F পৃষ্ঠা ৫
- English Word farthest Bengali definition [ফা:দিসট্] (adverb), (adjective) (far- এর 'superlative) সর্বাপেক্ষা অধিক দূরে বা ভিতরে; That station is farthest from the city centre. at (the) farthest (ক) খুব বেশি দূরে হলে: It’s 10 kilometre away at the farthest, খুব বেশি হলে ১০ কিলোমিটার দূরে হবে। (খ) (সময়) খুব দেরি হলে: You must be here by five o’clock at the farthest.
- English Word farthing Bengali definition [ফা:দিঙ] (noun) (পূর্বে প্রচলিত) সিকি পেনি। He doesn’t care/It doesn’t matter a farthing সে মোটেই গ্রাহ্য করে না/আদৌ কিছু এসে যায় না।
- English Word fascia Bengali definition (অপিচ facia) [ফেইশা] (noun) মোটরগাড়ির ড্যাশবোর্ড।
- English Word fascinate Bengali definition [ফ্যাসিনেইট্] (verb transitive) (১) মুগ্ধ করা; প্রবলভাবে আকর্ষণ করা। (২) সাপের মতো চোখে-চোখে চেয়ে থেকে চলৎশক্তি রহিত করা। fascinating (adjective) মুগ্ধ করে এমন আকর্ষণীয়। a fascinate game/story. fascinately (adverb) fascination [ফ্যাসিনেইশ্ন্] (noun) [uncountable noun] মুগ্ধতা; আকর্ষণ; আকর্ষণক্ষমতা; মোহিনীশক্তি; মোহ।
- English Word fascism Bengali definition [ফ্যাশিজাম্] (noun) ফ্যাসিবাদ। fascist [ফ্যাশিস্ট্] (noun) ফ্যাসিবাদের সমর্থক। □ (adjective) ফ্যাসিবাদী; চরম দক্ষিণপন্থি; প্রতিক্রিয়াশীল।
- English Word fashion Bengali definition [ফ্যাশ্ন্] (noun) (১) a/the fashion (কিছু করার) ধরন; কায়দা; কেতা; ঢং: He talks/walks in a peculiar fashion. after/in a fashion কোনোরকমে; খুব সন্তোষজনকভাবে নয়। after the fashion of অনুকরণে; ঢংয়ে; কায়দায়: a play after the fashion of Ibsen. (২) [countable noun, uncountable noun] চলতি প্রথা বা রীতি; ফ্যাশন: Fashion for women’s clothes change frequently. be all the fashion (পোশাক, আচরণ, ভঙ্গি ইত্যাদি) খুব জনপ্রিয় হওয়া। come into fashion জনপ্রিয় হওয়া। go out of fashion জনপ্রিয়তা হারানো। follow/be in the fashion ফ্যাশন অনুযায়ী চলা। set the fashion নতুন ফ্যাশন নিজে অবলম্বন করে চালু করা। a man/woman of fashion কেতাদুরস্ত সমাজের লোক/মহিলা। fashion plate (noun) পোশাকের রীতি প্রদর্শনকারী ছবি। □ (verb transitive) তৈরি করা; আকার দেওয়া।
- English Word fashionable Bengali definition [ফ্যাশ্নাব্ল্] (adjective) কেতাদুরস্ত; ফ্যাশন অনুসরণকারী; কেতাদুরস্ত ব্যক্তি তথা ধনী ব্যক্তিদের দ্বারা পৃষ্ঠপোষিত: fashionable clothes; at fashionable shop. fashionably [ফ্যাশ্নাআবলি] (adverb) কেতাদুরস্তভাবে।
- English Word fashionista Bengali definition [ফ্যাশ্নিস্তা] (noun) (কথ্য) (১) যিনি হালফিল মডেলের ফ্যাশন উদ্ভাবন করেন: You will soon become a fashionista.। (২) যিনি সর্বশেষ ফ্যাশনের অনুগামী: Some young fashionists shrug off such concerns.
- English Word fast 1 Bengali definition [ফা্:স্ট America(n) ফ্যাস্ট্] (adjective) (১) দৃঢ়; অটল। hard and fast rules ধরাবাঁধা বা অনড় নিয়ম। (২) স্থির; অনুগত; ঘনিষ্ঠ: a fast friend. (৩) (বর্ণ) ফিকে হয় না এমন পাকা। □ (adverb) শক্তভাবে; সুরক্ষিতভাবে; দৃঢ়ভাবে; (নিদ্রা) গাঢ়ভাবে; গভীরভাবে: He was fast asleep. stand fast অবিচল থাকা বা পিছু না-হটা। stick fast (ক) = stand fast. (খ) অগ্রগতিসাধনে ব্যর্থ হওয়া। F-bind, fast find (প্রবাদ) সামলে রাখলে খোয়াবে না। play fast and loose with বারবার আচরণ পরিবর্তন করা; নিছক মজা করা: Don’t play fast and loose with her love.
