Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word essential Bengali definition [ইসেন্‌শ্‌ল্‌] (adjective) (১) প্রয়োজনীয়; অপরিহার্য: Exercise is essential for health. (২) নির্যাসসংক্রান্ত; essential oils. (৩) মৌলিক: essential part. □ [noun] [Countable noun] (সাধারণত plural) মৌলিক উপাদান। essentially [ইসেনশালি] (adverb) অপরিহার্যভাবে; মূলত।
  • English Word establish Bengali definition [ইস্ট্যাব্‌লিশ্‌] (verb transitive) (১) স্থাপন করা; প্রতিষ্ঠা করা(২) প্রতিষ্ঠিত করা: He was established as a writer. (৩) কোনো বিশ্বাস, দাবি অথবা প্রথা গ্রহণে জনগণকে রাজি করানো; আইনের মাধ্যমে (কোনো গির্জাকে) জাতীয়করণ করা
  • English Word establishment Bengali definition [ইস্ট্যাব্‌লিশমান্ট] [noun] (১) [Uncountable noun] প্রতিষ্ঠান: the establishment of a new province. (২) [Countable noun] প্রতিষ্ঠান(৩) the Establishment (British/Britain) সমাজের প্রতিষ্ঠিত ও প্রভাবশালী ব্যক্তিবর্গ, যারা কখনো-কখনো নতুন চিন্তা ও পরিবর্তনের বিরোধিতা করে
  • English Word estaminet Bengali definition [এস্ট্যামিনেট্ America(n) এস্টামিনেট] (noun) (ফরাসি) ছোট আকারের ফরাসি পানশালাবিশেষ; ক্যাফে; যেখানে বিয়ার, ওয়াইন ও কফি ইত্যাদি বিক্রি হয়
  • English Word estate Bengali definition [ইস্টেইট্] [noun] (১) [Countable noun] ভূসম্পত্তি; He is the owner of a large estate. estate-agent (America(n) = Realtor) জমি এবং দালান ক্রয়-বিক্রয়কারী, জমি ও বাড়ির দালাল। housing estate এমন একটি এলাকা যেখানে সরকারি বা বেসরকারি উদ্যোগে বহু বাসগৃহ নির্মিত হয়। industrial estate শিল্প এলাকা। (২) [Uncountable noun] (আইন সম্বন্ধীয়) কোনো ব্যক্তির সকল সম্পদreal estate ভূমি ও দালান। personal estate অর্থ ও যাবতীয় সম্পদ। (৩) [Countable noun] রাজনৈতিক অথবা সামাজিক শ্রেণি: the three estates of the realm. the fourth estate সংবাদপত্র, সাংবাদিক গোষ্ঠী (মন্দার্থে)। (৪) (প্রাচীন প্রয়োগ) অবস্থা; জীবনের পর্যায়(৫) estate car (America(n) = station-wagon) বিশেষ ধরনের মোটরযান
  • English Word esteem Bengali definition [ইস্টীম] (verb transitive) (১) (আনুষ্ঠানিক) উচ্চ ধারণা পোষণ করা; অত্যন্ত শ্রদ্ধা করা(২) (আনুষ্ঠানিক) বিবেচনা করা; গণ্য করা। □ [noun] [Uncountable noun] শ্রদ্ধা: He is held in great esteem here.
  • English Word esthetic Bengali definition [ঈস্‌থেটিক] (adjective) = aesthetic.
  • English Word estimable Bengali definition [এস্‌টিমাব্‌ল্‌] (adjective) শ্রদ্ধেয়
  • English Word estimate 1 Bengali definition [এস্‌টিমাট্] [noun] [Countable noun] মূল্যবিচার; আনুমানিক হিসাব (ব্যয়): The architect has given me a rough estimate.
  • English Word estimate 2 Bengali definition [এস্‌টিমেইট্] (verb transitive), (verb intransitive) estimate (at) মূল্যবিচার করা; ব্যয়, মূল্য, আকার ইত্যাদির হিসাব করা
  • English Word estimation Bengali definition [এসটিমেইশ্‌ন্‌] [noun] [Uncountable noun] মূল্যায়ন; বিবেচনা
  • English Word estrange Bengali definition [ইস্ট্রেইনজ্] (verb transitive) estrange (from) বিচ্ছেদ ডেকে আনা; বিচ্ছিন্ন করা; পর করা: His behaviour estranged all his relatives. estrangement [noun] [Uncountable noun] বিচ্ছেদ। estranged husband/wife: She was killed by her estranged husband.
