Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চামেলি Bengali definition [চামেলি] (বিশেষ্য) জুঁই বা মল্লিকাজাতীয় ক্ষুদ্র পুষ্প; জাতি ফুল। {(হিন্দি) চমেলী}
  • Bengali Word চাম্পা ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [চাম্‌পা] (বিশেষ্য) চাঁপা ফুল; চম্পা (লবঙ্গ, গোলাপ চাম্পা সতবর্গ যূথী-সৈয়দ আলাওল}। {(তৎসম বা সংস্কৃত) চম্পক>}
  • Bengali Word চামড়া Bengali definition [চাম্‌ড়া] (বিশেষ্য) ১ চর্ম; চাম; ত্বক। ২ ছাল (হরিণের চামড়া)। {(তৎসম বা সংস্কৃত) চর্ম>}
  • Bengali Word চার শত, চারশো Bengali definition [চার্‌শতো, চার্‌শো] (বিশেষ্য), (বিশেষণ) ৪০০ সংখ্যা বা সংখ্যক। চারশতবিশ (বিশেষ্য), (বিশেষণ) দণ্ডবিধি ৪২০ ধারায় বর্ণনামতো অপরাধী; প্রতারক। {চার+শত,>}
  • Bengali Word চার ১, চারি Bengali definition [চার্‌, চারি] (বিশেষ্য), (বিশেষণ) ৪ সংখ্যা বা সংখ্যক। চারআনা (বিশেষ্য) ১ সিকি ভাগ। ২ এক টাকার চার ভাগের এক ভাগ। চারআনি (বিশেষ্য) ১ চার আনা বা সিকি টাকা মূল্যের মুদ্রা। ২ চার ভাগের এক ভাগ। চারইয়ারি, চার-আয়ারী (বিশেষণ) চার জন বন্ধু-সম্পর্কিত (চার ইয়ারী কথা-প্রথম চৌধুরী)। চার কোনা/কোণা (বিশেষণ) ১ চার কোণ সম্বলিত; চতুষ্কোণ; চৌকা। ২ চতুর্দিক (চার কোনা মেরে ঝাড়ু দেওয়া)। চারচালা (বিশেষণ) ১ চারদিকে চার চালবিশিষ্ট। □(বিশেষ্য) ঐরূপ ঘর। চারচোখে দেখা (ক্রিয়া) বিশেষ কৃপার দৃষ্টিতে দেখা (অন্যায় বাড়াবাড়ি করে একজনকে চার চোখে দেখতেন না-শেখ ফজলল করিম)। চারচৌকা, চারচৌকো (বিশেষণ) সমচতুষ্কোণ। চারটা, চারটে (বিশেষ্য) চার ঘটিকা। □(বিশেষণ) অল্প কিছু। চারটি, চাট্টি (বিশেষণ) কিছু পরিমাণ; অর্প পরিমাণ; সামান্য কিছু (আর চাট্টি ভাত দাও)। চারতরফ (বিশেষ্য) চতুর্দিক; সব দিক; চার অংশ। চার দেওয়ারি (বিশেষ্য) আঙ্গিনা; চার দেয়ালে ঘেরা স্থান। চারপায়া, চারপাই (বিশেষ্য) চারপায়াযুক্ত খাটিয়া বিশেষ (দড়ির চারপাই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। চারপো, চারপোয়া (বিশেষণ) ১ এক সের। ২ সম্পূর্ণ; ভরা। চারসন্ধ্যা (বিশেষ্য) প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যা ও মধ্যরাত (হিন্দু ব্যবহারে)। চার হাত এক করা-বিয়ে দেওয়া। চার হাতে (ক্রিয়াবিশেষণ) বিচার-বিবেচনা ত্যাগ করে বা নির্বিচারে এবং সাপটিয়ে। চারভিত (বিশেষ্য) চতুর্দিক বা এদিক সেদিক; চারপাশ। {(তৎসম বা সংস্কৃত) চতুর্‌>(প্রাকৃত) চত্তার, চত্তারি>}
  • Bengali Word চার ২ Bengali definition [চার্‌] (বিশেষ্য) গুপ্তচর; গোয়েন্দা। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+অ(অণ্‌)}
  • Bengali Word চার ৩ Bengali definition [চার্‌] (বিশেষ্য) ১ মাছকে আকর্ষণ করবার উপযোগী গন্ধযুক্ত মসলা। ২ জলাশয়াদির যে স্থানে চার ফেলা হয়েছে (ইহাদের দোষে মাছ বসে নাক চারে-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) চারা}
