Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word furrier Bengali definition [ফারিআ(র্)] (noun) (পশুর) লোমশ চামড়ার কারবারি
  • English Word furrow Bengali definition [ফারোউ] (noun) [countable noun] (১) ভূমিতে লাঙলের ফলার গভীর দাগ; হলরেখা; সীতা; হলি(২) মুখমণ্ডলের, বিশেষত কপালের চামড়ার রেখা; ভাঁজ; কুঞ্চন; বলি। □ (verb transitive) হলরেখা ফেলা; বলি-অঙ্কিত করা: a forehead furrowed by old age.
  • English Word furry Bengali definition [ফারি] দ্রষ্টব্য fur.
  • English Word further Bengali definition [ফাদা(র্)] (adverb), (adjective) (১) (প্রায়ই farther- এর স্থলে ব্যবহৃত হয়) আরো/অধিকতর দূরে: They did not go further. (২) (এই অর্থে farther- এর স্থলে ব্যবহার করা যায় না) অধিকতর; অতিরিক্ত; আরো; until further order. We received no further advice. (৩) (অপিচ further more, নিচে দ্রষ্টব্য) অধিকন্তু; তাছাড়া; অপিচ: She said it was too late to go for a walk and further, that it was raining. □ (verb transitive) আনুকূল্য করা; প্রবর্ধিত করা; এগিয়ে নেওয়া: further somebody’s interests; further the cause of peace. further education (noun) [uncountable noun] বিদ্যালয় ত্যাগ করার পরে প্রদত্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম ব্যতীত অন্যবিধ আনুষ্ঠানিক শিক্ষা; অধিকতর শিক্ষা। furtherance [ফাদারান্‌স্] (noun) [uncountable noun] অগ্রনয়ন; প্রবর্ধন; উন্নতিবিধান: for the furtherance of public welfare. furthermore [ফদিমো(র)] (adverb) অধিকন্তু; তাছাড়া; এতদ্ব্যতীত। furthermost [ফাদামোউস্‌ট্] (adjective) দূরতম; সবচেয়ে দূরবর্তী।
  • English Word furthest Bengali definition [ফাদিস্‌ট্] (adjective), (adverb) = farthest.
  • English Word furtive Bengali definition [ফটিভ] (adjective) চোরা; অলক্ষিত; গোপন; লুকাছাপা: a furtive glance; furtive behaviour. furtively (adverb) অলক্ষিতে; চুপিসারে; চুরি করে। furtiveness (noun) লুকাছাপা।
  • English Word furuncle Bengali definition [ফিউআরাঙক্‌ল] (noun) ফোড়া; ব্রণ
  • English Word fury Bengali definition [ফিউআরি] (noun) (plural furies) (১) [uncountable noun] প্রচণ্ড উত্তেজনা, বিশেষত ক্রোধ; রোষ: the fury of the elements, প্রচণ্ড ঝড়; ঝঞ্ঝা। (২) [countable noun] অসংযত আবেগের বিস্ফোরণ; ক্ষিপ্ততা; ক্রোধোন্মত্ততা: to fly into a fury, ক্ষিপ্ত হয়ে ওঠা। (৩) [countable noun] অতীব ক্রুদ্ধ বা ভয়ঙ্কর নারী(৪) the Furies অপরাধের শাস্তিবিধানের জন্য পাতাল থেকে প্রেরিত গ্রিক পুরাণোক্ত সর্পকেশী দেবীত্রয় (আলেক্তো, তিসিফোনি ও মেগাইরা)।
  • English Word furze Bengali definition [ফাজ্‌] (noun) [uncountable noun] = gorse; অনাবাদি জমিতে উদ্গত, হলুদ ফুলবিশিষ্ট কণ্টকিত চিরহরিৎ গুল্মবিশেষ
  • English Word fuscous Bengali definition [ফাস্‌ক্যাস] (adjective) মলিন; বিষণ্ণ; কৃষ্ণবর্ণ
  • English Word fuse 1 Bengali definition [ফিঊজ্] (noun) [uncountable noun] (১) বারুদ ইত্যাদি বিস্ফোরিত করার জন্য স্ফুলিঙ্গবহ নল, দড়ি ইত্যাদি (পটকা, বোমা ইত্যাদির সঙ্গে থাকে); টাকু; পলিতা(২) (America(n) = fuze) গোলা বা মাইনের অংশবিশেষ যা বিস্ফোরক দ্রব্যকে স্ফূর্জিত করে; টাকুtime fuse (noun) যে টাকু নির্ধারিত সময়ের ব্যবধানে উক্তরূপ বিস্ফোরণ ঘটায়; মেয়াদি টাকু।
