F পৃষ্ঠা ৩১
- English Word fume Bengali definition [ফিউম্] (noun) (১) (সাধারণত plural) উগ্র গন্ধের ধোঁয়া, গ্যাস বা বাষ্প: petrol fumes. (২) (সাহিত্যিক) মনের উত্তেজিত অবস্থা; ঘোর: in a fume of anxiety. □ (verb intransitive), (verb transitive) (১) fume (at) ধূমোদ্গার করা; ধোঁয়া ছাড়তে ছাড়তে যাওয়া; (লাক্ষণিক) চাপ ক্রোধ বা বিরক্তি প্রকাশ করা; ফোঁসা: fume at somebody’s incompetence. (২) (কাঠ ইত্যাদির উপরিভাগ কালচে করার জন্য) ধোঁয়ার সাহায্যে প্রক্রিয়াজাত করা; ধূমিত করা: fumed oak.
- English Word fumerole Bengali definition [ফিউমারোউল্] (noun) ভূত্বকের রন্ধ্র; যার ভিতর দিয়ে গ্যাস বা বাষ্প নিঃসারিত হয়; ধূমরন্ধ্র।
- English Word fumigate Bengali definition [ফিউমিগেইট্] (verb transitive) ধোঁয়ার সাহায্যে জীবাণুমুক্ত করা; ধূমন করা; উপধূপন করা: fumigate a room. fumigation [ফিউমিগেইশ্ন্] (noun) ধূমন; উপধূপন।
- English Word fun Bengali definition [ফান্] (noun) [uncountable noun] (১) মজা; তামাসা; রঙ্গ; কৌতুক; হাসিঠাট্টা। funfair (noun) প্রমোদোদ্যান; আনন্দমেলা। দ্রষ্টব্য amuse ভুক্তিতে amusement park. fun and games (কথ্য) আমোদ-প্রমোদ; রঙ্গতামাসা; ক্রীড়াকৌতুক। make fun of; poke fun at কাউকে নিয়ে রঙ্গ/কৌতুক/মজা করা; হাস্যাস্পদ করা। for/in fun কৌতুকচ্ছলে; রসিকতাচ্ছলে; রঙ্গ করে। (২) মজার লোক/জিনিস: He’s a great fun. (৩) (attributive(ly), কথ্য) মজার/আমোদের জন্য ব্যবহৃত: a fun hat/car.
- English Word funambulist Bengali definition [ফিউন্যাম্বিউলিস্ট্] (noun) যে ব্যক্তি দড়ির উপর দিয়ে হাঁটার কসরত দেখায়।
- English Word function Bengali definition [ফাঙক্শ্ন্] (noun) [countable noun] (১) কোনো বস্তু বা ব্যক্তির বিশেষ কার্য; বৃত্তি; কর্ম; কাজ; ব্যবহার; ব্যবসায়: The functions of a magistrate; the function of the heart. (২) অনুষ্ঠান: to organize a function. (৩) (গণিত) যে চল রাশির (variable) মান অন্য কোনো রাশির উপর নির্ভর করে; অপেক্ষক। □ (verb intransitive) কাজ করা; দায়িত্ব পালন করা; বৃত্তি নির্বাহ করা। functional [ফাঙক্শান্ল্] (adjective) ব্যবহারিক; প্রায়োগিক; বৃত্তিগত; বৃত্তীয়: functional architecture, ব্যবহারিক স্থাপত্য (সৌন্দর্য যার মূল লক্ষ্য নয়)। functionalism [ফাঙক্শানালিজাম্] (noun) বস্তু ইত্যাদির (যেমন আসবাবপত্র, ভবন) নকশা, নির্মাণ-উপকরণ প্রভৃতি তাদের ব্যবহারের উদ্দেশ্যের দ্বারা নির্ধারিত হবে, এই তত্ত্ব; বৃত্তিবাদ। functionalist [ফাঙক্শানালিস্ট্] (noun) বৃত্তিবাদী।
- English Word functionary Bengali definition [ফাঙ্ক্শানারি America(n) [ফাঙ্ক্শানেরি] (noun) (plural functionaries) (প্রায়ই তুচ্ছার্থে) কর্মভারপ্রাপ্ত ব্যক্তি; কর্তাব্যক্তি; নিয়োগী।
