F পৃষ্ঠা ৪
- English Word fan 3 Bengali definition [ফ্যান্] (noun) (কথ্য) গোঁড়াভক্ত, অনুরাগী: a football fan.
- English Word fanatic Bengali definition [ফা্ন্যাটিক্] (noun) (সাধারণত ধর্ম) অতিশয় গোঁড়া ব্যক্তি। □ (adjective) (অপিচ fanatical) অতিমাত্রায় গোঁড়া।
- English Word fanaticism Bengali definition [ফান্যাসিজ্ম্] (noun) [uncountable noun] উগ্র যুক্তিহীন উৎসাহ; [countable noun] এর দৃষ্টান্ত।
- English Word fancier Bengali definition [ফ্যানসিআ(র্) (noun) বিশেষ দ্রব্য, প্রাণী ইত্যাদি সম্পর্কে বিশেষ জ্ঞান এবং অনুরাগবিশিষ্ট ব্যক্তি; (নামটি এই শব্দের আগে বসানো হয়) a rose fancier, a pigeon fancier.
- English Word fanciful Bengali definition [ফ্যানসিফ্ল্] (adjective) (১) (ব্যক্তি) অলীক কল্পনাসম্পন্ন; খেয়ালি; কল্পনাপ্রবণ: a fanciful writer. (২) অবাস্তব; উদ্ভট। fancifully (adverb)
- English Word fancy 1 Bengali definition [ফ্যান্সি] (noun) (fancies ) (১) [uncountable noun] অলীক কল্পনা: a world of mere fancy. (২) [countable noun] কল্পিত কোনো কিছু; অসার বা অলীক ধারণা/বিশ্বাস: the fancies of a poet. (৩) [countable noun] a fancy (for) শখ; পছন্দ; কামনা: He has a fancy for wall paintings. take a fancy to কারো বা কিছুর প্রতি আকৃষ্ট হওয়া: take/catch the fancy of আকৃষ্ট করা: The picture caught her fancy. a passing fancy সাময়িক শখ। fancy-free (adjective) নিরাসক্ত; অনুরাগহীন; নিরুদ্বিগ্ন; ভাবনাচিন্তাহীন।
- English Word fancy 2 Bengali definition [ফ্যান্সি] (adjective) (attributive(ly)) (১) (বিশেষত ক্ষুদ্র দ্রব্যাদি) উজ্জ্বল; বর্ণাঢ্য; নয়নাভিরাম; fancy cakes. (২) সাদামাটা নয় এমন: fancy bread. fancy dress জাঁকজমকপূর্ণ পোশাক। fancywork সুচের কারুকার্য। (৩) বিশেষ সৌন্দর্যের কারণে পালিত: fancy dogs. fancy pansies দুই বা ততোধিক বর্ণবিশিষ্ট। (৪) অত্যধিক সীমাছাড়া: fancy prices; অসংযত বা বেপরোয়া: fancy ideas. (৫) (America(n) দ্রব্যাদি সম্বন্ধে) উচ্চমানের। (৬) কল্পিত: a fancy portrait.
- English Word fancy 3 Bengali definition [ফ্যান্সি] (verb transitive) (past tense past participle fancied) (১) কল্পনা করা; মনে ছবি আঁকা: I have always fancied him as a hero. (২) (সুনিশ্চিত না-হয়ে বা যথেষ্ট যুক্তি ছাড়া) অনুমান করা বা ধারণা করা: Don’t fancy that you can succeed without hard work. (৩) (কথ্য) পছন্দ করা; কামনা করা: I do not fancy that type of girl/house. (৪) fancy oneself নিজের সম্পর্কে খুব উচ্চ ধারণা পোষণ করা। (৫) বিস্ময়সূচক কথায় ব্যবহৃত: Fancy that, now! Just fancy কী অবাক কাণ্ড; ভাব তো!
- English Word fanfare Bengali definition [ফ্যানফেআ(র্)] [noun] [countable noun] (সংগীত) তূর্যনিনাদ; ট্রাম্পেট, বিউগল ইত্যাদির ঝংকার।
- English Word fang Bengali definition [ফ্যাঙ্] [noun] [countable noun] লম্বা তীক্ষ্ণ দাঁত (বিশেষত কুকুর ও নেকড়ের) ; সাপের বিষদাঁত।
- English Word fanlight Bengali definition (noun) দরজার উপরে পাখা আকৃতির জানালা। দ্ৰষ্টব্য fan 1.
