Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word fratricide Bengali definition [ফ্র্যাট্রিসাইড্‌] [noun] [countable noun, uncountable noun] ভ্রাতৃহন্তা; ভগ্নিহন্তা; ভ্রাতৃহত্যা বা ভগ্নিহত্যাfratricidal (adjective) ভ্রাতৃঘাতী।
  • English Word Frau Bengali definition [ফ্র্যাউ (plural Frauen [ফ্র্যাউআন])] (জার্মান) বেগম; শ্রীমতী; মিসেস; জার্মান মহিলা
  • English Word fraud Bengali definition [ফ্রোড্] (noun) (১) [uncountable noun, countable noun] দণ্ডনীয় প্রতারণা; জুয়াচুরি; ছলনা; প্রবঞ্চনা: get money by fraud. (২) [countable noun] প্রতারক; জুয়াচোর; প্রবঞ্চক; শঠfraudulent [ফ্রোডহুলান্‌ট্ America(n) ফ্রোজুলান্‌ট্] (adjective) প্রতারণাপূর্ণ; ছলনাপূর্ণ; প্রতারণার দ্বারা অর্জিত; প্রতারণামূলক: fraudulent gains. fraudulently (adverb) প্রতারণামূলকভাবে।
  • English Word fraught Bengali definition [ফ্রোট্] (predicatively adjective) (১) -পূর্ণ; ঝুঁকিপূর্ণ: an expedition fraught with danger. (২) -পূর্ণ পরিপূর্ণ; -ময়: fraught with meaning.
  • English Word fraulein Bengali definition [ফাউলাইন্‌] (noun) (জার্মান) কুমারী; মিস; অবিবাহিতা জার্মান স্ত্রীলোক
  • English Word fray 1 Bengali definition [ফ্রেই] (noun) (জার্মান) প্রতিদ্বন্দ্বিতা; দ্বন্দ্ব: eager for the fray.
  • English Word fray 2 Bengali definition [ফ্রেই](verb transitive), (verb intransitive) (কাপড়, দড়ি ইত্যাদি) ঘষে ঘষে ক্ষয় করে ফেলা বা ক্ষয় হওয়া; তন্তুসার হওয়া বা করা; frayed cuffs, ঘষায় ঘষায় ক্ষয় হয়ে যাওয়া (যেমন কোটের আস্তিনে); (লাক্ষণিক) খিঁচড়ানো; বিগড়ানো; অত্যন্ত উত্ত্যক্ত করা: frayed nerves/tempers.
  • English Word frazzle Bengali definition [ফ্র্যাজ্‌ল্] (noun) অবসন্ন/কাহিল অবস্থা: worn to a frazzle.
  • English Word freak Bengali definition [ফ্রীক্] (noun) (১) অস্বাভাবিক বা উদ্ভট ভাব, কার্য বা ঘটনা; খেয়াল; বিলাস: (attributive(ly)) a freak storm. (২) (অপিচ freak of nature) অস্বাভাবিক গড়নে ব্যক্তি, প্রাণী বা উদ্ভিদ; খেয়াল; চাপল্য; উদ্ভট সৃষ্টি। □ (verb intransitive), (verb transitive) freak out (অপশব্দ) তীব্র আবেগিক অভিজ্ঞতা হওয়া বা ঐরূপ অভিজ্ঞতা লাভের কারণ হওয়া (যেমন কোনো- কোনো মাদকদ্রব্য সেবনে হয়)। freakish [ফ্রীকিশ] (adjective) খেয়ালি; অস্বাভাবিক; উদ্ভট: freakish behaviour. freakishly (adverb) উদ্ভটভাবে। freakishness (noun) খামখেয়াল; মর্জি; লীলা; খেয়ালিপনা; স্বৈরিতা। freaky (adjective) = freakish.
  • English Word freckle Bengali definition [ফ্রেক্‌ল্] (noun) তিল; তিলক; (plural) রোদে পোড়ার ফলে হাতে ও মুখে অনুরূপ দাগ; মেচতা। (verb transitive), (verb intransitive) মেচতায় ঢাকা: a freckled forehead.