- English Word fund Bengali definition [ফান্ড্] (noun) [countable noun] (১) ভাণ্ডার: a fund of amusing stories. (২) (প্রায়ই plural) তহবিল: a relief fund; charity funds. the (public) funds এক ধরনের বিনিয়োগ হিসেবে জাতীয় ঋণের স্টক বা পরিপণ; জাতীয় ঋণভাণ্ডার: have TK. 2000 in the funds, অর্থাৎ সুদের বিনিময়ে সরকার যে ঋণ গ্রহণ করেন, তাতে ২০০০ টাকা বিনিয়োগ করা। no funds চেক প্রদানকারী ব্যক্তির হিসেবে কোনো টাকা নেই, এই মর্মে (ব্যাংক কর্তৃক প্রদত্ত) বিজ্ঞপ্তি; তহবিল শূন্য। □ (verb transitive) (১) তহবিল/অর্থ জোগান দেওয়া: a project funded by charities. (২) (অর্থ ব্যবস্থাপনাবিদ্যা) নির্দিষ্ট সুদে (স্বল্পমেয়াদি ঋণকে) দীর্ঘমেয়াদি ঋণে রূপান্তরিত করা; বিধিতে পরিণত করা।
- English Word fundament Bengali definition [ফান্ডামান্ট্] (noun) নিতম্ব; পাছা।
- English Word fundamental Bengali definition [ফানডামানট্ল্] (adjective) fundamental (to) মৌলিক; মৌল; ভিত্তিগত; মূলগত; মূলীভূত; সারগত; সারভূত; প্রারম্ভিক: the fundamental ideas. □ (noun) সারভূত অংশ; সারকথা। the fundamentals মূল সূত্রাবলি: the fundamentals of chemistry. fundamentally [ফানডামানটালি] (adverb) মূলগতভাবে। fundamentalism [ফানডামানটালিজাম্] (noun) [uncountable noun] খ্রিস্টান ধর্মের (কিংবা যেকোনো ধর্মের) সনাতন বিশ্বাসসমূহের (যেমন বাইবেলের প্রতিটি বিষয়ের যথার্থতা) আক্ষরিক ব্যাখ্যার সমর্থন; মৌলবাদ। fundamentalist [ফানডামানটালিস্ট্] (noun) মৌলবাদী।
- English Word funemployed Bengali definition [ফানিমপ্লয়েড্] (adjective) ('fun' আর 'unemployed' দিয়ে তৈরি) আনন্দময় বেকারত্বের অবস্থা; (চাকরি না- থাকার কারণে বিনোদন আর ক্রীড়া কৌতুকে বেশি সময় দিতে পারার কারণে) : May be you’re funemployed and you can go anytime? □ (noun) funemployment [uncountable noun] (fun আর unemployment মিলে তৈরি) বেকারত্বের সেই সময় যখন আনন্দ-বিনোদনে সময় কাটে।
- English Word funeral Bengali definition [ফিঊনারাল] (noun) [countable noun] (১) অন্ত্যেষ্টিক্রিয়া; শবসৎকার; উত্তরক্রিয়া; দাফন। (২) (attributive(ly) প্রয়োগ) অন্ত্যেষ্টিক্রিয়া সম্বন্ধীয়; শাব; শোকাবহ: a funeral procession. শব-শোভাযাত্রা: a funeralmarch, শোকাবহ; ভাবগম্ভীর সংগীতবিশেষ; a funeral pile/pyre, চিতা; শ্মশান; চিতাগ্নি; a funeral parior, (America(n)) মুর্দাফরাশের দফতর। its/that’s my/your etc funeral (কথ্য) আমার/তোমার… মাথাব্যথা/দুশ্চিন্তা। funereal [ফিঊনিআরিআল] (adjective) অন্ত্যেষ্টিক্রিয়া সম্বন্ধীয়; অন্ত্যেষ্টিক; শোকাবহ; বিষাদাচ্ছন্ন: a funereal expression.