- English Word fanny Bengali definition [ফ্যানি্] (noun) (fannies) (America(n)) (অপশব্দ) নিতম্ব; পাছা।
- English Word fantasia Bengali definition [ফ্যানটেইজিআ America(n) ফ্যানটেইজা] (noun) উদ্ভটরীতিতে রচিত সংগীত বা শিল্পকর্ম।
- English Word fantasize, fantasise Bengali definition [ফ্যান্টাসাইজ] (verb intransitive), (verb transitive) fantasize (about) (কোনো কিছু সম্বন্ধে) উদ্ভট কল্পনা করা বা ধারণা হওয়া। fantasist (noun) কল্পনাপ্রবণ ব্যক্তি।
- English Word fantastic Bengali definition [ফ্যান্ট্যাস্টিক্] (adjective) (১) অদ্ভুত কল্পনাপূর্ণ ও বিচিত্র; উদ্ভট। (২) (ধারণা বা পরিকল্পনা) অবাস্তব। (৩) (অপশব্দ) চমৎকার; দারুণ।
- English Word fantasy Bengali definition [ফ্যান্টাসি] (noun) (plural fantasies) (১) [uncountable noun] অলীক কল্পনা; বাঁধনহারা কল্পনা: world of fantasy. (২) [countable noun] কল্পনার ফসল। (৩) [countable noun] = fantasia (উদ্ভট রচনা)।
- English Word far 1 Bengali definition [ফা:(র্)] (adjective) (১) (সাধারণত সাহিত্যিক) দূরবর্তী: a far country; a far cry; কোনো কিছু থেকে বহু দূর; (লাক্ষণিক) অত্যন্ত ভিন্ন কিছু। (২) the Far East দূরপ্রাচ্য; এশিয়ার পূর্বাংশ; (জাপান, কোরিয়া প্রভৃতি দেশ)। the Far West যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চল। (৩) (= farther) আরো দূরের: far end of the road.
- English Word far 2 Bengali definition [ফা্:(র্)] (adverb) (১) অপেক্ষাকৃত দূরে (সাধারণত) প্রশ্নবোধক এবং না সূচক বাক্যে ব্যবহৃত: How far did you go? We didn’t go far. (২) (অন্য ক্রিয়াবিশেষণ বা অব্যয়ের সঙ্গে) (অনেক দূর বা ব্যবধান বোঝাতে) সুদূরে; far away; far beyond out reach. far from আদৌ নয়: far from being a reactionary, he’s actually quite liberal in his views. by far (তুলনায়) অনেক বেশি পরিমাণে বা মাত্রায়: That was by far the best offer. from far বহুদূর থেকে। go far (ক) (ব্যক্তি) সফল হওয়া, অত্যধিক করা। (খ) (অর্থ) মালামাল, সেবা ইত্যাদি কিনতে পারা: A dollar does not go so far today as it did ten years ago. go/carry something too far কিছু নিয়ে বাড়াবাড়ি করা; যুক্তিগ্রাহ্যতার সীমা লঙ্ঘন করা: The example should not be carried too far; do not carry the joke too far. go far towards/to doing something যথেষ্ট অবদান রাখা বা সহায়তা করা: The assurance went far towards pacifying the students. far and near/wide সর্বত্র। far be it from me to do something আমার দ্বারা কখনো এটা করা সম্ভব হবে না। so far এযাবৎ, so far, so good এযাবৎ সবকিছু ভালোই চলছে। as/so far as (ক) উল্লিখিত স্থান পর্যন্ত: We walked as far as the bus-stoppage.