Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word F, f Bengali definition [এফ্‌] (plural F’s f’s [এফ্‌স]) ইংরেজি বর্ণমালার ষষ্ঠ বর্ণ
  • English Word fa Bengali definition [ফা:] (noun) স্বরগ্রামের চতুর্থ স্বর; মধ্যম (মা)।
  • English Word Fabian Bengali definition [ফে্ইবিআন্‌] (noun), (adjective) (১) বিরোধীপক্ষকে হয়রান করতে সতর্ক ও কালহরণকারী কৌশলাবলম্বী (ব্যক্তি): a Fabian policy. (২) (Britain/British) ধীর ও ক্রমান্বয়িক সমাজতান্ত্রিক পরিবর্তনের সমর্থক: Fabian Society.
  • English Word fable Bengali definition [ফে্‌ইব্‌ল্‌] (noun) (১) [countable noun] জীবজন্তুর আচরণ ও কথাবার্তার মাধ্যমে নীতিকথা তুলে ধরার উদ্দেশ্যে রচিত কল্পকাহিনি(২) [uncountable noun] (singular) পৌরাণিক কাহিনি; উপকথা(৩) [countable noun] মিথ্যা বিবরণfabled [ফে্‌ইব্‌ল্‌ড্‌] (adjective) উপকথাখ্যাত; পৌরাণিক।
  • English Word fabric Bengali definition [ফ্যাব্‌রিক্] (noun) [countable noun, uncountable noun] (১) বস্ত্র: woolen fabrics. (২) গঠন; কাঠামো: the fabric of society; নির্মাণ; অট্টালিকা; সৌধ।
  • English Word fabricate Bengali definition [ফ্যাবরিকেইট্] (verb transitive) নির্মাণ করা; (অংশ) জোড়া লাগানো; মিথ্যা কিছু উদ্ভাবন বা রচনা করা; (দলিলাদি) জাল করা। fabrication [ফ্যাব্‌রিকেইশ্‌ন্‌] [noun] [uncountable noun] নির্মাণকরণ, মিথ্যাকাহিনি, জাল দলিল।
  • English Word fabulous Bengali definition [ফ্যাবিউলাস্‌] (adjective) (১) পৌরাণিক বা উপকথায় বর্ণিত: fabulous heroes. (২) অবিশ্বাস্য; অসম্ভব; অবাস্তব(৩) (কথ্য) চমৎকারfabulously (adverb) অবিশ্বাস্য রকমের: fabulously rich.
  • English Word facade Bengali definition [ফা্সা:ড্‌] [noun] [countable noun] অট্টালিকার সম্মুখভাগ বা সদরের বহির্ভাগ; (লাক্ষণিক) মুখোশ; নকল বা বিভ্রান্তিকর চেহারা: a facade of unconcern.
  • English Word face 1 Bengali definition [ফেইস্‌] (noun) (১) মুখমণ্ডল; মুখface to face মুখোমুখি; সামনাসামনি। look somebody in the face কারো দিকে স্থিরদৃষ্টিতে তাকিয়ে থাকা। be unable to look somebody in the face লজ্জা ভয় ইত্যাদি কারণে কারো প্রতি চোখ তুলে তাকাতে না-পারা। set one’s face against somebody কারো বিরোধিতা করা। show one’s face দেখা দেওয়া; মুখ দেখানো: He could show his face here after that incident. in (the) face of (ক) মোকাবিলায় কোনো কিছুর সম্মুখীন হয়ে: In the face of all provocations he kept silent. fly in the face of something খোলাখুলিভাবে অগ্রাহ্য করা। to one’s face প্রকাশ্যে; মুখের উপর। (২) (যৌগশব্দে)face-card (noun) (তাস) সাহেব, বিবি বা গোলামface-cream (noun) প্রসাধনী ক্রিম; মুখের ক্রিম। face-lift(ing) (noun) মুখমণ্ডলের চামড়ার ভাঁজ তাড়াতে অস্ত্রোপচার (কমনীয়তা বাড়াতে)। face-pack (noun) মুখমণ্ডলের ত্বক পরিষ্কার ও সজীব করতে ব্যবহৃত মলমজাতীয় প্রসাধনী। face-powder (noun) মুখের প্রসাধনী পাউডার। (৩) চেহারা; অভিব্যক্তি: a smiling face. keep a straight face (হাসি দমনসহকারে) নিজের উল্লাস বা আমোদ গোপন করা। make/pull a face / faces (at somebody) মুখভঙ্গি করা; ভেঙচানো। put on/wear a long face গম্ভীর হওয়া বা মুখ ভার করা। (৪) (বিশিষ্টার্থে) have the face (to do something) সাহস বা ধৃষ্টতা থাকা (কিছু করতে)। lose face অপমানিত হওয়া; ছোট হওয়া; মুখ না-পাওয়া। put a good/bold/brave face on something কোনো কিছুর চেহারা সুদৃশ্য করা; কোনো কিছু করতে সাহস দেখানো। put a new face on something কোনো কিছুর চেহারা বদলানো। save one’s face মর্যাদাহানি এড়ানো। face-saver মুখরক্ষাকর। on the face of it আপাতদৃষ্টিতে। (৫) পৃষ্ঠদেশ; সম্মুখভাগface value অভিহিত মূল্য; (লাক্ষণিক) কারো বা কোনো কিছুর চেহারা দেখে যা মনে হয়। take something at its face value দেখতে যেমন মনে হয় সেইভাবেই গ্রহণ করা। (৬) (মুদ্রণ) অক্ষরের আদল: bold-type. faceless (adjective) (লাক্ষণিক) অজ্ঞাতনামা।