- English Word fast 2 Bengali definition [ফা:স্ট America(n) ফ্যাস্ট্] (adjective) (faster, fastest) (১) দ্রুত; ক্ষিপ্র; দ্রতগামী = fast train. (২) (সেকেলে) (কোনো ব্যক্তির জীবনযাত্রা) অতিমাত্রায় আমোদপ্রমোদপ্রবণ ও উত্তেজনাময়; বেপরোয়া ও অসংযমী: lead a fast life. (৩) (ঘড়ি সম্বন্ধে) প্রকৃত সময় অপেক্ষা অগ্রগামী। (৪) দ্রুতগতির অনুকূল: a fast cricket pitch. (৫) (আলোকচিত্রের ফিল্ম সম্বন্ধে) খুব অল্প সময় আলো প্রবেশ করানোর প্রয়োজন হয় এমন।
- English Word fast 3 Bengali definition [ফা্স্ট America(n) ফ্যাস্ট্] (adverb) (১) দ্রুত; তাড়াতাড়ি: He speaks too fast. (২) live fast আমোদফুর্তির মাধ্যমে উচ্ছৃঙ্খল জীবনযাপন করা। (৩) (প্রাচীন প্রয়োগ) কাছাকাছি।
- English Word fast 4 Bengali definition [ফা্:স্ট্ America(n) ফ্যাস্ট্] (verb intransitive) উপবাস করা; রোজা রাখা: Muslims fast during Ramadan. □(noun) (১) উপবাস: a fast of three days. (২) উপবাসের দিন বা সময়।
- English Word fastidious Bengali definition [ফা্স্টিডিআস America(n) ফ্যাস্টিডিআস] (adjective) খুঁতখুঁতে; দোষ ধরতে তৎপর: fastidious about dress, উৎকর্ষবাদী। fastidiously (adverb) fastidiousness (noun)
- English Word fastness Bengali definition [ফা:স্টনিস্ America(n) ফ্যাসটনিস্] (noun) (১) [countable noun] সুরক্ষিত আশ্রয়; দুর্গ। (২) [uncountable noun] দৃঢ় হওয়ার গুণ, দৃঢ়তা।
- English Word fastten Bengali definition [ফা্:স্ন্ America(n) ফ্যাস্ন] (verb transitive), (verb intransitive) (১) fasten up/down দৃঢ় করা; একত্রে বাঁধা বা যুক্ত করা। (২) fasten on/upon কারো উপর (নিন্দা, দোষ ইত্যাদি) আরোপ করা; কারো প্রতি (দৃষ্টি, মনোযোগ ইত্যাদি) নিবন্ধ করা। (৩) দৃঢ় সুরক্ষিত হওয়া বা আবদ্ধ করা বা হওয়া। (৪) fasten on/upon আঁকড়ে ধরা। fastener (noun) যে বস্তু অন্য বস্তুকে আঁকড়ে ধরে বা আবদ্ধ করে: a paper fastener. fastening (noun) আবদ্ধকারী বস্তু (খিল, ছিটকিনি ইত্যাদি)।
- English Word fat 1 Bengali definition [ফ্যাট্] (adjective) (fatter, fattest) (১) চর্বিযুক্ত: fat meat, fat-head (noun) স্থুলবুদ্ধি ব্যক্তি। (২) মোটা; স্থুলকায়। a fat lot (অপশব্দ) অনেক পরিমাণে (বক্রোক্তি = খুব সামান্য)। (৩) ধনী; উর্বর; fat lands. fattish (adjective) বেশ মোটা।
- English Word fat 2 Bengali definition [ফ্যাট্] [noun] [countable noun, uncountable noun] চর্বি; মেদ; উদ্ভিজ্জ তেল। chew the fat কোনো কিছু নিয়ে অনবরত অসন্তোষ প্রকাশ করা। live off/on the fat of the land সবকিছুর সেরা অংশ ভোগ করা। The fat’s in the fire যা ঘটে গেছে (সাধারণত যার বিরুদ্ধে কিছু করার নেই) তার ফলে খুব ঝামেলা পোহাতে হবে। fatless (adjective) চর্বিহীন; মেদহীন।
- English Word fat 3 Bengali definition [ফ্যাট্] (verb transitive) (fatted, fatting, fats) মোটা করা। kill the fatted calf (লাক্ষণিক) কেউ ফিরে এলে তাকে উল্লাসের সঙ্গে/সমাদরে গ্রহণ করা; অতিশয় আতিথ্য দেখানো।
- English Word fatal Bengali definition [ফেইট্ল্] (adjective) (১) fatal (to) প্রাণনাশক; মারাত্মক: a fatal accident. (২) নিয়তির মতো; নিয়তিমূলক; নিয়তিনির্ধারিত: the fatal day. fatally (adverb)
- English Word fatalism Bengali definition [ফেইটালিজাম] [noun] [uncountable noun] অদৃষ্টবাদ; নিয়তিবাদ; সবকিছুই নিয়তি-নির্ধারিত-এই বিশ্বাস। fatalist (noun) নিয়তিবাদে বিশ্বাসী (ব্যক্তি)। fatalistic (adjective) নিয়তিবাদসম্পর্কিত; নিয়তিবাদী।