(খ) সমান দূরত্ব: You will not have to do so far as the others. (গ) যতদূর/যতটা: so far as I have been informed, আমি যতদূর খবর পেয়েছি। (৩) (বিশেষণ বা ক্রিয়াবিশেষণের সঙ্গে) যথেষ্ট পরিমাণে; অনেক বেশি: far better; It fell far short of my expectations. far and away (তুলনায়) যথেষ্ট পরিমাণে বা মাত্রায় (তুলনীয় by far). faraway (adjective) (ক) বহু দূরবর্তী। (খ) (কোনো লোকের চোখের দৃষ্টি সম্বন্ধে) আবিষ্ট; আনমনা। far famed (adjective) (আলংকারিক অর্থ) ব্যাপকভাবে পরিচিত। farfetched (adjective) (তুলনা) কষ্টকল্পিত; অস্বাভাবিক। far-flung (adjective) (আলংকারিক অর্থ) সুদূরপ্রসারিত। far-gone (রোগ, ঋণ ইত্যাদিতে) বিষমভাবে আক্রান্ত বা জর্জরিত। far-off (adjective) = far away। far-reaching (adjective) সুদূরপ্রসারী। far-seeing (adjective) দূরদর্শিতাপূর্ণ। far-sighted (adjective) (ক) কাছের বস্তু অপেক্ষা দূরের বস্তু অধিকতর স্পষ্টভাবে দেখতে সক্ষম। (খ) (লাক্ষণিক) ভবিষ্যতের প্রয়োজন বিচার করতে সক্ষম; দূরদর্শী।
- English Word farce Bengali definition [ফা:স্] (noun) (১) [countable noun] প্রহসন; হাস্যরসোদ্দীপক নাটিকা। [uncountable noun] নাটকের এই রীতি। (২) [countable noun] হাস্যকর ঘটনাবলি; অবাস্তব ও অসার কার্যক্রম: The trial was nothing but a farce. farcical (adjective) farcically (adverb)
- English Word fare 1 Bengali definition [ফেআ(র্)] (noun) (১) যানবাহনের ভাড়া। (২) ভাড়াটে গাড়ির যাত্রী: The taxi driver had no fare in the morning.
- English Word fare 2 Bengali definition [ফেআ(র্] [noun] [uncountable noun] পরিবেশিত খাবার। bill of fare খাবারতালিকা; মেনু।
- English Word fare 3 Bengali definition [ফেআ(র্] (verb intransitive) (১) অগ্রসর হওয়া; চালিয়ে যাওয়া; ফল লাভ করা: He fared well in his venture. You may go farther and fare worse (প্রবাদ) নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট থাকা উচিত। (২) (প্রাচীন প্রয়োগ) ভ্রমণ করা। fare forth যাত্রা শুরু করা।
- English Word farewell Bengali definition [ফেআওয়েল্] (interjection) বিদায়। did/say farewell to বিদায় দেওয়া; পরিত্যাগ করা। □ (noun) বিদায়: (attributive(ly)) a farewell speech, বিদায়সম্ভাষণ।
- English Word farm 1 Bengali definition [ফা্:ম্] (noun) (১) খামার; গোলাবাড়ির উঠান। (২) (অপিচ farmhouse, farmstead) খামার সংলগ্ন কৃষকের বসতবাড়ি।
- English Word farm 2 Bengali definition [ফা্:ম্] (verb transitive), (verb intransitive) (১) কৃষিকাজ, পশুপালন ইত্যাদির জন্য ভূমি ব্যবহার করা: My friend farms now over 100 acres. Where is he farming? (২) farm out (to) (ক) ইজারা দেওয়া। (খ) (কোনো কিছুর) দেখাশোনার ব্যবস্থা করা। farmer (noun) জোতদার; কৃষক।
- English Word farrago Bengali definition [ফা্:রা: গাউ] (noun) (farragoes) বিভিন্ন প্রকৃতির বস্তুর মিশ্রণ; জগাখিচুড়ি।
- English Word farrier Bengali definition [ফ্যারিআ(র্) (noun) যে ব্যক্তি ঘোড়ার খুরে নাল পরায়।
- English Word farrow Bengali definition [ফ্যারাউ] (verb transitive) শূকরছানা প্রসব করা: The sow will soon farrow. □ (noun) (একেবারে জাত) শূকরছানার পাল।
- English Word fart Bengali definition [ফা:ট্] (verb intransitive), (noun) (অশিষ্ট) পায়ুপথে বায়ু নিঃসারণ; বাতকর্ম করা/করণ।
- English Word farther Bengali definition [ফা:দা(র্)] (adverb) (for –এর 'comparative) অধিকতর দূরত্বে বা গভীরতায়; আরো দূরে বা অভ্যন্তরে; We went farther into the forest. □ (adjective) অধিকতর দূরবর্তী: at the farther end of the park.