F পৃষ্ঠা ৬
- English Word faucet Bengali definition [ফোসিট্] (noun) (বিশেষত America(n)) তরল পদার্থ বের করতে পিপাসংলগ্ন নল বা কল; (তুলনীয় British/Britain tap)।
- English Word fault Bengali definition [ফোল্ট্] (noun) (১) [countable noun] ত্রুটি; দোষ। at fault ভুল অবস্থায়; হতবুদ্ধি অবস্থায়। to a fault অতিমাত্রায়। find fault (with) খুঁত বা দোষ ধরা; অভিযোগ করা। fault-finder (noun) ছিদ্রান্বেষণকারী (ব্যক্তি)। fault-finding (noun) ছিদ্রান্বেষণ। (২) [uncountable noun] ভুল হওয়ার দায়িত্ব; ভুল: It was my fault that we missed the train. (৩) খুঁত; ভুলভাবে করা কিছু। (৪) [countable noun] স্তরচ্যুতি; স্তরভঙ্গ: a fault in rock. □ (verb transitive) দোষ ধরা: He always faults my performance. faultless (adjective) নিখুঁত; ত্রুটিহীন; নির্দোষ। faultlessly (adverb) faulty (adverb) ত্রুটিযুক্ত; ত্রুটিপূর্ণ faultily ত্রুটিপূর্ণভাবে।
- English Word faun Bengali definition [ফোন্] (noun) (রোমান উপকথায়) ছাগলের শিং এবং পাযুক্ত বনদেবতাবিশেষ।
- English Word fauna Bengali definition [ফোনা] (noun) (plural faunas) কোনো জায়গায় কোনো বিশেষ সময়ের প্রাণিকুল।
- English Word faux pas Bengali definition [ফআউপা:] (noun) (ফরাসি) (বহুবচনে অপরিবর্তনীয়) সামাজিক ভুল পদক্ষেপরূপে গণ্য অদূরদর্শী বা হঠকারী আচরণ মন্তব্য; বেখাপ্পা আচরণ, কথা।
- English Word favicon Bengali definition [ফেইভিক্ন্] [noun] [countable noun] (Favorite icon–এর সংক্ষেপ) (বিশেষত) (plural favicons) (১) ওয়েবসাইট বা ওয়েবপেজে ব্যবহৃত খুদে আইকন; I instantly noticed something new: the favicon was Yahoo’s Y! (২) কোনো ওয়েবসাইট কম্পিউটারের বুকমার্ক মেন্যুতে সংরক্ষণ করার পর যে খুদে গ্রাফিক ওয়েবসাইটটির নামের আগে দেখা যায়। এটা shortcut icon, website icon, tab icon, Irina ও bookmark icon নামেও পরিচিত।
- English Word favour Bengali definition (America(n) = favor) [ফেইভা(র্)] (noun) (১) [uncountable noun] অনুগ্রহ; সুনজর: win someone’s favour. be/stand high in somebody’s favour কারো সুনজরে থাকা বা অনুগ্রহভাজন হওয়া। find favour with somebody কারো অনুগ্রহ পাওয়া। lose favour with somebody কারো অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়া। (২) [uncountable noun] সহায়; সমর্থন; আনুকূল্য। in favour of (ক) সমর্থনে; পক্ষে: We are in favour of election. (খ) কারো পক্ষে বা কারো হয়ে; অনুকূলে: The cheque was drawn in favour of the firm. In somebody’s favour কারো স্বার্থে: The decision was in his favour. (৩) [uncountable noun] প্রশ্রয়; পক্ষপাতিত্ব। without fear or favour সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে। (৪) [countable noun] অনুগ্রহ (অনুগ্রহ প্রদর্শনকারী কাজ): Would you please do me a favour. (৫) [countable noun] অনুগ্রহের চিহ্নস্বরূপ প্রদত্ত পদক, অভিজ্ঞান ইত্যাদি।
- English Word favour 2 Bengali definition (America(n) = favor) [ফেইভা(র্)] (verb transitive) (১) অনুগ্রহ করা বা দেখানো; সমর্থন করা। (২) পক্ষপাতিত্ব প্রদর্শন করা: The examiner favoured the particular student. (৩) favour somebody with something (প্রাচীন প্রয়োগ আনুষ্ঠানিক) কিছুর মাধ্যমে কিছু করে দিয়ে কাউকে অনুগ্রহীত করা; ধন্য করা: favour somebody with a recommendation. (৪) (পরিস্থিতি) সম্ভবপর বা সহজসাধ্য করা: The weather favoured pur voyage. (৫) (প্রাচীন প্রয়োগ) অনুরূপ বৈশিষ্ট্যের হওয়া: The child favours its father. ill/ well favoured কুদর্শন/সুদর্শন।
- English Word favourable Bengali definition (America(n) =favorable) [ফেইভারাব্ল্] (adjective) অনুকূল; সহায়ক; সুবিধাজনক: a favourable report, favourable circumstances. favourably (adverb) অনুকূলে; সুবিধাজনকভাবে।