  • English Word free 1 Bengali definition [ফ্র্যী] (adjective) (freer [ফ্রো আ(র্‌), freest [ফ্রীইস্‌ট্‌]) (১) (ব্যক্তি) স্বাধীন; মুক্ত; স্বচ্ছন্দ; স্ববশ; স্বেচ্ছানুবর্তী; আত্মতন্ত্র; অনন্যপরতন্ত্র। অপিচ দ্রষ্টব্য freelabour. freeborn (adjective) স্বাধীনতা ও নাগরিক অধিকার নিয়ে জাত; জন্মস্বাধীন। freeman [ফ্র্যীমান্‌] (noun) (plural freemen) ক্রীতদাস বা ভূমিদাস নয় এমন ব্যক্তি; স্বাধীন নাগরিক। অপিচ দ্রষ্টব্য নিচে (৯)–তে freeman. (২) (রাষ্ট্র, রাষ্ট্রের নাগরিক ও প্রতিষ্ঠানসমূহ) পরাধীন নয়; স্বাধীন; স্বতন্ত্র(৩) অবদ্ধ; স্বচ্ছন্দ; অবাধ; অবারিত; স্বচ্ছন্দগতি; নিয়ন্ত্রণমুক্ত; সাবলীল; খোলা; আলগা; অপ্রতিহত: You are free to go anywhere as you please; leave one and of the rope free; free hydrogen. allow somebody/give somebody/have a free hand. ইচ্ছামতো/যথেচ্ছভাবে কাজ করা পূর্ণ অধিকার দেওয়া/পাওয়া। freeagent (noun) স্বাধীনভাবে কাজ করার অধিকারপ্রাপ্ত ব্যক্তি; নিরঙ্কুশ/স্বচ্ছন্দানুবর্তী প্রতিনিধি। free-and-easy (adjective) লৌকিকতাবর্জিত; অনাড়ম্বর। Free Church (noun) (ক) (ইংল্যান্ডে) সরকারি গির্জা সংগঠন বহির্ভূত ধর্মসংঘ। (খ) রাষ্ট্রীয় নিয়ন্ত্রণমুক্ত গির্জা। free enterprise (noun) ন্যূনতম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন শিল্প ও ব্যবসা-বাণিজ্য; স্বাধীন শিল্পোদ্যোগ। free fall (noun) অনেক উঁচুতে উড্ডীয়মান বিমান থেকে (প্রয়োজন না হওয়া পর্যন্ত) প্যারাস্যুট ছাড়া পতন; অবাধ প্রপতন: a free-fall parachutist. free fight যে লড়াইতে উপস্থিত যে কেউ যোগ দিতে পারে; এলোপাতাড়ি/বেবন্দোবস্ত লড়াই। free-for-all (noun) যে বিবাদ বা কলহে সবাই নিজ নিজ মতামত ব্যক্ত করতে এক নিজের দৃষ্টিভঙ্গির সপক্ষে লড়াই করতে পারেন; অবাধ লড়াই। freehand (adjective) (অঙ্কন) (যন্ত্রপাতির সাহায্য ছাড়া) শুধু হাতে আঁকা: a freehand sketch. free-handed (adjective) মুক্তহস্ত; উদার; অকুণ্ঠ। freehold (noun) (আইন সম্বন্ধীয়) নিরঙ্কুশ মালিকানাধীন সম্পত্তি; নিরঙ্কুশ মালিকানা। দ্রষ্টব্য lease ভুক্তিতে leasehold. freehouse (noun) (British/Britain) কোনো ভাটিখানার নিয়ন্ত্রণাধীন নয় এমন পানশালা; যেখানে সব ধরনের বিয়ার ইত্যাদি বিক্রয়ের জন্য মজুত রাখা হয়; স্বাধীন পানশালা। দ্রষ্টব্য tie 2 ভুক্তিতে tied house. freekick (noun) (ফুটবল) দণ্ডস্বরূপ বিপক্ষের কোনো খেলোয়াড়ের বাধাদান ব্যতিরেকে মারা বল; অবাধ পদাঘাত। freelabour (noun) শ্রমিক সমিতি-বহির্ভূত শ্রমিকগণ; স্বাধীন শ্রমজীবী। free--liver (noun) বিশেষত পান-ভোজনে যথেচ্ছাচারী ব্যক্তি; যথেচ্ছজীবী। free-living (adjective), (noun) যথেচ্ছজীবী। free-load (verb intransitive) অন্যের ঘাড়ে চাপা। সুতরাং freeloader (noun) পরগাছা; পরজীবী। freelove [noun] [uncountable noun] (প্রাচীন প্রয়োগ) বিয়ে ছাড়াই উভয়ের সম্মতিক্রমে যৌনসম্বন্ধ; অবাধ সংসর্গ; যথেচ্ছমিলন। freeport (noun) বাণিজ্যিক বিধিনিষেধ, কর, শুল্ক ইত্যাদি থেকে মুক্ত সকল ব্যবসায়ীর জন্য অবারিত বন্দর; মুক্তবন্দর। free-range (adjective) (হাঁসমুরগি) স্বচ্ছন্দবিহারী (খোপে পোষা হাঁসমুরগির সঙ্গে বৈপরীত্যক্রমে)। free-speech [noun] [uncountable noun] বাকস্বাধীনতা। free-spoken (adjective) অকপটে/অবাধে উক্ত; অকপট বক্তা; অকপটবাদী। free-standing (adjective) নিরাবলম্ব; (সবদিক থেকে দেখা যায় এমনভাবে) অবলম্বন ছাড়াদণ্ডায়মান। freestone [noun] [uncountable noun] করাত দিয়ে সহজে কাটা যায় এমন বেলেপাথর ও চুনাপাথর; সহজভেদ্য পাথর। freestyle [noun] [uncountable noun] (সাঁতার) যে প্রতিযোগিতায় সাঁতারু তাঁর ইচ্ছামতো ভঙ্গিতে সাঁতার কাটে; যথেচ্ছভঙ্গির সাঁতার। free-thinker (noun) যে ব্যক্তি প্রচলিত ধর্মবিশ্বাস না-মেনে যুক্তির উপর নিজের ধ্যানধারণাকে প্রতিষ্ঠিত করতে চায়; স্বাধীনচিন্তক। সুতরাং, free-thinking (adjective) স্বাধীনচিন্তক। free-thought [noun] [uncountable noun] স্বাধীন চিন্তা। free-trade [noun] [uncountable noun] যে বাণিজ্য আমদানি নিয়ন্ত্রণ কিংবা দেশীয় শিল্পের সংরক্ষণের জন্য আরোপিত শুল্কাদি থেকে মুক্ত; অবাধ বাণিজ্য। সুতরাং free-trade (noun) অবাধ বাণিজ্যনীতির সমর্থক। free-translation (noun) স্বচ্ছন্দ অনুবাদ; ভাবানুবাদ। freeverse (noun) [uncountable noun] মুক্তচ্ছন্দ (কবিতা)। freeway (noun) (America(n)) অনেকগুলো লেনবিশিষ্ট জনপথ; মোটরপথ। free-wheel (verb intransitive) সাইকেলের পাদানি না-চালিয়ে সামনের দিকে চলা (যেমন ঢালু পথে নামার সময়); (লাক্ষণিক) যত্নে বা অবাধে কাজ করা/জীবনযাপন করা; স্বচ্ছন্দগতিতে চলা। freewill (noun) [uncountable noun] (বহির্জগতের সীমাবদ্ধতা, সামাজিক পরিবেশ এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যসমূহ-সাপেক্ষে) ব্যক্তির কর্মকাণ্ড পরিচালন ও নির্বাচনের ক্ষমতা; স্বাধীন সংকল্পশক্তি: do something of one’s own free will. freewill (adjective) স্বতঃপ্রণোদিত: a free will offering. (৪) free from মুক্ত; বিমুক্ত; ঊর্ধ্বে; রহিত; বিহীন; free from blame/error/anxiety. free of (ক) বাইরে: as soon as he was free of the prison cell. (খ) মুক্ত; বিহীন: a harbour free of ice. (৫) বিনা মূল্যে/মাশুলে/পয়সায়: free tickets for the theatre; 50p post free, ডাকমাসুলসহ ৫০ পেনি। (get something) for free (কথ্য) বিনা মূল্যে (পাওয়া)। free-list (noun) (ক) (রঙ্গালয়, কনসার্ট হল প্রভৃতি স্থানে) বিনামূল্যে প্রবেশকদের তালিকা। (খ) শুল্কমুক্ত পণ্যের তালিকা। freepass (noun) বিনা ভাড়ায় ভ্রমণের অধিকার। freeon