Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চিত্রক ৩ Bengali definition [চিত্‌ত্রক] (বিশেষণ) চিত্র অঙ্কনকারী; চিত্রশিল্পী। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+অক(ণ্বুল)}
  • Bengali Word চিত্রকূট Bengali definition [চিতত্রোকুট্‌] (বিশেষ্য) রামায়ণে বর্ণিত পর্বত বিশেষ; রামগিরি নামক পর্বত। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+কূট; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চিত্রগুপ্ত Bengali definition [চিত্‌ত্রোগুপ্‌তো] (বিশেষ্য) যমরাজের কেরানির নাম। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+√গুপ্‌+ত(ক্ত)}
  • Bengali Word চিত্রণ Bengali definition [চিত্‌ত্রন্‌] (বিশেষ্য) ১ অঙ্কিতকরণ; আলেখ্য লিখন। ২ বর্ণন। ৩ অলঙ্করণ। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+অন(ল্যুট্‌)}
  • Bengali Word চিত্রতারকা Bengali definition [চিত্‌ত্রোতারোকা] (বিশেষ্য) সিনেমার অভিনেতা; অভিনেত্রী। ইংরেজি ফিল্মস্টার-এর পরিভাষারূপে তৈরি শব্দ। {(তৎসম বা সংস্কৃত) √চিত্র+তারকা}
  • Bengali Word চিত্রফল, চিত্রল Bengali definition [চিত্‌ত্রোফল্‌, চিত্‌ত্রল্‌] (বিশেষ্য) চিতল মাছ। {(তৎসম বা সংস্কৃত) চিত্রফলক, চিত্রল}
  • Bengali Word চিত্রভানু Bengali definition [চিত্‌ত্রোভানু] (বিশেষ্য) ১ অগ্নি। ২ সূর্য। ৩ অর্কবৃক্ষ বা আকন্দ গাছ। ৪ মণিপুর রাজবিশেষ; অর্জুন পত্নী চিত্রাঙ্গদার পিতা। {(তৎসম বা সংস্কৃত) চিত্র(=বিচিত্র)+ভানু (=কিরণ)}
  • Bengali Word চিত্রল ১ Bengali definition চিত্রফল
  • Bengali Word চিত্রল ২ Bengali definition [চিত্‌ত্রল্‌] (বিশেষণ) ১ বিবিধ বর্ণযুক্ত। ২ চিত্রবিচিত্র। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+ল(লচ্‌)}
  • Bengali Word চিত্রা Bengali definition [চিত্রা] (বিশেষ্য) ১ একটি নক্ষত্রের নাম (আজি রজনীতে চাঁদের বিবাহ চিত্রা সাথে-মোহিতলাল মজুমদার)। ২ একটি সংস্কৃত ছন্দ। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+আ(টাপ্‌)}
  • Bengali Word চিত্রাঙ্গ Bengali definition [চিত্‌ত্রাঙ্‌গো] (বিশেষণ) অঙ্গ চিত্রিত এমন। □(বিশেষ্য) ১ সাপ। ২ রাংচিতার গাছ। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+অঙ্গ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চিত্রাঙ্গদা Bengali definition [চিত্‌ত্রাঙ্‌গোদা] (বিশেষ্য) অর্জুনের পত্নী। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+অঙ্গ+√দা+অ(অণ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word চিত্রানুগ Bengali definition [চিত্‌ত্রানুগ্‌] (বিশেষণ) ১ চিত্রের অনুসরণ; চিত্রের মতো। ২ সুস্পষ্ট; সমুজ্জল। ৩ ছবির ন্যায় বর্ণিত। {(তৎসম বা সংস্কৃত) √চিত্র+অনুগ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word চিত্রাভাস, চিত্রাভাষ Bengali definition [চিত্‌ত্রাভাশ্‌] (বিরল) (বিশেষ্য) ১ অঙ্কন শিল্পের রীতিবিরুদ্ধ দোষ; চিত্রকলা লঙ্ঘনজনিত দোষ। □(বিশেষণ) উক্ত দোষযুক্ত; উক্তমতে দুষ্ট (অজন্তার অতুলনীয় চিত্র সে হয়ে যাচ্ছে চিত্রভাষ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+আভাস, আভাষ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word চিত্রার্পিত Bengali definition [চিত্‌ত্রার্‌পিতো] (বিশেষণ) চিত্রপটে অঙ্কিত বা সন্নিবিষ্ট; নিস্পন্দ স্থির (বন্দিনীর প্রহসনে প্রাণহীনা চিত্রার্পিতা তুমি-হাসান হাফিজুর রহমান)। চিত্রার্পিতা প্রায় (বিশেষণ) চিত্রপটে আঁকা ছবির ন্যায় অর্থাৎ অঙ্কিত মূর্তির মতো স্পন্দহীন বা স্থির। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+অর্পিত; ৭ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word চিত্রালঙ্কার Bengali definition [চিত্‌ত্রালঙ্‌কার্‌] (বিশেষ্য) শব্দালঙ্কারবিশেষ; রচনা সৌষ্ঠবের জন্য ছবির আকারে শব্দ বিন্যাসের রীতি। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+অলঙ্কার; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চিত্রিক Bengali definition [চিত্‌ত্রিক্‌] (বিশেষ্য) চৈত্র মাস। {(তৎসম বা সংস্কৃত) চিত্রা+ইক(ঠন্‌)}
