- Have/know all the answers কোনো বিষয়ে অনেক কিছু জানা কিংবা অনেক কিছু জানা আছে এমন বিশ্বাস করা।
- approach [আপ্রৌচ্] (verb transitive), (verb intransitive) ১ নিকটবর্তী হওয়া: She is approaching puberty (লাক্ষণিক) সমকক্ষ হওয়া: No Bengali writer can approach Rabindranath in greatness.
২ কোনো অনুরোধ বা প্রস্তাব নিয়ে (কারো) দ্বারস্থ হওয়া: I approached him for a loan. The man is rather difficult to approach, তার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা সহজ নয়।
□ (noun) ১ [Uncountable noun] নিকটে আগমন; অভিগমন: The weather gets colder at the approach of winter.
easy/difficult of approach (ক) (স্থান সম্বন্ধে) সুগম/দুর্গম।
(খ) (ব্যক্তি সম্বন্ধে) সাক্ষাৎ ও আলাপ করা সহজ/দুঃসাধ্য।
make approaches to somebody (ক) কারো আগ্রহ জাগানোর বা মনোযোগ আকর্ষণের চেষ্টা করা।
(খ) (কারো সঙ্গে) ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের চেষ্টা করা (যথা কোনো তরুণীর সঙ্গে কোনো তরুণ)।
২ [Countable noun] নিকটবর্তীকরণ; নিকটে আগমন: an approach to perfection.
৩ [Countable noun] পথ; প্রবেশপথ: All the approaches to the town were blocked by the police.
approachable [আপ্রৌচ্আব্ল] (adjective) (ব্যক্তি বা স্থান সম্বন্ধে) সান্নিধ্যে যাওয়া যায় এমন; প্রবেশসাধ্য।
- objective [আব্জেক্টিভ] (adjective) ১ (দর্শন) যার অস্তিত্ব মনোনির্ভর নয়; বিষয়মুখ; বাস্তব।
দ্রষ্টব্যsubjective.
২ (ব্যক্তি, রচনা, চিত্র) ভাবনা বা অনুভূতি দ্বারা প্রভাবিত নয় এমন; ব্যক্তিগত অনুভূতি বা মতামত দ্বারা প্রভাবিত নয় এমন; ব্যক্তিগত অনুভূতি বা মতামত দ্বারা প্রভাবিত না-হয়ে বহির্জগতে নিবদ্ধ আছে এমন; বস্তুনিষ্ঠ।
৩ (ব্যাকরণ) কর্ম সম্বন্ধীয়: the objective case, কর্মকারক।
(noun) ১ লক্ষ্যবস্তু; উদ্দেশ্য; (বিশেষত সামরিক) দখলের উদ্দেশ্যে যে বিন্দু বা স্থানের অভিমুখে সেনাবাহিনী অগ্রসর হচ্ছে: All their objectives were won.
২ লক্ষ্যবস্তুর নিকটতম অণুবীক্ষণ বা দূরবীক্ষণ যন্ত্রের লেন্স বা কাচ।
objectively (adverb) বস্তুনিষ্ঠভাবে।
objectivity [অব্জেক্টিভাটি] (noun) বস্তুনিষ্ঠতা; নিরপেক্ষবিচার, সিদ্ধান্ত বা অভিমত; ব্যক্তিগত সংস্কার-অভিরুচির ঊর্ধ্বে ওঠার ক্ষমতা।