  • English Word fuse 2 Bengali definition [ফিঊজ্‌] (verb transitive), (verb intransitive) (১) গলা বা গলানো; গলে জোড়া লাগা, গলিয়ে জোড়া লাগানো: fuse two pieces of wire together. (২) (বৈদ্যুতিক চক্র বা তার অংশবিশেষ সম্বন্ধে) ফিউজ গলে যাওয়ার ফলে বিচ্ছিন্ন/বিকল্প হওয়া(৩) (লাক্ষণিক) সমগ্রে পরিণত করা; একীভূত করা (noun)[countable noun] (বৈদ্যুতিক চক্রে) তারের ক্ষুদ্র খণ্ডবিশেষ যা বিদ্যুৎচক্রে বিদ্যুতের চাপ বেশি হলে গলে গিয়ে চক্র বিচ্ছিন্ন করে দেয়। fusewire (noun) [uncountable noun] উক্ত উদ্দেশ্যে ব্যবহৃত তার।
  • English Word fuselage Bengali definition [ফিঊজালা:জ্] (noun) বিমানের মূল অবয়ব, (যার সঙ্গে ইনজিন, শাখা ও পুচ্ছ যুক্ত করা হয়); বিমানের কাঠামো
  • English Word fusil Bengali definition [ফিঊজিল্‌] (noun) হালকা বন্দুকবিশেষ; তবক
  • English Word fusilier Bengali definition [ফিঊজালিআ(র্)] (noun) আগেকার দিনে (কোনো-কোনো ব্রিটিশ রেজিমেন্টের) হালকা গাদা বন্দুকসজ্জিত সৈন্য
  • English Word fusillade Bengali definition [ফিঊজালেইড্ America(n) ফিঊসালেইড্] (noun)[countable noun] অবিরাম গুলিবষণ
  • English Word fusion Bengali definition [ফিউজন্‌] (noun)[countable noun, uncountable noun] গলন; একীভবন; সংমিশ্রণ: The students made the fusion of copper and zinc in their newly built labratory; a fusion of races. fusionbomb (noun) উদজান বোমা। দ্রষ্টব্য atomic.
  • English Word fuss Bengali definition [ফাস্] (noun) [uncountable noun] অযথা স্নায়বিক অস্থিরতা (বিশেষত অকিঞ্চিৎকর বিষয়ে); ত্রস্তব্যস্ততা; বাড়াবাড়ি; অযথা উত্তেজনা: make fuss; get into a fuss. make a fuss (ক) বিক্ষুব্ধ/উত্তেজিত/অস্থির/ত্রস্তব্যস্ত হওয়া। (খ) ব্যস্তবাগীশ হওয়া। (গ) তেজের সঙ্গে নালিশ করা। make a fuss of লোক দেখানো মনোযোগ দেওয়া; বাড়াবাড়ি করা: She makes too much fuss of the children every now and then. fuss-pot (noun) (কথ্য) অত্যন্ত ব্যস্তবাগীশ বা অস্থির প্রকৃতির লোক; তিড়বিড়ে/খুঁতখুঁতে লোক। □ (verb transitive), (verb intransitive) ত্রস্তব্যস্ত/উত্তেজিত হওয়া বা করা: Why do you fuss about such trifles? fussy (adjective) (fussier, fussiest) (১) অস্থির; তিড়বিড়ে; ত্রস্তব্যস্ত: Mr. Fahim is fussy about social function. (২) খুঁতখুঁতে: be fussy about one’s dress. (৩) (পোশাক, শৈলী ইত্যাদি) অত্যধিক অলংকৃত; জমকালো; অনাবশ্যক খুঁটিনাটির ভারে পীড়িতfussily [ফাসিলি] (adverb) ত্রস্তব্যস্তভাবে; হন্তদন্ত হয়ে। fussiness (noun) ত্রস্তব্যস্ততা; অস্থিরতা।
  • English Word fustian Bengali definition [ফাস্‌টিআন্‌ America(n). [ফাস্‌টিচান] (noun) [uncountable noun] (১) পুরু, মজবুত, মোটা সুতি কাপড়বিশেষ; ধোকড়; (attributive(ly)) ধোকড়ের (তৈরি)। (২) (লাক্ষণিক) বাগাড়ম্বর; বড় বড় কথা; (attributive(ly)) বাগাড়ম্বরপূর্ণ; শূন্যগর্ভ; অসার
  • English Word fustigate Bengali definition [ফাস্‌টিগেইট্] (verb transitive) (কৌতুকাত্মক) মুগুর-পেটা করা
  • English Word fusty Bengali definition [ফাস্‌টি] (adjective) বাসি গন্ধযুক্ত। (লাক্ষণিক) চিন্তাভাবনায় সেকেলে: a fusty old professor.