board (সংক্ষেপ fob) (বাণিজ্য) জাহাজে পণ্য ওঠানোর সব ব্যয় রপ্তানিকারকের। (৬) (স্থান) খালি; শূন্য; (কাল) অবসর বা অবকাশের: free time, অবসর সময়; (ব্যক্তি) ব্যাপৃত নয় এমন: He is free in the evening, তার অবসর আছে। have one’s hands free. (ক) হাত খালি থাকা। (খ) যা ইচ্ছা করতে পারা; গুরুতর কোন কাজ না-থাকা। দ্রষ্টব্য tie 2 ভুক্তিতে be tied up. (৭) অঢেল; সুপ্রচুর; অপরিমিত; অকৃপণ; উদার; মুক্তহস্ত: a free flow of water; free with his money/advice; free bloomers, যেসব উদ্ভিদে অজস্র ফুল ফোটে। (৮) অসংযত; লাগামহীন: be free in one’s conversation. make free with something/somebody বস্তু বা ব্যক্তিকে নিজস্ব বলে বা যথেচ্ছ ব্যবহার করা: Don’t be/make too free with the waitresses, তাদের সঙ্গে অন্তরঙ্গ কিংবা রূঢ় আচরণ করো না। (৯) make somebody free of কোনো কোম্পানির বিশেষ সুযোগসুবিধা ভোগের অধিকার দেওয়া; কোনো নগরীর নাগরিকত্ব দান করা; নিজের গ্রন্থগার ইত্যাদি যথেচ্ছ ব্যবহার করতে দেওয়াfreeman [ফ্র্যীমান্‌] (noun) (plural freemen) কোনো নগরীর বিশেষাধিকারপ্রাপ্ত (সাধারণত বিশিষ্ট) ব্যক্তি, বরিষ্ঠ ব্যক্তি। উপরে (১) দ্রষ্টব্য freely (adverb) স্বাধীনভাবে, মুক্তহস্তে, সানন্দে ইত্যাদি।
  • English Word free 2 Bengali definition [ফ্রী] (verb transitive) (past tense, past participle freed [ফ্রীড্]) free (from/of) মুক্ত করা; ছেড়ে দেওয়া; স্বাধীনতা/মুক্তি দেওয়া; উদ্ধার করাfreedman [ফ্রীড্‌মান্] (noun) (plural freedmen) মুক্তিপ্রাপ্ত ক্রীতদাস।
  • English Word freedom Bengali definition [ফ্রীডাম্‌] [noun] [uncountable noun, countable noun] স্বাধীনতা; মুক্তি: the four freedoms. বাকস্বাধীনতা; ধর্মানুশীলনের স্বাধীনতা; নির্ভয়তা ও অভাবমোচন; speak with freedom, নির্ভয়ে/মন খুলে কথা বলা; the freedom of the sea (আন্তর্জাতিক আইনে) যুদ্ধে লিপ্ত দেশসমূহের হস্তক্ষেপ ব্যতিরেকে নিরপেক্ষ দেশের জাহাজের সমুদ্রযাত্রার অধিকার। give somebody/receive the freedom of a town/city (বিশিষ্ট অবদানের জন্য) পূর্ণ নাগরিক অধিকার দেওয়া/পাওয়া। freedom fighter (noun) মুক্তিযোদ্ধা।
  • English Word freelance Bengali definition [ফ্রীল্যান্‌স্‌] (noun) (plural freelances) (অপিচ free-lance) (১) যে সাংবাদিক বা রাজনীতিক ধরাবাঁধা চাকরি করেন না বা কোনো দলভুক্ত নন; ফ্রিল্যান্স: Mr. Matin is a freelance journalist. (২) (ইতিহাস) মধ্যযুগে ইউরোপের ভাড়াটে সৈনিক (adjective) স্বনিয়োজিত: She took on several writing jobs before landing a full-time position at the newspaper. □ (verb transitive) কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করা: Bushra freelanced for the BBC and regional companies.