  • English Word face 2 Bengali definition [ফেইস্] (verb transitive), (verb intransitive) (১) (কোনো কিছুর দিকে) মুখ ঘুরানো বা ঐ অবস্থায় থাকা; অভিমুখী হওয়া: faces the garden. (২) দৃঢ়ভাবে মোকাবিলা করা: to face the enemy, সম্মুখীন হওয়া; মুখোমুখি হওয়া: not afraid of facing any challenge. face something/it out হার না-মানা; সাহসের সঙ্গে চালিয়ে যাওয়া। face the music পরীক্ষা বা বিপদের সময় ভীত নড়া-হওয়া। face up to (something) কোনো সত্য বাস্তবতা ইত্যাদি মেনে আন্তরিকতা ও সাহসের সঙ্গে আচরণ করা। let’s face it (কথ্য) এটাকে মেনে নিতেই হবে। (৩) (কোনো কিছুর) অস্তিত্ব স্বীকার করা(৪) কারো বা কিছুর সামনে উপস্থিত হওয়া বা দেখা দেওয়া: What is the problem that faces you? (৫) face (with) ভিন্ন বস্তুর প্রলেপ দিয়ে ঢেকে দেওয়া: to face a wall. facer (noun) (British/Britain কথ্য) হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে কেউ যে অসুবিধার সম্মুখীন হয়।
  • English Word face time Bengali definition [ফেইস্ টাইম্‌] (noun) (১) অ্যাপলের ভিডিও কলিং সার্ভিস অ্যাপ এ সময় ব্যবহারকারীরা একে অন্যকে দেখতে ও অন্যের কথা শুনতে পান: Some bosses think lots of face time is a sign of loyalty to the company. (২) ভিডিওটেলিফোনি ও ভিওআইপি, সোশ্যাল নেটওয়ার্কিংয়েও এই অ্যাপসের প্রয়োগ(৩) ই-মেইল করার জন্য ব্যয়িত সময়(৪) মিডিয়া যখন কারো ছবি তোলে বা ভিডিও করে
  • English Word facebook Bengali definition [ফেইস্‌বুক্] (noun) ফেসবুক বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবহার একটি ওয়েবসাইট। এতে ব্যবহারকারীরা বন্ধু সংযোজন, বার্তা পাঠানো এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলি হালনাগাদ ও আদান-প্রদান করতে পারেন।
  • English Word facekini Bengali definition [ফেইস্‌কিনি অপিচ 'face-kini'] (noun) [countable noun] সমুদ্রসৈকতে সূর্যকিরণ থেকে মুখের ত্বক রক্ষার জন্য কৃত্রিম মুখোশ: take a look at the face-kini.
  • English Word faces Bengali definition (noun) (plural) (চিকিৎসাশাস্ত্র) মল; বিষ্ঠা
  • English Word facet Bengali definition [ফ্যাসিট্] (noun) কাটাপাথর বা রত্নের বহুপার্শ্বের যেকোনো একটি পার্শ্ব; (লাক্ষণিক) সমস্যাদির বিশেষ দিক।
  • English Word facetious Bengali definition [ফাসীশাস] (adjective) ইয়ারকিপূর্ণ বা ঠাট্টাবিদ্রূপপূর্ণ; অশালীন ঠাট্টাপূর্ণ বা তাতে অভ্যস্ত: a facetious remrk/man . facetiously (adverb) facetiousness (noun)
  • English Word facia Bengali definition [ফে্‌ইশা] (noun) = fascia = মোটরগাড়ির ড্যাশবোর্ড
  • English Word facial Bengali definition [ফে্‌ইশ্‌ল্‌] (adjective) মুখসম্পর্কিত বা মুখের জন্য
  • English Word facile Bengali definition [ফ্যাসাইল্ America(n) ফ্যাস্‌ল্‌] (adjective) (১) সহজসাধ্য; সহজলব্ধ: a facetious victory. (২) (ব্যক্তি) কোনো কিছু সহজে করতে সক্ষম; (বক্তৃতা বা লেখা) অবলীলায় সম্পন্ন বা রচিত; অবলীলাক্রমে করা হয় এমন: a facile remark.
