য। One good turn deserves another (প্রবাদ) সাহায্য, উপকার ইত্যাদির প্রতিদান দেওয়া কর্তব্য। do somebody a good/bad turn উপকারে আসা/না-আসা। (৬) ঝোঁক; গতি: a boy with an artistic turn; a gloomy turn of mind. (৭) উদ্দেশ্য; বিশেষ প্রয়োজন; অভীষ্ট। serve one’s turn প্রয়োজন মেটানো। (৮) অল্প সময়ের জন্য তৎপরতা; পাক: take a few turn in the garden. কয়েক পাক হাঁটা। ৯ মঞ্চে সংক্ষিপ্ত কোনো পরিবেশনা, যেমন নাচ, গান, কৌতুক, জাদু ইত্যাদি; পালা। star turn সবচেয়ে জনপ্রিয় পালা/পরিবেশনা। (১০) (কথ্য) স্নায়বিক অভিঘাত: give a turn.