- English Word favourite Bengali definition (America(n) = favorite) [ফেইভারিট্] (noun) (১) অপেক্ষাকৃত বেশি পছন্দের বা প্রিয় ব্যক্তি/বস্তু: My favourite writer. the favourite. (২) খেলা, ঘোড়দৌড় ইত্যাদিতে সম্ভাব্য জয়ী দল, ঘোড়া ইত্যাদি: That team was the favourite in last year’s cup-final. (৩) সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত বা আনুকূল্যপ্রাপ্ত ব্যক্তি। favouritism [noun] [uncountable noun] প্রিয় ব্যক্তিদের প্রতি পক্ষপাতিত্ব।
- English Word fawn 1 Bengali definition [ফোন্] (noun) (১) হরিণশিশু। (২) হালকা হলুদ বাদামি রং।
- English Word fawn 2 Bengali definition [ফোন্] (verb intransitive) fawn (on) (১) (কুকুর) লাফিয়ে বা লেজ নেড়ে আনন্দ প্রকাশ করা। (২) (ব্যক্তি) হীনম্মন্যতাপূর্ণ তোষামোদ বা চাটুকারিতার মাধমে কারো অনুগ্রহলাভের চেষ্টা করা।
- English Word fay Bengali definition [ফেই] (noun) পরী।
- English Word fear 1 Bengali definition [ফিআ(র্)] (noun) (১) [countable noun, uncountable noun] ভয়; আতঙ্ক। for fear of (কারো বা কিছুর) ভয়ে। for fear that/lest পাছে কিছু না-ঘটে এই ভয়ে। (২) [uncountable noun] আশঙ্কা: fear of life. (৩) [uncountable noun] ভীতি (ভক্তিসহ): the fear of God, ঈশ্বরভীতি। fearfully (adjective) (ক) ভীতিকর; ভয়ানক; ভয়ংকর। (খ) শঙ্কিত; ভীত। fearfully (adverb) fearfulness (noun) ভয়ংকরতা। fearless (adjective) নির্ভীক; শঙ্কাহীন। fearlessly (adverb) fearlessness (noun) নির্ভীকতা; দুঃসাহসিকতা। fearsome [ফিআসাম্] (adjective) (সাধারণত ঠাট্টায়) ভয়ংকরদর্শন।
- English Word fear 2 Bengali definition [ফিআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) কাউকে বা কিছুকে ভয় করা: Why should we fear him? (২) ভীত হওয়া; ভয় পাওয়া; আশঙ্কাগ্রস্ত হওয়া: The villagers fear the onset of famine. (৩) fear (for) কিছুর জন্য উদ্বিগ্ন বা আশঙ্কাগ্রস্ত হওয়া। (৪) কোনো কিছুর ব্যাপারে আশঙ্কা প্রকাশ করা: fear (that) he will be late. (৫) ভক্তির সঙ্গে ভয় করা: to fear God.
- English Word feasible Bengali definition [ফীজাব্ল্] (adjective) (১) সম্ভব; যা করা যেতে পারে: This plan is not feasible. এ পরিকল্পনা বাস্তবায়নযোগ্য নয়। (২) (কথ্য) বিশ্বাসযোগ্য; আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত: His story sounds quite feasible. তার কাহিনি বিশ্বাসযোগ্য বলে মনে হয়। feasibility (noun)
- English Word feast Bengali definition [ফীস্ট্] (noun) (১) পর্ব; ধর্মীয় উৎসব। (২) ভোজ; (লাক্ষণিক) তৃপ্তিদায়ক উপভোগ। □ (verb transitive), (verb intransitive) (১) পর্ব বা ভোজে অংশ নেওয়া; উৎসব বা পর্ব পালন করা; আনন্দোৎসব করে সময় কাটানো। (২) feast on তৃপ্তি সহকারে উপভোগ করা: I feasted my eyes on her beauty.
- English Word feat Bengali definition [ফীট্] (noun) কৃতিত্বপূর্ণ কাজ; কৃতিত্ব।
- English Word feather 1 Bengali definition [ফেদা(র্)] (noun) পাখির পালক। a feather in one’s cap যথার্থ গর্বের ব্যাপার। in full/high feather খোশমেজাজে। birds of a feather (flock together) (মন্দার্থে) দলভুক্ত দুষ্ট প্রকৃতির ব্যক্তিরা (তুলনীয় চোরে চোরে মাসতুতো ভাই)। show the white feather ভয়ের লক্ষণ প্রদর্শন করা। □ (verb transitive) উদার সাহায্য প্রদানের মাধ্যমে প্রশ্রয় দেওয়া; কারো জন্য কোনো কাজ সহজ করে দেওয়া। featherbrained (adjective) শূন্যমস্তিষ্ক; অস্থিরচিত্ত। featherweight (noun) (বিশেষত মুষ্টিযোদ্ধা), ৫৩.৫ থেকে ৫৭ কিলোগ্রাম মধ্যবর্তী ওজনের। feathery (adjective) পালকতুল্য হালকা ও নরম: feathery snow.