  • English Word futile Bengali definition [ফিঊটাইল্ America(n) ফিঊট্ল্] (adjective) (১) (কাজ) নিষ্ফল; বৃথা: a futile attempt. (২) (ব্যক্তি) অসার; অন্তঃসারশূন্য; শূন্যগর্ভ; অপদার্থfutility [ফিউটিলাটি] (noun) (plural futilities) [uncountable noun] নিষ্ফলতা; অন্তঃসারশূন্যতা; [countable noun] নিষ্ফল প্রয়াস বা উক্তি।
  • English Word future Bengali definition [ফঊচা(র্)] (noun), (adjective) [uncountable noun, countable noun] ভবিষ্যৎ; ভবিতব্য; ভাবী; ভবিষ্য; ভাবীকাল; উত্তরকালfor the future ভবিষ্যতের জন্য: provide for the future, ভবিষ্যতের সংস্থান করা। in future ভবিষ্যতে। (২) (adjective কিংবা noun-এর attributive(ly) প্রয়োগ) ভবিষ্যৎ; ভাবী; ভবিষ্যমান: the future life, পরকাল; his future wife, তার ভাবী বধূ। (৩) (plural) (বাণিজ্য) যে পণ্য কেনার সময়ে উভয়পক্ষের সম্মতিক্রমে নির্ধারিত মূল্যে কেনা হলেও যার মূল্য পরিশোধ ও হস্তান্তর ভবিষ্যতে হবে; ভাবীপণ্যfutureless (adjective) Their newly launched product seems futureless. ভবিষ্যৎশূন্য।
  • English Word futurism Bengali definition [ফিঊচারিজাম্‌] (noun) [uncountable noun] (বিশ শতকের গোড়ার দিকের) শিল্পকলা ও সাহিত্য আন্দোলনবিশেষ, যা ঐতিহ্যকে সম্পূর্ণ পরিত্যাগ করে আধুনিক যন্ত্র-প্রভাবিত সমসাময়িক জীবনের শক্তিমত্তা, গতিশীলতা ও ক্রমোন্নতিকে অভিব্যক্ত করতে আগ্রহী; ভবিষ্যবাদfuturist [ফিঊচারিস্‌ট্‌] (noun) ভবিষ্যবাদী।
  • English Word futurity Bengali definition [ফিঊটিউআরাটি America(n) ফিঊটুআরাটি] (noun) (plural futurities) [uncountable noun] ভবিষ্যৎ; উত্তরকাল; [uncountable noun, countable noun] ভবিষ্যতের ঘটনাবলি; ভবিতব্যতা।
  • English Word fuze Bengali definition [ফিঊজ] (noun) (America(n)) = fuse 1
  • English Word fuzz Bengali definition [ফাজ্] (noun) [uncountable noun] (কম্বল কিংবা অন্য নরম পশমি বস্ত্র থেকে উত্থিত) আঁশ; কোঁকড়া চুলthe fuzz (America(n) অপশব্দ) পুলিশ।
  • English Word fuzzy Bengali definition [ফাজি] (adjective) (fuzzier, fuzziest) (১) আঁশের মতো; ঝাপসা; অস্পষ্ট; ঘোলাটে; আঁশ-আঁশ: Yesterday Bushra wore a fuzzy sweater at the social gathering. (২) (ফটো, ছবি, টেলিভিশনের ছবি ইত্যাদি) অস্পষ্ট, ঝাপসা বোঝাতে: The difference be ween the leader and the led has become fuzzy.