  • English Word facilitate Bengali definition [ফা্‌সিলিটেইট্] (verb transitive) (কোনো বস্তু বা প্রক্রিয়া) সহজ করা; কোনো অসুবিধা বা কষ্ট লাঘব করা; সহজতর করা: Computer has facilitated office-work (কর্তা হিসেবে ব্যক্তির সঙ্গে এই ক্রিয়া ব্যবহৃত হয় না)।
  • English Word facility Bengali definition [ফাসিলাটি] (noun) (facilities) (১) [uncountable noun] সহজসাধ্যতা, সাবলীলতা, সহজে করতে বা লিখতে সাহায্য করে এমন গুণ(২) (plural) সুযোগসুবিধা; সুযোগসুবিধা প্রদানকারী উপকরণাদি: Trains, buses and air services are examples of facilities for travel.
  • English Word facing Bengali definition [ফেইসিঙ্] (noun) (১) ভিন্ন উপাদানের প্রলেপ বা আস্তরণ(২) (plural) পোশাকের উপর ভিন্ন রঙের উপাদান
  • English Word facsimile Bengali definition [ফ্যাকসিমালি] [noun] [countable noun] লেখা, মুদ্রণ, ছবি প্রভৃতির অবিকল প্রতিরূপ
  • English Word fact Bengali definition [ফ্যাক্‌ট্‌] (noun) (১) (প্রকৃত) ঘটনাaccessary before the fact (আইন সম্বন্ধীয়) যে ব্যক্তি অপরাধ সংঘটিত হওয়ার আগে অপরাধে সহায়তা করে। accessary after the fact (আইন সম্বন্ধীয়) অপরাধ সংঘটিত হওয়ার পর জেনেশুনে যে ব্যক্তি অপরাধীকে সহায়তা করে। (২) [countable noun] সত্য (হিসেবে বিদিত বা গৃহীত কিছু) তথ্যfact-finding (adjective) তথ্যানুসন্ধানী; তথ্যানুসন্ধানমূলক: a fact finding commission. (৩) [uncountable noun] বাস্তবতা; যা সত্য; যার অস্তিত্ব আছে: to distinguish fact from fiction, the fact of the matter is... প্রকৃত সত্য হচ্ছে এই যে,... in fact, as a matter of fact বাস্তবিকপক্ষে।
  • English Word faction Bengali definition [ফ্যাকশ্‌ন্‌] (noun) [countable noun] (বিশেষত রাজনৈতিক) দলের অভ্যন্তরে ক্ষুব্ধ এবং প্রায়ই স্বার্থান্বেষী বা চক্রান্তকারী গোষ্ঠী(২) [uncountable noun] দলাদলিfactious [ফ্যাক্‌শাস] (adjective) দলাদলিপ্রবণ; দলাদলিমূলক।
  • English Word factitious Bengali definition [ফ্যাক্‌টিশাস্] (adjective) (আনুষ্ঠানিক) অস্বাভাবিক, কৃত্রিম, অভিসন্ধিমূলকভাবে রচিত বা সৃষ্ট
  • English Word factor Bengali definition [ফ্যাক্‌টা(র্)] (noun) (১) (গণিত) উৎপাদক; গুণনীয়ক(২) উপাদান; হেতু; কারণ; কোনো পরিণতির জন্য সহায়ক ঘটনা বা পরিস্থিতি(৩) প্রতিনিধি; দালালির বিনিময়ে অপরের বাণিজ্যিক লেনদেনে প্রতিনিধিত্বকারী; গোমস্তাfactorize, factorise (verb transitive) (গণিত) উৎপাদক বা গুণনীয়ক বের করা।
  • English Word factory Bengali definition [ফ্যাকটারি] (noun) (factories) (১) কারখানা: factory workers, কারখানার শ্রমিক। (২) (ইতিহাস) বিদেশে বণিক-কোম্পানির বাণিজ্যকুঠি
  • English Word factual Bengali definition [ফ্যাক্‌চুআল্] (adjective) সত্য ঘটনাসম্পর্কিত; বাস্তব তথ্যপূর্ণ; তথ্যমূলক; প্রকৃত
  • English Word faculty Bengali definition [ফ্যাকাল্‌টি] (noun) (faculties) [countable noun] (১) (মানসিক) শক্তি, ক্ষমতা (কোনো কিছু করার): the faculty of acting, speech etc. (২) (বিশ্ববিদ্যালয়ে) অনুষদ; শিক্ষাবিভাগ বা পরস্পরসম্পর্কিত বিভাগেসমূহের সমষ্টি: the Faculty of Arts/Sciecnce/Law; (America(n)) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।