Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চাকু Bengali definition [চাকু] (বিশেষ্য) ভাঁজ করে রাখা যায় এমন ফলাযুক্ত ছুরি। {(তুর্কি)চাকু}
  • Bengali Word চাকুন্দা, চাকন্দা Bengali definition [চাকুন্‌দা, চাকন্‌দা] (বিশেষ্য) ক্ষুদ্র গুল্ম; শাকবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চক্রমদ>}
  • Bengali Word চাকুম চাকুম Bengali definition [চাকুম্‌চাকুম্‌] (অব্যয়) চর্বণের শব্দ (ছেঁচা বাদাম চাকুম-চাকুম খায়-গিরিশ চন্দ্র সেন)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চাকুরিয়া, চাকুরে Bengali definition চাকর
  • Bengali Word চাক্কা Bengali definition [চাক্‌কা] (বিশেষ্য) চাকা। {(তৎসম বা সংস্কৃত) চক্র>}
  • Bengali Word চাক্কি, চাক্কী Bengali definition [চাক্‌কি] (বিশেষ্য) ১ ক্ষুদ্র চক্র; ছোট চাকা। ২ জাঁতা। {(তৎসম বা সংস্কৃত) চক্র>; (তুলনীয়) (হিন্দি)চক্কি}
  • Bengali Word চাক্ষুস Bengali definition [চাক্‌খুশ্‌] (বিশেষণ) ১ স্বচক্ষে দৃষ্ট; প্রত্যক্ষ; চোখে দেখো (চাক্ষুষ প্রমাণ)। ২ চক্ষু দ্বারা প্রাপ্ত (চাক্ষষ জ্ঞান)। চাক্ষুষী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চক্ষুস্‌+অ(অণ্‌)}
  • Bengali Word চাখন Bengali definition [চাখোন্‌] (বিশেষ্য) স্বাদ গ্রহণ। চাখনদার (বিশেষ্য), (বিশেষণ) চাখে যে; স্বাদ পরীক্ষক। {(তৎসম বা সংস্কৃত) √জক্ষ্‌>(বাংলা)√চাখ্‌+অন}
  • Bengali Word চাখা, চাকা Bengali definition [চাখা, চাকা] (ক্রিয়া) ১ স্বাদ গ্রহণ করা; আস্বাদন করা। ২ ভোগ করা। ৩ অনুভব করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(হিন্দি) চখ্‌না}
  • Bengali Word চাগা Bengali definition [চাগা] (ক্রিয়া) ১ প্রবল হয়ে ওঠা; মাথা চাড়া দেওয়া; সতেজ হওয়া (আত্মসম্মানবোধ এই বয়সেই ভয়ানক রকম চাগিয়া উঠেছে-কাজী নজরুল ইসলাম)। ২ জেগে ওঠা। ৩ উদিত হওয়া। চাগানো (ক্রিয়া) ১ চাগা; চাড়া দেওয়া (স্বস্তিতে আমার রসিকতা চাগা দিয়ে উঠল-শওকত ওসমান)। ২ উসকানো; উদ্দীপ্ত করা (প্রদীপের শিখা চাগানো)। ৩ উত্তেজিত করা। ৪ জাগানো; উদ্রিক্ত করা। ৫ বাড়ানো। ৬ উঠানো বা গুটানো (আমিও চাগিয়ে কাপড়-কাজী নজরুল ইসলাম)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>চাঙ্গ>চাগ+আ>চাগা}
  • Bengali Word চাগাড় Bengali definition [চাগাড়্‌] (বিশেষ্য) ১ উত্তেজনা। ২ প্রবল ভাবাবেগ বা চাড়। চাগাড় দেওয়া (ক্রিয়া) ১ উত্তেজিত হয়ে ওঠা। ২ প্রবল ভাব ধারণ করা; মাথা চাড়া দেওয়া; বেড়ে ওঠা। {(তৎসম বা সংস্কৃত) চাগা+ড়}
  • Bengali Word চাঙ্গা, চাংগা Bengali definition [চাঙ্‌গা] (বিশেষণ) ১ সবল; সতেজ; সজীব। ২ রোগমুক্ত; সুস্থ। ৩ উদ্যমপূর্ণ; উৎসাহপূর্ণ; স্ফূর্তিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>(বাংলা) চাঙ্গ+আ}
  • Bengali Word চাঙ্গাড়ি, চাংগাড়ি Bengali definition [চাঙ্‌গাড়ি] (বিশেষ্য) চওড়ামুখ ঝুড়িবিশেষ; বাঁশ বা বেতের তৈরি ছোট ধামা বা ঝুড়িবিশেষ (খাবরের চাঙ্গারিটা রেখে গিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। {(পালি)চঙ্গোটক>}
  • Bengali Word চাচা Bengali definition [চাচা] (বিশেষ্য) বাপের ভাই; কাকা; খুড়া; পিতৃব্য; খুল্লতাত। চাচী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) তাত>?; (হিন্দি) চচ্চা}
  • Bengali Word চাঞা Bengali definition [চায়াঁ] ((মধ্যযুগীয় বাংলা))(অসমাপিকা ক্রিয়া)চেয়ে (গোপী রৈল চাঁদমুখ চাঞা-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) চাহ্‌>}
