Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word fad Bengali definition [ফ্যাড্] [noun] [countable noun] সাময়িক খামখেয়াল; খেপামিfaddy (adjective) খামখেয়ালি; খোশখেয়ালি; খেয়ালি; পছন্দ-অপছন্দসংবলিত। faddily [ফ্যাডিলি] (adverb)
  • English Word fade Bengali definition [ফেইড্] (verb transitive), (verb intransitive) fade (away) (১) বর্ণ; ঔজ্জ্বল্য, সজীবতা বা তেজ হারানো বা কমিয়ে ফেলা; ম্রিয়মাণ করা/হওয়া; বিবর্ণ করা/হওয়া(২) ধীরে ধীরে বিলীন হওয়া: The daylight/sound faded away. (৩) চলচ্চিত্র বেতার সম্প্রচার ইত্যাদিতে শক্তির হ্রাসবৃদ্ধি ঘটানো
  • English Word faeces Bengali definition (America(n) = feces [ফীসীজ্‌]) (noun) (plural) (চিকিৎসাশাস্ত্র) মল; বিষ্ঠা
  • English Word fag 1 Bengali definition [ফ্যাগ্] [noun] [countable noun, uncountable noun] (কেবল singular) (কথ্য) ক্লান্তিকর কাজ; একঘেয়ে কাজ(২) (পূর্ব ইংল্যান্ডে) উপরের শ্রেণির কোনো ছাত্রের বিশেষ দায়িত্ব পালনকারী নিচের শ্রেণির কোনো ছাত্র(৩) (British/Britain অপশব্দ) সিগারেট(৪) = faggot (৩)।
  • English Word fag 2 Bengali definition [ফ্যাগ্] (verb intransitive), (verb transitive) (fagged, fagging, fags) (১) fag (at) (কথ্য) ক্লান্তিকর একঘেয়ে কাজ করা(২) fag (out) (কথ্য) অত্যন্ত পরিশ্রান্ত করে তোলা: The work fagged me out . (৩) fag (for) উপরের শ্রেণির কোনো ছাত্রের বিশেষ দায়িত্ব পালন করা
  • English Word fagend Bengali definition [ফ্যাগ্‌-এন্‌ড্] (noun) (কথ্য) কোনো কিছুর নিকৃষ্ট বা অপ্রয়োজনীয় অবশিষ্টাংশ; পোড়া সিগারেটের শেষাংশ
  • English Word faggot Bengali definition (America(n) অপিচ 'fagot' [ ফ্যাগাট্‌]) (noun) (১) জ্বালানি হিসেবে ব্যবহার্য আঁটিবাঁধা লাঠি বা ডালপালা(২) মাংসের বড়াবিশেষ(৩) (America(n) অপশব্দ তুচ্ছ) সমকামী পুরুষ
  • English Word Fahrenheit Bengali definition [ফ্যারানহাইট্] (noun) হিমাঙ্ক ৩২° ও স্ফুটনাঙ্ক ২১২° চিহ্নিত তাপমান স্কেল
  • English Word faience Bengali definition [ফেইআ:ন্‌স্‌] [noun] [uncountable noun] (ফরাসি) চিত্রিত ও চকচকে মৃৎপাত্র বা চীনামাটির পাত্র
  • English Word fail 1 Bengali definition [ফেইল্] (noun) (কেবল without-সহযোগে) without fail নিশ্চিতভাবে; অতি অবশ্য: You must come tomorrow without fail.
  • English Word fail 2 Bengali definition [ফেইল্] (verb intransitive), (verb transitive) fail (in) (১) অকৃতকার্য হওয়া; ব্যর্থ হওয়া(২) প্রত্যাখ্যান করা; ফেল করানো: The selection committee failed majority of the candidates. (৩) (কারো জন্য বা কোনো কিছুর পক্ষে) পর্যাপ্ত না-হওয়া; প্রয়োজন বা প্রত্যাশা থাকা সত্ত্বেও হঠাৎ করে শেষ হয়ে যাওয়া: words failed him; electricity failed. (৪) হঠাৎ নিষ্ক্রিয় হওয়া বা থেমে যাওয়া: the engine failed. (৫) (স্বাস্থ্য দৃষ্টিশক্তি ইত্যাদি) দুর্বল বা ক্ষীণ হওয়া: He has been failing in health for the last six months. (৬) বাদ দেওয়া; সম্পাদন করতে অপারগ হওয়া; ভুল করা: He never fails to salute me. (৭) দেউলিয়া হওয়া: The bank failed during the recent depression. (৮) fail in অভাব থাকা: He fails in patience.
