Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word festoon Bengali definition [ফেস্‌টুন্] [noun] [countable noun] (১) সাজসজ্জার অঙ্গ হিসেবে দুপাশে দুই দণ্ডের মাথায় ঝোলানো মালাবিশেষ (ফুল, পাতা, রিবন ইত্যাদি দিয়ে তৈরি)। (২) ফেসটুন; মালার ন্যায় ঝোলানো স্লোগানসংবলিত কাগজ বা বস্ত্র ইত্যাদি। □ (verb transitive) সাজানো; সজ্জিত করা; ফেসটুন লাগানো: This room is festooned with christmas decorations.
  • English Word fetch Bengali definition [ফেচ্] (verb transitive), (verb intransitive) (১) কোনো কিছু কাউকে গিয়ে নিয়ে আসা: fetch a doctor at once. fetch and carry (for) ছোট কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকা; কারো চাকরে পরিণত হওয়া: Why do you expect everyone to fetch and carry for you all day? (২) বের করা; আনা; He fetches a deep sigh. (৩) দাম পাওয়া: will fetch you some money. (৪) (কথ্য) আঘাত করা: He fetched his servant a slap on the face. fetch off বিপদ থেকে উদ্ধার করা। fetch out টেনে লম্বা করা। fetch up আরোগ্য করা; পুনরুদ্ধার করা। fetching (adjective) (কথ্য) আকর্ষণীয়; আনন্দময়: looks very fetching in that dress.
  • English Word fete Bengali definition [ফেইট্] (noun) উৎসব পর্ব; আনন্দময় অনুষ্ঠান (সাধারণত ঘরের বাইরে-মাঠে প্রাঙ্গণে): The village fete. fete day (noun) সন্তদের দিন, দ্রষ্টব্য saint (৫)। (verb transitive) সম্মান দেখানো: Our cricket team was feted everywhere they went; ভোজ খাওয়ানো।
  • English Word fetid Bengali definition [ফেটিড্] (adjective) পূতিগন্ধময়
  • English Word fetish Bengali definition [ফেটিশ্] (noun) (১) এমন কোনো বস্তু যাকে ভূতাশ্রিত ভেবে (ঐ ভূতশক্তির সাহায্য লাভের আশায়) পৌত্তলিক ও প্যাগানরা পূজা করে(২) এমন কোনো কিছু যার প্রতি অস্বাভাবিক বা মাত্রাতিরিক্ত মনোযোগ দেওয়া হয়; (কথ্য) আবেশ; বদ্ধসংস্কার: make a fetish of clothes.
  • English Word fetlock Bengali definition [ফেট্‌ল্‌ক] (noun) (১) অশ্বখুরের উপরের ও পিছনের অংশের কেশগুচ্ছ(২) (অশ্বখুরের উপরস্থিত) পায়ের যে অংশে উপর্যুক্ত কেশগুচ্ছ জন্মায়
  • English Word fetter Bengali definition [ফেটা(র্)] (noun) ঘোড়া বা বন্দির পায়ে পরানো শৃঙ্খল বা বেড়ি; (লাক্ষণিক সাধারণত plural) যা অগ্রগতি ব্যাহত করে; প্রতিবন্ধক। □ (verb transitive) বেড়ি পরানো; শৃঙ্খলিত করা; (লাক্ষণিক) বাধা দেওয়া; ব্যাহত করা।
  • English Word fettle Bengali definition [ফেট্‌ল্‌] (noun) in fine/good fettle (শারীরিক দিক থেকে) উত্তম অবস্থায়; চমৎকার ফুরফুরে মেজাজে
  • English Word fetus Bengali definition দ্রষ্টব্য foetus
  • English Word feud Bengali definition [ফিউড্] [noun] [countable noun] (১) দুই ব্যক্তি/পরিবার/বংশ/গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, কলহ ইত্যাদি(২) বেতনের পরিবর্তে প্রদত্ত জায়গির; সামন্তাধিকার
  • English Word feudal Bengali definition [ফিঊডল্] (adjective) মধ্যযুগের ইউরোপে (মালিকদের কাজকর্ম করে স্থির টাকার পরিবর্তে) জমি ভোগের যে পদ্ধতি চালু ছিল (the feudal system); তৎসংত্রুান্ত; সামন্ততান্ত্রিক; জায়গিরসংক্রান্ত: feudal law. সামন্ততান্ত্রিক আইন; the feudal barons. দ্রষ্টব্য vassal. feudalism [ফঊডল্ইজম্] (noun) [uncountable noun] সামন্ততান্ত্রিক পদ্ধতি; সামন্ততন্ত্র।