- English Word fungus Bengali definition [ফাঙ্গাস্] (noun) plural fungi, [ফাঙ্গাই] বা 'funguses' [ফাঙ্গাসিজ]) অন্য উদ্ভিদ বা পচনশীল বস্তুর (যেমন পুরনো কাঠ) উপর গজানো পত্রপুষ্প বা সবুজ রঞ্জকপদার্থবিহীন উদ্ভিদ; ছত্রাক; ব্যাঙের ছাতা। fungicide [ফানজিসাইড্] (noun) [uncountable noun, countable noun] ছত্রাকনাশক। fungoid [ফাঙ্গয়ড্] (adjective) ছত্রাক সম্বন্ধীয় বা ছত্রাকতুল্য; ছত্রাকীয়; fungous [ফাঙ্গাস্] (adjective) ছত্রাকীয়; ছত্রাকজনিত; ছত্রাকাকৃতি।
- English Word funicular Bengali definition [ফিঊনিকিউলা(র্)] (noun) funicular (railway) তার ও স্থির ইনজিনের সাহায্যে ঢালু পথে চালিত রেলগাড়ি; রজ্জুরেল।
- English Word funk Bengali definition [ফাঙ্ক্] (noun) (কথ্য) (১) প্রচণ্ড ভয়; মহাআতঙ্ক; ত্রাস: be in a funk. (২) কাপুরুষ; ভীরু। □ (verb intransitive), (verb transitive) ভীত হওয়া; ভয়ে পিছিয়ে আসা/যাওয়া। funky (adjective) (America(n) অপশব্দ) (সংগীত) আবেগময় ও দ্রুত লয়ের; ভাবোদ্বেল।
- English Word funkinetics Bengali definition [ফান্কাইনেটিক্স্] (noun) ('funk' আর 'kinetics' মিলে তৈরি) ফানকাইনেটিক্স; বিনোদন-ব্যায়াম; (সংগীতের তালে তালে শরীরচর্চা বা এরোবিকস): If you like soul music and aerobics, you’ll like funkinetics.
- English Word funnel Bengali definition [ফান্ল্] (noun) (১) (বোতল ইত্যাদির মধ্যে তরল বা গুঁড়া পদার্থ ঢালতে) কুপি; চুঙ্গি। (২) বাষ্পীয় পোত, রেল-ইনজিন ইত্যাদির ধূম-নির্গমনের পথ; চোঙা। two/three-funnelled (adjective) দুই/তিন চোঙাওয়ালা। □ (verb transitive), (verb intransitive) (funnelled, funnelling, funnels; America(n) funneled, funneling, funnels ) চোঙার মধ্য দিয়ে কিংবা অনুরূপভাবে চলা/চালানো।
- English Word funny Bengali definition [ফানি] (adjective) (funnier, funniest) (১) মজার; মজাদার; কৌতুককর: funny stories. (২) অদ্ভুত; আশ্চর্য; আজব। funny-bone (noun) কনুইয়ের অংশবিশেষ, যার উপর দিয়ে একটি অত্যন্ত সংবেদনশীল স্নায়ু চলে গেছে। the funnies (noun) (plural) (কথ্য) = comic strips, রঙ্গচিত্র। funnily [ফানিলি] (adverb) কৌতুককরভাবে; অদ্ভুতরূপে। funniness (noun) মজা; কৌতুককরত্ব; অদ্ভুতত্ব।