  • English Word failing 1 Bengali definition [ফেইলিঙ্] [noun] [countable noun] দুর্বলতা; ত্রুটি; বিচ্যুতি: No man is without some fails.
  • English Word failing 2 Bengali definition [ফেইলিঙ্] (preposition(al)) অপারগতায়; (কিছুর) অভাবে; না-হলে: failing this, এটা না-হলে বা না-ঘটলে; failing an answer, কোনো উত্তর না-পেলে।
  • English Word failure Bengali definition [ফেইলিআ(র] (noun) (১) [uncountable noun] ব্যর্থতা; অসফলতা; বিফলতা(২) [countable noun] ব্যর্থতার ঘটনা, ব্যর্থ ব্যক্তি, ব্যর্থ প্রচেষ্টা ইত্যাদি(৩) অপর্যাপ্ততা; স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হওয়া বা থেমে যাওয়ার অবস্থা: heart failure, engine failure, failure of crops. (৪) দেউলিয়া অবস্থা(৫) [countable noun, uncountable noun] অবহেলা; বিচ্যুতি; অপারগতা: failure to consult the doctor in time.
  • English Word fain Bengali definition [ফেইন্‌] (adverb) আনন্দ বা ব্যগ্রতার সঙ্গে: He would fain have desired liberty, but all hope of it was gone.
  • English Word faint 1 Bengali definition [ফেইন্‌ট্‌] (adjective) (fainter, faintest) (১) দুর্বল; অস্পষ্ট; অপরিষ্কার: Gradually the sound became fainter; a faint voice; faint traces. (২) (মনোগত বিষয়) ক্ষীণ; অস্পষ্ট: a faint hope; a faint idea. (৩) (দৈহিক অঙ্গ সঞ্চালন, শ্বাসপ্রশ্বাস, শক্তি ইত্যাদি) দুর্বল; নিস্তেজ(৪) (কেবল predicative(ly)) (ব্যক্তি) মূর্ছাপ্রবণ: He felt faint. (৫) (কেবল predicative(ly)) (ব্যক্তি) দুর্বল; পরিশ্রান্ত(৬) (ক্রিয়া ইত্যাদি) দুর্বল; যথেষ্ট ফলপ্রসূ হওয়ার সম্ভাবনাহীন: a faint attempt. (৭) faint heart (noun) ভীরুভাব; ভীরুব্যক্তিfaint-hearted (adjective) ভীরু; দুর্বলচিত্ত। faintly (adverb) faintness (noun)
  • English Word faint 2 Bengali definition [ফেইন্‌ট্‌] (verb intransitive) (১) মূর্ছা যাওয়া(২) দুর্বল হওয়া; নিস্তেজ হওয়া(৩) ক্ষীণ; মলিন; ম্রিয়মাণ হওয়া। □(noun) মূর্ছা। in a dead faint (সম্পূর্ণ) অচেতন।
  • English Word fair 1 Bengali definition [ফেআ(র্‌) (adjective) (১) পক্ষপাতহীন; ন্যায্য: fair deal; fair price shop. (২) চলনসই; বেশ ভালো: fair condition; fair chance. (৩) (আবহাওয়া) সুন্দর; মনোরম; বৃষ্টিহীনfair-weather friend সুসময়ের বন্ধু; যে ব্যক্তি কারো সুসময়ের বন্ধু হয়, কিন্তু দুঃসময়ে যে কেউ নয়। (৪) সন্তোষজনক; প্রাচুর্যময়; সম্ভাবনাময়(৫) (ত্বক, চুল ইত্যাদি) উজ্জ্বল; সোনালি: a fair complexion. (৬) (বক্তৃতা, প্রতিজ্ঞা ইত্যাদি) আনন্দদায়ক(৭) পরিষ্কার; নির্মল; নির্দোষ(৮) (প্রাচীন প্রয়োগ) সুন্দর: a fair maiden. the fairsex নারীজাতি।
  • English Word fair 2 Bengali definition [ফেআ(র্)] (adverb) (১) পক্ষপাতহীনভাবে; ন্যায্যভাবে(২) পরিষ্কারভাবে; নির্দোষভাবে(৩) (প্রাচীন প্রয়োগ) বিনম্রভাবে; সৌজন্যের সঙ্গে
  • English Word fair 3 Bengali definition [ফেআ(র্)] (noun) (১) মেলাa day before/after the fair অনেক আগে/অতি বিলম্বে। (২) বাণিজ্য মেলা
  • English Word fairly 1 Bengali definition [ফেআলি] (adverb) পক্ষপাতহীনভাবে; ন্যায়সঙ্গতভাবে: His attitude could fairly be described as hostile. (২) (কথ্য) একেবারে: His words fairly stunned me.