- English Word fatality Bengali definition [ফা্ট্যালাটি] (noun) (plural- fatalities) (১) [countable noun] দুর্ভাগ্য; চরম বিপর্যয়; মারাত্মক বা সর্বনাশ অবস্থা। (২) [countable noun] দুর্ঘটনা, যুদ্ধ ইত্যাদিতে সংঘটিত মৃত্যু। (৩) [uncountable noun] নিয়তিগত অবস্থা। (৪) [uncountable noun] মারাত্মক প্রভাব; প্রাণনাশক পরিণতি।
- English Word fate Bengali definition [ফে্ইট্] (noun) (১) [uncountable noun] নিয়তি; অদৃষ্ট। the fates মানুষের জন্ম, জীবন ও মৃত্যু নিয়ন্ত্রণকারী গ্রিক ভাগ্যদেবীত্রয়। (২) [countable noun] ভবিতব্য। (৩) (singular) মৃত্যু; ধ্বংস; চরম পরিণতি: meet one’s fate, নিহত হওয়া বা মৃত্যুমুখে পতিত হওয়া। □ (verb transitive) (সাধারণত কর্মবাচ্যে) নিয়তিনির্দিষ্ট করা। fated (adjective) নিয়তিনির্দিষ্ট।
- English Word fateful Bengali definition [ফেইটফ্ল্] (adjective) (১) নিয়তিনির্দিষ্ট; গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত; চরম; অবশ্যম্ভাবী। (২) ভবিষ্যদ্বাণীমূলক। fatefully (adverb)
- English Word father 1 Bengali definition [ফা:দা(র্)] (noun) (১) বাবা; পিতা; জনক। The child is the father to the man (প্রবাদ) মানুষের শৈশবকাল ভবিষ্যতের ইঙ্গিতবহ। The wish is father to the thought (প্রবাদ) আমরা সম্ভবত তাই বিশ্বাস করি যা সত্যি হোক বলে আমরা কামনা করি। father-in-law [ফা্দার ইন্লো] (noun) (fathers-in-law) শ্বশুর। father figure সর্বজনশ্রদ্ধেয় পিতৃতুল্য বৃদ্ধ নেতা। (২) (সাধারণত plural) পূর্বপুরুষ। (৩) প্রতিষ্ঠাতা বা প্রথম নেতা। (৪) our (Heavenly) Father ঈশ্বর। (৫) যাজকদের আখ্যা (the Holy Father, পোপ)। (৬) ব্যক্তিত্ব আরোপমূলক আখ্যা (father Time)। father hood [ফা্দার হুড] (noun) [uncountable noun] পিতৃত্ব। fatherland (noun) স্বদেশ। fatherless পিতৃহীন। fatherly (adjective) পিতৃসুলভ বা পিতার ন্যায়: fatherly affection.
- English Word father 2 Bengali definition [ফা:দা(র্)] (verb transitive) (১) কোনো ধারণা বা পরিকল্পনা ইত্যাদির উদ্ভাবক হওয়া। (২) অপত্যাদিরূপে গ্রহণ করা। (৩) father on/upon পিতৃত্ব/মালিকানা ইত্যাদি আরোপ করা: Why are you fathering the feature on me!
- English Word fathom Bengali definition [ফ্যাদাম্] (noun) পানির গভীরতার পরিমাপক; বাঁও (৬ ফুট)। □ (verb transitive) গভীরতা মাপা; (লাক্ষণিক) তলদেশে পৌঁছা বা তল পাওয়া। fathomless (adjective) অগাধ; অতল।
- English Word fatigue Bengali definition [ফাটীগ্] (noun) (১) [uncountable noun] শ্রান্তি; ক্লান্তি; অবসাদ। (২) [uncountable noun] দীর্ঘস্থায়ী পীড়নের ফলে ধাতুতে দুর্বলতা। (৩) [countable noun] ক্লান্তিকর কাজ; সৈনিকদের বেসামরিক দায়িত্ব (রান্না, কাপড় ধোয়া ইত্যাদি)। fatigue-party ঐরূপ দায়িত্বপ্রাপ্ত সৈন্যের দল। □ (verb transitive) শ্রান্ত বা ক্লান্ত করা।
- English Word fatten Bengali definition [ফ্যাটেইন] (verb transitive), (verb intransitive) fatten (up) মোটা করা বা হওয়া।
- English Word fatty Bengali definition [ফ্যাটি] (adjective) (fattier, fattiest) চর্বিযুক্ত।
- English Word fatuous Bengali definition [ফ্যাচিউআস্] (adjective) বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী: a fatuous smile. fatuously (adverb) fatuity [ফাটিউআটি America(n) ফাটুুউআটি] (noun) জড়ত্ববোধসম্পন্ন অবস্থা। [countable noun] (plural fatuities) fatuity remark.