  • English Word estuary Bengali definition [এস্‌চুআরি America(n) এস্‌চুয়েরি] (noun) (plural estuaries) [Countable noun] নদীর মোহনা
  • English Word etch Bengali definition [এচ্] (verb transitive), (verb intransitive) ধাতবপ্লেটে ছবি আঁকতে সুচ এবং এসিড ব্যবহার করা; এ পদ্ধতিতে ছবি আঁকাdeep etch মুদ্রণশিল্পে এক ধরনের প্লেট তৈরির রীতি। etcher (noun) উপর্যুক্ত পদ্ধতিতে ছবি অঙ্কনকারী। etching [noun] [Uncountable noun] এচিং।
  • English Word eternal Bengali definition [ইটানল্] (adjective) (১) চিরন্তন; আদি-অন্তহীন: the Eternal God. (২) (কথ্য) অবিরামthe eternal triangle ত্রিভুজপ্রেম। eternally [ইটানালি] (adverb) চিরদিন; (কথ্য) অত্যন্ত ঘন ঘন।
  • English Word eternity Bengali definition [ইটানাটি] (noun) (Plural eternities) (১) [Uncountable noun] অনন্তকাল; পরকাল(২) an eternity অনন্তকাল বলে মনে হচ্ছে এরকম সময়(৩) (plural) চিরন্তন সত্য
  • English Word ether Bengali definition [ঈথা(র্)] [noun] [Uncountable noun] (১) অ্যালকোহল থেকে তৈরি তরল পদার্থ যা শিল্পে এবং চিকিৎসাক্ষেত্রে (অ্যানাস্থেটিক তৈরিতে) ব্যবহৃত হয়(২) আলোকতরঙ্গ প্রেরণের কল্পিত মাধ্যম(৩) (কবিতায়) মেঘের উপরের নির্মল বাতাস
  • English Word ethereal Bengali definition [ইথিআরিআল] (adjective) (১) উচ্চমার্গীয়; বায়বীয়(২) (কবিতায়) মেঘের উপরের নির্মল বাতাসসম্পর্কিত
  • English Word ethic Bengali definition [এথিক্] (noun) an ethic নৈতিক নীতিমালার পদ্ধতি; জীবনবিধানethics (noun) (ক) (singular verb-সহ) নীতিবিদ্যা; দর্শনশাস্ত্রের শাখাবিশেষ। (খ) (Plural verb-সহ) নৈতিক বল। ethical [এথিক্‌ল্‌] (adjective) নীতি অথবা নৈতিক প্রশ্নসম্পর্কিত: an ethic basis. ethically [এথিক্‌লি] (adverb) নীতিগতভাবে।
  • English Word ethly Bengali definition [এথিল] (noun) ethly alcohol মদজাতীয় পানীয় তৈরির মৌলিক উপাদান; (জ্বালানি বা দ্রাবক)।
  • English Word ethnic Bengali definition [এথনিক] (adjective) নৃতাত্ত্বিক; (কথ্য) বিশেষ সংস্কৃতির অধিকারী কোনো শ্রেণিসম্পর্কিত: ethnic culture; an ethnic restaurant. ethnically [এথনিক্‌লি] (adverb)
  • English Word ethnic cleansing Bengali definition [এথ্‌নিক্ ক্লেন্‌জিঙ] (noun) নৃগোষ্ঠীগত উচ্ছেদ; ক্ষমতাসীন দল কর্তৃক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদেরকে কোনো নির্দিষ্ট এলাকা থেকে জোরপূর্বক বিতাড়ন অথবা হত্যার মাধ্যমে উচ্ছেদ: Iraq can’t be at peace without reversing ethnic cleansing.
  • English Word ethnography Bengali definition [এথনগ্রাফি] [noun] [Uncountable noun] মানবজাতির বৈজ্ঞানিক বিবরণethnographer [এথনগ্রাফা(র্)] (noun) ethnographic [এথনগ্র্যাফিক্] (adjective) মানবজাতির বিবরণসম্পর্কিত।
  • English Word ethnology Bengali definition [এথ্‌নলাজি] [noun] [Uncountable noun] নৃতত্ত্বethnologist [এথ্‌নলাজিস্ট] (noun) নৃতাত্ত্বিক; নৃবিজ্ঞানী। ethnological [এথ্‌নালজিক্‌ল্‌] (adjective) নৃতত্ত্বসম্পর্কিত।
  • English Word ethos Bengali definition [ঈথস্‌] (noun) বিশেষ সামাজিক শ্রেণি অথবা সংস্কৃতির বৈশিষ্ট্য; কোনো সমাজের মূল্যবোধ
  • English Word etiology Bengali definition [ঈটিঅলাজি] (noun) কারণতত্ত্ব; (চিকিৎসাশাস্ত্র) রোগের কারণ নিয়ে গবেষণা।
  • English Word etiquette Bengali definition [এটিকেট্] [noun] [Uncountable noun] বিশেষ পেশায় বা সমাজের বিশেষ স্তরে প্রচলিত আদবকায়দা; নম্র আচরণ: legal etiquette.
  • English Word etymology Bengali definition [এটিমলাজি] [noun] (১) [Uncountable noun] শব্দের উৎপত্তি ও ইতিহাসসংক্রান্ত বিজ্ঞান(২) [Countable noun] ব্যুৎপত্তিetymologist [এটিমলাজিস্ট] (noun) ব্যুৎপত্তিতে দক্ষ পণ্ডিত। etymological [এটিমালজিক্‌ল্‌] (adjective) ব্যুৎপত্তিসংক্রান্ত।
  • English Word et`catera Bengali definition [ইট্‌সেটারা America(n) এট্‌সেটারা] (লাতিন প্রায়ই সংক্ষিপ্ত রূপ etc ব্যবহৃত হয়) ইত্যাদি।
  • English Word eucalyptus Bengali definition [ইউকালিপটাস্] (noun) বিশেষ ধরনের তৈলপ্রসূ ইউক্যালিপটাস গাছ