  • Bengali Word চার ৪ Bengali definition চারা৩
  • Bengali Word চারক Bengali definition [চারোক্‌] (বিশেষণ) ১ পশু চরায় এমন (গো-চারক, পশু চারক)। □(বিশেষ্য) পিয়াল গাছ। {(তৎসম বা সংস্কৃত) চার+ক(কন্‌)}
  • Bengali Word চারণ ১ Bengali definition [চারোন্‌] (বিশেষ্য) স্তুতি-পাঠক; দেশের জাতির বা বংশ বিশেষের কীর্তি গায়ক, গানে যারা ব্যক্তি বা দেশের মহিমা প্রচার করে। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+ণিচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word চারণ ২, চারণা ১ Bengali definition [চারোন্‌, চারোনা] (বিশেষ্য) ১ পশু চরানোর কাজ (গোচারণ)। ২ পশু চরানোর মাঠ; চারণ ভূমি। {(তৎসম বা সংস্কৃত) চারণ১’ চারণ+(বাংলা) আ}
  • Bengali Word চারণ ৩, চারণা ২ Bengali definition [চারোন্‌, চারোনা] (বিশেষ্য) চালনা বা সঞ্চালন (পদচারণ)। {(তৎসম বা সংস্কৃত) চারণ১}
  • Bengali Word চারা ১ Bengali definition [চারা] (বিশেষ্য) ১ কচি গাছ; ছোট গাছ। ২ মাছের পোনা বা বাচ্চা। □(বিশেষণ) নবজাত বা ক্ষুদ্র (ধান পাটের চারাগুলো পুড়ে লাল হয়ে যাচ্ছে-শামসুল হক)। {টিপরা, চেরা (যেমন- চেরাপুঞ্জি, চেরাই)}
  • Bengali Word চারা ২, চার Bengali definition [চারা, চার্‌] (বিশেষ্য) ১ উপায়; গতি (প্রত্যক্ষ প্রমাণে বিশ্বাস না ক’রে চারা কি?-শেখ ফজলল করিম)। ২ প্রতিকার; প্রতিবিধান (যাহা করিয়াছি তাহার আর চারা নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বেচারা (বিশেষণ) নিরুপায়। লাচার, নাচার (বিশেষণ) নিরুপায়, শক্তিহীন। {(ফারসি)চারাহ্‌}
  • Bengali Word চারা ৩, চার Bengali definition [চারা, চার্‌] (বিশেষ্য) পশুর বা মাছের খাদ্য; মাছের টোপ। {(হিন্দি) চারা}
  • Bengali Word চারানো Bengali definition [চারানো] (ক্রিয়া) ১ ব্যাপ্ত হওয়া; বিস্তৃত হওয়া; ছড়িয়ে পড়া। ২ সকলের উপরে বা সর্বত্র ছড়িয়ে পড়া। {চার+আনো}
  • Bengali Word চারি Bengali definition চার১
  • Bengali Word চারিত Bengali definition [চারিতো] (বিশেষণ) ১ ছড়ানো হয়েছে এমন। ২ সঞ্চারিত; সংক্রমিত। ৩ চালিত। ৪ বিস্তৃত; ব্যাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+ণিচ্‌+ত(ক্ত)}
  • Bengali Word চারিত্র, চারিত্র্য Bengali definition [চারিত্‌ত্রো] (বিশেষ্য) ১ চরিত্র। ২ পুণ্যময় স্বভাব; মহৎ গুণাবলি; সদাচার (উত্তরাধিকাসূত্রে আমরা পাই চারিত্র-সুধীন্দ্রনাথ দত্ত)। চারিত্রিক (বিশেষণ) চরিত্রগত; চরিত্র সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) চরিত্র+অ(অণ্‌), চরিত্র+য(ষ্যঞ)}