  • English Word freemale Bengali definition [ফ্রীমেইল্] (noun) যে পেশাদার নারী বিয়েহীন ও সন্তানহীন হিসেবে স্বাধীনভাবে বেড়ে ওঠেন; ফ্রিমেল: Nowadays women are becoming freemale and they do what they want to do.
  • English Word Freemason Bengali definition [ফ্রীমেইস্‌ন্] (noun) পারস্পরিক সাহায্য ও সাহচর্যের লক্ষ্যে গঠিত (ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অংশে শাখা সম্বলিত) একটি গুপ্তসংঘের সদস্য; ফ্রিম্যাসনFreemasonry [noun] [uncountable noun] ফ্রিম্যানসদের রীতিনীতি ও প্রতিষ্ঠানসমূহ (freemasonry) অনুরূপ স্বার্থের কিংবা একই জাতের (যেমন স্ত্রী বা পুরুষ) মানুষের মধ্যে সহজাত সহমর্মিতা: the freemasonry of the Press.
  • English Word freesia Bengali definition [ফ্রীজিআ America(n) ফ্রীজা] (noun) বিভিন্ন ধরনের কন্দজ ফুলের গাছ; ফ্রিজিয়া
  • English Word freeze Bengali definition [ফ্রীজ্] (verb transitive), (verb intransitive) (past tense froze [ফ্রোউজ্‌] past participle frozen [ফ্রোউজ্‌ন্‌]) (১) (impersonal) পানি জমে বরফ হওয়ার মতো ঠাণ্ডা পড়া: It’s freezing tonight. freezing-point (noun) যে তাপমাত্রায় কোনো তরলপদার্থ (বিশেষত পানি) জমে কঠিন হয়; হিমাঙ্ক। (২) freeze (over/up) (জল) জমে বরফ হওয়া; (অন্য তরল পদার্থ সম্বন্ধে) কঠিন হওয়া; (অন্য পদার্থ সম্বন্ধে) ঠাণ্ডায় শক্ত হওয়াmake one’s blood freeze আতঙ্কিত করা; রক্ত হিম করা। (৩) অত্যন্ত ঠাণ্ডা লাগা বা বোধ করা: The victims froze to death, ঠাণ্ডায় মারা গেছে। (৪) freeze (over/up) শীতল করা; শক্ত করা; হিমায়িত করা: frozen food. দ্রষ্টব্য refrigerate ভুক্তিতে refrigeration; frozen road. freeze one’s blood আতঙ্কিত করা; রক্ত হিম করা। freezing-mixture (noun) তরলপদার্থকে জমানোর জন্য ব্যবহৃত লবণ, তুষার ইত্যাদির মিশ্রণ। (৫) (অর্থ ব্যবস্থাপনাবিদ্যা) পরিসম্পৎ, সঞ্চয় ইত্যাদি সাময়িকভাবে কিংবা স্থায়ীভাবে অর্থের সঙ্গে বিনিময়ের অযোগ্য করা; মূল্য; মজুরি; বেতন স্থিতিশীল করা: price-freezing ও wage-freezing (মুদ্রাস্ফীতির প্রতিকারের পদ্ধতি হিসেবে); অবরুদ্ধ করা। (৬) freeze somebody out (কথ্য) প্রতিযোগিতা, ঔদাসীন্য ইত্যাদির দ্বারা কাউকে ব্যবসা, সমাজ ইত্যাদি থেকে বিতাড়িত করা(৭) freeze on to something (কথ্য) দৃঢ় মুষ্টিতে/শক্ত হাতে ধরা; কড়া নিয়ন্ত্রণে রাখা(৮) নিশ্চল হওয়া (যেমন, দৃষ্টি এড়ানোর জন্য কোনো কোনো জীবজন্তু করে থাকে)। freeze up (অভিনেতা) মঞ্চে কথা বলতে, চলাফেরা করতে অসমর্থ হওয়া; নির্বাক-নিশ্চল হওয়া। (noun) (১) হিমশীতল আবহাওয়ার সময়(২) (অর্থ ব্যবস্থাপনাবিদ্যা) আয়, বেতন, লভ্যাংশ ইত্যাদির উপর কঠোর নিয়ন্ত্রণ; অবরোধ: a wage-freeze. (৩) deep-freeze (noun) হিমায়ন যন্ত্র (বা ঐ যন্ত্রের অংশবিশেষ), যাতে অত্যন্ত নিম্ন তাপমাত্রা ব্যবহৃত হয়। অপিচ দ্রষ্টব্য deep 2 ভুক্তিতে deep-freeze.
