• Bengali Word flat 2 English definition [ফ্ল্যাট্‌] (adjective) (flatter, flattest) ১ সমতল; মসৃণ; চ্যাপটা: a flat surface.
    flat bottomed (adjective) (নৌকা) চ্যাপটা বা সমতল তলাবিশিষ্ট। flatcar (noun) (America(n)) মাল বহনে ছাদহীন বা পার্শ্বহীন বগি। flatfish (noun) মসৃণ শরীরযুক্ত বিভিন্ন ধরনের মাছ; যারা একদিকে কাত হয়ে সাঁতার কাটে; চাঁদামাছ। flatfooted (adjective) (ক) মসৃণ পাযুক্ত; পাতা-পা। (খ) (কথ্য) পুরোদস্তুর; ডাহা; স্থির অটল। flat-iron (noun) দ্রষ্টব্য iron 1 (২). flat racing; the Flat, (ঘোড়দৌড়) সমতলভূমিতে প্রতিবন্ধকহীন ধাবন। দ্রষ্টব্য steeple ভুক্তিতে steeplechase. flat tap (noun) (America(n) কথ্য) বিমানবাহী জাহাজ। (২) অগভীর ও সমতল উপরিভাগবিশিষ্ট; থেবড়া; খেলো; অনুদ্ঘাতী: flat plates/dishes/pans. The cake was flat, কেকটা ফোলেনি। (৩) একঘেয়ে; বৈচিত্র্যহীন; নীরস; বিরল; বিস্বাদ: a flat character. The soup is flatfall flat, দ্রষ্টব্য fall 2 (২). (৪) (সংগীত) কোমল। দ্রষ্টব্য sharp(১০)। (৫) স্পষ্ট; নির্জলা; সরাসরি; সম্পূর্ণ: give somebody a flat denial/ refusal. (৬) (বাণিজ্য) flat rate বহুল পরিমাণে কেনা বিভিন্ন বস্তু বা সেবার প্রতিটির সাধারণ মূল্য; একদর; বাঁধা দর। (৭) (রং, রঙিন তল ইত্যাদি) একঘেয়ে; ম্যাড়মেড়ে। (৮) (ব্যাটারি) নিস্তেজ; বসে গেছে এমন। (৯) (গ্যাসযুক্ত তরল পদার্থাদি) গ্যাসহীন; ঝাঁজহীন: This soda-water has gone flat. দ্রষ্টব্য fizz. (১০) flat spin (ক) অনুভূমিক; ঘূর্ণ্যমান উড়োজাহাজের (প্রায়ই অনিয়ন্ত্রিত) দ্রুত অবতরণ। (খ) (কথ্য) উদ্ভ্রান্ত বা বিভ্রান্ত (মানসিক) অবস্থা: in a flat spin. □ (adverb) (১) একঘেয়ে/একটানাভাবে: sing flat. (২) চিত/ চিতপাত হয়ে বা করে: fall flat on one’s back. (৩) সোজাসুজি; স্পট করে; পষ্টাপষ্টি: I told him flat that... flat broke (কথ্য) একদম ফতুর। (৪) flat out (ক) (কথ্য) সমস্ত শক্তি ও সম্বল দিয়ে; পড়ি কী মরি করে: I am working flat out. (খ) অবসন্ন,নিঃশেষিত। flatly (adverb) সোজাসুজি; সরাসরি; মুখের উপর: He flatly refused to sing the paper. flatness (noun) সমতা; সমানতা; অলাবণ্য।