  • Bengali Word চারী (-রিন্‌) Bengali definition [চারি] (বিশেষণ) ১ ভ্রমণকারী; বিচরণকারী (পথচারী)। ২ পালনকারী বা আচরণকারী (ব্রহ্মচারী)। চারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+ইন্‌(ণিনি)}
  • Bengali Word চারু Bengali definition [চারু] (বিশেষণ) ১ মনোহর; সুন্দর শোভন; সুদর্শন; কমনীয় (পুলকের বারিধারা এলো চারু চক্ষে-সিজা)। ২ ললিত; কোমল; ক্লান্ত; সুকুমার (চারুকলা)। ৩ সৎ; সু; উত্তম। চারুকলা, চারুশিল্প (বিশেষ্য) চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; ললিতকলা; fine arts। চারুতা বি। চারুনেত্র বিণল মনোহর বা সুন্দর চক্ষুযুক্ত; সুনয়ন। চারুনেত্রা (স্ত্রীলিঙ্গ) (চারুনেত্রা দেবী-মাইকেল মধুসূদন দত্ত)। চারুশীলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সৎস্বভাবা; কমনীয় বা সুকুমার স্বভাববিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+উ(ঞুণ্‌)}
  • Bengali Word চারো Bengali definition [চারো] (বিশেষ্য) মাছ ধরার কাজে ব্যবহৃত বাঁশের তৈরি নানা ধরনের ফাঁদ (ধান গাছ মাঝে চারো পেতে থুয়ে চাপা দেছে তারপরে-বন্দে আলী মিয়া)। {আঞ্চলিক; (তুলনীয়) (হিন্দি) চারা}
  • Bengali Word চার্চ Bengali definition [চার্‌চ্‌] (বিশেষ্য) খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনাগৃহ; গির্জা {(ইংরেজি) Church}
  • Bengali Word চার্জ Bengali definition [চার্জ] (বিশেষ্য) ১ দাযিত্ব কর্তব্য বা কার্যভার। ২ অভিযোগ। ৩ মূল্য বা পারিশ্রমিক বা মাসুল। ৪ তত্ত্বাবধান। ৫ দোষারোপ। {(ইংরেজি) Charge}
  • Bengali Word চার্বাক Bengali definition [চার্‌বাক্‌] (বিশেষ্য) ১ একজন নাস্তিক মুনি; আত্মা পরলোক প্রভৃতিতে অবিশ্বাসী প্রসিদ্ধ মুনি। ২ জড়বাদী। চার্বাকী (বিশেষণ) চার্বাকসুলভ (এই চার্বাকী মতবাদ প্রচার-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) চারু+ বাক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চার্ম ১ Bengali definition [চার্‌মো] (বিশেষণ) চামড়া সম্পর্কিত বা চর্মময়। {(তৎসম বা সংস্কৃত) চর্ম+অ(অণ্‌)}
  • Bengali Word চার্ম ২ Bengali definition [চার্‌মো] (বিশেষ্য) মোহিনী-শক্তি; আকর্ষণ। চার্মিং (বিশেষণ) মুগ্ধকর। {(ইংরেজি) Charm}
  • Bengali Word চাল ১, চাউল, চাইল Bengali definition [চাল্‌, চাউল্‌, চাইল্‌] (বিশেষ্য) একপ্রকার শস্য, যা রান্না করলে ভাত হয়; তণ্ডুল। চালপড়া (বিশেষ্য) মন্ত্র বা দোয়া পড়ে ফু দেওয়া চাল। চালচিড়ে বেঁধে যাওয়া (ক্রিয়া) প্রয়োজনীয় সব কিছু সঙ্গে নিয়ে দূরবর্তী স্থানে যাওয়া। আতপ চাল (বিশেষ্য) ধান সিদ্ধ না করে রোদ্রে শুকিয়ে যে চাল তৈরি করা হয়। সিদ্ধ চাল (বিশেষ্য) ধান সিদ্ধ করে শুকিয়ে যে চাল প্রস্তুত করা হয়। চালমুগরা (বিশেষ্য) একপ্রকার ছোট গাছ-এর বীজ খোস-পাঁচড়া নিবারক ভেষজ হিসাবে খ্যাত। {(তৎসম বা সংস্কৃত) তণ্ডুল>(প্রাচীন বাংলা) তাঁড়ুল>তাউল>; সাওতাঁলি. চেল}