  • English Word fever Bengali definition [ফীভা(র্)] [noun] [uncountable noun, countable noun] (১) মানবশরীরের তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে বেশি (বিশেষত অসুস্থতার লক্ষণ); জ্বর: The child has a high fever. fever heat জ্বরের সময় শরীরের উচ্চ তাপ। (২) [uncountable noun] যেসব অসুখের সময় শরীরে তাপমাত্রা বেশি থাকে তার যেকোনো একটি: yellow fever; typhoid fever; rheumatic fever. (৩) (সাধারণত a fever) উত্তেজিত অবস্থা; স্নায়বিক উত্তেজনা: He is now in a fever of impatience. at/to fever pitch উত্তেজনার চরমে: The students coming out in processions are at fever pitch. fevered (adjective) উত্তেজনাগ্রস্ত: a fevered imagination, চরম উত্তেজিত। feverish [ফীভারিশ] (adjective) জ্বরের লক্ষণযুক্ত; অতি উত্তেজিত; অতি ব্যাকুল: feverish condition; feverish dreams. feverishly (adverb)
  • English Word few Bengali definition [ফিঊ] (adjective) (fewer, fewest) (pronoun) [many-এর সঙ্গে বৈপরীত্যসূচক; দ্রষ্টব্য little, দ্রষ্টব্য less, দ্রষ্টব্য much.]. (১) (plural noun-এর সঙ্গে attributive(ly) বেশি নয়; স্বল্প Very few people survived....There are fewer trains late at night....He made the fewest mistakes among all the students of this class. (২) (predicative(ly), কথ্যরীতিতে) বিরল: Such occasions are few. Members are very few today. (৩) a few স্বল্পসংখ্যক (few না-বোধক এবং a few হ্যাঁ-বোধক): This winter we shall go to Cox’s Bazar for a few days. some few; a good few; quite a few; not a few বেশকিছু; উল্লেখযোগ্যসংখ্যক। (৪) every few minutes/days, etc দ্রষ্টব্য every (৫)। (৫) the few সংখ্যালঘু সম্প্রদায়; ঊনজন। □ (pronoun) few of (negative) বেশিসংখ্যক নয়: Few of these apples are in good condition. a few of (positive) স্বল্পসংখ্যক: A few of the students of this class obtained 60% marks. fewness (noun)
  • English Word fey Bengali definition [ফেই] (adjective) (১) (স্কটল্যান্ডীয়) মৃত্যু যেন ঘনিয়ে আসছে এমন অনুভূতিসম্পন্ন(২) অলোকদৃষ্টিসম্পন্ন(৩) পারলৌকিক
  • English Word fez Bengali definition [ফেজ] (noun) ফেজটুপি; মুসলিমদের ব্যবহৃত লাল টুপি
  • English Word fiance Bengali definition (feminine fiancee) [ফিয়েআনসেই America(n) ফীআনসেই] (noun) (ফরাসি) বাগ্‌দত্ত; নির্দিষ্ট কাউকে বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ
  • English Word fiasco Bengali definition [ফিঅ্যাসকাউ] (noun) (plural fiascoes; America(n) অপিচ 'fiascoes [ফিঅ্যাসকাউজ]) (noun) কোনো উদ্যোগে চরম ব্যর্থতা; (মূলত) সংগীত, নাট্যাভিনয় ইত্যাদিতে ব্যর্থতা; চরম ব্যর্থতা; কলঙ্ককর পরিণতি: Yesterday’s play at the Jatiya Press Club was a fiasco.
  • English Word fiat Bengali definition [ফাইঅ্যাট্ America(n) ফীআট্] [noun] [countable noun] (১) শাসক কর্তৃক প্রদত্ত হুকুম বা আদেশ(২) রায়(৩) ক্ষমতা প্রদান
  • English Word fib Bengali definition [ফিব] (noun) (কথ্য) গুল; অসত্য বর্ণনা; (বিশেষত এমন বিষয় যা তেমন গুরুত্ববহ নয়)। □ (verb intransitive) (fibbed, fibbing, fibs) গুল মারা; মিথ্যা বলা। fibber (noun) যে গুল মারে বা মিথ্যা বলে। fibbing [noun] [uncountable noun] অসত্য বর্ণনা প্রদান।
  • English Word fibre Bengali definition (America(n) = fiber [ফাইবা(র্)] (noun) (১) [countable noun] আঁশ, তন্তু; প্রাণিদেহ বা উদ্ভিদের লম্বাকৃতি কোষসমষ্টি(২) [uncountable noun] উদ্ভিদের আঁশ দিয়ে তৈরি বস্তু যা নানা নির্মাণকাজে ব্যবহৃত হয়: hemp fibre, দড়ি বানানোর জন্য; cotton fibre, সুতা কাটার জন্য। fibre-board (noun) [uncountable noun] আঁশসমূহে চাপ দিয়ে তৈরি বোর্ড। fibreglass (noun) [uncountable noun] রাসায়নিক পদ্ধতিতে কাচ দিয়ে তৈরি আঁশ (যা দিয়ে কাপড় তৈরি করা যায় কিংবা নৌকা তৈরিতে যা ব্যবহৃত হয়)। (৩) [uncountable noun] গঠন; বিন্যাস; বুনন-বিন্যাস: material of coarse fibre; (লাক্ষণিক) চরিত্র: He is a person of strong moral fibre, fibrous [ফাইব্‌রাস] (adjective) তন্ত্র দিয়ে তৈরি; তন্তুবৎ; আঁশালো।
