Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word Eucharist Bengali definition [ইউকারিস্ট] (noun) the Eucharist যিশুখ্রিস্টের নৈশভোজোৎসব; এ উৎসবে পরিবেশিত রুটি এবং মদ, যা শিশুখ্রিস্টের মাংস ও রক্তরূপে পরিগণিত হয়
  • English Word Euclidean Bengali definition [ইউক্লিডিআন] (adjective) ইউক্লিদের জ্যামিতির নীতিমালাসংক্রান্ত; ইউক্লিদীয়
  • English Word eugenics Bengali definition [ইউজেনিক্‌স্‌] (noun) (singular) সুপ্রজনন বিদ্যা
  • English Word eulogize, eulogise Bengali definition [ইউলাজাইজ] (verb transitive) (আনুষ্ঠানিক) বক্তৃতায় অথবা লিখিতভাবে উচ্চপ্রশংসা করাeulogistic [ইউলাজিস্‌টিক] (adjective) উচ্চপ্রশংসাযোগ্য। eulogy [ইউলাজি] (noun) (Plural eulogies) [Countable noun, Uncountable noun] উচ্চপ্রশংসা; উচ্চপ্রশংসাসমৃদ্ধ রচনা।
  • English Word eunuch Bengali definition [ইউনাক্] (noun) খোজা (বিশেষত মোগল হেরেমের)।
  • English Word euphemism Bengali definition [ইউফামিজাম] [noun] [Countable noun, Uncountable noun] সুভাষণ; সত্যিকার শব্দের পরিবর্তে অন্য কোনো শব্দের ব্যবহার- যেমন ‘মৃত্যু’ শব্দের বদলে ‘পরলোকগমন' বাক্যাংশের ব্যবহার। euphemistic [ইউফামিস্‌টিক্] (adjective) সুভাষিত।
  • English Word euphony Bengali definition [ইউফানি] [noun] [Uncountable noun] ধ্বনিমাধুর্য; [Countable noun, Uncountable noun] (Plural euphonies) মধুর ধ্বনি।
  • English Word euphoria Bengali definition [ইউফোরিআ] [noun] [Uncountable noun] মঙ্গল ও আনন্দজনক অবস্থা; রমরমাeuphoric [ইউফরিক America(n) [ইউফোরিআ] (adjective) আনন্দদায়ক।
  • English Word Eurasia Bengali definition [ইউআরেইজিআ] (noun) ইউরোপ এবং এশিয়াEurasian (noun) [ইউআরেইজন] (noun), (adjective) এশীয় ও ইউরোপীয় মিশ্র মাতাপিতার সন্তান; ইউরোপ এবং এশিয়ার।
  • English Word eureka Bengali definition [ইউআরীকা] (interjection) (গ্রিক = আমি পেয়েছি) ইউরেকা; কোনো আবিষ্কারের আনন্দচিত্কার
  • English Word eurhythmics Bengali definition (অপিচ eurythmics) [ইউরিদমিক্‌স্] (noun) (plural) (singular verb-সহ) ছন্দায়িত ব্যায়াম; সংগীতের সুরে সুরে শরীরচর্চার পদ্ধতি
  • English Word Eurocommunism Bengali definition [এউআরকমইউনিজাম] [noun] [Uncountable noun] পশ্চিম ইউরোপীয় দেশসমূহে অনুসৃত সোভিয়েত কমিউনিস্ট পার্টিনিরপেক্ষ সাম্যবাদী ব্যবস্থা
  • English Word Eurocrat Bengali definition [ইউআরাক্র্যাট্] (noun) ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (ইইসি) প্রশাসনে কর্মরত উচ্চপদস্থ আমলা
  • English Word Eurodollar Bengali definition [ইউআরোউডলা(র্)] (noun) আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ব্যবহারের জন্য ইউরোপীয় ব্যাংকসমূহে রক্ষিত মার্কিন ডলার
  • English Word eurogeddon Bengali definition [ইউআরাগেড্ডন্‌] (noun) ('Europe' ও 'Armageddon' মিলে তৈরি) ইউরোজোনের আর্থিক ধসের হুমকি; ইউরোগেড্ডন: eurogeddon describes a possible war between all European countries.