- English Word feather 2 Bengali definition [ফেদা(র্)] (verb transitive) পালকশোভিত করা: feather an arrow feather one’s nest নিজের জন্য আরামের ব্যবস্থা করা; নিজের আগের গোছানো; স্বার্থ সাধন করা। feather one’s oar (নৌকাবাইচ) নৌকার গতি বদলিয়ে সমান পানির উপর দিয়ে যাওয়া (ঢেউ এড়িয়ে)।
- English Word feature Bengali definition [ফীচা(র্)] [noun] [countable noun] (১) মুখমণ্ডলের বিশেষ কোনো প্রত্যঙ্গ; Her eyes are her best feature. (২) (plural) মুখের আদল; মুখ: a man of handsome features, সুন্দর মুখবিশিষ্ট। (৩) বৈশিষ্ট্য: the main features of a plan. (৪) পত্রিকাদির গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা আলোচ্য বিষয়; পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: feature programme. উল্লেখযোগ্য ঘটনা নিয়ে নাট্যকারের তৈরি বেতার বা টিভি কর্মসূচি। □ (verb transitive) কিছুর উপাদান বা বৈশিষ্ট্য হওয়া; কারো বা কিছুর বৈশিষ্ট্য তুলে ধরার জন্য বিশেষ নিবন্ধ রচনা করা; লক্ষণীয়ভাবে উপস্থাপিত করা: The film featureed the great tragedy. featureless (adjective) বৈশিষ্ট্যহীন।
- English Word febrile Bengali definition [ফীব্রাইল] (adjective) জ্বরসংক্রান্ত; জ্বরো জ্বরো।
- English Word February Bengali definition [ফেব্রুআরি America(n) ফেব্রুএরি] (noun) ইংরেজি বর্ষের দ্বিতীয় মাস।
- English Word feckless Bengali definition [ফেক্লিস্] (adjective) ব্যর্থ; অক্ষম; দায়িত্বহীন। fecklessly (adverb) fecklessness (noun)
- English Word fecund Bengali definition [ফীকান্ড্ America(n) ফেকান্ড্] (adjective) উর্বর; প্রচুর উৎপাদনশীল। fecundity [ফিকান্ডাটি] [noun] [uncountable noun] উর্বরতা; উৎপাদনশীলতা।
- English Word fed Bengali definition (feed -এর 'past tense, past participle) fed up বিরক্ত; চরমভাবে হতাশ (কিছু সম্বন্ধে)।
- English Word fedeartion Bengali definition [ফেডারেইশ্ন্] (noun) (১) [countable noun] যে রাজনৈতিক ব্যবহার একাধিক রাজ্য বা রাষ্ট্র বৈদেশিক বিষয় প্রতিরক্ষা ও কিছু গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করে অন্যান্য ক্ষমতা নিজ নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে চুক্তিবদ্ধ থাকে। (২) ঐরূপ চুক্তিবদ্ধ রাষ্ট্রজোট, সমিতি বা ট্রেড ইউনিয়নসমূহের অনুরূপ জোট। (৩) আমেলবদ্ধ হওয়ার ব্যাপার।
- English Word federal Bengali definition [ফেডারাল] (adjective) (১) সন্ধি বা চুক্তিসংক্রান্ত; অভ্যন্তরীণ বিষয়াদি ব্যতীত অন্যান্য বিষয়ে সংঘবদ্ধ বিভিন্ন রাষ্ট্রের জোটসংক্রান্ত; আমেল-; কেন্দ্রীয়; ফেডারেল। Federal Bureau of Investigation (abbreviation FBI) যুক্তরাষ্ট্রের আইনভঙ্গজনিত অপরাধে তদন্ত এবং জাতীয় নিরাপত্তা রক্ষাকার্যে নিয়োজিত সরকারি দফতর। Federal Govt. কেন্দ্রীয় সরকার (বিপরীত State Govt. রাজ্য সরকার)। federal ism (noun) আমেলবাদ; ফেডারেলবাদ। federalist (noun) আমেলপন্থি; ফেডারেলপন্থি।
- English Word federate Bengali definition [ফেডারেইট্] (verb transitive), (verb intransitive) (রাজ্য, সমিতি, সংস্থা ইত্যাদি সম্বন্ধে) জোটবদ্ধ করা বা হওয়া; আমেলবদ্ধ করা বা হওয়া।
- English Word fee Bengali definition [ফী] (noun) (১) [countable noun] ডাক্তার, উকিল, গৃহশিক্ষক ইত্যাদি পেশাজীবীর কাজের জন্য প্রদেয় অর্থ বা সম্মানী; পরীক্ষা, ক্লাব ইত্যাদিতে ভর্তির জন্য প্রদেয় অর্থ; ফি। (২) [uncountable noun] (আইন) প্রজাস্বত্ব; উত্তরাধিকার; জায়গির। □ (verb transitive) কাউকে ফি প্রদান করা; ফি দিয়ে নিযুক্ত করা: to fee a legal adviser.