  • English Word fairly 2 Bengali definition [ফেআলি] (adverb) of degree বেশ মোটামুটি: a fairly light job; a fairly spacious room.
  • English Word fairway Bengali definition [ফেআওএই] (noun) (১) জাহাজ চলাচলের উপযোগী নৌপথ(২) (গল্‌ফ্) মাঠের ‘টি’ ও ‘গ্রিন’-এর মধ্যবর্তী মসৃণ তৃণাচ্ছাদিত অংশ
  • English Word fairy Bengali definition [ফেআরি] (noun) (plural fairies) (১) পরীfairy lamps/lights আলোকসজ্জায় ব্যবহৃত রঙিন কাচের ছোট বাতি। fairytale (noun) (ক) পরীর গল্প; (খ) রূপকথা। (২) (অপশব্দ) (তুচ্ছার্থে) সমকামী পুরুষ। □ (adjective) পরীর ন্যায় (সুন্দর, কোমল)।
  • English Word fait accompli Bengali definition [ফেইট্ আকম্‌প্লী America(n) আকম্‌প্লী] (ফরাসি = accomplished fact) যে কাজ হয়ে গেছে এবং কোনোভাবেই আর ফেরানো বা অন্যথা করা সম্ভব নয়
  • English Word faith Bengali definition [ফেইথ্‌] (noun) (১) [uncountable noun] faith (in somebody/something) বিশ্বাস; আস্থাfaith cure ধর্মবিশ্বাসের জোরে আরোগ্যলাভ। faith healing ওষুধের সাহায্যে ছাড়া প্রার্থনা বা ধর্মবিশ্বাসের জোরে ব্যাধি নিরাময়; ব্যাধি নিরাময়ের উক্ত প্রক্রিয়ায় বিশ্বাস। (২) [countable noun] ঈশ্বরে বিশ্বাস; ধর্ম: Muslim by faith. (৩) [uncountable noun] প্রতিশ্রুতি; শপথgive/pledge one’s faith to somebody কাউকে সমর্থনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। (৪) [uncountable noun] আনুগত্য; বিশ্বস্ততাin bad faith প্রতারণার উদ্দেশ্যে। in good faith সরল বিশ্বাসে।
  • English Word faithful Bengali definition [ফেইথফুল্] (adjective) faithful to ১ বিশ্বস্ত; অনুগত (ব্যক্তি, বিষয় বা প্রতিজ্ঞার প্রতি)। (২) সত্যানুগ; যথাযথ: a faithful description. (৩) the faithful (noun) (plural) ঈশ্বরবিশ্বাসী নরনারী (বিশেষত ইসলাম ও খ্রিস্টধর্মের)। faithfully (adverb) yours faithfully ব্যবসায়িক চিঠিতে সমাপ্তিসূচক পাঠ; আপনার বিশ্বস্ত। faithfulness (noun)
  • English Word faithless Bengali definition [ফেইথ্‌লিস্] (adjective) বিশ্বাসহীন; আস্থাহীন; অবিশ্বাসী; অবিশ্বস্ত; অবিশ্বাসযোগ্যfaithlessly (adverb) faithlessness (noun)
  • English Word fake Bengali definition [ফেইক্] (noun) [countable noun] মেকি বা জাল বস্তু; জালিয়াত; প্রবঞ্চক; (attributive(ly)) a fake picture. □ (verb transitive) fake (up) জাল করা: to fake (up) a painting; a faked (up) story.
  • English Word fakir Bengali definition [ফেইকিআ(র্) America(n) ফাকি্‌আ(র্] (noun) ফকির; সন্ন্যাসী