  • English Word European Bengali definition [ইউআরাপিআন্] (noun), (adjective) ইউরোপিয়ান; ইউরোপবাসী, ইউরোপীয়: European countries.
  • English Word europium Bengali definition [ইউআরোউপিআম্] [noun] [Uncountable noun] রঙিন টেলিভিশন নির্মাণে ব্যবহৃত নবম ধাতব উপাদান; (সংকেত Eu)।
  • English Word Eurovision Bengali definition [ইউআরাভিজন] (noun) ইউরোভিশন; ইউরোপীয় টিভি কার্যক্রম
  • English Word Eustachian tube Bengali definition [ইউস্টেইশ্‌ন্‌টিউব্‌, America(n) ইউস্টেইশ্‌ন্‌টূব্‌] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) মধ্যকর্ণ থেকে গলবিল পর্যন্ত নালি
  • English Word euthanasia Bengali definition [ইউথ্‌নেইজিআ America(n) ইউথ্‌নেইজা] [noun] [Uncountable noun] যন্ত্রণাহীন মৃত্যু; দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য যন্ত্রণাহীন মৃত্যু
  • English Word evacuate Bengali definition [ইভ্যাক্ইউএইট্‌] (verb transitive) (১) সৈন্য অপসারণ করা(২) evacuate somebody (from) (to) স্থানান্তরিত করা (বিশেষত যুদ্ধকালে); He had evacuated his children from there. (৩) পেট খালি করাevacuation [ইভ্যাক্‌ইউএইশ্‌ন্‌] [noun] [Uncountable noun] অপসারণ; স্থানান্তর; পেট খালিকরণ। evacuee [ইভ্যাকিউঈ] (noun) অপসারিত অথবা স্থানান্তরিত ব্যক্তি।
  • English Word evade Bengali definition [ইভেইড্‌] (verb transitive) (১) কৌশলে এড়ানো(২) কৌশলে পরিহার করা
  • English Word evaluate Bengali definition [ইভ্যালিউএইট্] (verb transitive) মূল্যায়ন করাevaluation [ইভ্যালিউএইশ্‌ন্ ] (noun) মূল্যায়ন।
  • English Word evanescent Bengali definition [ঈভানেস্‌ন্‌ট্‌, America(n) এভনেস্‌ন্‌ট্‌] (adjective) বিলীয়মান; বিস্মৃতিপ্রবণevanescence [ঈভানেস্‌ন্‌স্‌] (noun) বিস্মৃতি; বিলুপ্তি।
  • English Word evangelical Bengali definition [ঈভ্যান্‌জেলিক্‌ল্‌] (adjective) (১) (খ্রিস্টান) সুসমাচার মতবাদ অনুসারে; সুসমাচার অথবা গসপেলসম্পর্কিত(২) প্রটেস্টান্টদের মধ্যে যারা বিশ্বাস করে, যিশুখ্রিস্টের উপর বিশ্বাস রাখলেই আত্মার ত্রাণ হতে পারে
  • English Word evangelist Bengali definition [ইভ্যানজালিস্ট্‌] (noun) (১) সুসমাচারের চার লেখকের অন্যতম (ম্যাথু, মার্ক, লুক বা জন)। (২) সুসমাচার-প্রচারকevangelistic [ইভ্যানজালিসটিক্] (adjective)
  • English Word evaporate Bengali definition [ইভ্যাপারেইট্] (verb transitive), (verb intransitive) (১) বাষ্পে পরিণত করা; বাষ্পীভূত হওয়া(২) কোনো পদার্থ থেকে তরল পদার্থ নিষ্কাশন করা (যেমন তাপ দিয়ে): evaporated milk. evaporation (noun) বাষ্পীভবন।
  • English Word evasion Bengali definition [ইভেইজ্‌ন্‌] (noun) (১) কৌশলে পরিহার(২) এড়িয়ে যাওয়ার কৌশল
  • English Word evasive Bengali definition [ইভেইসিভ] (adjective) এড়িয়ে যেতে সচেষ্টevasively (adverb) evasiveness (noun) পরিহারপ্রবণতা।
  • English Word Eve Bengali definition [ঈভ] (noun) সৃষ্টিবিবরণে বাইবেল ও কোরআনে বর্ণিত প্রথম নারী বিবি হাওয়া; ঈভ