Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word eve Bengali definition [ঈভ] (noun) (সাধারণত ধর্মীয়) উৎসব বা ছুটির আগের দিন বা আগের সন্ধ্যা; প্রাক্কাল: on Christmas eve, ২৪ ডিসেম্বরে; a New Year’s Eve party ৩১ ডিসেম্বরের উৎসব
  • English Word even 1 Bengali definition [ঈভন্‌] (adjective) (১) সমতল; মসৃণ: a tennis- lawn must be even. (২) নিয়মিত; অবিচলিত; দৃঢ়মনোভাবসম্পন্ন: His work is not very even. (৩) (গণনা, দূরত্ব, মূল্যের ক্ষেত্রে) সমান: The scores are even. be/get even with somebody প্রতিশোধ গ্রহণ করা। even odds পক্ষে-বিপক্ষে সমান সুযোগ। break even (কথ্য) লাভ-লোকসান কোনোটাই না হওয়া। (৪) (সংখ্যা ক্ষেত্রে) যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না(৫) ভারসাম্যপূর্ণeven-handed (adjective) ন্যায়সঙ্গত। (৬) (মেজাজের ক্ষেত্রে) শান্ত, ধীরস্থির: an even tempered boy. □ (verb transitive) even (up) সমান করা। evenness (noun)
  • English Word even 2 Bengali definition [ঈভন্] (adverb) (১) এমনকি: He did not even listen to my words. (২) even if/though যদিও; তথাপি: I’ll get there even if I have to pawn my watch. (comparative -সহ) তদপেক্ষা; আরো: He works evenless than I feared. (৩) even as এমন সময়: Even as I gave the sign, the boy ran away. even now/then এ সত্ত্বেও; এমন পরিস্থিতিতে: Even now he hates me. Even then he would not accept his defeat. even so যদিও ঘটনাটি তদ্রূপ।
  • English Word even 3 Bengali definition [ঈভন্] (noun) (কাব্যিক) সাঁঝ; সন্ধ্যাevensong (noun) ইংল্যান্ডের গির্জায় সান্ধ্যপ্রার্থনা। eventide (noun) সাঁঝ; সন্ধ্যা।
  • English Word even song Bengali definition [ ঈভন্‌সঙ্‌ America(n) ঈভন্‌সোঙ] সান্ধ্য উপাসনা সংগীত
  • English Word evening Bengali definition [ঈভনিং] [noun] (১) [Countable noun, Uncountable noun] সন্ধ্যাকাল। (preposition(al) ব্যতিরেকে) yesterday evening. (২) (attributive(ly)): evening dress (noun) সান্ধ্যকালীন আনুষ্ঠানিক পোশাকevening paper (noun) সান্ধ্য দৈনিকপত্র। evening prayer (noun) সান্ধ্যপ্রার্থনা। the eveningstar (noun) সন্ধ্যাতারা (যেমন শুক্র, বুধ)।
  • English Word event Bengali definition [ইভেন্ট্‌] (noun) (১) গুরুত্বপূর্ণ ঘটনা: The events of 1 9 7 1. in the natural/ normal usual course of events স্বাভাবিক ঘটনাপ্রবাহ। (২) ঘটনা। (৩) ফলাফলat all events ফলাফল যা-ই হোক না কেন। in any event যাই ঘটুক না কেন। in either event দুটির মধ্যে যেটাই ঘটুক না কেন। in that event যদি তাই হয়। in the event এমন ক্ষেত্রে। (৪) ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম খেলাeventful [ফল্] (adjective) ঘটনাবহুল।
  • English Word eventual Bengali definition [ইভেন্‌চুআল্] (adjective) পরিণামস্বরূপ: His negligence and eventual failure. eventually [ইভেন্‌চুআলি] (adverb) অবশেষে; পরিণামে: He started gambling and eventually lost everything. eventuality [ইভেন্‌চুঅ্যালাটি] (noun) (Plural eventualities) [Countable noun] সম্ভাব্য ঘটনা।
  • English Word ever Bengali definition [এভার] (adverb) (১) আদৌ; যদি: If you ever do this. (২) পুরাঘটিত বর্তমানকালের প্রশ্নসূচক বাক্যে: Have you ever been up in a balloon? (৩) (comparative ও superlative-এর পরে): He has been working harder then ever. (৪) (বাক্যাংশের সঙ্গে) সব সময়ে; অনবরত; নিরন্তর: for ever. (৫) (কথ্য) (জোর দেওয়ার উদ্দেশ্যে): everso, eversuch (a) (কথ্য) অত্যন্ত; যথেষ্ট(৬) প্রশ্নবোধকের পরে জোর দেওয়ার উদ্দেশ্যে ব্যবহৃত(৭) বিস্ময়সূচকAs if ever বিস্ময়সূচক; সন্দেহসূচক। (৮) yours ever চিঠির সমাপ্তিতে লেখা হয়
  • English Word evergreen Bengali definition [এভাগ্রীন] (noun), (adjective) চিরসবুজ; চিরহরিৎ (বৃক্ষ)। দ্রষ্টব্য deciduous.