  • Bengali Word চাল ২ Bengali definition [চাল্‌] (বিশেষ্য) ১ গৃহাদির কাঁচা ছাদ; বাঁশ, খড়, শণ, কাশ ইত্যাদি দ্বারা আচ্ছাদিত ঘরের ছাদ। ২ হিন্দু প্রতিমার পিছনের দৃশ্যপট (চালচিত্র)। চালকুমড়া (বিশেষ্য) ছাঁচি বা দেশি কুমড়া। চালকুমড়ি করা (ক্রিয়া) উপর থেকে নিচে গড়িয়ে দেওয়া, যেভাবে কুমড়া গড়িয়ে পড়ে। চালকেটে উঠানো (ক্রিয়া) ভিটেমাটি উচ্ছন্ন করা; উৎপন্ন বা উদ্বাস্তু করা। চালচিত্র (বিশেষ্য) ১ প্রতিমার পিছন দিকের পট বা চিত্র। ২ পশ্চাৎপট; background । ৩ হালচাল; বর্তমান পরিস্থিতির রূপরেখা। চালচুলা, চালচুলো (বিশেষ্য) আশ্রয় ও খাদ্য সংস্থান; আহার ও বাসের ব্যবস্থা। চালচুলা নেই-বৃত্তিহীন বেকার যার ঠিকানা ও বৃত্তি নেই। চালের বাতা (বিশেষ্য) কাঁচা ঘরের ছাদসংযুক্ত বাঁশ বা কাঠের লম্বা লম্বা ফালি। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word চাল ৩ Bengali definition [চাল্‌] (বিশেষ্য) ১ চলন; ধারা; রীতি; প্রথা; জীবনযাত্রা পদ্ধতি; আচার-ব্যবহার (সাবেক চাল)। ২ গতি; ভঙ্গি (দ্রুত চাল)। ৩ ধরন; ঢঙ; রকম (বলেন বটে কথা বার্তা অস্মৎ দেশীয় চালে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ মিথ্যা বড়াই বা আড়ম্বর প্রকাশ (চাল মারা)। ৫ অভিজাত বা আড়ম্বরপূর্ণ বা শৌখিন জীবনযাত্রা পদ্ধতি (হাওযা খেয়ে ঘুর ঘুর করাকেই এরা বলে চাল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৬ দাবা বা পাশার দান। ৭ কৌশল; ফন্দি; কার্যোদ্ধার বা বাজিমাত করাবার মতো ঘুটি চালা (উৎপীড়নে কোনই সুফল ফলিল না দেখিয়া এইবার তাহারা এক নতুন চাল চালিল-আবু হেনা মোস্তফা কামাল)। চালকমানো (ক্রিয়া) ১ জীবনযাত্রা আড়ম্বর হ্রাস করা। ২ খরচ কমানো; ব্যয় সংকোচ করা। চাল-চলন (বিশেষ্য) ১ রীতি-নীতি; আচার-ব্যবহার (সাবেক চাল-চলন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মতিগতি। □(বিশেষণ) প্রকৃতি; স্বভাব; চরিত্র। চালচালা (ক্রিয়া) ফন্দি খাটানো; কৌশল প্রয়োগ করা। (কি মজার চালই চালা হয়েছে-মীর মশাররফ হোসেন)। চাল দেওয়া (ক্রিয়া) ১ মিথ্যা বড়াই বা বাহাদুরি করা। ২ চালাকি খাটানো। ৩ দাবা পাশা ইত্যাদি খেলার দান দেওয়া। চালবাজ, চালিয়াত (বিশেষণ) ১ মিথ্যা জাঁক করে এরূপ। ২ ফাঁকিবাজ; ঠক। ৩ ফন্দিবাজ। চাল বাড়ানো (ক্রিয়া) জীবনযাত্রার মান উচ্চ করা; চলাফেরার আড়ম্বর বৃদ্ধি করা; ব্যয়বাহুল্য দ্বারা আচার-ব্যবহারের পরিবর্তন ঘটানো। চালমাৎ (ক্রিয়া) ১ কৌশলে কার্যোদ্ধার হওয়া। □(বিশেষ্য) জয়; বিপক্ষের পরাজয়। □(বিশেষণ) দাবাখেলায় রাজার অচল অবস্থাবিশেষ। চালমারা (ক্রিয়া) ১ চালিয়াতি করা; বড়াই করা। ২ ফাঁকি দেওয়া; চালাকি করা। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+অ(ঘঞ্‌)}