  • English Word freezer Bengali definition [ফ্রীজা(র্‌)] (noun) দীর্ঘকাল ধরে অতি নিম্ন তাপমাত্রায় খাদ্যদ্রব্য ইত্যাদি মজুত রাখার হিমায়নযন্ত্র; (বা যন্ত্রের অংশবিশেষ) বা কক্ষ।
  • English Word freight Bengali definition [ফ্রাইট] [noun] [uncountable noun] জলপথে (America(n) স্থলপথেও) পণ্য পরিবহন; পরিবহনমাসুল; পরিবাহিত পণ্যfreight-liner (noun) = দ্রষ্টব্য liner (২)। freighttrain (noun) (America(n)) মালগাড়ি, দ্রষ্টব্য goods (২)। (verb transitive) freight (with) (জাহাজ) মাল বোঝাইকরা; (পণ্য) প্রেরণ বা বহন করা: freighted with wheat. freighter (noun) মালবাহী জাহাজ বা বিমান।
  • English Word French Bengali definition [ফ্রেন্‌চ্] (adjective) ফরাসিtake French leave অনুমতি না-নিয়ে বা না-জানিয়ে কিছু করা বা চলে যাওয়া। Frenchbread/ Frenchloaf (noun) লম্বা; সরু; মচমচে; হালকা সাদা রুটিবিশেষ। Frenchdressing [noun] [uncountable noun, countable noun] সালাদের জন্য তেল ও সির্কার উপচার; ফরাসি উপচার। French fries (noun) (plural) (America(n)) আলুর চিপস। French-horn (noun) পিতলের তৈরি যন্ত্রবিশেষ (বাদ্যযন্ত্র)। French window একাধারে জানালা ও দরজা, যা বাগান বা ঝুলবারান্দার দিকে খোলে। (noun) ফরাসি ভাষা। Frenchman [ফ্রেন্চ্ মান্‌] Frenchwoman (noun(s)) ফরাসি পুরুষ/নারী।
  • English Word frenemy Bengali definition [ফ্রেনেমি] (noun) ('friend' আর 'enemy' মিলে তৈরি) (plural frenemies) (কথ্য) বন্ধুবেশে শত্রু; ছদ্মবেশী শত্রু (বিশেষত যিনি শত্রু অথচ বন্ধুর ভান ধরেন): Now the frenemy has become a scapegoat for many of the industry’s self-inflicted wounds.
  • English Word frenetic Bengali definition [ফ্রানেটিক্‌] (adjective) ক্ষিপ্ত; উন্মত্ত; সংরব্ধ
  • English Word frenze Bengali definition [ফ্রেন্‌জি] (noun) প্রবল উত্তেজনা, উন্মত্ততা; ক্ষিপ্রতা: in a frenze of despair/enthusiasm. frenzied [ফ্রেনজিড্] (adjective) উত্তেজনায় উন্মাদিত; ক্ষিপ্ত। frenziedly (adverb) উন্মত্তের মতো।
  • English Word frequency Bengali definition [ফ্রীকোআন্‌সি] [noun] [uncountable noun] পুনঃপুন সংঘটন; পৌনঃপুন্য; the frequency of cyclones in Bangladesh. [countable noun] (plural frequencies) সংঘটনের হার; (একটি নির্দিষ্ট সময়ে) আবৃত্তির সংখ্যা; পৌনঃপুন্য: a frequency of 2 5 per second.