  • English Word everlasting Bengali definition [এভালা:স্টিং America(n) এভাল্যাস্টিং] (adjective) (১) চিরস্থায়ী; নিরন্তর: everlasting glory. The Everlasting স্রষ্টা। (২) পুনরাবৃত্ত: The man and his everlasting grievances.
  • English Word evermore Bengali definition [এভামো(র্‌)] (adverb) চিরকাল
  • English Word every Bengali definition [এভরি] (adjective) (singular noun-এর attributive(ly) ব্যবহার; all- এর plural, noun- এর ব্যবহারের সঙ্গে তুলনীয়)। (১) তুলনীয় every এবং each every ব্যবহারের সময়ে কোনো পুরো ব্যাপারের সকল এককের দিকে খেয়াল রাখা হয়, অন্যদিকে each ব্যবহারের সময় একটি এককের দিকে খেয়াল রাখা হয়: Every boy in the class (= all the boys) passed the examination. (২) all এবং plural noun-এর স্থলে ব্যবহার করা যায় না: He enjoyed every minute of his holiday. (৩) (abstract noun- এর সঙ্গে ব্যবহৃত) যথাসম্ভব; পুরোপুরি: He has every reason to do that... (৪) পরিমাণবাচক ও অবস্থানজ্ঞাপক সংখ্যা, এবং other ও few এর সঙ্গে ব্যবহৃত হয়; ঘটনা পরম্পরা অথবা বিরতি বোঝানোর জন্যevery now and then/again মাঝে মাঝে; সময় সময়। (৫) (all + proprietary name-এর পরিবর্তে) : He tries to meet her every wish. (৬) (বাক্যাংশে) every bit সম্পূর্ণevery time (ক) সর্বদা: He quarrels every time. (খ) যখনই: Every time she visits me, she comes with this request. every one of them/us/you প্রত্যেকেই। in every way সর্বতোভাবে: He is in every way better than she. everybody [এভরিবডি]; everyone [এভরি ওয়ান] (pronoun) প্রত্যেক ব্যক্তি: in a small town every one knows every one else. every day [এভরিডেই] (comparative ও superlative -এর পরে attributive(ly) কেবল) প্রাত্যহিক; নিত্যনৈমিত্তিক; every day affairs. everyplace (America(n)) (কথ্য) সর্বত্র। everything [এভরিথিং] (pronoun) (ক) সবকিছু: He told me everything.(খ) (predicative(ly) সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু: She’s wealthy, no doubt, but wealth is not everything. everywhere [এভরিওয়েআ(র্‌) (adverb) সর্বত্র: He moves everywhere.