- English Word fur Bengali definition [ফা(র্)] (noun) (১) [uncountable noun] কোনো-কোনো জন্তুর (যেমন বিড়াল, খরগোশ) নরম মোটা লোম। make the fur fly গোলযোগ/হাঙ্গামা সৃষ্টি করা। fur and feather লোমশ জন্তু ও পক্ষীকুল। (২) [countable noun] বিশেষত পোশাকরূপে ব্যবহৃত মোটা লোমযুক্ত পশুচর্ম; লোমশ চামড়া: a fox fur; expensive furs; (attributive(ly)) a fur coat. লোমশ চামড়ার কোট। (৩) [uncountable noun] (অসুস্থ অবস্থায় জিহ্বার) কুলুক; জিহ্বামল; ছ্যাতলা; চুনযুক্ত পানি ফুটানোর ফলে কেতলি, বয়লার ইত্যাদির তলায় সঞ্চিত কঠিন মল বা কাইট। (verb transitive), (verb intransitive) (furred, furring, furs) fur (up) মলযুক্ত/মলাবৃত হওয়া: a furred tongue/kettle . furry [ফারি] (adjective) (furier, furiest) লোমবৎ; লোমশ।
- English Word furbelow Bengali definition [ফাবিলোউ] (noun) (প্রায়ই frills and furbelows –তে ব্যবহৃত) (পোশাক ইত্যাদিতে) জমকালো বা অনাবশ্যক অলংকার; সাজগোজ।
- English Word furbish Bengali definition [ফাবিশ] (verb transitive) ঘষামাজা করা; ঘষেমেজে উজ্জ্বল করা; নতুনের মতো করা; ঝকঝকে করা: furbish a sword.
- English Word furcate Bengali definition [ফাকেইট্] (adjective) বিভক্ত; শাখাবিভক্ত। □ (verb intransitive) বিভক্ত হওয়া।
- English Word furious Bengali definition [ফিউ্যআরিআস্] (adjective) উচণ্ড; উন্মত্ত; ক্রোধোন্মত্ত; ক্ষিপ্ত; উৎকট; অসংযত: a furious struggle/quarre/storm. fast and furious প্রচণ্ড হৈহুল্লোড়পূর্ণ। furiously (adverb) উচ্চণ্ডভাবে।
- English Word furl Bengali definition [ফাল্] (verb transitive), (verb intransitive) (পাল, পতাকা, ছাতা ইত্যাদি সম্বন্ধে) গুটানো; সংবৃত করা বা হওয়া।
- English Word furlong Bengali definition [ফালঙ America(n) ফালোঙ্] (noun) এক মাইলের ১/৮ অংশ; ২২০ গজ (= ২০১ মিটার) ; ফার্লং।
- English Word furlough Bengali definition [ফালোউ] noun [countable noun, uncountable noun] (বিশেষত বিদেশে কর্মরত সরকারি চাকুরে সশস্ত্রবাহিনীর সদস্যদের) ছুটি; ফুরসত: six months’ furlough দ্রষ্টব্য leave 2
- English Word furnace Bengali definition [ফানিস্] (noun) (১) নলের মাধ্যমে গরম জল বা বাষ্পচালিত করে বাড়ি গরম রাখতে আবৃত অগ্নিকুণ্ড; চুল্লি। (২) ধাতু গলানো, কাচ বানানো ইত্যাদি কাজের জন্য পরিবেষ্টিত স্থান; অগ্নিকুণ্ড; হাপর।
- English Word furnish Bengali definition [ফানিশ্] (verb transitive) furnish something (to somebody); furnish somebody/something with something সরবরাহ করা; জোগানো; সজ্জিত করা: furnish a room; a furnished house/flat, আসবাব সজ্জিত ভাড়াটে বাড়ি/মহল। furnishing (noun) (plural) আসবাবপত্র ও সাজসরঞ্জাম।
- English Word furniture Bengali definition [ফানিচা(র্)] (noun) [uncountable noun] আসবাবপত্র; গৃহসজ্জা।
- English Word furore Bengali definition (America(n) = furor) [ফিউরোরি America(n) ফিউরোর্] (noun) হৈচৈ; উন্মাদনা; সাড়া: Her novel created a furore.