  • English Word fibula Bengali definition [ফিবিউলা] (noun) (anatomy) অনুজঙ্ঘাস্থি; পা ও হাঁটুর মধ্যকার দুটি লম্বা অস্থির মধ্যে যেটি বাইরের দিকে অবস্থিত
  • English Word Fickle Bengali definition [ফিক্‌ল্‌] (adjective) (আবহাওয়া, মনোভাব ইত্যাদি) প্রায়ই পরিবর্তনশীল; দৃঢ়ভাবে অনুগত নয় এমন: a Fickle lover; Fickle fortune. Fickleness (noun)
  • English Word fiction Bengali definition [ফিক্‌শ্‌ন্‌] (noun) (১) [countable noun] কল্পিত বা বানানো কিছু; (সত্যের সঙ্গে বৈপরীত্যসূচক)। a legal/polite fiction সামাজিক বা আইনানুগ সুবিধার কোনো কিছুকে সত্য বলে ধরে নেওয়া যা প্রকৃত প্রস্তাবে সত্য না-ও হতে পারে। (২) [uncountable noun] গল্প, উপন্যাস, রোমান্স কাহিনি (সাহিত্যের শাখাবিশেষ) : Truth is often stranger than fiction! I prefer reading history to fiction.
  • English Word fictitious Bengali definition [ফিক্‌টিশাস্] (adjective) বাস্তব নয়; কল্পিত বা আবিষ্কৃত: His experience is quite fictitious.
  • English Word fiddle Bengali definition [ফিড্‌ল্] (noun) (১) (কথ্য) বেহালা; বেহালা গোত্রের অন্য যেকোনো বাদ্যযন্ত্রhave a face as long as a fiddle বিষণ্ণ মুখ; বিরস বদন। fit as a fiddle খুব ভালো; সুস্থ ও স্বাস্থ্যবান। play second fiddle (to) অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ। fiddle-stick (noun) বেহালার ছড়। fiddle-sticks (interjection) অর্থহীন; বাজে। (২) বেহালা বাজানোর কাজ। □ (verb transitive) (১) (কথ্য) বেহালা বাজানো; বেহালায় সুর তোলা(২) fiddle (about) (with) উদ্দেশ্যহীনভাবে নাড়াচাড়া করা; উদ্দেশ্যহীনভাবে বাজানো (আঙুলে কিছু নিয়ে) বা খেলা করা: Stop fiddling! He was fiddling (about) with a place of thing. (৩) (ব্যবসার হিসাব ইত্যাদির ক্ষেত্রে) সততার পরোয়া না-করে ভুল হিসাবপত্র তৈরি রাখা: fiddle an incometex return. সঠিক কর প্রদান এড়িয়ে যাওয়ার জন্য আয়ের মিথ্যা বা ভুল হিসাব দেওয়া। fiddler (noun) (১) বেহালাবাদক(২) প্রতারক; জোচ্চোর(৩) কাঁকড়াজাতীয় ক্ষুদ্র প্রাণীfiddling (adjective) (কথ্য) তুচ্ছ; গৌণ: fiddling little jobs.
  • English Word fidelity Bengali definition [ফিডেলাটি] [noun] [uncountable noun] fidelity (to) (১) আনুগত্য; বিশ্বস্ততা: fidelity to one’s principles/religion/leader/husband/wife etc. (২) যথার্থতা; সত্যতা: When you translate something, please do it will the greatest fidelity; high fidelity equipment, উচ্চমানের শব্দ ধারণ; গ্রহণ ও প্রক্ষেপণ যন্ত্রাদি। দ্রষ্টব্য hi.fi.
  • English Word fidget Bengali definition [ফিজিট্] (verb transitive), (verb intransitive) fidget (about) (with) শরীর বা শরীরের অংশবিশেষ অস্থিরভাবে নাড়াচড়া করা বা করানো; অধীর বা অস্থিরভাবে চলাফেরা করা; স্নায়বিক অস্থিরতায় ভোগা: The boy was fidgeting (about) with knife and fork. What’s fidgeting you? তোমার স্নায়বিক অস্থিরতার কারণ কী? □ (noun) (১) (সাধারণত the fidgets) অস্থিরতাপূর্ণ চলাফেরা: their children were in the fidgets. (২) যে ব্যক্তি অস্থিরভাবে চলাফেরা করে; যে ব্যক্তি অস্থিরতায় ভোগে: You are indeed, a fidget. fidgety (adjective) অস্থির; বিকারগ্রস্ত: a fidgety child.