  • English Word evict Bengali definition [ইভিক্‌ট্] (verb transitive) evict (from) আইনবলে উচ্ছেদ করা: evicted from the house. eviction [ইভিকশ্‌ন্‌] [noun] [Uncountable noun] উচ্ছেদ।
  • English Word evidence Bengali definition [এভিডান্স] [noun] (১) [Uncountable noun] সাক্ষ্যপ্রমাণ। (be) in evidence সহজে দেখা যায় এমন: Signs of poverty are very much in evidence. bear/give/show evidence of লক্ষণ: abundant evidence of the tidal bore. turn Queen’s/King’s (America(n)) state’s evidence রাজসাক্ষী। (২) (Plural -এ ব্যবহৃত) ইঙ্গিত; লক্ষণ: The evidences are not sufficient. □(verb transitive) প্রমাণ করা।
  • English Word evident Bengali definition [এভিডন্ট্] (adjective) (দৃষ্টি অথবা মনে মনে) সহজবোধ্যevidently (adverb) স্পষ্টত।
  • English Word evil Bengali definition [ঈভল্] (adjective) (১) দুষ্ট; পাপী; মন্দ; বদমাশ; evil-men. the Evil one শয়তান। evil-minded (adjective) অসৎ মানসিকতাসম্পন্ন। (২) ক্ষতিকারকevil eye কুনজর; কুদৃষ্টি। □ ১ [Uncountable noun] পাপ; মন্দ কাজevildoer (noun) মন্দলোক। (২) [Countable noun] দুর্যোগbe/choose the lesser of two evils দুই অসতের মধ্যে তুলনামূলকভাবে কম অসৎকে পছন্দ করা। evilly [ঈভালি] (adverb) খারাপভাবে।
  • English Word evince Bengali definition [ইভিন্‌স্] (verb transitive) (আনুষ্ঠানিক) (আন্তরিকতা, গুণাবলি ইত্যাদি) আছে প্রমাণ করা; প্রকাশ করা
  • English Word eviscerate Bengali definition [ইভিসারেইট্‌] (verb transitive) নাড়িভুঁড়ি বের করে ফেলা
  • English Word evocative Bengali definition [ইভকাটিভ] (adjective) স্মৃতিজাগানিয়া
  • English Word evoke Bengali definition [ইভোউক্] (verb transitive) ডেকে আনা; স্মৃতিতে জাগিয়ে তোলাevocation [ঈভোউকেইশ্‌ন্‌] (noun)
  • English Word evolution Bengali definition [ঈভালূশ্‌ন্‌ America(n) এভলূশ্‌ন্‌] (noun) (১) [Uncountable noun] বিকাশের প্রক্রিয়া; বিবর্তনপ্রক্রিয়া: He prefers evolution to revolution. (২) প্রাণের বিকাশসংক্রান্ত বিবর্তন মতবাদ(২) (সৈন্যদল, যুদ্ধজাহাজ অথবা নৃত্যশিল্পীদের) পরিকল্পিত পদচারণাevolutionary [ঈভালূশানরি America(n) এভালূশানেরি] (adjective) বিবর্তনমূলক।
  • English Word evolve Bengali definition [ইভল্‌ভ্‌] (verb intransitive), (verb transitive) স্বাভাবিকভাবে বিকশিত বা বিকশিত করা: The present practice evolve out of older ones.
  • English Word ewe Bengali definition [ইউ] (noun) ভেড়ি। দ্রষ্টব্য ram.
  • English Word ewer Bengali definition [ইউআ(র্‌)] (noun) বড় কলসি; জগ
  • English Word ex Bengali definition [এক্‌স্‌] (noun) (কথ্য) my ex প্রাক্তন (স্বামী অথবা স্ত্রী)।
  • English Word ex gratia Bengali definition [একস্‌গ্রেইশা] (লাতিন) ex gratia payment আইনগত কারণে নয়, নৈতিক বাধ্যবাধকতার কারণে প্রদত্ত অর্থ
  • English Word ex officio Bengali definition [এক্‌স্‌ আফিশিওউ] (adverb), (adjective) (লাতিন) পদাধিকারবলে; পদাধিকারজনিত
  • English Word ex- Bengali definition [এক্‌স্‌] (prefix) দ্রষ্টব্য পরি.
  • English Word exacerbate Bengali definition [ইগ্‌জ্যাসাবেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) (ব্যক্তির ক্ষেত্রে) উত্তেজিত করা; (দুঃখের, রোগের, ঘটনার ক্ষেত্রে) আরো খারাপের দিকে যাওয়া। exacerbation [ইগাজ্যাসাবেইশন] (noun) বিরক্তি; অবনতি।