  • English Word frequent 1 Bengali definition [ফ্রীকোআনট্] (verb intransitive) (কোনো স্থানে) ঘন ঘন/প্রায়ই যাতায়াত করা, যাওয়া; প্রায়ই দেখতে পাওয়া যাওয়া: Frogs frequent wet places. He no longer frequents bars.
  • English Word frequent 2 Bengali definition [ফ্রীকোআনট্] (adjective) প্রায়ই সংঘটিত; প্রায়িক; পৌনঃপুনিক; নিয়মিত, অভ্যস্ত: a frequent visitor. frequently (adverb) ঘন ঘন; প্রায়ই; বারংবার; পুনঃপুনঃ।
  • English Word fresco Bengali definition [ফ্রেস্‌কোউ] (noun) (plural frescos. frescoes [কোউজ] (১) [uncountable noun] ভেজা পলস্তারার উপরিভাগে লাগিয়ে শুকাতে দেওয়া রঞ্জক পদার্থ; সদ্যোরঙ্গ; উক্ত রঞ্জকদ্রব্য দ্বারা প্রাচীরগাত্রে ছবি আঁকার পদ্ধতি: painting in fresco, সদ্যোরঙ্গে চিত্রাঙ্কন; প্রাচীরগাত্রে চিত্রাঙ্কন। (২) [countable noun] একইভাবে চিত্রিত ছবি; সদ্যোরঙ্গে আঁকা ছবি: The fresco (e)s in the Sistine Chapel. □ (verb transitive) (দেওয়াল ইত্যাদি) সদ্যোরঙ্গে চিত্রিত করা।
  • English Word fresh Bengali definition [ফ্রেশ্] (adjective) (fresher, freshest) (১) টাটকা; তাজা; সদ্য; তরতাজা; ঝরঝরে: fresh paint, এখনো আর্দ্র; কাঁচা: a man fresh from the country, গ্রাম থেকে সদ্য আগত; a young man fresh from university, বিশ্ববিদ্যালয় থেকে সদ্য বেরিয়ে-আসা। freshman [ফ্রেশ্‌মান্‌] (noun) (plural freshmen) কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। (২) (খাদ্য) লবণযুক্ত, টিনজাত বা হিমায়িত নয়; টাটকা; তাজা: fresh meat, সদ্যোমাংস; (পানি) স্বাদু; মিঠা: fresh water fish. (৩) নতুন বা ভিন্ন; অভিনব; টাটকা: fresh news; a fresh sheet of paper. break fresh ground (লাক্ষণিক) নতুন কিছু শুরু করা, নতুন তথ্য উদঘাটন করা। (৪) (হাওয়া, আবহাওয়া) ঈষৎ ঠাণ্ডা; মৃদু; বিশুদ্ধ; প্রফুল্লকর: in the fresh air, মুক্তবাতাসে। fresh breeze/wind প্রবল হাওয়া/বাতাস। (৫) উজ্জ্বল ও বিশুদ্ধ; তরতাজা; কাঁচা; সতেজ; সজীব: fresh colours; a fresh complexion. (৬) (America(n) কথ্য) (বিশেষত বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির প্রতি) ধৃষ্ট; গায়েপড়া: get/be so fresh with a young lady. □ (adverb) (হাইফোনযুক্ত যৌগশব্দে) সদ্য; সদ্যো: fresh caught fish, সদ্যো-ধরা: fresh -killed meat; fresh painted doors. freshly (adverb) (হাইফেন ছাড়া কেবল past participle সহ) সম্প্রতি; সদ্য; সবে; এইমাত্র: freshly picked mangoes. fresher (noun) = freshman. freshness (noun) সজীবতা।
  • English Word freshen Bengali definition [ফ্রেশ্‌ন্] (verb intransitive), (verb transitive) freshen (up) চাঙ্গা/ঝরঝরে/তাজা/সতেজ হওয়া বা করা; পুনরুজ্জীবিত হওয়া বা করা: feel freshened up after a shower; freshen a drink আরো পানীয় যোগ করা; the breeze freshened, প্রবলতর হয়ে উঠেছে।