  • Bengali Word চাঞ্চল্য Bengali definition [চান্‌চোল্‌লো] (বিশেষ্য) ১ চঞ্চলতা; চপলতা; স্থৈর্যহীনতা; অস্থিরতা। ২ অধীরতা; ব্যাকুলতা। ৩ ব্যস্ততা; উদ্বেগের ভাব। {(তৎসম বা সংস্কৃত) চঞ্চল+য(যঞ্‌)}
  • Bengali Word চাট ১, চাঁট Bengali definition [চাট্‌, চাঁট] (বিশেষ্য) গরু ঘোড়া প্রভৃতি পশুর লাথি (পাগলা ঘোড়ার চাট খেয়ে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) চট্‌>}
  • Bengali Word চাট ২ Bengali definition [চাট্‌] (বিশেষ্য) ১ চেটে খাওয়ার মতো মজাদার খাবার। ২ মদের আনুষঙ্গিক মুখরোচক খাদ্য অবদংশ। {(হিন্দি) চাট}
  • Bengali Word চাটনি Bengali definition [চাট্‌নি] (বিশেষ্য) চেখে ও চেটে খাওয়ার মুখরোচক খাদ্যবিশেষ; আচার; অম্লমধুর স্বাদযুক্ত লেহ্য ব্যঞ্জনবিশেষ। {(তুলনীয়) (হিন্দি) চাটনী}
  • Bengali Word চাটা Bengali definition [চাটা] (ক্রিয়া) (জিহবা দ্বারা) লেহন করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। চাটাচাটি (বিশেষ্য) ১ একে অপরকে লেহন। ২ বারংবার চাটা। ৩ অন্তরঙ্গতা; অতিরিক্ত ঘনিষ্ঠতা বা মাখামাখি, দহরম-মহরম। ৪ পরস্পর পরস্পরের প্রশংসা;এক অপরের পিঠ চুলকানো। চাটানো (ক্রিয়া) লেহন করানো। □(বিশেষণ) উক্ত অর্থে। [(হিন্দি) চাট্‌না; (বাংলা) √চাট্‌}
  • Bengali Word চাটাই Bengali definition [চাটাই] (বিশেষ্য) ১ দরমা। ২ খেজুর পাতা জাতীয় গাছের পাতায় তৈরি বস্তু। {(তৎসম বা সংস্কৃত) কট>(বাংলা)চট; চটা+আই}
  • Bengali Word চাটাচাটি Bengali definition চাটা
  • Bengali Word চাটান Bengali definition [চাটান্‌] (বিশেষ্য) চত্বর; প্রাঙ্গন (গিজ গিজ করতে থাকে সমস্তচাটানটা-গুণময় মান্না)। {(তৎসম বা সংস্কৃত) চত্বর>(প্রাকৃত) চত্তর>}
  • Bengali Word চাটালো, চটালো Bengali definition [চাটালো, চটালো] (বিশেষণ) প্রশস্ত; চওড়া (তারপর চাটালো জমি-যার উপর দিয়ে সহস্রধারা নদীসব বয়ে চলেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চাট+আলো}
  • Bengali Word চাটি ১ Bengali definition [চাটি] (বিশেষণ) উৎপন্ন; উৎসাদিত; ধ্বংস; বিনষ্ট (ভিটেমাটি চাটি হয়ে যাবে তোর-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। চাটিবাটি তোলা (ক্রিয়া) ১ ভিটামাটি উৎসন্ন করা। ২ স্থান ত্যাগ করে যাওয়া বা বাস উঠিয়ে নেওয়া। {(তৎসম বা সংস্কৃত) চপেটী>(?)}
  • Bengali Word চাটি ২ Bengali definition চাঁটি
  • Bengali Word চাটিম Bengali definition [চাটিম্‌] (বিশেষ্য) এক প্রকার কলা; মর্তমান কলা (ন্যাজ ঝোলা পাখি উড়ে বসে চাটিম কলা খাচ্ছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চাটিম>}
  • Bengali Word চাটিম চাটিম Bengali definition [চাটিম্‌চাটিম্‌] (অব্যয়) তবলায় চাঁটি মারার শব্দ (পিছনে ঘাপটি মেরে চাটিম চাটিম বোল তোলে-সৈয়দ মুজতবা আলী)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চাটু ১ Bengali definition [চাটু] (বিশেষ্য) তাওয়া; saucepan জাতীয় ভাজবার পাত্রবিশেষ; প্রশস্ত লোহার পাত্র (লোহার চাটুতে তপ্ত তৈলে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(হিন্দি) চটু>}
  • Bengali Word চাটু ২ Bengali definition [চাটু] তোষামোদ; স্তুতিবাক্য; খোশামোদ (চাটুগান শুনি সারা নিশিদিন-রবীন্দ্রনাথ ঠাকুর)। চাটুকার, চাটুবাদী, চাটুভাষী (বিশেষণ) তোষামোদ করে এমন; তোষামোদকারী। চাটুবচন, চাটুবাণী (বিশেষ্য) তোষামোদপূর্ণ বাক্য। চাটুপাঠ (বিশেষ্য) তোষামোপূর্ণ কথা বা রচনা। চাটুবাদ (বিশেষ্য) তোষামোদ; খোশামোদ। চাটুবাদিনী, চাটুভাষিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √চট্‌+উ(ঞুণ্‌)}