  • Bengali Word চিত্রিকা Bengali definition [চিত্‌ত্রিকা] (বিশেষ্য) ক্ষুদ্রাকার; মিনিয়েচার; miniature। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+ইক(ঠন্‌)+আ(টাপ্‌)
  • Bengali Word চিত্রিণী Bengali definition [চিত্‌ত্রিনি] (বিশেষ্য) ১ কামশাস্ত্রবর্ণিত নারী। ২ দৈহিক গঠন ভেদে চার রকম নায়িকা বা নারীর এক প্রকার; পদ্মিণী চিত্রিণী শঙ্খিনী হস্তিনী এই চার প্রকার নারীর অন্যতমা। ৩ তন্দ্র শাস্ত্রানুসারে দেহের নাড়িবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+ইন্‌(ইনি)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word চিত্রিত Bengali definition [চিত্‌ত্রিতো] (বিশেষণ) ১ অঙ্কিত। ২ চিহ্নিত। ৩ নকশা কাটা। ৪ বহুবর্ণ মণ্ডিত; বিচিত্র; নানা বর্ণে রঞ্জিত। ৫ চিত্রার্পিত। চিত্রিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √চিত্রি+ত(ক্ত)}
  • Bengali Word চিদাকাশ Bengali definition [চিদাকাশ্‌] (বিশেষ্য) ১ চিত্তরূপ আকাশ (চিদাকাশে চিরপথ চাওয়া মোর নতুন চাঁদ হাসে-কাজী নজরুল ইসলাম)। ২ নির্লিপ্ত চৈতন্য। ৩ পরব্রহ্ম। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+আকাশ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word চিদানন্দ Bengali definition [চিদানন্‌দো] (বিশেষ্য) ১ চিৎ ও আনন্দ; জ্ঞান ও আনন্দ; চৈতন্য ও আনন্দস্বরূপ। ২ পরমব্রহ্ম। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+আনন্দ; (দ্বন্দ্ব সমাস)}
  • Bengali Word চিদাভাস Bengali definition [চিদাভাশ্‌] (বিশেষ্য) ১ চৈতন্য বা জ্ঞানের বিকাশ। ২ জীবাত্মা। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+আভাস; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word চিদ্রূপ Bengali definition [চিদ্‌রুপ্‌] (বিশেষ্য) চৈতন্যময়; চৈতন্যস্বরূপে জ্ঞানময় আত্মা; পরমাত্মা; ব্রহ্ম। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+রূপ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word চিন ১, চিন্‌ Bengali definition [চিন্‌] (বিশেষ্য) ১ দাগ; চিহ্ন; ছাপ; নিদর্শন (এ সব ছবির একখানিও থাকবে না’ক চিন-জসীমউদ্‌দীন)। ২ অভিজ্ঞান; পরিচয়। {(তৎসম বা সংস্কৃত) চিহ্ন>}
  • Bengali Word চিন ২ Bengali definition [চিন্‌] (বিশেষ্য) জানাশোনা (চিন-পরিচয়)। □(বিশেষণ) চেনাশোনা; চেনা; পরিচিত। অচিন বিপ.। {(তৎসম বা সংস্কৃত) চিহ্ন>}
  • Bengali Word চিনচিন Bengali definition [চিন্‌চিন্‌] (অব্যয়) সূক্ষ্ম বা অল্প অল্প বেদনার অনুভূতিসূচক; অতীব্র জ্বালাবোধক; ঝিনঝিন। চিনচিনে (বিশেষণ) অল্প অল্প (বুকের ভিতর অস্পষ্ট চিনচিনে বেদনার মতো-আলাউদ্দীন আল আজাদ)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word চিনন, চিনা, চিনান, চিনানো Bengali definition চেনা
  • Bengali Word চিনি Bengali definition [চিনি] (বিশেষ্য) শর্করা; মিষ্টদ্রব্যবিশেষ; ইক্ষু বিট প্রভৃতি থেকে তৈরি মিষ্টি খাদ্য। চিনিপাতা দই (বিশেষ্য) চিনিসহযোগে প্রস্তুত দধি। চিনির বলদ (আলঙ্কারিক) (বিশেষ্য) চিনি বহনকারী বলদ যেমন চিনির স্বাদ ভোগ করতে পারে না তেমনি যে ব্যক্তি পরের সুখের জন্য খাটে কিন্তু নিজের পরিশ্রমলব্ধ সম্পদ ভোগ করতে পারে না। {গুজ. চীনী (চীনদেশীয়); (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) শর্করা, (ফারসি) শকরীন, (হিন্দি) শিরনী}
  • Bengali Word চিনে-বাজি Bengali definition [চিনেবাজি] (বিশেষ্য) এক প্রকার জাদুর খেলা (চিনে-বাজির মত এ যত চাচ্ছি খুলতে তত যাচ্চি জড়িয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)।