  • English Word fie Bengali definition [ফাই] (interjection) অনুমোদন বা বিরক্তিসূচক অব্যয়বিশেষ- ছিঃ ছিঃ; ধিক্: fie upon.
  • English Word field 1 Bengali definition [ফীল্‌ড্‌] (noun) [countable noun] (১) আবাদযোগ্য জমি বা গবাদি পশুর চারণভূমি যার চারপাশে ঝোপঝাড় বা বেড়ার ঘেরাও থাকে: What a fine field of paddy! The farmers are working in the fields. The cows are grazing in the field. (২) মাঠ; ময়দান; উন্মুক্ত প্রাঙ্গণ: an ice field, যেমন উত্তর মেরুর চারপাশে; a flying field, a landing field (উড়োজাহাজের জন্য); a cricket/hockey/football field. field events (noun) (plural) লাফ-ঝাঁপ-দৌড় ইত্যাকার বহিরাঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা (কিন্তু ঘোড়দৌড়, ফুটবল, হকি ইত্যাদি নয়)। field glasses (noun) (plural) বহিরাঙ্গনে ব্যবহারের জন্য দূরপাল্লার দুরবিনবিশেষ। field sports (noun) (plural) শিকার; শুটিং ও মৎস্যশিকার। (৩) (সাধারণত যৌগশব্দে) যে জমি বা ভূমিতে খনিজ পদার্থ ইত্যাদি পাওয়া যায়: gold fields, oil field, coal fields. (৪) অধ্যয়ন বা কর্মক্ষেত্র বা এলাকা: the field of politics/arts/science/medicine/ literature that is outside my field, অর্থাৎ আমি যেসব বিষয় অধ্যয়ন করেছি বিষয়টি তার মধ্যে নেই। fieldwork (noun) [uncountable noun] গবেষণাগার বা বিদ্যায়তনের পরিধির বাইরে গিয়ে জরিপকাজ; ভূতত্ত্ববিদ বা সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রী সরেজমিনে পরিদর্শন, পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ-আলোচনার আলোকে যেসব বৈজ্ঞানিক, কারিগরি বা সমাজতত্ত্বমূলক অনুসন্ধান পরিচালনা করে। (৫) আওতা; পরিধি (প্রয়োগের, কাজের ব্যবহারের); ক্রিয়াশীলতার এলাকা: a magnetic field, কোনো চুম্বকের চারপাশে যতদূর পর্যন্ত চৌম্বক শক্তি ক্রিয়াশীল থাকে; a wide field of vision; the earth’s gravitational field. (৬) যুদ্ধ সংঘটিত হয়েছে এমন ক্ষেত্রে: the field of battle; take the field যুদ্ধে যাওয়া; field artillery; field gun (noun(s)) যুদ্ধে ব্যবহার্য হালকা ও স্থানান্তরযোগ্য কামানসমূহ; লঘুভার গোলন্দাজবাহিনী। field day (noun) যেদিন সামরিক মহড়া, প্রদর্শনী ইত্যাদি হয়; (লাক্ষণিক) বিশেষ বা বড় উপলক্ষ্য। a field day (লাক্ষণিক) বিজয় দিবস; পরম দিবস। field-hospital (noun) যুদ্ধক্ষেত্রের পাশে অস্থায়ীভাবে স্থাপিত ছোট হাসপাতাল। Field Marshal (noun) সর্বোচ্চ পর্যায়ের সামরিক অফিসার। field-officer (noun) মেজর বা কর্নেল। field work (noun) যুদ্ধক্ষেত্রে সৈনিকরা যে অস্থায়ী দুর্গ তৈরি করে। (৭) (ক্রীড়া ও শরীরচর্চা;) (শৃগাল-শিকার) শিকারে যারা অংশ নেয় তারা সবাই, কোনো প্রতিযোগিতায়, বিশেষত ঘোড়দৌড়ে) সকল প্রতিযোগী; (ক্রিকেটে ও বেসবলে) যে টিম ব্যাট করছে না; যে টিম ফিল্ডিং (ক্রিকেটে) করছে।
  • English Word field 2 Bengali definition [ফীল্‌ড্‌] (verb transitive), (verb intransitive) (১) (ক্রিকেট ও বেসবলে) বল ধরা বা থামিয়ে দেওয়া: He fielded the ball smartly. (২) (ফুটবল, হকি) মাঠে নামানো: This year a balanced team is being fielded by West Germany for the World Cup. fielder; fieldsman [ফীল্‌ড্‌মান] (noun) (fieldsmen), (ক্রিকেটে ইত্যাদিতে) যে ব্যক্তি বল ধরে বা থামায়; যে ফিল্ডিং করে।